নিচের সূচিতে ক্লিক করে গানের কথার পাতায় গিয়ে গানের লিঙ্কে ক্লিক্
করলেই গানটি আপনার কমপিউটরে এসে বাজতে শুরু করবে |
জীবনের গানে তুই ফিরে আয়
JIBONER GAANE TUI FIREY AYE
An Appeal - Many of Anushree-Bipul's old cassettes and songs are no longer
available. We will be extremely grateful if you have them and if you share them with
all in our site. We will mention your names here as a mark of gratitude. Also please
send Anushree-Bipul's photos with eminent personalities such as Poet Birendra
Chattopadhyay, Hemanga Biswas, Salil Choudhury, if you have them.
Click on the links below to go to the Song and its lyrics :--
AUDIO
Songs of Anushree & Bipul অনুশ্রী-বিপুলের গান Go back
প্রথম প্রকাশ : ১৯৯৩
Released : 1993
জননীভাষার কাছে
কবিতা – অমিতাভ গুপ্ত, গীতিরূপ ও সুর – বিপুল চক্রবর্তী
জননীভাষার কাছে এসেছি ভূমিকাহীন
আমাকে পূর্ণ করো
আকাশে আধেক আলো, বৃক্ষে আধো-জীবন
গোধূলি, পূর্ণ করো
আমাকে পূর্ণ করো
যেভাবে একটি পাখি বাউলের ডানা মেলে
উড়ে যায়, উড়ে যায়
ও মাটি, পূর্ণ করো
আমাকে পূর্ণ করো
যেভাবে মাদল বাজে, মাদলে জাগে মাদল
ধ্বনি যায়, ধ্বনি যায়
ও মাটি, পূর্ণ করো
আমাকে পূর্ণ করো
জননীভাষার কাছে এসেছি ভূমিকাহীন
আমাকে পূর্ণ করো
আকাশে আধেক আলো, বৃক্ষে আধো-জীবন
গোধূলি, পূর্ণ করো
আমাকে পূর্ণ করো
. **************** গানের সূচিতে
সুবর্ণরেখা
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
সুবর্ণরেখা ভেসে যাবে তূলিন-জোছনায়
আমি যাই বা না যাই
মুরগুমা পাহাড়ের চাঁদ উঠে আসবে
আমি যাই বা না যাই
আমাদের যাওয়া তবু নিজেকে ভিজিয়ে নিতে
ওই জোছনায়, ওই জোছনায়
ঝিকিয়ে উঠবে বালিস্রোত, আহা আহা
আমি যাই বা না যাই
সুবর্ণরেখা ভেসে যাবে তূলিন-জোছনায়
আমি যাই বা না যাই...
. **************** গানের সূচিতে
ফুলেরা ডেকেছে
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
ফুলেরা ডেকেছে আমাদের
ফুলেদের কাছে যাইনি
পাখিরা ডেকেছে আমাদের
পাখিদের কাছে যাইনি
আমাদের আজ ঘিরেছে
ঘিরেছে যুদ্ধ-ডাইনি
ফুল ফুটবে না আর কি
ঝলসানো এই সকালে
চাঁদ উঠবে না আর কি
টিপ দেবে না কি কপালে
চাঁদ ডুবে গেছে আমাদের
আস্তে আস্তে আস্তে
তারা নিভে গেছে আমাদের
আস্তে আস্তে আস্তে
আমাদের আজ ঘিরেছে
আমাদেরই ক্ষেপণাস্ত্রে
ফুল ফুটবে না আর কি
ঝলসানো এই সকালে
চাঁদ উঠবে না আর কি
টিপ দেবে না কি কপালে
ফুলেরা ডেকেছে আমাদের
পাখিরা ডেকেছে আমাদের...
. **************** গানের সূচিতে
নদীর নামে
কবিতা – রঞ্জিত গুপ্ত, গীতিরূপ ও সুর - বিপুল চক্রবর্তী
নদীর নামে রেখেছি আমি নাম তার
চাই না তাকে শেখাতে আর চার-দেয়ালের নামতা
শেখাব তাকে নদীর মতো ছুটতে
ছোটার পথে হাজারো নদ-নদীর সাথে জুটতে
আদর করে বলব, ওরে কন্যে
এই আকাশ, উধাও মাঠ, এ সব তোরই জন্যে
ঢের হয়েছে হেঁসেল-ঘরে রান্না
হরেক গ্রাসে আটকে আছে মা-ঠাকুমার কান্না
নদীর নামে রেখেছি আমি নাম তার
চাই না তাকে শেখাতে আর চার-দেয়ালের নামতা
. **************** গানের সূচিতে
মায়ের চোখে ফাঁকি দিয়ে
কবিতা – অনুশ্রী চক্রবর্তী, গীতিরূপ ও সুর – বিপুল চক্রবর্তী
মায়ের চোখে ফাঁকি দিয়ে তেঁতুলমাখায় লেবুপাতা
কোথায় গেল
দুপুরবেলা না ঘুমিয়ে গলির ধাঁধায় হারিয়ে যাওয়া
কোথায় গেল
এক্কা-দোক্কা কোথায় গেল, গোল্লা-ছুট কোথায় গেল
কোথায় গেল
পুতুলবিয়ে -
তোর ছেলে আর আমার মেয়ে, পুতুলবিয়ে
উলুধ্বনি, রান্না-বান্না, চাকুম চুকুম
লুচিপাতা খাওয়ার সে ধুম
কোথায় গেল
বাদলদিনে ছপাৎ ছপাৎ বই ভিজিয়ে বৃষ্টি ভেজা
কোথায় গেল
ডুব-সাঁতারে চিৎ-সাঁতারে পুকুরটাকে উথাল পাথাল
কোথায় গেল
হা-ডু-ডু-ডু কোথায় গেল, ঢিলোরিয়া কোথায় গেল
কোথায় গেল
ফুলচুরি –
রোজ সকালে চুপি চুপি ফুলচুরি
মালির তাড়া, ডিঙিয়ে বেড়া দে দৌড় দৌড়
কোঁচড় ভরা শিউলি-চাঁপা
কোথায় গেল
বাঁশের ঝাড়ের পাশ দিয়ে সেই একলা যেতে শনশনানি
কোথায় গেল
হ্যারিকেনের আলো ঘিরে সন্ধ্যেবেলার ছমছমানি
কোথায় গেল
সবাই মিলে চেঁচিয়ে পড়া সেই যে বর্ণ-পরিচয়
কোথায় গেল
. **************** গানের সূচিতে
এসো পড়ি
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
এসো পড়ি অ – আ – ই – ঈ
কতকিছু শেখবার আমরাও শিখবই
বলো, অ
– অ
অ-এ অন্ন, অন্ন
আ-এ আশ্রয়, আশ্রয়
অজগর এ শুনে কি আসছে তেড়ে
আমাদের তবু আজ নেই ভয়
– আর নেই ভয়
ইঁদুরছানা আমরা যে নই
আমরা মানুষ, মানুষ জেনো
ঈশ্বরচন্দ্র গো ক্ষমা ক’রো আমাদের
এই হাহাকারে ঝরে পড়ে যদি
বর্ণমালার কিছু বর্ণ
তবু অন্ন, চাই অন্ন
তবু আশ্রয়, চাই আশ্রয়
চাই অন্ন
এসো পড়ি অ – আ – ই – ঈ
কতকিছু শেখবার আমরাও শিখবই
আজ-কাল-পরশু
শিখে নেব উ
ঊ – ঋ – ৯ – এ – ঐ
বলো, শিখব
– শিখব, শিখবই
ঘাম-ঝরা খাটুনির পাশে পাশে ধরো বই
– ধরব, ধরবই
হো হৌ হো হৌ
অ – আ – ই – ঈ...
...ঋ – ৯ – এ – ঐ – ও – ঔ
. **************** গানের সূচিতে
নদীর সামনে
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
নদীর সামনে দাঁড়াতেই
ডাক শুনি, হেই
কোনদিকে যাবে কোনদিকে
হেই
কোনখানে কোন নৌকো কোন মাঝি নেই
তা হলে কে ডাকছে –
কে ডাকছে ওভাবে
হেই
বুঝি নদীই ডাকছে
নদী, তুমি কোন দিকে কত দূর নিয়ে যেতে চাও
সমুদ্র পেরিয়ে আমি যেতে চাই আমাদের অজানা উৎসে
মেঘে মেঘে আকাশে উধাও
নদীর সামনে দাঁড়াতেই
ডাক শুনি, হেই
কোনদিকে যাবে কোনদিকে
হেই
কোনখানে কোন নৌকো কোন মাঝি নেই
তা হলে কে ডাকছে –
কে ডাকছে ওভাবে
হেই
. **************** গানের সূচিতে
কালো ষাঁড়ের শিং উঁচিয়ে
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
কালো ষাঁড়ের শিং উঁচিয়ে রাত্রি নাচে
‘যাসনে বাছা গুঁতিয়ে দেবে, যাসনে কাছে’ –
মা কাঁপে, তার দুষ্টু দুষ্টু ছেলেরা তবু
ছেলেরা সব তৈরিই আজ অন্য ধাঁচে
রাত্রি নাচে শহর জুড়ে পাড়ায় পাড়ায়
রাত্রি নাচে মুদির দোকান উলটে দিয়ে
রাত্রি নাচে ক্ষেত-খামারে ফসল মাড়ায়
রাত্রি নাচে জমির ভূগোল পালটে দিয়ে
কালো ষাঁড়ের শিং উঁচিয়ে রাত্রি নাচে
‘যাসনে বাছা গুঁতিয়ে দেবে, যাসনে কাছে’ –
মা কাঁপে, তার দুষ্টু দুষ্টু ছেলেরা তবু
ছেলেরা সব তৈরিই আজ অন্য ধাঁচে
ষাঁড় জানে না বাঘ রয়েছে কোন বনে
ষাঁড় জানে না কোথায় মরণ ওত পেতে
ষাঁড় জানে না বাঘ রয়েছে কোন মনে
ষাঁড় জানে না কোথায় শেষ উৎপাতের
কালো ষাঁড়ের শিং উঁচিয়ে রাত্রি নাচে
‘যাসনে বাছা গুঁতিয়ে দেবে, যাসনে কাছে’ –
মা কাঁপে, তার দুষ্টু দুষ্টু ছেলেরা তবু
ছেলেরা সব তৈরিই আজ অন্য ধাঁচে
. **************** গানের সূচিতে
ঘুম ঘুম ঘুম
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
ঘুম ঘুম ঘুম ঘুমো
ঘুম ঘুম ঘুম ঘুমো
না থাক মা তোর, তবু তো আছে
ইস্টিশনের চুমো
ঘুম ঘুম ঘুম ঘুমো
ঘুম ঘুম ঘুম ঘুমো
মাথার ওপর
মেঘ মেলেছে পাখা
এদিক ওদিক উঁকি মারলেই
এক ফালি চাঁদ বাঁকা
কাঁদিসনে আর, ঘুমো
কাঁদিসনে তুই, ঘুমো
না থাক মা তোর, তবু তো আছে
ইস্টিশনের চুমো
ঘুম ঘুম ঘুম ঘুমো
ঘুম ঘুম ঘুম ঘুমো
তোর কান্নায়
কাঁপে রাতের তারা
কাঁপে দূরে মায়ের মতো
একটি নদীর ধারা
কাঁদিসনে আর, ঘুমো
কাঁদিসনে তুই, ঘুমো
না থাক মা তোর, তবু তো আছে
ইস্টিশনের চুমো
ঘুম ঘুম ঘুম ঘুমো
ঘুম ঘুম ঘুম ঘুমো...
. **************** গানের সূচিতে
সুদূর বাঁকুড়া থেকে
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
সুদূর বাঁকুড়া থেকে দূর পুরুলিয়া থেকে
রুখা শুখা ছেলেরা গান গায়
মাঠের আগুন থেকে প্রাণের ফাগুন থেকে
রুখা শুখা ছেলেরা গান গায়
পলাশের গান গায় শিমুলের গান গায়
শিমুলের সাদা তুলো কীভাবে যে উড়ে এল
উড়ে এল এ শহর কলকাতায়
কলকাতা কত আর ঝিমোবি তুই
কলকাতা কত আর ঘুমোবি তুই
ব্লু জিন্স – ব্যাগিসার্ট – প্যারালেল – বয়কাট
বিলিতি হুইস্কি আর ড্রাগের নেশায়
সুদূর বনগাঁ থেকে সুন্দরবন থেকে
নোনা ধরা ছেলেরা গান গায়
নিজন নিঝুম থেকে জাগরণ, ঘুম থেকে
নোনা ধরা ছেলেরা গান গায়
সুনীলের গান গায় সাগরের গান গায়
সাগরের সাদা ফেনা মেলে দিল শত ডানা
উড়ে এল এ শহর কলকাতায়
কলকাতা কত আর ঝিমোবি তুই
কলকাতা কত আর ঘুমোবি তুই
এ সি মার্কেট আর স্টার টি ভি – ভি সি আর
ব্লু ফিল্মের নীল বিষের নেশায়
আকাশ – প্রান্তর – নদী হোক গান তোর
জীবনের গানে তুই ফিরে আয়
**************** গানের সূচিতে
Songs of Anushree & Bipul অনুশ্রী-বিপুলের গান Go back
Songs of Anushree & Bipul অনুশ্রী-বিপুলের গান Go back
Songs of Anushree & Bipul অনুশ্রী-বিপুলের গান Go back
Songs of Anushree & Bipul অনুশ্রী-বিপুলের গান Go back
Songs of Anushree & Bipul অনুশ্রী-বিপুলের গান Go back
Songs of Anushree & Bipul অনুশ্রী-বিপুলের গান Go back
Songs of Anushree & Bipul অনুশ্রী-বিপুলের গান Go back
Songs of Anushree & Bipul অনুশ্রী-বিপুলের গান Go back
Songs of Anushree & Bipul অনুশ্রী-বিপুলের গান Go back
Songs of Anushree & Bipul অনুশ্রী-বিপুলের গান Go back