নিচের সূচিতে ক্লিক করে গানের কথার পাতায় গিয়ে গানের লিঙ্কে
ক্লিক্ করলেই গানটি আপনার কমপিউটরে এসে বাজতে শুরু করবে |
নাগরিক
Nagarik
An Appeal - Many of Anushree-Bipul's old cassettes and songs are no longer
available. We will be extremely grateful if you have them and if you share
them with all in our site. We will mention your names here as a mark of
gratitude. Also please send Anushree-Bipul's photos with eminent
personalities such as Poet Birendra Chattopadhyay, Hemanga Biswas, Salil
Choudhury, if you have them.
Click on the links below to go to the Song and its lyrics :--
AUDIO
প্রথম প্রকাশ : ১৯৯৫
Released : 1995
স্ট্র্যান্ড রোড ধরে
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
স্ট্র্যান্ড রোড ধরে যদি হাঁটো তুমি
সামনে যে জীবনের পটভূমি
নাগরিক, সে কি নাগরিক
চারিদিকে হই হই বাস-ট্রাম
ঠেলা লরি জেটি আর কাস্টম
নাগরিক, সে কি নাগরিক
পাশে একা বয়ে যায় গঙ্গা –
একা একা বয়ে যায় গঙ্গা
ফুটপাথে ক্ষয়ে যায় যমুনা
ওগো মেয়ে, ঘর কোথা – কোন গাঁ
‘শয়তান – কইছি না, কমু না’
নাগরিক, সে কি নাগরিক
নাগরিক হুইস্কি-চিকেনকারি
নাগরিক শেয়ার কেলেঙ্কারি
নাগরিক ফানমাঞ্চ-চাউমিন
নাগরিক আই-এম-এফ ঋণ
গড়িয়াহাটার মোড়ে, হাজরাতে
ঘুম ভেঙে যাও যদি মাঝরাতে
নাগরিক, সে কি নাগরিক
রাত্রির ঘেউ ঘেউ চিৎকার
লাশ গুম, পুলিশি বলাৎকার
নাগরিক, সে কি নাগরিক
গ্যারেজে বাতিল লোহা-লক্করে
ক্লান্ত যে কিশোর ঘুমায়
সিনেমার টিকিট সে ব্ল্যাক করে –
শ্রীদেবীর চুমা সে ব্ল্যাক করে –
চুমা চুমা লে লে চুমা
নাগরিক, সে কি নাগরিক
নাগরিক ফ্রিজ-টিভি-টেলিগ্রাফ
নাগরিক ম্যান্ডেলা-স্টেফি গ্রাফ
নাগরিক একাডেমি-কফি হাউস
নাগরিক লিওটয়-মিকিমাউস
নিক্কো পার্ক, ইনডোর স্টেডিয়াম
ঘিরে আছে ইংলিস-মিডিয়াম
নাগরিক, সে কি নাগরিক
লেক্সপো-এক্সপো আর বইমেলা
বেনফিশ-ডেয়ারির দইমেলা
নাগরিক, সে কি নাগরিক
জীবনদীপের পাশে হতবাক
দাঁড়িয়ে কে ছায়ার মতো
মানিক বাঁড়ুজ্যে কি, অথবা
ঋত্বিক – দেবব্রত –
কেন চেয়ে আছো গো মা মুখপানে
এরা চাহে না তোমারে চাহে না যে
আপন মায়েরে নাহি জানে...
. **************** গানের সূচিতে
একটি গুবরে পোকা
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
একটি গুবরে পোকা গুটি গুটি পায়ে উঠে আসে
ঘুঙুর বাজিয়ে ওই উড়ে যায় একটি শালিখ
সারি সারি পিঁপড়েরা আলপথ বেয়ে হেঁটে যায়
ঝিক্ ঝিক্ যেন কামরা বোঝাই রেলগাড়ি –
কু ঝিক্ ঝিক্
একা হতে এসে আমি, দেখি প্রিয়, দেখি এই সব
ছেদহীন, শেষহীন এই যে প্রাণের উৎসব
দেখি আর মনে মনে নিজেকেই বলি আমি, ধিক্
এ জীবন ছেড়ে তুই একা একা যাবি কোন দিক
দূরে চিমনির ধোঁয়া, ক্লান্ত মিছিলে হাঁটে আমাদের লাশ
প্রাণ নেই মন নেই মাটি নেই জল নেই একটু আকাশ
ক্লান্ত মিছিলে হাঁটে আমাদের লাশ
মাঠে মাঠে খুঁজি তাই খুঁজি তাই নদীতীরে-তীরে
কিরণমালাকে চাই বেহুলাকে চাই আমি ফিরে
তারা এসে আমাদের ক্লান্ত মিছিল বুকে নিক
অরুণ বরুণ আর লখাইয়ের প্রাণ ফিরে দিক
আমাদের প্রাণ ফিরে দিক...
. **************** গানের সূচিতে
আমরা কজন মন্দ যুবক
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
আমরা কজন মন্দ যুবক অন্ধকারে হাঁটছি
আমরা কজন মন্দ যুবক অন্ধকার কাটছি
কাটছি যতই অন্ধকার
ততই তাথৈ অন্ধকার
কাটছি যতই অন্ধকার
তাথৈ তাথৈ অন্ধকার, তবু হাঁটছি
হাঁপাচ্ছি কেউ, কেউবা রাগে বোমার মতো ফাটছি
একটু আগুন, আবারও সেই অন্ধকারেই হাঁটছি
কাদের ছায়া ছিটকে গিয়ে অন্ধকার চাটছে
চাটুক, তবু আরও তো কেউ অন্ধকারে হাঁটছে
চোট-হোঁচটের অন্ধকার
ধূর্ত, শঠের অন্ধকার
চোট-হোঁচটের অন্ধকার
সভ্য শঠের অন্ধকার, তবু হাঁটছি
আমরা কজন মন্দ যুবক অন্ধকারে হাঁটছি
আমরা কজন মন্দ যুবক অন্ধকার কাটছি
. **************** গানের সূচিতে
রাস্তা পেরিয়ে রাস্তা
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
রাস্তা পেরিয়ে রাস্তা
রাস্তা পেরিয়ে যাই
রাস্তা পেরিয়ে, বন্ধু
বন্ধু, তোমাকে চাই
রাস্তা পেরিয়ে রাস্তা
হোক না কঠিন রাস্তা –
এগিয়ে যাই, বন্ধু
চলার পথে পথে আমাকে ঘিরে থাকে
আলো ও আঁধারের দারুণ ভয়
যেখানে যেতে চাই রাস্তা চিনে চিনে
সেখানে পৌঁছুতে পারব তো
চলার পথে পথে চপল সূর্যের
হঠাৎ ডুবে যাওয়া, ফের উদয়
যেখানে যেতে চাই, কোথায় যেতে চাই
এমন প্রশ্নও সঙ্গত
এগিয়ে যাই তবু, এগিয়ে যাই –
হে পথ হে স্বদেশ, এভাবে আর নয়
এবার খুলে দাও উৎসদ্বার
তোমাকে ছিঁড়ে খুঁড়ে দেখতে চাই আমি
তোমার মাটি জল মেঘমালা
এবার এসো প্রিয় ভীষণ ঝঞ্ঝায়
আমূল কেঁপে যাক আলো আঁধার
আমাকে ছিঁড়ে খুঁড়ে তুমিও দেখে নাও
আমার আগ্নেয় ডালপালা
তোমাকে চাই প্রিয় তোমাকে চাই –
রাস্তা পেরিয়ে রাস্তা
রাস্তা পেরিয়ে যাই
রাস্তা পেরিয়ে, বন্ধু
বন্ধু, তোমাকে চাই
রাস্তা পেরিয়ে রাস্তা
হোক না কঠিন রাস্তা –
এগিয়ে যাই, বন্ধু...
. **************** গানের সূচিতে
পাখি ওড়ে
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
পাখি ওড়ে, তুমি ভাব মেঘ
মেঘ ওড়ে, আমি ভাবি পাখি
দুই জনে পাশাপাশি হাঁটি
পাশাপাশি অথচ একাকী –
ভীষণ একাকী
কুয়াশায় ঢেকে আছে আমাদের পথ
ঢেকে আছে আমাদের স্বপ্ন, শপথ
সেই একই সূর্যের অস্তের – উদয়ের
মুখর দ্বন্দ নিয়ে আমরা থাকি
তুমি বলো, কেন – আমি বলি, কেন নয়
আমাদের চারপাশে হাসে এ সময়
সময় গড়ায় মহা-সময়ের দিকে
মন ছুঁতে চায় আকাশের শেষ তারাটিকে
নিচে এই পৃথিবীর জীবনের এ শিবির
ঝড় আনে তবু জেনো কালবৈশাখী
পাখি ওড়ে, তুমি ভাব মেঘ
মেঘ ওড়ে, আমি ভাবি পাখি
দুই জনে পাশাপাশি হাঁটি
পাশাপাশি অথচ একাকী –
ভীষণ একাকী
. **************** গানের সূচিতে
জ্যান্ত মাছ মাপা
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
জ্যান্ত মাছ মাপা বড়ই কঠিন
ঠিক ঠিক মাপা যায় না
জ্যান্ত দিন, এই জ্যান্ত দিন
ভাঙে সময়ের আয়না
ভাঙে মেঘ – মেঘ ভাঙে – ভাঙে আকাশ
ভাঙে নদী – নদী – নদী-তীরের কাশ
এমন ভাঙন যদি, ভাঙা চাই নিরবধি
ভাঙনের গান কে গো গায় না
ছিপ খান – তিন দাঁড় – তিন জন মাল্লা
নদীকে মাপবে বলে এনেছিল পাল্লা
এবং হারিয়ে খেই ভাসে আজ নদীতেই
গান গায়, বিধি রে... আল্লা...
ভাঙে গানে গানে ভাঙে আমারও সুর
খোঁজে দূর – দূর খোঁজে কোন সুদূর
সুতানটি থেকে কলিকাতা এসে সরু গলি
গলিপথে যেন তা হারায় না
জ্যান্ত মাছ মাপা বড়ই কঠিন
ঠিক ঠিক মাপা যায় না
জ্যান্ত দিন, এই জ্যান্ত দিন
ভাঙে সময়ের আয়না
. **************** গানের সূচিতে
একটি শিশু
কথা ও সুর – বিপুল চক্রবর্তী
একটি শিশু রিকশা চালায়
একটি শিশু ইস্কুলে যায়
সেই রিকশায় চড়ে
ইস্কুলে সে পড়ে, আহা পড়ে –
লেখা-পড়া করে যেইজন
সেইজন গাড়ি-ঘোড়া চড়ে
একটি শিশু রিকশা চড়ে, একটি শিশু রিকশা টানে
দুটি শিশু দাঁড়ায় এসে মুখোমুখি আমার গানে
একটি শিশু গেলাস সাজায়
একটি শিশু বোর্নভিটা খায়
সেই গেলাসে করে
নীতি-কথায় পড়ে, আহা পড়ে –
জীবে প্রেম করে যেইজন
সেইজন সেবিছে ঈশ্বরে
একটি শিশু বোর্নভিটা খায়, একটি শিশু বাসন মাজে
দুটি শিশু পাশাপাশি কিছুতেই আসে না যে
একটি দিবস শিশু দিবস, একটি শিশুর কথা শোন –
নেকা-পড়া করতি বলে, নেকা-পড়া করবো কি রে
পেটে নাই দানা-পানি, না-খেয়ে মরবো কি রে
বল গে হতচ্ছাড়া, বল গে ছুঁচো, পাজি
ঠোঙা বেঁচে পয়সা পেলে, আমি বই ছিঁড়তে রাজি
ভিক্ষা চাইলে ভিক্ষা দেয় না, ভিক্ষা চাইলে ভিক্ষা দেয় না
বলে, খেটে খাও – খাটো
কেউবা আবার খাটতে নেয় না, খাটতে চাইলে খাটতে নেয় না
বলে, সোনা তুই ছোট
কিন্তু আমার ছোট্ট পেটটা, আমার এই ছোট্ট পেটটা
ভরবে কেমন করে – কোথাও যদি একটু বলা হোত –
একটি দিবস শিশু দিবস, একটি শিশুর কথা শোন –
কান পাতো কান পাতো
হাজার শিশুর কথা শোন, লক্ষ শিশুর কথা শোন –
কান পাতো কান পাতো
. **************** গানের সূচিতে
দৌড়
দেখেছো তো ঘোড়-দৌড়, দেখেছো মোটর দৌড়
দৌড় দৌড় অনেক রকম
ট্রামে বাসে, পা-দানিতে – সারেগামা রেগামাপা
দৌড় দৌড় অনেক রকম
ইঁদুর-দৌড় সবই ইঁদুর-দৌড় –
ইঁদুরের স্বর্গ ইঁদুরের মর্ত্ত
ইঁদুরের গর্ত ইঁদুরেরই গর্ত
এখানে আকাশ নেই, তবুও আকাশ-ছোঁয়া এম্বিশন
যায় যাক কাছা খুলে কেতাবী কলেজ-স্কুলে
ছেলেপুলেদের চাই এডমিশন
চাই চাই চাই চাই এডমিশন – দৌড় –
স্নান নেই আমাদের, সাবানের আছে নানা বিজ্ঞাপন –
পিপাসা ? পিপাসা ? – কোলা –
পিপাসায় আছে কোলা, সাথে লুচি পেটফোলা
সানড্রপ-সাফোলায় দিনযাপন
হেই হেই হেই হেই দিনযাপন – দৌড় –
দেখেছো হন্ডা বাইক, স্কুটার কাইনাটাইক
দৌড় দৌড় অনেক রকম
বাজারের থলে নিয়ে, ছেলেপুলে কোলে নিয়ে
দৌড় দৌড় অনেক রকম
ইঁদুর-দৌড় সবই ইঁদুর-দৌড় –
ইঁদুরের স্বর্গ ইঁদুরের মর্ত্ত
ইঁদুরের গর্ত ইঁদুরেরই গর্ত
তুমি কি কবিতা লেখ, কী কবিতা, গান গাও, কেমন গান –
আমলার স্তুতি করো, শ্যামলার ধুতি ধরো
চাই পাওয়া চাই নানা অনুষ্ঠান
চাই কোম্পানি চাই টেলিভিশন – দৌড় –
যাওয়ার ঠিকানা নেই, পাগলের মতো তবু এই যাওয়া
হাই – হ্যালো – হাউ স্মার্ট – ব্লু জিন্স – ব্যাগি সার্ট
টিপ টপ – ফিট ফাট এই হাওয়া
তবু, এখানেই আমাদের গান গাওয়া
গলায় রক্ত তুলে গান গাওয়া
হাজারো গর্ত ফুঁড়ে, স্বর্গ মর্ত্য ঢুড়ে
গানের আকাশ যদি যায় পাওয়া
তাই গান গাওয়া...
. **************** গানের সূচিতে