*
নিচের সূচিতে ক্লিক করে গানের কথার পাতায় গিয়ে গানের লিঙ্কে ক্লিক্
করলেই গানটি আপনার কমপিউটরে এসে বাজতে শুরু করবে |
ঝিম ঝিম নিশা লাগে  
Jhim Jhim Nisha Lagey  
Our Thanks - The Songs of this album have been sent to
us by a well wisher who wants to remain anonymous ! The
audio may not be good at times, but then, these are among
the most popular Gana Sangeets ever composed !
- 21st Nov 2010

Click on the links below to go to the Song and its lyrics :--
AUDIO
Songs of Anushree & Bipul                                                                        Go back
প্রথম প্রকাশ : ১৯৯২
Released : 1992
*
ঝিম ঝিম নিশা লাগে
কথা ও সুর - বিপুল চক্রবর্তী


ঝিম ঝিম নিশা লাগে মহুয়ার বনেতে
সাজ সাজ রণসাজে য্যাইতে হবেক রণেতে
ঝিম ঝিম নিশা লাগে

ম্যাইরেছি বহুত হাতি-ভালুক-বাঘ-বনশুয়ার
ম্যাইরব ইবার শালা ক্ষেতি-লুটা জমিদার
ঝিম ঝিম নিশা লাগে

ও সিধু –  
ও কানু –
ও বিরশা –  
লে সিধু, গাঁইতি উঠা - লে কানু, শাবল উঠা
লে সিধু, টাঙ্গি উঠা – লে কানু, কুড়াল উঠা
লুটা রে, ই মাটিতে জমিদারি-রাজ লুটা
লে তুহর গাঁইতি উঠা – লে তুহর শাবল উঠা
লে তুহর টাঙ্গি উঠা – লে তুহর কুড়াল উঠা

ই ক্ষেতি ই ধান হামার, ই দেশ হামার বোল্‌ রে বোল্‌
বিরশা হুকুম পাড়ে, খোল রে তুহর বাঁধন খোল
ঝিম ঝিম নিশা লাগে

ঝিম ঝিম নিশা লাগে মহুয়ার বনেতে
সাজ সাজ রণসাজে য্যাইতে হবেক রণেতে
ঝিম ঝিম নিশা লাগে...


.       ****************                                                    
গানের সূচিতে    
Songs of Anushree & Bipul                                                                        Go back
An Appeal - Many of Anushree-Bipul's old cassettes and songs are no longer
available. We will be extremely grateful if you have them and if you share them with
all in our site. We will mention your names here as a mark of gratitude. Also please
send Anushree-Bipul's photos with eminent personalities such as Poet Birendra
Chattopadhyay, Hemanga Biswas, Salil Choudhury, if you have them.
*
আর কতকাল, বন্ধু
কথা ও সুর - বিপুল চক্রবর্তী

আর কতকাল, বন্ধু
আর কতকাল
এই অপমান, বন্ধু
আর কতকাল

বানে ডুবে খরায় জ্বলে
তবু জীবন মাথা তোলে
সয় না রে, তাই চুপি চুপি
মরণ কাটে খাল
কখনও চাষনালা, বন্ধু
কখনও ভূপাল

আর কতকাল, বন্ধু
আর কতকাল
এই অপমান, বন্ধু
আর কতকাল

নিজ-দেশে পরবাসী
জীবন জুড়ে মরণ-ফাঁসি
দিন বদলায় সন বদলায়
বদলায় না আর হাল
কখনও চাষনালা, বন্ধু
কখনও ভূপাল

আর কতকাল, বন্ধু
আর কতকাল
এই অপমান, বন্ধু
আর কতকাল...


.       ****************                                                    
গানের সূচিতে    
Songs of Anushree & Bipul                                                                        Go back
*
হামার নাম ডুলুং
কথা ও সুর - বিপুল চক্রবর্তী


হামার নাম ডুলুং, মেইয়ে তুমার নাম কী
হামার নাম ডুংরি, হামি ডুংরি-লদিটি

হামি পাহাড় শুশুনিয়া, বানসা পাহাড়টি
হামি তুমার বুকে সিঁয়া-কুলের কাঁটাটি

হামার নাম করমচাঁদ, তুমার নাম কী
হামার নাম কুরমি, হামি তুমার ছায়াটি

হামার নাম মহুল মহুল
হামি কালা ভমর ভমর
হামার নাম মাদল মাদল
দিদম দিদম তুমার কোমর

হামার নাম কুঁদরি, ছেইলে তুমার নাম কী
হামি তুমার স্বজন, হামি সইজনা-ডাঁটাটি

হামি বনের মেইয়ে, হামি পলাশপাতাটি
হামি তুমার বুকে বনের সোঁদাল-পোকাটি

হামার নাম সোমবারি, তুমার নাম কী
হামার নাম মংলু, হামি তুমার ছায়াটি

হামার নাম মহুল মহুল
হামি কালা ভমর ভমর
হামার নাম মাদল মাদল
দিদম দিদম তুমার কোমর...


.       ****************                                                    
গানের সূচিতে    
Songs of Anushree & Bipul                                                                        Go back
*
অনেক বরণ
কথা ও সুর - বিপুল চক্রবর্তী


অনেক বরণ গাভী রে ভাই
একই বরণ দুধ
কালা গাভী, ধলা গাভী-  
আহা, কী অদ্ভুত –
একই বরণ দুধ

অনেক বরণ গুরু-গোঁসাই
অনেক বরণ সাধু
পান্ডা খাইল মন্ডা-মিঠাই
আমরা দেখলাম জাদু

আহা, কী অদ্ভুত –  

দেশ জুড়িয়া অনেক রকম
বকম বকম বকম বকম

অনেক বরণ খুনী-ডাকাইত
অনেক বরণ চোরা
ধন নিল, মান নিল
বুকে ধরল ছোড়া

আহা, কী অদ্ভুত –

অনেক বরণ গাভী রে ভাই
একই বরণ দুধ
কালা গাভী, ধলা গাভী-  
আহা, কী অদ্ভুত –
একই বরণ দুধ


.       ****************                                                    
গানের সূচিতে    
Songs of Anushree & Bipul                                                                        Go back
*
কোন দিকে তুই যাও   
কথা ও সুর - বিপুল চক্রবর্তী

কোন দিকে তুই যাও রে নদী
কোন দিকে তুই যাও
সেই দিকে যাইতে কি আমার
বন্ধুর দেখা পাও

বন্ধু আমার অনেক দূরে
বন্ধু গেইছেন সমুদ্দুরে
বন্ধু গেইছেন মুক্তা আনিতে
ভরিয়া সোনার নাও

হাত ধরি তোর নদী রে
পা-ও ধরি তোর নদী
আমার কথা বলিও তারে
দেখা পাও যদি

চোখের জলে কাঁখের ঘড়া
কতই বা আর যায় রে ভরা
ওরে ও নদী, চাহি না মুক্তা
বন্ধু আনিয়া দাও

কোন দিকে তুই যাও রে নদী
কোন দিকে তুই যাও
সেই দিকে যাইতে কি আমার
বন্ধুর দেখা পাও


.       ****************                                                    
গানের সূচিতে    
Songs of Anushree & Bipul                                                                        Go back
*
লদী শুখা পখইর শুখা   
কথা ও সুর - বিপুল চক্রবর্তী


লদী শুখা পখইর শুখা ক্ষেত-মাঠ শুখা লো
ই বছর খাজনা ছাড়ান দাও, ও মহাজন
ই বছর খাজনা দিতে লাইরব

চারিদিকে হাহাকার
চোইখেতে অন্ধকার
কুনদিকে কুন গতি নাই
ঘরে ছেইলে ন্যাংটো
চুলাও নিবন্ত
ই বছর খাজনা কুথা পাই, ও মহাজন
ই বছর খাজনা দিতে লাইরব

লদী শুখা পখইর শুখা ক্ষেত-মাঠ শুখা লো
ই বছর খাজনা ছাড়ান দাও, ও মহাজন
ই বছর খাজনা দিতে লাইরব

জ্বইলছে চৈতমাস
জ্বইলছে হাড়-মাস
সাফ কথা বইলছি শুন তাই
খাজনা দিতে লাইরব
খাজনা দিতে লাইরব
ই বছর খাজনা দিব নাই, ও মহাজন
ই বছর খাজনা দিব নাই

ই বছর খাজনা দিব নাই


.       ****************                                                    
গানের সূচিতে    
Songs of Anushree & Bipul                                                                        Go back
*
মিঞাও মিঞাও   
কথা ও সুর - বিপুল চক্রবর্তী

বাঘের মেসো, ডোরাকাটা পোষাকে-আশাকে
মাছ মারিয়া দুধ মারিয়া মিঞাও মিঞাও ডাকে
বিল্লু মিঞাও মিঞাও ডাকে

গাঁ-গেরামে বিল্লুর নামে সবাই জড়ো-সড়ো
বিল্লু মহারাজা আসছেন, তাকে পেন্নাম করো
জয় জয় বিল্লু মহারাজা
হিন্দুর ঘরে রুই-কাতলা, মুসলমানের মুর্গি
সবই মহারাজার জন্যে, বলো তাতে কার কী
বলো জয় জয় মহারাজা

বাঘের মেসো, ডোরাকাটা পোষাকে-আশাকে
মাছ মারিয়া দুধ মারিয়া মিঞাও মিঞাও ডাকে
বিল্লু মিঞাও মিঞাও ডাকে

শহরেই বা কম কী বাবা, মিটিঙে-মিছিলে
শিক্ষিতেরাও তেনার নামে জয়ধ্বনি দিলে
জয় জয় বিল্লু মহারাজা
খ্যাংড়া-মুচো চ্যাংড়া-ছুঁচো ন্যাংটা-নেংটি যা যা
বাঘ-পরিবার রাজ-পরিবার, বিল্লু মহারাজা
বলো জয় জয় মহারাজা

বাঘের মেসো, ডোরাকাটা পোষাকে-আশাকে
মাছ মারিয়া দুধ মারিয়া মিঞাও মিঞাও ডাকে
বিল্লু মিঞাও মিঞাও ডাকে


.       ****************                                                    
গানের সূচিতে    
Songs of Anushree & Bipul                                                                        Go back
*
ছপক ছপক  
কথা ও সুর - বিপুল চক্রবর্তী

ছপক ছপক ভিঁজা শাড়ি –
কোন জলে তুই সিনাইলি কোন জলে তুই সিনাইলি
ই পখইরে কায়েত-পাড়া, উ পখইরে বামুন-বাড়ি
কোন জলে তুই সিনাইলি কোন জলে তুই সিনাইলি
ছপক ছপক ভিঁজা শাড়ি –

কালা হামার গাঁইতি উঠাইলেক
পাহাড় কাইটে পাথর সরাইলেক
কালা হামার বাঁশি বাজাইলেক
বনের মাঝে লদী লাচাইলেক

ছপক ছপক ভিঁজা শাড়ি –
কোন লদীতে সিনাইলি কোন লদীতে সিনাইলি
বনে বনে নেকড়া-হুড়া-ভালু-হাতির খবরদারি
কোন লদীতে সিনাইলি কোন লদীতে সিনাইলি
ছপক ছপক ভিঁজা শাড়ি –

কালা হামার ধনুক উঠাইলেক
বনের হুড়া-হাতি খেদাইলেক
কালা হামার বাঁশি বাজাইলেক
আকাশে রঙধনু সাজাইলেক

ছপক ছপক ভিঁজা শাড়ি –
কালা হামার –
ছপক ছপক ভিঁজা শাড়ি –
কালা হামার –


.       ****************                                                    
গানের সূচিতে    
Songs of Anushree & Bipul                                                                        Go back
*
দিদি শোন দুঃখের কথা কই  
কথা ও সুর - বিপুল চক্রবর্তী


দিদি শোন দুঃখের কথা কই
দাদা শোন দুঃখের কথা কই
অথৈ বন্যায় ভাসে রে দ্যাশ
থৈথৈথৈ জল থৈথৈথৈ অথৈ
দিদি শোন দুঃখের কথা কই
দাদা শোন দুঃখের কথা কই

মানুষ শুনি মঙ্গলে যায়
মানুষ যায় রে চান্দে
আমার দেশের মানুষ বন্যায়
পইড়া আইজও কান্দে
দশা হায় রে এমনতরই

দিদি শোন লজ্জার কথা কই
দাদা শোন লজ্জার কথা কই
মানুষ-জন্ম নিয়া আমরা
গরু-ছাগল-ভেড়ার মতন রই
দিদি শোন দুঃখের কথা কই
দাদা শোন দুঃখের কথা কই

দিন যে ভাসে বানের জলে
রাইত যে ভীষণ খরায় জ্বলে
অনাহারের কাল-ছোবলে
জীবন ভাসে চোখের জলে

তিরিশ বছর আমরা স্বাধীন
তিরিশ বছর পার
দুঃখে তবু কাটে রে দিন
নানান অইত্যাচার
ভাঙ্গা কান্ধে ভূতের বোঝা বই

দিদি শোন লজ্জার কথা কই
দাদা শোন লজ্জার কথা কই
মানুষ-জন্ম নিয়া আমরা
বলদ-ঘোড়া-গাধার মতন রই
দিদি শোন দুঃখের কথা কই
দাদা শোন দুঃখের কথা কই


.       ****************                                                    
গানের সূচিতে    
Songs of Anushree & Bipul                                                                        Go back
*
ইষ্টিকুটুম ইস্টিশনে  
কথা ও সুর - বিপুল চক্রবর্তী

ইষ্টিকুটুম ইস্টিশনে থামল গাড়ি
মন, তুই যাবি রে কোন কুটুমবাড়ি

গাছে গাছে কুটুমপাখি
শোন ওই উঠছে ডাকি
বলে, কে গো কুটুম নাকি
চারিদিকে কুটুম কুটুম –
.             ধ্বনি-প্রতিধ্বনি তারই

মন, তুই যাবি রে কোন কুটুমবাড়ি

পথে পথে সারি সারি
পথ চেয়ে তাল-সুপারি
পথে পথে সারি সারি
ডাকে ফুল রূপকুমারি

একপাশে দাঁড়িয়ে কে রে
দ্যাখ, তোরে দেখতেছে রে
ভুললি খেজুর গাছেরে
কাঁটা ভরা সারা শরীর –
.             বুকে তবু রসের হাঁড়ি

মন, তুই যাবি রে কোন কুটুমবাড়ি

পথ চেয়ে সারি সারি
উঠানের বউ-ঝিয়ারি
পথ চেয়ে সারি সারি
পাখা-পিঁড়ি-ভাতের হাঁড়ি

আরও দূরে – দূরে ওই
দ্যাখ চেয়ে, অশ্রুময়ী
নদী এক যায় রে বহি
ডাকে আয়, আয় রে কুটুম –
.             একা আর বইতে নারি

মন, তুই যাবি রে কোন কুটুমবাড়ি...


.       ****************                                                    
গানের সূচিতে    
Songs of Anushree & Bipul                                                                        Go back