বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর "রাগ-প্রধান গান"
থেকে কয়েকটি
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
অধির অম্বরে গুরু গরজন মৃদঙ্ বাজে    
অরুণকান্তি কে গো যোগী ভিখারী    
অঞ্জলি লহ মোর সঙ্গীতে   
আজো কাঁদে কাননে কোয়েলিয়া    
কাবেরী নদী-জলে কে গো বালিকা    
কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া    
চৈতালী চাঁদিনী রাতে    
দক্ষিণ সমীরণ সাথে    
দোলন-চাঁপা বনে দোলে --দোল্-পূর্ণিমা-রাতে    
ধীরে বহ ভোরের হাওয়া, ধীরে ধীরে   
নিশি নিঝুম ঘুম নাহি আসে    
নীলাম্বরী সাড়ি পরি’ নীল যমুনায়    
পরদেশী মেঘ যাও রে ফিরে    
ফুলের জলসায় নীরব কেন কবি ?  
বনে চলে বনমালি বনমালা দুলায়ে      
বেণুকা ও কে বাজায় মহুয়া বনে   
মৃত্যু নাই, নাই দুঃখ-----আছে শুধু প্রাণ    
যাহা কিছু মম আছে প্রিয়তম    
রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝরে শাওনধারা    
রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝিম্ ঘন দেয়া বরষে    
শাওন আসিল ফিরে সে ফিরে এল না    
শূন্য এ বুকে পাখী মোর, আয়    
হংস-মিথুন ওগো যাও ক’য়ে যাও    
হে মোর স্বামী, অন্তর্যামী    
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.        হাম্বীর--কাওয়ালী  /  “ সেতুবন্ধ”  নাটিকায় বৃষ্টিধারার গান

.               অধির অম্বরে গুরু গরজন মৃদঙ্ বাজে |
.               রুমু রুমু ঝুমু মঞ্জীর-মালা চরণে আজ উতালা যে ||
এলো চুলে দুলে দুলে বন-পথে চল আলি, /  মরা গাঙে বালুচরে কাঁদে যথা বন-মরালী |
.                উগারি’ গাগরি ঝারি / দে  লো করুণা ডারি,
.                ঘুঙট উতারি’ বারি  /   ছিটালো গুমোট সাঁঝে ||
তালীবন হানে তালি, ময়ুরী ইশারা হানে, / আসন পেতেছে ধরা মাঠে মাঠে চারা-ধানে |
মুকুলে ঝরিয়া পড়ি’ আকূতি জানায় যূথী, / ডাকিছে বিরস শাখে তাপিতা চন্দনা-তুতী ||
কাজলঃআঁখি রসিলি / চাহে খুলি ঝিলিমিলি, / চল লো চল সহেলী, / নিয়ে মেঘ নটরাজে ||


.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.                        আহীর ভৈরব---- ত্রিতাল

অরুণকান্তি কে গো যোগী ভিখারী |
নীরবে হেসে দাঁড়াইলে এসে  / প্রখর তেজ তব নেহারিতে নারি ||
রাস-বিলাসিনী আমি আহিরিণী /  শ্যামল কিশোর রূপ  শুধু চিনি,
অম্বরে হেরি আজ একি জ্যোতিঃপুঞ্জ / হে গিরিজাপতি ! কোথা গিরিধারী ||
সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব, আমি ব্রজবালা |
হে শিব সুন্দর , বাঘছাল পরিহর, ধর নটবর-বেশ পর নীপ-মালা ||
নব মেঘ-চন্দনে ঢাকি অঙ্গজ্যোতিঃ / প্রিয় হয়ে দেখা দাও ত্রিভূবন-পতি
পার্ব্বতী নহি আমি  আমি শ্রীমতী,  /  বিষাণ ফেলিয়া হও বাঁশরী-ধারী ||

.                           **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.                        আহীর ভৈরব---- ত্রিতাল

.                        তিলং---আদ্ধা কাওয়ালী


অঞ্জলি লহ মোর সঙ্গীতে |   /  প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমারে, সুন্দর, বন্দিতে !  /  সঙ্গীতে সঙ্গীতে ||
তোমার দেবালয়ে কি সুখে কি জানি  / দু’লে দু’লে ওঠে আমার দেহখানি
আরতি-নৃত্যের ভঙ্গীতে |  /      সঙ্গীতে সঙ্গীতে ||
পুলকে বিকশিল প্রেমের শতদল  /  গন্ধে রূপে রসে টলিছে টলমল |
তোমার মুকে চাহি আমার বাণী যত  / লুটাইয়া-পড়ে ঝরা ফুলের মত
তোমার পদতল রঞ্জিতে |   /    সঙ্গীতে সঙ্গীতে ||


.                           **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.                      কেদারা----ত্রিতাল

আজো কাঁদে কাননে কোয়েলিয়া | / চম্পা কুঞ্জে আজো গুঞ্জে ভ্রমরা, কুহরিছে পাপিয়া ||
.             প্রেম-কুসুম শুকাইয়া গেল হায়,
.             প্রাণ-প্রদীপ মোর হের গো নিভে যায়, / বিরহী এস  ফিরিয়া ||
.             তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন
.             মালার ফুল মোর ধূলায় হ’ল মলিন  /  জনম গেল ঝুরিয়া  ||


.                           **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.  কর্ণাটি সামন্ত---ত্রিতাল

কাবেরী নদী-জলে কে গো বালিকা,
আন্ মনে ভাসাও চম্পা শেফালিকা |
প্রভাত-সিনানে আসি’ অলসে
কঙ্কন-তাল হানো কলসে,
খেলে সমীরণ ল’য়ে কবরীর মালিকা ||
দিগন্তে অনুরাগে নবারুণ জাগে,  
তব জল ঢল ঢল করুণা মাগে |
ঝিলাম্ রেবা নদী-তীরে  
মেঘদূত বুঝি খুঁজি  ফিরে
তোমারেই তন্বী শ্যামা কর্ণাটিকা  ||


.                           **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.     ঠুম্ রী  / খাম্বাজ মিশ্র---ত্রিতাল

কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া  
কুহরিল মহুয়া বনে   
চমমি’ জাগিনু নিশীথ শয়নে ||
শূন্য ভবনে মৃদুল সমীরে   
প্রদীপের শিখা কাঁপে ধীরে ধীরে,
চরণ-চিহ্ন রাখি’ দলিত কুসুমে
চলিয়া গেছ তুমি দূর বিজনে ||
বাহিরে ঝরে ফুল আমি ঝুরি ঘরে
বেনু-বনে সমীরণ হাহাকার করে,
ব’লে যাও কেন গেলে এমন করে
কিছু নাহি ব’লে সহসা গোপনে ||


.                           **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.  মধুমাধবী সারং-----ত্রিতাল

চৈতালী চাঁদিনী রাতে |
নব-মালতীর কলি মুকুল-নয়ন মেলি’
নিশি জাগে আমারি সাথে ||
পিয়াসী চকোরীর দিন গোনা ফুরালো-  
শূন্য গগনের বক্ষ জুড়ালো,
দখিন-সমীরণ মাধবী-কঙ্কন
পরায়ে দিল বনভূমির হাতে ||
চাঁদিনী তিথি এল, আমারি চাঁদ কেন এল না,
বনের বুকের আঁধার গেল গো
মনের আঁধার কেন গেল না |
এ মধু-নিশি মিলন-মালায়
কাঁটার-ই মত আমি বিঁধিয়া আছি হায় |
সবার-ই আলয়ে আলোর দেয়ালি
অশ্রু আমারি নয়ন-পাতে ||


.                           **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.                মধুমাধবী সারং------কার্ফা

.        দক্ষিণ সমীরণ সাথে  /  বাজে বেণুকা |
.     মধু-মাধবী সুরে চৈত্র পূর্ণিমা রাতে /  বাজো বেণুকা ||
বাজো শীর্ণা-স্রোত নদী-তীরে,  /  ঘুম যবে নামে বন ঘিরে,
.     যবে ঝরে এলোমেলো বায়ে ধীরে  /  ফুল-রেণুকা ||
মধু-মালতী-বেল-বনে ঘনাও নেশা ;  /  স্বপন আনো জগরণে মদিরা মেশা |
.     মন যবে রহে না ঘরে /  বিরহ-লোকে সে বিহারে,
যবে নিরাশার বালুচরে /  ওরে বালুকা |  / বাজে বেণুকা, বাজো বেণুকা  ||



.                           **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.                দোলন চাঁপা---ত্রিতাল


দোলন-চাঁপা বনে দোলে---দোল্-পূর্ণিমা-রাতে  /   চাঁদের সাথে  |
( শ্যাম ) পল্লব-কোলে যেন দোলে রাধা  /  লতার দোলনাতে ||
( যেন ) দেব-কুমারীর শুভ্র হাসি  /   ফুল হয়ে দোলে ধরায় আসি’
আরতির মৃদু জ্যোতিঃ প্রদীপ-কলি  /  দোলে যেন দেউল-আঙিনাতে ||
বন-দেবীর ওকি রূপালী ঝুম্ কা চৈতী সমীরণে দোলে---
রাতের সলাজ আঁখি-তারা যেন তিমির-আঁচলে  |
ও যেন মুঠিভরা চন্দন-গন্ধ  /  দোলে রে গোপিনীর গোপন আনন্দ,
ও কি রে চুরি করা শ্যামের নূপুর---চন্দ্রা-যামিনীর মোহন হাতে ||


.                           **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.      মিশ্র সুর----- কাহারবা

ধীরে বহ ভোরের হাওয়া, ধীরে ধীরে ;
ঘুমাইয়া আছে প্রিয়া এই পিয়াল নদীর তীরে |
যে ফুল ঝরিল ভোর রাতে,
সে ঘুমায় তাহার, ঝরাপাতার মন্দিরে  |
শান্ত-নীরব-আকাশ নীরবে আছে চেয়ে
ধীরে বহ নদী সকরুণ গান গেয়ে  |
ছলছল চোখে শুকতারা
হেরিছে পলক-হারা,  
তার বিদায় বেলার সঙ্গীরে  !


.                           **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.     বেহাগ-----ত্রিতাল

নিশি নিঝুম ঘুম নাহি আসে,  
হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে |
বিহগী ঘুমায় বিহগ-কোলে,   
ঘুমায়েছে ফুল-মালা শ্রান্ত আঁচলে,
ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে ||
ফুরায় দিনের কাজ ফুরায় না রাতি,
‘শিয়রে দীপ হায় অভিমানে নিভে যায়,  
নিভিতে চাহে না নয়নের বাতি  |
কহিতে নারি কথা তুলিয়া আঁখি  
বিষাদমাখা মুখ গুন্ঠনে ঢাকি’ ,
দিন যায় দিন গুনে নিশি যায় নিরাশে ||

.                           **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.                নীলাম্বরী--- ত্রিতাল

.        নীলাম্বরী সাড়ি পরি’ নীল যমুনায়  
.        কে যায় কে যায় কে যায়  |
.        যেন জলে চলে থল-কমলিনী  
.        ভ্রমর নূপূর হয়ে বোলে পায় পায় ||
.        কলসে কঙ্কণে রিনিঠিনি ঝনকে  
.        চমকায় উন্মন চম্পা-বনকে
.        দলিত অঞ্জন নয়নে ঝলকে  
.        পলকে খঞ্জন হরিণী লুকায়  ||
অঙ্গের ছন্দে পলাশ-মাধবী অশোক ফোটে,
নূপুর শুনি বনতুলসীর মঞ্জরী উলসিয়া ওঠে ||
.        মেঘ-বিজরিত রাঙা গোধূলি
.        নামিয়া এল বুঝি পথ ভুলি ;
.        তাহার অঙ্গ-তরঙ্গ-বিহঙ্গে
.        কূলে কূলে নদী-জল উথলায় ||


.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.       দক্ষিণী রাগ

পরদেশী মেঘ যাও রে ফিরে |  
বলিও আমার পরদেশী রে ||
সে দেশে যবে বাদল ঝরে  
কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যথা নাহি কি সেথা  
বাজে না বাঁশী নদীরতীরে ||
বাদল-রাতে ডাকিলে “পিয়া পিয়া পাপিয়া”  
বেদনায় ভরে ওঠে নাকি রে কাহারো হিয়া ||
ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ,
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ,
দেয় না কেহ গুরু গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে ||

.          **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.     হিজাজ ভৈরবী-------ত্রিতাল

ফুলের জলসায় নীরব কেন কবি ?
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি  ||
যে বীণা তোমার কোলের কাছে
বুক-ভরা সুর ল’য়ে জাগিয়া আছে,
তোমার পরশে ছড়াক্ হরষে  
আকাশে বাতাসে তা’র সুরের সুরভি  ||
তোমার যে প্রিয়া  
গেল বিদায় নিয়া  
অভিমানে রাতে,
গোলাপ হ’য়ে কাঁদে তাহারি কামনা  
উদাস প্রাতে |
ফিরে যে আসিবে না ভোল তাহারে  
চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে,
অস্ত চাঁদের বাসনা ভোলাতে অরুণ অনুরাগে
উদিল রবি  ||


.          **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.                কাফি----ঠুম্ রী

বনে চলে বনমালি বনমালা দুলায়ে !
তমালে কাজল-মেঘে শ্যাম-তুলি বুলায়ে ||
ললিত মধুর ঠামে  
কভু চলে কভু থামে,
চাঁচর চিকুরে বামে  
শিখি-পাখা ঢুলায়ে ||
ডাকিছে রাখাল-দলে  
“আয় রে কানাই” ব’লে,
ডাকে রাধা তরুতলে ঝুলুনিয়া ঝুলায়ে ||
যমুনার তীর ধরি’
চলিছে কিশোর হরি,
বাজে বাঁশের বাঁশরী  
ব্রজনারী ভুলায়ে ||


.          **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম


বেণুকা ও কে বাজায় মহুয়া বনে |  
কেন ঝড় তোলে তার সুর আমার মনে ||
বলে আয় সে দুরন্তে সখি,  
আমারে কাঁদাবে সারা জনম ও কি ?
সে কি ভুলিতে তারে দেবে না জীবনে ||
সখি, ভাল ছিল তা’র তীর-ধনুক নিঠুর,
বাজে আরো সকরুণ তা’র বেণুকার সুর ||
সখি, কেন সে বন-বিলাসী  
আমারই ঘরের পাশে বাজায় বাঁশী  ?
আছে আরো কত দেশ, কত নারী ভুবনে ||

.          **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম


.          আশা-ভৈরবী------ত্রিতাল

মৃত্যু নাই, নাই দুঃখ-----আছে শুধু প্রাণ
-----অনন্ত আনন্দ হাসি অফুরাণ ||
নিরাশার বিবর হ’তে , আয় রে বাহির পথে  
দেখ্ নিত্য সেথায়---আলোকের অভিযান |
.      ভিতর হ’তে দ্বার বন্ধ ক’রে ----
জীবন থাকিতে কে আছিস্ ম’রে !
ঘুমে যারা অচেতন,  
দেখে রাতে কুস্বপন,
প্রভাতে ভয়ের নিশি হয় অবসান ||


.          **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম


.        সিন্ধু-ভৈরবী---যৎ

যাহা কিছু মম আছে প্রিয়তম  
সকলি  নিয়ো হে স্বামী |
যত সাদ আশা প্রীতি ভালোবাসা  
স’পিনু চরণে আমি ||
ধরে যা’রে রাখি আমার বলিয়া
সহসা কাঁদায়ে যায় সে চলিয়া
অনিমেষ-আঁখি তুমি ধ্রুবতারা   
জাগো দিবস-যামী  ||
মায়ার ছলনায় পুতুল খেলায়   
ভুলাইয়া প্রভু রেখেছিলে আমায়,
ভুলেছি সে খেলা, আজি অবহেলা
তোমারি দুয়ারে থামি ||

.          **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম


.        মিশ্র-মল্লার-------ত্রিতাল

রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝরে শাওনধারা |  
গৃহ-কোণে একা আমি ঘুমহারা  ||
ঘুমন্ত ধরা মাঝে জল-নূপুর বাজে-----  
বিবাগী মন মোর হল পথহারা !
চেনা দিনের কথা ভেজা সুবাসে,  
অতীত স্মৃতি হ’য়ে ফিরে ফিরে আসে |
এমনি ছলছল ভরা সে বাদরে
তোমারে পাওয়া মোর হয়েছিল সারা ||


.          **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.
রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝিম্ ঘন দেয়া বরষে  
কাজরী নাচিয়া চল পুরনারী হরষে ||
কদম তমাল ডালে দোলনা দোলে-----
কুহু পাপিয়া ময়ূর বোলে |
মনের বনের মুকুল খোলে,  
নটশ্যাম সুন্দর---মেঘ পরশে ||
হৃদয়-যমুনা আজ কুল জানে না গো  
মনের রাধা আজ বাধা মানে না গো |
ডাকিছে ঘর ছাড়া ঝড়ের বাঁশী
অশনি আঘাত হানে দুয়ারে আসি’,
গরজাক গুরুজন ভবনবাসী  
আমরা বাহিরে যাব ঘনশ্যাম দরশে ||


.          **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.
.       কাজী--------কার্ফা

শাওন আসিল ফিরে সে ফিরে এল না  
বরষা ফুরায়ে গেল, আশা তবু গেল না ||
ধানি রং ঘাঘরী, মেঘ রং ওড়না  
পরিতে আমারে মাগো অনুরোধ করো না,
কাজরীর কাজল মেঘ পথ পেল খুঁজিয়া,
সে কি ফেরার পথ পেল না মা পেল না  ||
আমার বিদেশীরে চিনিতে১  অনুখন  
বুনো হাঁসের পাখার মত উড়ু উড়ু করে মন |
অথৈ জলে মাগো মাঠ ঘাট থৈ থৈ ,
আমার-হিয়ার আগুন নিভিল কৈ ?
কদম-কেশর বলে, “ কোথা তোর কিশোর”,  
চম্পা ডালে দোলে শূন্য দোলনা ||

১. খুঁজিতে


.          **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.
.        ছায়ানট---------একতালা

শূন্য এ বুকে পাখী মোর, আয়  / ফিরে আয় ফিরে আয় !
তোরে না হেরিয়া সকালের ফুল  /  অকালে ঝরিয়া যায় ||
তুই নাই ব’লে ওরে উন্মাদ  / পান্ডুর হ’ল আকাশের চাঁদ,
কেঁদে নদী-জল১ করুণ-বিষাদ /  ডাকে, “আয় তীরে আয় !”
আকাশে মেলিয়া শত শত কর  / খোঁজে তোরে তরু, ওরে সুন্দর !
তোর তরে বনে উঠিয়াছে ঝড়  /  লুটায় লতা ধূলায় ||
তুই ফিরে এলে, ওরে চঞ্চল  / আবার ফুটিবে বনে ফুল-দল,
ধূসর আকাশ হইবে সুনীল   /  তোর চোখের চাওয়ায়  ||

.          **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.
.           বড় হংস সারং------ত্রিতাল


হংস-মিথুন ওগো যাও ক’য়ে যাও------/  বৈশাখী তৃষ্ণার জল কোথা পাও ?
কোন্ মানস-সরোবর জলে,    /  পদ্মপাতার ছায়া-তলে,
পাখায় বাঁধিয়া পাখা দু’জনে---- /  প্রখর বিরহ দাহন জুড়াও ||
অলস দুপুর মোর কাটে না একা,  /  ঝ’রে যায় চন্দন-পত্রলেখা |
কখন আসিবে মেঘ নভে,   /  মিটিবে আমার তৃষ্ণা কবে  ?
.        তৃষার মূর্চ্ছিতা চাতকী   /  কোথায় তাহার ঘনশ্যাম, বলে দাও ||


.          **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
রাগ-প্রধান গান, কাজী নজরুল ইসলাম

.
.                ভীমপলশ্রী------- কাহারবা

.            হে মোর স্বামী, অন্তর্যামী, /  লহ সকলি আমায় |
.            লহ প্রীতি-ভক্তি-প্রেম-পূজা লহ পায়ে গলার হার |
.            হে প্রিয়তম, সকলি লহ ; /   মান-অভিমান ব্যথা-বিরহ |
.            দুঃখের দাহ, সুখের মোহ লহ এ অশ্রু-ধার ||
যাহা কিছু আপন , দিতে যা বাকী  /  যাহা কিছু গোপন, লুকায়ে রাখি
.            যাহা কিছু প্রিয় অঞ্চলে ঢাকি ;  / লহ হে বঁধু এবার ||
.          তোমায় চাওয়ার পাওয়ার আশা, / তোমার না-পাওয়ায় ব্যথা-নিরাশা,
তোমারে দিলাম মোর ভালোবাসা, /  বিফলতা হাহাকার | /    লহ সকলি আমার ||

.          **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর