কবি অমরনাথ ভট্টাচার্যর কবিতা
*
প্রতীক্ষা
কবি অমরনাথ ভট্টাচার্য

সব কাজ এখোনো হয়ে ওঠেনি |
বেলা গিয়ে লুকিয়ে পড়ে ছায়া |
দিন দিন অবৈধ যাপন ছেড়ে
চালিয়ে নিতে হয় মায়াবী সেতার |
ছুটতে ছুটতে ব্যাকুল মোমদানি আগলে
.        শুধু কর্মময় আক্ষরিক |
আদিগন্ত জুড়ে বোকা বোকা ভাব
দেখতে গিয়ে
বুনো চোখে নেশা জড়ায় |

একা বাগানবাড়িতে নির্যাসহীন কড়িকাঠ |
এখন শুধু ঝুলে পড়বার অপেক্ষায় ---

.           *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
ধারাবাহিকতা
কবি অমরনাথ ভট্টাচার্য

দীর্ঘ প্রলাপ বকে
.          জমা হয় রাত |
চোবানো কাঠামো মুখে গুঁজে
পেয়ালা ভর্তি যৌনতা
.          জবাই হয় বেঘোরে |

নাগাড়ে কান্না-কান্না ভাব |
গালি
.    গালাজ
.           বাংলার ঠেকে
বিদ্রূপের জলসাগানের হিড়িক  |

রক্ত চুষে থুথু গোনে টাকা,
নিমেষে জড়ো হওয়া নিয়তি
রাত বন্ধক দিয়ে
.              ভাতঘুম খোঁজে |

.         *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
অপর্যাপ্ত -- ১    
কবি অমরনাথ ভট্টাচার্য

নিংড়ে নেওয়া অপদার্থতা ভেঙে
.                 জমাতে হয় আলোচনা |
বিতর্ক সভায়,  পাল্লা দিয়ে পাল্টা সভা |
নিভে যাওয়া রক্তের আঁচে মেটাতে হয়
.                  আকাশের তেষ্টা |
তারপর ভুল বোঝাবুঝি শেষ,
একছুটে এখন পিকনিকে যাব |


অফুরন্ত আমেজে,
বাস্তববাদীরা কীর্তনে মজেছে ---

.         *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
অপর্যাপ্ত -- ২
কবি অমরনাথ ভট্টাচার্য

এক একটা সময় কেটে যায়,
শব্দের চাপে | মৃত্যুহীন এই মরালোকে,
আলো জ্বালে এক চিলতে কবিতা |
তারপর কালি শেষ হলে,
সেও এখন শবযাত্রার বাহক |
রক্তে হাত ধুয়ে,
এখুনি নাম গান গাইতে আসবে---

.         *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
পরিচিতি
কবি অমরনাথ ভট্টাচার্য

ছিল ধানক্ষেতে উর্বর আত্মা |
গন্ধে গন্ধে ঢেকুর তুলে,
.           অসংখ্য রক্তের সরলরেখা  |
অমাবস্যার নীলতারা ঠোঁটে গুজে
এদিক ওদিক জাতিস্মরের হিড়িক |
.            তারপর একদিন,
কোল আলো করে বেঁচে ফেরে |

যেখানে তোমার আমার পূর্ব পরিচয় আজও অক্ষত--

.         *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
অভিমানে বসে আছে---
কবি অমরনাথ ভট্টাচার্য

বোবা রাস্তা জুড়ে ছুটে যাওয়া |
সম্পর্কের ইঙ্গিতে প্রশ্নচিহ্ন ভেঙে দিয়ে,
অক্লান্ত ছায়াপথ  ধূ  ধূ প্রান্তরে |
গতিহীন বালিঝড় নিংড়ে নেয়
.                     অপর্যাপ্ত রস |
তারপর শুকনো বাদামে ঢেকুর তুলে
নেমে আসে বাঁধানো সিঁড়ি |

এক,
.    দুই
.        তিন
সবশেষে প্রশ্ন জমিয়ে অভিমান বসে আছে
.                          একলা চিলেকোঠায় |

.         *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
আনকোরা
কবি অমরনাথ ভট্টাচার্য

যেখানে আলো হেসে
উজ্জ্বল মণিশিখার মতো পাহাড়ে অঞ্জলি দেয়,
সেখানে আবিষ্কার কার মরফিন |
প্যারা-সাইকোলজির বিচারে,
যদি দিন আনে দিন খায় হাভাতে সাম্রাজ্য
তাহলে রোদ উঠলে ভেসে যাবে
.                    সঙ্গীহীন ভালোবাসা |

শবদাহ প্যাকেটে ভরে
এ ভাবেই গড়ে তুলব খেজুর কপাট
ছোট্ট হাতে ঘিরে নেব---
.        অসমাপ্ত চক্রবুহ্য---

.         *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
সূত্র
কবি অমরনাথ ভট্টাচার্য

রোদে  পোড়া  আয়নায়
একদিন ঠিক তোকে আবিষ্কার করব
নির্জীব গ্যালিলিওর মতো  |
তারপর আর্কিমিডিস মার্কা চিত্কারে
ইউরেকার প্রলোভন গুলে নিয়ে
মেলে দেব পাখনা ওড়া প্রেম |
নগ্ন বুকের আহামরি সম্ভ্রমে বুঝে নেব
অস্তিত্বের একগুয়েমি |
সম্পর্কের বিছানায় আঁকতে আঁকতে
মোনালিসা হয়ে,
খেলে যাব রাতের শরীর জুড়ে --

জানি এ সব ঠুনকো রসিকতা |
তবু প্রেমহীন ছাদনা তলায়
.                 এভাবেই শুভদৃষ্টি হয় |
পুড়ে ছাই হয়ে যায়
.                 একলা সূর্য দেবতা --

.         *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
অনন্ত
কবি অমরনাথ ভট্টাচার্য

স্বপ্ন কেটে ছলকে পড়ে তাল,
গোলোযোগ যা ছিল
তা দিয়ে
ব্যার্থ মুখশ্রী  আর বানাতে হবে না ,
নিভে যাওয়া আঁচে--
জোড়াতালি দিয়ে চালিয়ে নেওয়া প্রেম
শপিং মল আর ফেসবুকে অচল |
ধারবাকি যা ছিল চুকে গেছে |
সামনে এখন নীল আকাশ
পাখনা মেলে ওড়ার অপেক্ষায় --

.         *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কবিতা
কবি অমরনাথ ভট্টাচার্য

ভেঙে যায়        
তবু জড়িয়ে  ধরে বাঁচে |

ছিঁড়ে যায়
কিন্তু দিয়ে যায় নিঃশ্বাসের বিষ |

ছেড়ে দাও
আজ বিশ্বাসের জ্বর হয়েছে
মারণ কাশি অস্তিত্বের সংগ্রামে ---

.         *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর