নিমজ্জন | স্থির আয়ুরেখা এভাবেই ক্ষয় করা |
আমার পাথেয় বলতে এই, সমকাল বলতে অভিজ্ঞতাহীমতা----
যেমন প্রথম পাতা জন্মানোর মুহুর্তে পাতা ঝরানোর
আদেশ শুনে রাখা এই বিদেশ বাসকালে |
আমার পাথেয় বলতে এই | অলৌকিক স্বপ্ন বলতেও এই ||
. ******************
. সূচিতে . . .
মিলনসাগর
কবি দ্রোণাচার্য ঘোষের কবিতা
|
একটি কবিতা
কবি দ্রোণাচার্য ঘোষ
২৫/ ১০ / ৬৭
কবির ডায়েরি থেকে ( ১৩.০৬.১৯৬৭ - ১৩.০৬.১৯৬৮ )
আমার পাথেয় বলতে এই------ অলৌকিক স্বপ্ন এখন এই |
ম্লান বিকেলের দ্বার ঘেঁষে ---
কবি দ্রোণাচার্য ঘোষ
২৭ / ১০ / ৬৭
কবির ডায়েরি থেকে ( ১৩.০৬.১৯৬৭ - ১৩.০৬.১৯৬৮ )
ম্লান বিকেলের দ্বার ঘেঁষে যাদের অক্ষম আনাগোনা
এই নৌকা বীতস্পৃহ, আলো সন্ধ্যারাত্রি খোঁজে
কবি দ্রোণাচার্য ঘোষ
চেত সিংহ ঘাট, কাশী
২৮ / ১০ / ৬৭
কবির ডায়েরি থেকে ( ১৩.০৬.১৯৬৭ - ১৩.০৬.১৯৬৮ )
এই নৌকা বীতস্পৃহ, আলো সন্ধ্যারাত্রি খোঁজে |
মেঘ রৌদ্র মেশামেশি সারাটা সময় অনুকূল
কবি দ্রোণাচার্য ঘোষ
কবির ডায়েরি থেকে ( ১৩.০৬.১৯৬৭ - ১৩.০৬.১৯৬৮ )
এরকম নিঃস্ব দর্পণের অমোঘ শরীরে
চকিতে প্রবেশ, সমস্ত উত্তপ্ত সুর
সেই মধ্যাহ্নের কাছে আলোকোজ্জ্বল সান্ত্বনা |
প্রবেশ দক্ষিণা একটু কম, পুরোনো বৃষ্টির মতন ||
. ******************
. সূচিতে . . .
মিলনসাগর
বাতাসে শীতের গন্ধের আনাগোনা----
নিহত শিশির দূর্বা ঘাসের মুখে
যদি শেষ হয়---- যদি বা পালায়, পালাক----
ওষ্ঠ এখনো পথের নেশায় আকুল !
. ******************
. সূচিতে . . .
মিলনসাগর
. জানা ছিলো তাও |
এই রৌদ্রে আলোছায়া তবুও বিপুল নিরীক্ষণ !
. ******************
. সূচিতে . . .
মিলনসাগর
পান্থশালা ধর্মশালা এক করে তুমি ভুল করেছো পথিক
এই জন্ম শেষ জন্ম। এই মৃত্যু ---
হাজারীবাগ পেরিয়ে গেছি নিছক অবহেলে
কবি দ্রোণাচার্য ঘোষ
পান্থশালায় রাত্রির যদি শেষ