যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর - নচিকেতা ঘোষ শিল্পী- মান্না দে ছবি- স্ত্রী
যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা তেমনি ভালোবাসাকে পোষ মানায় এই রাজা | ভালোবাসা তার প্রজা | কখন গন্ধ শুঁকে বলবো আহা খোস মেজাজের টানে, বেচারা ফুলগুলো সব তাকিয়ে আছে আমার মুখের পানে অত সহজে তো মনে রাখা যায় না আমার বোঝা আমার কাছে ভালোবাসা নয়গো শাহজাদী আমার হারেমে সে পর্দানশীন মাইনে করা বাঁদী | সার্কাসেরই সিংহ হ’য়ে প্রেম যে দেখায় খেলা, ( ও সে ) আমার কথায় ওঠে বসে এমনি মারের ঠেলা, করি চাবুক মেরে ভালোবাসার শিরদাঁড়াটা সোজা |
মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর - নচিকেতা ঘোষ শিল্পী- মান্না দে ছবি- চিরদিনের
মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেইকো খুনীর মাফ তবে কেন পায় না বিচার নিহত গোলাপ | বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ | চেয়ে দেখো গোলাপটার ওই, বুকটা চিরে রক্ত ঝরে আহা কেউ ছোরা মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে, খুন করে তো খুনীর মনে হয় অনুতাপ | খুন করলে আদালতে খুনীর যে হয়গো ফাঁসি যারা ফুলদানীতে গোলাপ রেখে, আদায় করে তার হাসি---- তারাই যে সব পুণ্য করে, নেই যে তাদের পাপ ?
কখন ভালো লাগে, কেন যে ভালো লাগে কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর - নচিকেতা ঘোষ শিল্পী- মান্না দে ছবি - আনন্দমেলা
কখন ভালো লাগে, কেন যে ভালো লাগে কাকে যে ভালো লাগে --- কে বলতে পারে ? কেতাবে পড়েছি ফুলেতে মধু থাকে তাইতো ভ্রমর ফুলকে কাছে ডাকে, আইন মেনেছি আইন জেনেছি ভালোবাসার আইন বুঝিনি এর আগে বয়স চলে গেলে সব বুঝে ফেলে পড়েছি মুস্কিলে বোঝাব বলো কারে ? রঙীন নেশা যে লেগেছে দুটো চোখে কি জানি প্রেমে পড়ে কি যে করে লোকে আনাড়ি বলে কি মরেছি জ্বলে কি ? . দিনের আকাশে চাঁদটা দেখি জাগে বয়স চলে গেলে এ-সব বুঝে ফেলে . পড়েছি মুস্কিলে বোঝাব বলো কারে ?
ময়ুরপঙ্খী ভেসে যায় কথা - গৌরিপ্রসন্ন মজুমদার সুর - সতীনাথ মুখোপাধ্যায় শিল্পী - উৎপলা সেন এইচ.এম.ভি. ১৯৫৬ আমরা কৃতজ্ঞ বাংলা দেশের জনাব নুরুস সাফা-এর কাছে যিনি আমাদের এই গানটি স্বয়ং টাইপ করে পাঠিয়েছেন। তাঁর ইমেল - nurus.safa@gmail.com
ময়ুরপঙ্খী ভেসে যায় রামধনু জ্বলে তার গায়। কোন প্রবালের দ্বীপে ভেসে যাই যেথা তুমি ছাড়া আর কেহ নাই এই পরী যেথা গান গায়।
সেথা নাই ব্যাথা নাই আঁখি জল নাই পৃথিবীর এই কোলাহল সেথা মন শুধু হারাতে যে চায়।
শুনি ঐ ডাকে আমায় রূপকথা ভরা সেই দেশ, জানিনা কবে কোথায় এই চলা হবে শেষ।
কতদূর আর কতদূর খালি বাজে নিরাশার সুর মোর ঘুম মাঝি শুধু দাঁড় বায়।
তুমি স্বপ্ন না সত্যি মন না মনের ভুল কথা - গৌরীপ্রসন্ন মজুমদার সুর - নীতা সেন শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায়
তুমি স্বপ্ন না সত্যি মন না মনের ভুল কে তুমি বলো কে তুমি ? তুমি সমুদ্র না তারি কুল ? কুয়াশায় তুমি ঢেকে যাও আড়ালেই শুধু থেকে যাও, বুঝিনা পুষ্প মুকুল না, কাগজের ফুল কে তুমি ? কখনো মনে হয় তুমি মাঘের মেঘ যাতে বৃষ্টি নেই, নয়তো---- পথের দুটো চোখ যাতে দৃষ্টি নেই, প্রদীপ নেভানো তুমি ঝড় যে তবু তোমারই ও পায়ে বাঁধি ঘর যে তুমি কায়ার ছায়া না মাটির পুতুল, কে তুমি॥
শোন সখি বাঁশী কেন রাধা নামে ডাকে কথা - গৌরীপ্রসন্ন মজুমদার সুর - নচিকেতা ঘোষ শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায়
শোন সখি বাঁশী কেন , রাধা নামে ডাকে ? মন বলে কাছে গিয়ে দেখে আসি তাকে কাজল এঁকেছি চোখে, নুপূর বেঁধেছি পায়, যেতে তবু পারিনা যে, লোকে যদি জেনে যায় ও বাঁশী শুনলে কি বল্ ঘরে মন থাকে ॥
এ রাতের নাই তুলনা কথা - গৌরীপ্রসন্ন মজুমদার সুর - নচিকেতা ঘোষ শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায়
এ রাতের নাই তুলনা কখনো বা গন্ধে, কখনো আনন্দে কবিতারই ছন্দে ---- বলে ভূলো না ॥ দুটি আঁখি পাতা যেন ঘুমে মাখা নেশাতে যে মেশা কানে কানে ডাকা মুখে কথা আধো লাজে বাধো বাধো . যে বাঁধনে বাঁধো---- তারে খুলো না ॥ শুধু মাঝে মাঝে বাজু বন্ধ বাজে আবেশে যে কাঁপে ভীরু ভীরু লাজে লাগলো যে দোলা, পরান বিভোলা দোলো বধূ দোলো ---- দোলে ঝুলনা ॥