কবি অরুণ মিত্র - আধুনিক বাংলার একজন বিশিষ্ট কবি | তিনি অধুনা বাংলাদেশের যশোহর জেলায় জন্ম গ্রহণ করেন |
তিনি শিক্ষা লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের সোর্বোন বিশ্ববিদ্যালয়ে এবং ফরাসি সাহিত্যের বিশেষজ্ঞ ছিলেন |
১৯৩১ সালে তাঁর কর্মজীবন শুরু হয় আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতা দিয়ে | তিনি দীর্ঘকাল এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ফরাসির অধ্যাপক ছিলেন | অবসর জীবন কাটান কলকাতায় | তিনি স্বাধীনতাপূর্বকাল থেকেই বামপন্থী রাজনৈতিক আন্দোলন এবং প্রগতিবাদী সাহিত্যধারার সঙ্গে ঘনিষ্ট ভাবে জড়িত ছিলেন |
তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "প্রান্তরেখা" (১৯৪৩), "উত্সের দিকে" (১৯৫৮), "ঘনিষ্ট তাপ" (১৯৬৩), "শুধু রাতের শব্দ নেই" (১৯৭৮), "খুঁজতে খুঁজতে এতো দূর" (১৯৮৭) প্রভৃতি |
তাঁর কবিতা শান্ত, স্নিগ্ধ, ধীরগতি | প্রথাগত আঙ্গিকের সঙ্গে তাঁর ব্যবধান অতি স্পষ্ট | তাঁর কবিতার বাহন মূলত এক ছন্দময়, সাংকেতিক গদ্য | বাক্যপুঞ্জের সজ্জার মধ্য দিয়ে তিনি একটি ছন্দতরঙ্গ সৃষ্টি করেন | তাঁর কবিতার কেন্দ্রে আছে বৈদগ্ধ্য পরিশীলিত মন এবং সংযত আবেগ |