কবি সুনির্মল বসু-র কবিতা
HOME
HOME BANGLA
সুনির্মল বসু
২০. ০৭. ১৯০২ ~ ২৫. ০২. ১৯৫৭
কবি সুনির্মল বসু - জনপ্রিয় শিশু সাহিত্যিক ছিলেন | তাঁর প্রথম কাব্য গ্রন্থ "হাওয়ার দোলা" |
ছন্দের উপর তাঁর প্রগাঢ় অধিকার ছিল | তাঁর জনপ্রিয়তার মূলে ছন্দের চমত্কারিত্ব ও মিল
প্রয়োগের কুশলতা |

"ছানাবড়া", "বেড়ে মজা",  "হৈ-চৈ", "পাততাড়ি", "ছন্দের টুংটাং" প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য বই |

তিনি বাংলা সাহিত্যের শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম |

তাঁরই প্রেরণায় "টাপুর টুপুরের"
কবি মোহিত ঘোষ ছড়া লেখা শুরু করেন |

তাঁর অসমাপ্ত জীবনী "জীবনখাতার কয়েক পাতা" (১৯৫৫) একটি সুখপাঠ্য গ্রন্থ |

.                                      --- উত্স:  
ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
.                                                 
.                                                   
আমাদের ঠিকানা :  srimilansengupta@yahoo.co.in
আমাদের কাছে
কবি সুনির্মল বসু-র  কোনো ছবি নেই |
একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য  
আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা
স্বীকার করে  প্রেরকের নাম এইখানে ছবির
ও তথ্যে সাখে উল্লেখ করবো |
আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in