কবি নিস্তারিনী দেবীর কবিতা
*
তুমি কেন এত দূরে
কবি নিস্তারিনী দেবী
( আংশিক কবিতা )

মঙ্গল আলয় নিত্য নিরাময়,
সদা খুঁজে মরি বাহিরে অন্তরে,
থাক সাথে সাথে দেখা নাহি দেও
এ কেমন দয়া কাঁদাতে কাতরে ?
হও হে নিকট, থেকোনা দূরে।

.      *************************      
.                                                                                   
সূচিতে . . .      



মিলনসাগর       
*
মধুময়
কবি নিস্তারিনী দেবী
( পূর্ণ কবিতা )

কিবা মধুময় হেরি আধ মুকুলিত ফুলে।
শিশির কি মধুময় চারু নব ঊষাকালে॥
মধুময় হয় শশী শারদীয় নভঃস্থলে ;
ধরিত্রী মাধুর্য্যে ভরা বসন্ত উদয় হলে॥
প্রভাতে মধুর ধ্বনি বিহগিনী কলরোলে।
প্রাবৃট মধুর রুপী বিজলী বারিদ কোলে॥
নিশীথে বাঁশরী সুর হৃদি নাচে তালে তালে।
শিশুর অস্ফুট রব পরাণে অমিয়া ঢালে॥
নবীন মিলন কালে, প্রেমে মধুরিমা ঝলে ;
সোহাগিনী মধুমাখা করুণ নয়ন ভালে॥
রূপরাশি মধুময় পবিত্রতা মাখা হলে।
মধুর আধার হৃদি বিনয়ে সারল্য মিলে॥
স্বগর মাধুরী ফুটে, পর দুঃখে প্রাণ গলে।
অনুপম অতুলন দুই ফোঁটা অশ্রু ভালে॥

.          *************************      
.                                                                                   
সূচিতে . . .      



মিলনসাগর       
পালিতে বিশ্বের ব্রত
কবি নিস্তারিনী দেবী
( আংশিক কবিতা )

.        পালিতে বিশ্বের ব্রত,
.        হও সবে দৃঢ় ব্রত,
আপনা হয়ে বিস্মৃত, হয়ে স্বার্থহীন প্রাণ।
.        চেয়োনাক প্রতিদান,
.        নিঃস্বার্থ করগো দান
কাঙ্গালী সে তবু ভাল, আকাঙ্ক্ষার নাহি ত্রাণ।

.          *************************      
.                                                                                   
সূচিতে . . .      



মিলনসাগর       
*
*
অরণ্য ষষ্ঠী
কবি নিস্তারিণী দেবী
ভারতী পত্রিকা, পৌষ ১৩১৬ সংখ্যা (ডিসেম্বর ১৯০৯) থেকে নেওয়া।



.              *************************      
.                                                                                   
সূচিতে . . .      



মিলনসাগর