কবি রাজেশ দত্তর গান ও কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।   www.milansagar.com
কোনও গণসংগীত সংস্থা বা শিল্পী, এই কবির এই গানগুলি অথবা তাঁর অন্যান্য গানের সুর ও স্বরলিপি পেতে আগ্রহী হলে
নীচের চলভাষে যোগাযোগ করতে পারেন -
চলভাষ - ৯৪৩৪৫১৬৮৯৮ / ৯৩৩০৪৬২৬২০ / ৯৪৩৩৫৬৬৩০২
অথবা ই-মেল করুন-
rajeshdattain@yahoo.com / rajeshdattain@gmail.com    
অথবা এই ওয়েব-সাইটে মেল করুন -
srimilansengupta@yahoo.co.in     
*
ফিরে পেলাম আমার মানসী।

যেমন বাউল একতারাতে সাধে
মনের খেয়ালে ভালোবাসার গান।
খেলার ছলে ছন্দে ছড়ায় বেঁধে
তোমায় জানাই শ্রদ্ধা ও সম্মান।

.    ***************************                    
.                                                                                     
উপরে      




মিলনসাগর     
*
চলছে দেখনদারি।
কেউ মারে টান কোঁচা ধরে,
কেউ বা ফাটায় হাঁড়ি।
হট্টমেলার দেশে খেলা
আজব রঙবাহারি।
জনগণ ভাবে কোন পথে যাবে,
বাম দিকে নাকি ডাইনে।
ভাবতে ভাবতে বছর ঘুরবে,
দাঁড়াবে ভোটের লাইনে।
জনরোষ তবু চেপে রাখা দায়,
বারুদ হয়ে জ্বলে ওঠে।
গণসংগ্রাম যায় না তো রোখা
বুলেটে-ব্যাটনে-ব্যালটে।

.                        ২১.৬.২০১২

.    *******************                   
.                                                                                     
উপরে      




মিলনসাগর     
*
ভৈরবেরাও যাবে মুছে।
সিঙ্গুরের ডাক গিয়েছে
নোনাডাঙায় শোনা।
নন্দীগ্রামের ডাক গিয়েছে
নোনাডাঙায় শোনা।
লালগড়ের ডাক গিয়েছে
নোনাডাঙায় শোনা।
চোখের জলেও আগুন জ্বলে
তোমরা তো জানো না।।

-- রাজেশ দত্ত, ১০ এপ্রিল ২০১২, চন্দননগর

.    *******************                   
.                                                                                     
উপরে      




মিলনসাগর     
*
জনজাগরণে উঠছে আবার ঝড় তো।।

--               রাজেশ দত্ত, ১৫ এপ্রিল ২০১২, চন্দননগর।

.        *******************                   
.                                                                                              
উপরে      




মিলনসাগর     
*
আলোর বানে ভাসিয়ে আঁধার আনবো দীপালি।
আয়, আজ জ্বালাই আমরা বিদ্রোহের মশাল
ছিন্ন করে শোষণ-শাসন-বন্ধনের জাল।।
আয়, আজ লড়বো একসাথে।
আয়, জোট বাঁধবো একসাথে।।

-- রাজেশ দত্ত, ১০ এপ্রিল ২০১২, চন্দননগর

.        *******************                   
.                                                                                              
উপরে      




মিলনসাগর     
*
শর্মিলা ‘মেংঘাওবি’,
লোহার শেকলে বাঁধবে কে
তোমায়, লৌহমানবী?

- রাজেশ দত্ত, ১৭ জুন, ২০১১, চন্দননগর

(‘বন্দীবার্তা’ পত্রিকার জুলাই, ২০১১ সংখ্যায় প্রকাশিত)

.        *******************                   
.                                                                                              
উপরে      




মিলনসাগর     
*

-- রাজেশ দত্ত, ১০ জানুয়ারি ২০১১, চন্দননগর

.        *******************                   
.                                                                                              
উপরে      




মিলনসাগর     
*

.                 রাজেশ দত্ত, ১৫ জুন, ২০১১
(‘বন্দীবার্তা’ পত্রিকার জুলাই, ২০১১ সংখ্যায় প্রকাশিত)

.        *******************                   
.                                                                                              
উপরে      




মিলনসাগর     
*

.              রাজেশ দত্ত, চন্দননগর, ৬ জুন ২০১১

.        *******************                   
.                                                                                              
উপরে      




মিলনসাগর     
*
ধর্ম গরল হোকনা প্রবল,
সইবো না এই বিষের ছোবল।
থাকবো না বসে সন্ধি করে,
বিজ্ঞান বইয়ে বন্দি করে।
এসো পথে নামি প্রতিরোধ গড়ি।
যুক্তিবাদীরা একসাথে লড়ি।”

.                     রাজেশ দত্ত, চন্দননগর, ৩ মে ২০১১

(ছড়াটি ‘উৎস মানুষ’ পত্রিকার জুলাই-সেপ্টেম্বর, ২০১১ সংখ্যায় প্রকাশিত)

.        *******************                   
.                                                                                              
উপরে      




মিলনসাগর     
'যোগ্যতা' কেউ মাপতে জানে না
(কোনো এক শিল্পী বন্ধুকে . . .)
কবি রাজেশ দত্ত

'যোগ্যতা' কেউ মাপতে জানে না,
লাল পালটে সবুজ হলো
কবি রাজেশ দত্ত

লাল পালটে সবুজ হলো
হট্ট মেলার দেশে।
ভাবছে সবাই কী পেয়েছি
“পরিবর্তন” শেষে।
ভাবছে মানুষ শোষণ-জুলুম
চোখের জলেও আগুন জ্বলে
কথা ও সুর : রাজেশ দত্ত
(প্রচলিত বাউল গানের আঙ্গিকে সুরারোপিত)
কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .  

নোনাডাঙার চোখের জল
সংহতির গান - ১
কথা ও সুর : রাজেশ দত্ত

দেবলীনা, দেবযানী আর সিদ্ধার্থ,
মানস, শমীক, অভিজ্ঞান, পার্থ
মানুষের পাশে দাঁড়িয়ে,
সংহতির গান - ২
(প্রখ্যাত গণশিল্পী সুরেশ বিশ্বাসের   ‘মিলে রে মিলে রে’ হিন্দী গানের রূপান্তর)
ভাষান্তর- রাজেশ দত্ত

আয়রে, আয়রে, আয়রে সবাই
ইরম শর্মিলা চানু
কবি রাজেশ দত্ত

নিকষ কালো অন্ধকারে
শীতের ছড়া
কবি রাজেশ দত্ত

শীতের ছড়া- ১

ভোরের কুয়াশা, হিমেল হাওয়া।
উড়কি ধানের মুড়কি মোয়া।
লাগে রহো আন্নাভাই
কবি রাজেশ দত্ত

চারদিন অনশনে
টলোমলো সংসদ।
অহিংস আন্নার
সবাই বশংবদ।
সত্যাগ্রহের ডাক
বিপ্লব তাড়াতে।
গান্ধীগিরির পথে
লাগে রহো আন্না।
সশস্ত্র সংগ্রামী
প্রতিরোধ আর না।
মাথায় গান্ধীটুপি,
মুখেতে গান্ধীবাদী।
আন্নাভাইয়ের সখা
ঘাতক নরেন মোদী।
নাট্যরঙ্গ জমে,
মিডিয়ার ভরে জেব।
মুন্না-সার্কিট জুড়ি
আন্না ও রামদেব।
রামবাবা-আন্নার
ভূভারত গুণ গায়।
মণিপুরে শর্মিলা
অনশনে থাকে হায়।
সন্ত্রাসী রাষ্ট্রের
অনাচার ভণ্ডামি।
অনশনে প্রাণ দেন
নিগমানন্দ স্বামী।
নিগমের মৃত্যুতে
মেকী শোকে, কান্নায়
নেতাদের সাথে কাঁদে
রামদেব-আন্নায়।
ইউপিএ-বিজেপির
ক্ষমতার বড়াইয়ে
দিশেহারা জনগণ
মুরগীর লড়াইয়ে।
কংগ্রেস কোণঠাসা
গেরুয়ার উত্থানে,
আন্নাকে চাপে রেখে
রাম অবতার
কবি রাজেশ দত্ত

বাবা ছিল প্রাণায়ামে,
বিপত্তারণ বাবা
অগতির গতি।
স্বদেশীয়ানার বুলি
রাম কথামৃতে।
দেশভক্তির বাণী
বিতরণ ফ্রী-তে।
অগণিত ভক্তরা
ছিল দেশ জুড়ে।
মাথায় কাঁঠাল ভেঙে
আশ্রম গড়ে।        
এগারোশো কোটি টাকা
মুনাফার ধন।
সাধ না মিটিল, চাই
নেতার আসন।
দিল্লীর গোলবাড়ি
দেয় হাতছানি।
রাজনীতি দেবে আরো
মান আর মানি।
রাম অবতার তাই
ছেড়ে যোগাসন।
রামলীলা ময়দানে
করে অনশন।
অধর্ম গ্লানি থেকে
বাঁচাতে স্বদেশ।
যোগী হল দেশনেতা
পরে নব বেশ।
দুর্নীতি দমনেতে
বাবা দিল ডাক।
এঁদো জলে ব্যাঙ বলে,
সাফ করি পাঁক।
দলে দলে ভক্তরা
আসে সমাবেশে।
মন্ত্রী নেতার সাথে
গল্প বলা
(সুকুমার রায়ের ছড়া অনুসরণে)
কবি রাজেশ দত্ত

“এক যে বাবা”, -- “থাম না দোহাই
বাবা তো চোরের মাসতুতো ভাই।”
“তাঁর যে পাওয়ার!” -- “পাওয়ার কীসের?