১৯০৩ সালে তিনি বেথুন কলেজ থেকে এফ.এ. (ফার্স্ট আর্টস) পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বি.এ. পড়বার জন্য ভর্তি হন। কিন্তু তারপরই তাঁর বিবাহ হয়ে যাবার জন্য আর পড়া সম্ভব হয় নি।
রায়চৌধুরী পরিবারের সাংস্কৃতিক আবহাওয়াতে তাঁর সাহিত্যিক প্রতিভা বিকশিত হয়। তিনি ইংরেজী ও বাংলা, দুই ভাষাতেই বহু গ্রন্থ রচনা করেছেন। তাঁর মধ্যে রয়েছে “আরো গল্প” (১৯১৬), “খোকা এল বেড়িয়ে” (১৯১৬), “নতুন ছড়া” (১৯৫২) প্রভৃতি যা বাংলা শিশুসাহিত্যের সম্পদ। তাঁর ইংরেজীতে লেখা “Behula” বইটির ভূমিকা লিখেদিয়েছিলেন রবীন্দ্রনাথ।
আমরা মিলনসাগরে কবি সুখলতা রাও-এর কবিতা তুলে আনন্দিত।