কবি ও গীতিকার অজয় ভট্টাচার্যর কবিতা ও গান
*
আলো-ছায়া-দোলা উতলা ফাগুনে বনবীণা বাজে
রচনা – অজয় ভট্টাচার্য
সুর  --- হিমাংশু কুমার দত্ত
শিল্পী – শচীন দেব বর্মন , ১৯৩৪

আলো-ছায়া-দোলা উতলা ফাগুনে    বনবীণা বাজে
পথচারী অলি চলে যেথা কলি         জাগে মধু লাজে |
.                  মৃদু ফুলবাসে
.                  সমীর নিশাসে
অজানা আবেশ ধীরে ভেসে আসে    আজি হিয়া-মাঝে |

দোলে লতা-বেণী,                        সাজে বন-পরী,
বাঁধে ফুল-রাখী                           বুঝি মোরে স্মরি ;
.                  চারুদিঠি তার
.                  ডাকে অনিবার
এ শুভ লগনে আজিকে কেমনে রহি আন কাজে ?

.                *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
মম মন্দিরে এলে কে তুমি ?
রচনা – অজয় ভট্টাচার্য
সুর  --- হিমাংশু কুমার দত্ত
শিল্পী – শচীন দেব বর্মন , ১৯৩৪

.         মম মন্দিরে এলে কে তুমি ?
.         তব পূজা-ধূমে লুকায়ে আজি
আমারে পূজিলে ওগো কে তুমি ?
.          প্রেম-দেবতার আরতি লাগি
.          আঁখি-দীপ তব রয়েছে জাগি
.          মোরে দিলে মালা ভুলে কে তুমি ?

অন্ধ বাতাস হেথা নিশসে,
পাষাণ দেবতা আমি যে আজ
শত বেদনার হিম-পরশে |

.           ওগো পূজারিণী যাও গো ফিরে
.           পাষাণ গলে না এ-আঁখিনীরে
.           মরুতে মলয় চাহ কে তুমি ?

.                *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
আজি আমারি কথা
রচনা – অজয় ভট্টাচার্য
সুর  --- হিমাংশু কুমার দত্ত
শিল্পী – সজনীকান্ত মতিলাল , ১৯৩৪

আজি আমারি কথা
.         ওগো বিমনা সাঁঝে
তব স্মরণ-বীণে
.          যেন বারেক বাজে |
যদি আঙিনা-তলে
তব দীপালি জ্বলে
.          জ্বেলো একটি বাতি
.          মোরে স্মরিয়া লাজে |

মৃদু নিশীথ-বায়ে
.          তব শেফালী-বনে
ভুলে গোলাপ যদি
.          জাগে আপন মনে |
ঢালি নয়ন-বারি
জ্বালা জুড়ায়ো তারি
ডাকি আমারি নামে
প’রো অলক মাঝে ||

.  *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
আলোক-আঁধার যেথা করে খেলা
রচনা – অজয় ভট্টাচার্য
সুর  --- হিমাংশু কুমার দত্ত
শিল্পী – কনক দাশ , ১৯৩৭

আলোক-আঁধার যেথা করে খেলা
ভিড়েছিলো সেথা কবে মোর ভেলা |
চামেলি-সুবাস হাতে লয়ে বুঝি
ফিরেছিলো বায়ু মোরে খুঁজি খুঁজি,
ছায়াপথে ছিল জ্যোছনার মেলা |
মায়াঘেরা এক বিজন কুটিরে
কে ছিল বাঁচায়ে দীপ-শিখাটিরে |
হাতখানি তার বাঁধি ফুলডোরে
কয়েছিনু বুঝি ভুলিও না মোরে
তারে স্মরি কাঁদে বিরহের বেলা ||

.     *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
শেষের গানটি ছিল তোমার লাগি
রচনা – অজয় ভট্টাচার্য
সুর ও শিল্পী – ভীষ্মদেব চট্টোপাধ্যায়, ১৯৩৬

শেষের গানটি ছিল তোমার লাগি,
শুনিয়ে যাব সারা রাতি জাগি |
.         আজকে আমার গানের ‘পরে
.         ফুলের সুবাস পড়বে ঝরে,
সেও কি হায় তোমার অনুরাগী ?
.          শুক্লারাতির আকাশ পারে
.                     ফুটবে তারাগুলি,
.           আমার কথা চাঁদের কাছে
.                     বলবে দুলি দুলি |
.          একতারাতে শেষ করে গান
.        চাইব না গো আর কোন দান,
.             আপন মনে মন বিবাগী ||

.          *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
ওগো ঝন্ ঝন্ ঝন্ ঝন্ মঞ্জীর বাজে
রচনা – অজয় ভট্টাচার্য
সুর  ও শিল্পী – শচীন দেববর্মন , ১৯৪১

ওগো ঝন্ ঝন্ ঝন্ ঝন্ মঞ্জীর বাজে----
.        বাজ দূর বনতল ছায়ে
.                   শুনি হিয়া মাঝে |
আসিলে শ্যামল প্রিয়,
.                    তোমরা রহিও,
আসিলে শ্যামল প্রিয় ----
.                    রাঙা ফুল দিও,
অভিমানে ঝ’রে গেছে মালা,
.                    আঁখি মরে লাজে ||

.          *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
বরষার মেঘ নামে
রচনা – অজয় ভট্টাচার্য
সুর  --- হিমাংশু কুমার দত্ত
শিল্পী – শৈল দেবী , ১৯৪২

বরষার মেঘ নামে
.           ঝর ঝর বরিষণে
প্রথম আষাঢ় সাঁঝে
.           চামেলি সে জাগে বনে |
হেরিয়া এমনি মেঘে
কে গো একা ছিল জেগে,
জ্বেলেছিল ম্লান দীপ
.           কার গৃহ বাতায়নে ?
নূপুর খুলিয়া ফেলে
কে গো অভিসারে গেলে ?
সে কোন্ অতীত লয়ে
কার আঁখিজল বয়ে
এমন বাদল রাতি
.           কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে ?

.        *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
প্রেমের পূজায় এই তো লভিলি ফল
রচনা – অজয় ভট্টাচার্য
সুর  --- রাইচাঁদ বড়াল
শিল্পী – কে .এল. সায়গল, ১৯৩৭
ছবি---  দিদি

প্রেমের পূজায় এই তো লভিলি ফল
উষর মরুতে কেন দিলি আঁখিজল ?
.        আসে আঁধিয়ার,
.        নাহি পথ আর,
এ যে কাঁটা শুধু কোথা আছে ফুলদল ?
কে তুমি কহিছো সবারে বাসিতে ভালো ?
জ্বলায়ে হৃদয় জ্বালিতে প্রেমের আলো ?
.         অলখে রহিয়া কে যাও কহিয়া,
.         সুন্দর প্রেম সে যে চারুহেম
.         দুখের নিকষে রহে সে চির-উজল ||

.          *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
এই পেয়েছি অনল জ্বালা
রচনা – অজয় ভট্টাচার্য
সুর  --- পঙ্কজকুমার মল্লিক
শিল্পী – কে. এল. সায়গল , ১৯৩৯
ছবি  - জীবনমরণ

এই পেয়েছি অনল জ্বালা
তারেই শুধু চাই,
হারিয়ে গেলাম আপনারে
দুঃখ কিছুই নাই |
শিশুর মত অবুঝ খেলা
খেলেছিনু সারাবেলা,
মাটির পুতুল ভেঙে দিলাম আমি
আপন হাতে তাই |
চলার পথে পাইনি আমি কী যে
খুঁজব কেন আর,
চেয়েছিলাম আমি জয়ের মালা
তাই মেনেছি হার |
সেই তো সুখের সার |
তবু যেন কোথায় আজি
একটি ব্যথা ওঠে বাজি,
ওগো আমার চোখের জলে কাহার
অশ্রুধারা পাই ||

.          *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
বিদায়ের শেষ বাণী
রচনা – অজয় ভট্টাচার্য
সুর  --- হিমাংশু কুমার দত্ত
শিল্পী – সন্তোষ সেনগুপ্ত , ১৯৪০

বিদায়ের শেষ বাণী
তুমি বোলো না মোরে বোলো না,
জানি আমি তা যে জানি |
রাতের আঁধারে পাখি
সে কথা কহিছে ডাকি,
বায়ু করে কানাকানি
বিদায়ের শেষ বাণী |

আকাশের পার হতে
যে তারকা ঝরে যায়
সে যে আজ কয়ে গেল
তোমার কথাটি হায় |
যাবে তুমি কোন্ ক্ষণে
ভুলে আছি আন্ মনে
ভাঙিও না ভুলখানি,
বিদায়ের শেষ বাণী ||

.          *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর