বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর "ঝিঙে ফুল"
থেকে কয়েকটি কবিতা
১।
২।
৩।
৪।
৫।
ঝিঙে ফুল      
খুকী ও কাঠ্ বেরালি     
খাঁদু-দাদু         
প্রভাতী      
লিচু--চোর         
*
ঝিঙে ফুল , কাজী নজরুল ইসলাম

.        ঝিঙে ফুল


.        ঝিঙে ফুল !  ঝিঙে ফুল !
সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল----
.                ঝিঙে ফুল !


.                গুল্মে পর্ণে
.                লতিকার কর্ণে
.                ঢল ঢল স্বর্ণে
.           ঝলমল দোলে দুল-----
.                ঝিঙে ফুল !


পাতার দেশের পাখী বাঁধা হিয়া বোঁটাতে,
গান তব শুনি সাঁঝে তব ফু’টে ওঠাতে |


.            পউষের বেলা শেষ
.            পরি’ জাফ্ রানী বেশ
.            মরামাচানের দেশ
.            ক’রে তোল মশ্ গুল-----
.                ঝিঙে ফুল ||


শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকু রে’,
আলুথালু ঘুমু যাও রোদে গলা দুকুরে |


.        প্রজাপতি ডেকে যায়-----
.        ‘বোঁটা  ছিঁড়ে চ’লে আয় !’
.        আস্ মানে তারা চায়----
.        ‘চলে আয় এ অকুল !’
.                ঝিঙে ফুল ||


.                   **************



.                                                                             
পরে  

মিলনসাগর
*
ঝিঙে ফুল , কাজী নজরুল ইসলাম

খুকী ও কাঠ্ বেরালি


কাঠ্ বেরালি !   কাঠ্ বেরালি !  পেয়ারা তুমি খাও ?
গুড়-মুড়ি খাও ?   দুধ-ভাত খাও ?    বাতাবি নেবু ?   লাউ ?
.        বেড়াল-বাচ্চা ?  কুকুর  ছানা ?   তাও ?-----



.                ডাইনী তুমি হোঁত্কা পেটুক,
.                খাও একা পাও যেথায় যেটুক !
.                বাতাবি-নেবু সকলগুলো
.                এক্ লা খেলে ডুবিয়ে নুলো !


তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্ পাটুস্ চাও ?
ছোঁচা তুমি !    তোমার সঙ্গে আড়ি আমার !  যাও !


কাঠ্ বেরালি !  বাঁদ্ রী মুখী !  মার্ বো ছুঁড়ে কিল ?
দেখ্ বি তবে ?  রাঙাদা’কে ডাক্ বো ?  দেবে ঢিল  !


.                পেয়ারা দেবে ?  যা তুই ওঁচা !
.                তাইতে তো তোর নাকটি বোঁচা !
.                হুত্ মো-চোখী !  গাপুস্ -গুপুস্
.                এক্ লাই খাও হাপুস্-হুপুস্ !


পেটে তোমার পিলে হবে !  কুড়ি-কুষ্টি মুখে !
হেই ভগবান !  একটা পোকা যাস্ পেটে ওর ঢুকে !
ইস্ !  খেয়োনা  মস্তপানা ঐ সে পাকাটাও !
আমিও খুবই পেয়ারা খাই যে !  একটি আমায় দাও !


কাঠ্ বেরালি !   তুমি আমার ছোড়্ দি হবে ?  বৌদি হবে  ?  হুঁ !
রাঙা দিদি ?  তবে একটা পেয়ারা দাওনা !    উঃ !


.                এ রাম ! তুমি ন্যাংটা পুঁটো ?
.                ফ্রক্ টা নেবে ?  জামা দুটো ?
.                আর খেয়োনা পেয়ারা তবে,
.                বাতাবি নেবুও ছাড়্ তে হবে !


দাঁত দেখিয়ে দিচ্ছে যে ছুট ?  অ’মা দেখে যাও !-------
কাঠ্ বেরালি !  তুমি মর !   তুমি কচু খাও !!


.                   **************



.                                                                             
পরে  

মিলনসাগর
*
ঝিঙে ফুল , কাজী নজরুল ইসলাম

খাঁদু-দাদু    


.        অ-মা !  তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং ?
.        খ্যাঁদা নাকে নাচ্ ছে ন্যাদা----নাক্-ডেঙাডেং-ড্যাং !


ওঁর        নাক্ টাকে কে ক’রল  খ্যাঁদা ব়্যাঁদা বুলিয়ে  ?
.        চাম্ চিকে-ছা ব’সে যেন ন্যাজুড় ঝুলিয়ে !
.        বুড়ো গরুর পিঠে যেন শুয়ে  কোলা ব্যাং !
.        অ-মা ! আমি হেসে মরি, নাক-ডেঙাডেং-ড্যাং !


ওঁর         খ্যাঁদা নাকের ছেঁদা দিয়ে টুকি কে দেয় ‘টু’  !
.        ছোড়্ দি বলে সর্দি ওটা, এ রাম !   ওয়াক !  থুঃ !
.        কাছিম যেন উপুর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং !
.        অ-মা  !  আমি হেসে মরি,  নাক-ডেঙাডেং-ডেং !


.        দাদু বুঝি চীনাম্যান্ মা,  নাম বুঝি চাংচু ?
.        তাই বুঝি ওঁর মুখ্ টা অমন চ্যাপ্টা সুধাংশু  !
.        জাপান দেশের নোটীশ উনি নাকে এঁটেছেন !
.        অ-মা  ! আমি হেসে মরি,  নাক-ডেঙাডেং-ডেং !


.        দাদুর নাকি ছিল না মা অমন বাদুড়-নাক,
.        ঘুম দিলে ঐ চ্যাপ্টা নাকেই বাজ্ তো সাতটা শাঁখ,
.        দিদিমা তাই থ্যাব্ ড়া মেরে ধ্যাব্ ড়া করেছেন !
.        অ-মা !  আমি হেসে মরি, নাক-ডেঙাডেং-ডেং !


.        লম্ফানন্দে লাফ দিয়ে মা চল্ তে বেঁজির ছা,
.        দাড়ীর জালে প’ড়ে যাদুর আট্ কে গেছে গা,
.        বিল্লি-বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন !
.        ও-মা !  আমি হেসে মরি, নাক-ডেঙাডেং-ডেং !


.        দিদিমা কি দাদুর নাকে টাঙ্ তে ‘আল্ মানাক্’
.        গজাল ঠুঁকে দেছেন ভেঙে বাঁকা নাকের কাঁখ ?
.        মুচি এসে দাদুর আমার নাক করেছে ‘ট্যান্’ !
.        অ-মা !  আমি হেসে মরি,  নাক-ডেঙাডেং-ড্যাং !



.        বাঁশির মতন নাসিকা মা মেলে নাসিকে,
.        সেথায় নিয়ে চল দাদু দেখন-হাসিকে,
.        সেথায় গিয়ে করুন দাদু গরুড় দেবের ধ্যান !
.        খাঁদু দাদু নাকু হবেন, নাক-ডেঙাডেং-ড্যাং 1


.                   **************



.                                                                             
পরে  

মিলনসাগর
*
ঝিঙে ফুল , কাজী নজরুল ইসলাম

.                প্রভাতী


.                ভোর হলো
.                দোর খোলো
.                        খুকুমণি ওঠ রে !

.                ঐ ডাকে
.                যুঁই-শাখে
.                        ফুল-খুকী ছোট রে !

.                রবি মামা
.                দেয় হামা
.                        গায়ে রাঙা জামা ঐ,
.                দারোয়ান
.                গায় গান
.                        শোনো ঐ “রামা হৈ !”

.                ত্যাজি’ নীড়
.                ক’রে ভীড়
.                        ওড়ে পাখী আকাশে,
.                এন্তার
.                গান তার
.                        ভাসে ভোর বাতাসে !

.                চুল্ বুল্
.                বুল্ বুল্
.                        শিশ্ দেয় পুষ্পে,

.                এইবার
.                এইবার
.                        খুকুমণি উঠবে !

.                খুলি’ হাল
.                তুলি’ পাল
                     ঐ তরী চল্ লো,

.                এইবার
.                এইবার
.                        খুকু চোখ খুল্ লো !

.                আল্ সে
.                নয় সে
.                        ওঠে রোজ সকালে,

.                রোজ তাই
.                চাঁদা ভাই
.                        টিপ দেয় কপালে !

.                উঠ্ ল
.                ছুট্ ল
.                        ঐ খোকাখুকী সব,

.                “উঠেছে
.                আগে কে”
.                        ঐ শোনো কলরব !        

.                নাই রাত
.                মুখ হাত
.                        ধোও, খুকু জাগো রে !
.                জয় গানে
.                ভগবানে
.                        তুষি’ বর মাগো রে !

.                   **************



.                                                                             
পরে  

মিলনসাগর
*
ঝিঙে ফুল , কাজী নজরুল ইসলাম

.        লিচু--চোর     
     
.        বাবুদের তাল-পুকুরে
.        হাবুদের ডাল্-কুকুরে
.        সে কি বাস্ করলো তাড়া,
.        বলি থাম্ একটু দাঁড়া !
.        পুকুরের ঐ কাছে না
.        লিচুর এক গাছ আছে না
.        হোথা না আস্তে গিয়ে
.        য়্যাব্বড় কাস্তে নিয়ে
.        গাছে গ্যে’ যেই চ’ড়েছি
.        ছোট এক ডাল ধ’রেছি,
.        ও বাবা মড়াৎ ক’রে
.        প’ড়েছি সড়াৎ জোরে !
.        পড়্ বি পড়্ মালীর ঘাড়েই,
.        সে ছিল গাছের আড়েই
.        ব্যাটা ভাই বড় নচ্ছার,
.        ধুমাধুম গোটা দুচ্চার,
.        দিলে খুব কিল ও ঘুসি
.        একদম জোর্ সে ঠুসি !
.        আমিও বাগিয়ে থাপড়
.        দে হাওয়া চাগিয়ে কাপড়
.        লাফিয়ে ডিঙ্ নু দেয়াল,
.        দেখি এক ভিট্ রে শেয়াল !
.        আরে ধ্যাৎ শেয়াল কোথা ?
.        ডেলোটা দাঁড়িয়ে হোতা !
.        দেখে যেই আঁৎকে ওঠা
.        কুকুরও জুড়্ লো ছোটা !
.        আমি কই কম্ম কাবার্
.        কুকুরেই কর্ বে সাবাড় !
.        “বাবা গো মাগো”  বলে’
.        পাঁচিলের ফোঁকল গলে’
.        ঢুকি গ্যে’ বোস্ দের ঘরে,
.        যেন প্রাণ আস্ লো ধড়ে !
.        যাব ফের ?  কান মলি ভাই,
.        চুরিতে আর যদি যাই !
.        তবে মোর নামই মিছা !
.        কুকুরের চাম্ ড়া খিঁচা
.        সে কি  ভাই যায়রে ভুলা------
.        মালীর ঐ পিটনীগুলা  !
.        কি বলিস ?  ফের হপ্তা ?
.        তৌবা-----নাক খপ্ তা !


.                   **************



.                                                                             
পরে  

মিলনসাগর