...কিন্তু ঈশ্বরের সব চেয়ে সুন্দর সৃষ্টি ছাড়া কি আমাদের আদৌ চলবে ? |
চকে প্রাণী জগৎ |
আপনি যদি ঈশ্বরের সব চেয়ে সুন্দর সৃষ্টি দেখে দেখে ক্লান্ত হয়ে পড়ে থাকেন তাহলে এবার আসুন, তাকানো যাক ঈশ্বরের অন্যান্য সুন্দর সৃষ্টির দিকে ! কিন্তু কোথা থেকে শুরু করা যায় ?! এ বিষয়ে অবিনশ্বর ঈশ্বরের বদলে নশ্বর চার্লস ডারউইনের সাহায্য নেওয়া যাক | ভাস্কর তাই চার্লস ডারউইনের বিবর্তনের সূত্র ধরে পাঁচ প্রকারের মেরুদণ্ডী প্রাণীদের বেছে নিয়েছেন | মত্স, উভচর, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী | |
|
|