...কিন্তু ঈশ্বরের সব চেয়ে সুন্দর সৃষ্টি
ছাড়া কি আমাদের আদৌ চলবে ?
চকে প্রাণী জগৎ
আপনি যদি
ঈশ্বরের সব চেয়ে সুন্দর সৃষ্টি দেখে দেখে
ক্লান্ত হয়ে পড়ে থাকেন তাহলে এবার
আসুন, তাকানো যাক ঈশ্বরের অন্যান্য
সুন্দর সৃষ্টির দিকে !
কিন্তু কোথা থেকে শুরু করা যায় ?!

এ বিষয়ে অবিনশ্বর ঈশ্বরের বদলে নশ্বর
চার্লস ডারউইনের সাহায্য নেওয়া যাক |
ভাস্কর তাই চার্লস ডারউইনের বিবর্তনের
সূত্র ধরে পাঁচ প্রকারের মেরুদণ্ডী প্রাণীদের
বেছে নিয়েছেন | মত্স, উভচর, সরীসৃপ,
পক্ষী এবং স্তন্যপায়ী |
HOME
HOME BANGLA
এখানে কোনো কাজই দেখে নকল করা নয় |

চক ভাস্কর্য সাধারণ বোর্ডের উপর লেখার চক খোদাই
করে তৈরী করা হয়, তাই মাত্র এক থেকে আড়াই ইঞ্চি
লম্বা হয় |
আপনি এখানে চক ভাস্কর্যের
অতি বর্ধিত ছবি দেখছেন |
একটি মূর্তি তৈরী করতে সাত থেকে আট ঘন্টা সময়
লাগে |  একটি ব্লেড এবং একটি সূঁচই হল এই কাজের
মূল উপকরণ |

এর মধ্যে অনেক মূর্তিই ব্যক্তিগত সংগ্রহে
রক্ষিত রয়েছে |

শিল্পী আর চক ভাস্কর্য বিক্রী না করার সিদ্ধান্ত গ্রহণ
করেছেন এবং যদি সম্ভব হয় তবে আগামী দিনে
কলকাতা শহরে একটি স্থায়ী প্রদর্শনী করার কথা
ভাবছেন |

চক ভঙ্গুর মাধ্যম বলে খোদাই পর্ব শেষ করার পর
মুর্তিটিকে শক্ত করার প্রক্রিয়া সারতে হয় |
শিল্পীর কাছে প্রায় ৩৫ - ৪০ বছরের পুরানো চক ভাস্কর্য
খুব ভাল অবস্থায় রয়েছে |

শিল্পীর কাজ দেখে যদি দর্শক বন্ধুদের মনে একটুও
আনন্দ আসে তাহলেই এর সার্থকতা | শিল্পী তাঁর চার
পাশের জগৎ থেকেই শিল্পের সৃষ্টি করেন | তাই তাঁর
কাজ তাঁর জীবনের নানা অভিজ্ঞতারই প্রতিফলন |