কবি ছন্দম মুখোপাধ্যায়ের কবিতা
*
আমাদের কেঁপে ওঠার পর---
কবি ছন্দম মুখোপাধ্যায়

বিমনা মেঘের মাথায় বিকেলের
আলো | রাত্রির হৃদয়গ্রন্থি
রঙিন এক ঘুমের বীজ | মূর্চ্ছনা
ভরো জীবনচর্যায়  মোহনবংশী
মূর্চ্ছনা | হে প্রকৃতি তুমি
আমাকে বুকের দুধ দাও,
স্বপ্নের চেয়েও গাঢ় দুধ |

.       *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
অশ্রু ও আত্মার মন্ত্র
কবি ছন্দম মুখোপাধ্যায়

আমি মহাকাশযানে করে যেতে
যেতে, আমাদের দেখাশোনা
বিচ্ছিন্ন করি

এই অন্ধকার
যেখানে ভাসছি
একা এবং অনেকে

তোমার চোখ, ঠোঁট
মহাকাশভ্রমনের হৃদয়কে
নাড়িচাড়ি
পুরোন ভয় শূন্যমার্গে
সঙ্গ দেয়

এসো দেবারতি
স্পষ্টভাবে অশ্রু আত্মার মন্ত্র উচ্চারণ
করি |  শেষবার ---

.       *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
পাহারায়
কবি ছন্দম মুখোপাধ্যায়

বিনীত হইনি
কচি ও শান্ত শিং ভেসে
উঠেছে বাছুরের

ঘাস
তুমি হাওয়ায় একাকার ভালোবাস
অজ্ঞাত আনন্দ দাও
কেউ নেই বলেই
আছি |

.       *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
এই যাওয়া
কবি ছন্দম মুখোপাধ্যায়

আমাদের যাওয়া
.              আসা
ঘিরে দাঁড়ায় নৈঃশব্দ


অরণ্যের পথ, শালপাতা
তুমি শোন কিছু চুল
উড়ে যাওয়ার
এ শব্দ

.       *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
হ্রদের শিবির
কবি ছন্দম মুখোপাধ্যায়

আমি এসেছি হ্রদের শিবিরে |
এখানে এক অখন্ড বরফের তলায়
বেড়ে উঠছে তারা |  বিকেলের মাছ,
বহুবিধ পতাকা সমাবেশে রঙিন,
আত্মহারা |

.       *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
উপকূলীয় ইশারা
কবি ছন্দম মুখোপাধ্যায়

আমরা তাকে রোজ কিনে নেওয়ার চেষ্টা
করি | কিন্তু তার তল পাওয়া বাস্তবিক ভার |
প্রনয়িণীরা চোখ টেপে,  হাওয়ায় হাসি
ছুঁড়ে দেয় শুধু |  তুমিতো এক নদীর
বাঁক, উপকূলকে দেখে, ইশারা করে,
হারিয়ে যাও

.       *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
অপরাধীর বাস
কবি ছন্দম মুখোপাধ্যায়

দুজনের কতদিনের ছায়া জড়ানো
এই ভাড়ার বাসা | এখানে শরীর
ছিল না, মনটা ছিল , এক দুপুরে
প্রমাণ হল  বিদ্বেষ, তারপর

আমাদের কথা ফোটা রাত
বানের জলে অকস্মাৎ, ডুবে যায়

শহরে প্রতিটি প্রেমিকার
আত্মহনন কড়া নাড়ে, অপরাধী
তুমি অপরাধী

.       *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
ছবিবিক্রেতা
কবি ছন্দম মুখোপাধ্যায়

একশো আশি ডিগ্রী কোণে দাঁড়িয়ে
দাসপ্রেমিকের  নিচুমুখ | একশো
আশি ডিগ্রী উষ্ণতার পিঠে লেগে
থাকে প্রাণের স্পর্শ |  একশো আশিটি
ক্ষমতা, টোপ দেওয়া আনন্দে দুলে
ওঠে | সৃষ্টি ফিরিয়ে নেয় সময়ের
ক্ষত |  জলরঙে ধরা থাকনা বিষণ্ণতা
ছবিবিক্রেতার  মত তুলে নিচ্ছি ওই
পিপাসার্ত  জলছবি |  তোমরা
কাঁদছ,  কাঁদো |

.       *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
ফিরে তুমি এসো
কবি ছন্দম মুখোপাধ্যায়

ঋজু এবং দীর্ঘদেহ এসো
ঘুমন্ত শিশুর মাথায়
পা ঠেকিয়ে এসো সরল আশীর্বাদে |
অনেক মায়ের কবর পেরিয়ে এসো
অনুগত ভালোবাসায়

আগে আগে এসো
ভরদুপুরে ঘুরতে ঘুরতে
ফোনে  কবরে রান্নাঘরে

এখানে তোমার জন্য
অপেক্ষা রাখা আছে |

.       *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
ঘুমের উপত্যকা                 
কবি ছন্দম মুখোপাধ্যায়

কাল সারারাত বুকের ভেতর
একটা গুমগুম শব্দ পেয়েছি

হৃদয়মন্থনের আভাস, নড়েচড়ে
এগিয়ে আসছে সে, আদিম
কচ্ছপ

আমার ঢালু ঘুমের উপত্যকায়
শান্ত গর্ভের পাড়ে

.       *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর