কবি ছন্দম মুখোপাধ্যায়ের কবিতা
*
যা চেয়েছ
কবি ছন্দম মুখোপাধ্যায়

ক্লান্ত উটের কাছে কী চাইছ
জলের স্বাদ,  রোগ-নিরাময় কাম

কোনটা  নেই  এ মরুভূমে

কিন্তু রোদ্দুরকে আমার যথেষ্ট
ভালো লাগে

কারণ শেষ এতই তীব্র
কখন  কোথায়
সে ছুঁড়ে ফেলে দেবে
বরফগলা সমুদ্রে ভাসবে
একটি পরীর মৃতদেহ

.     *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
নিজের ভাষা
কবি ছন্দম মুখোপাধ্যায়

গভীর জঙ্গলে পড়ে আছ তুমি।
তোমার সকাল। পাশে বান্ধবীর
মতো নদী। একা। সাপ ঘুরছে
কোথাও।
খসখস
খসখস
খসখস

কিছু কর
উষ্ণতা
এই হেমন্তে

সবাই চলে যাক। পথ খোঁজো।
আমরা নিজের ভাষা আনতে যাব
ওপারে।

.     *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর