কবি হেমচন্দ্র বাগচীর জীবনী . . . স্নিগ্ধবনগন্ধ আকুল মোহনার নাম হেমচন্দ্র বাগচী সুধীর চক্রবর্তী, কবিতাসম্মেলন, মার্চ ২০০৯ সংখ্যা
আমরা কৃতজ্ঞ কবি হেমচন্দ্র বাগচীর পৌত্র শ্রী পার্থ বাগচীর কাছে, যিনি "কবিতাসম্মেলন" পত্রিকার মার্চ ২০০৯ এর সংখ্যায় প্রকাশিত সুধীর চক্রবর্তীর "স্নিগ্ধবনগন্ধ আকুল মোহনার নাম হেমচন্দ্র বাগচী" লেখাটির প্রতিছবি, যা কিনা আসলে কবির জীবনী এবং হেমচন্দ্রের সঙ্গে কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কবি মোহিতলাল মজুমদার, কবি বুদ্ধদেব বসু এবং শ্রী সুশীল জানার পত্রালাপের প্রতিছবি আমাদের পাঠিয়েছেন। পার্থ বাবুর সঙ্গে যোগাযোগ - ইমেল - bagchipartha@gmail.com , চলভাষ - +৯০৪৬৭৭৯০৯৬ , +৯৪৩৩২০০৯৬৩