কবি নীলু ঠাকুর-র গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
বাঞ্ছা ফলদাত্রী, ভূধাত্রী,
ব্রহ্মান্ডের কর্ত্রী আপনি |
ব্রহ্মরূপিণী, ব্রহ্মার জননি, ব্রহ্মরন্ধ্রবাসিনী
|
হয় ব্রহ্মজ্ঞানী যারা সব,
তাদের নিরাকার তুমি ব্রহ্ম,
মা তুমি ধর্মাধর্ম,
তারা কি মর্ম জানে তার!
হয় যে মন্ত্রে যে জন দীক্ষে,
সেই মন্ত্র তারি পক্ষে,
হে দুর্গে আমি এই ভিক্ষে চাই
|
যেন ভক্তি থাকে তোমার রাঙা পায়,
আমার মুক্তি-পেতে কাজ নাই,
আমি শুনেছি শিবউক্তি, সেবিব শিবশক্তি,
করেছি মনে মনে যুক্তি তাই |
ভবের ভাব্য ধন, শিবের সেব্য চরণ,
যেন জন্ম জন্মান্তরে পাই ||
চন্দনাক্ত রক্তজবা লয়ে,
করে শ্রীমন্তে অভিষিক্ত, জাহ্নবীজলযুক্ত,
দিব আরক্ত পদদ্বয়ে
|
বলে নির্বাণে কী আর হবে,
বিজ্ঞান দেহি মে শিবে,
সজ্ঞানে, এই ভবে আসি যাই |
ওমা, অলসনাশনা, রসনার বাসনা,
ঘোষণায় ঘুষি তব নাম ;
ও মা শয়নে স্বপনে, জীবনে মরণে,
দুর্গা বলে ডাকি অবিশ্রাম ||
ধর্মার্থ কাম মোক্ষ উপেক্ষ,
দুর্গানাম উপলক্ষ যার |
নিত্য যেই জন সত্য আচরণ,
তীর্থ পর্যটন কী কার্য তার
|
গয়া গঙ্গা ব্রজ বারাণসী |
হয় ভ্রমণে ভ্রম তীর্থ,
কাবেরী কুরুক্ষেত্র,
ওই পদে যত তীর্থরাশি
|
স্মরণ করিয়ে তারা, মুদিয়ে নয়নতারা,
বদনে তারা তারা গুণ গাই ||


.                            
                    ****************                                           উপরে


মিলনসাগর