কবি নীলু ঠাকুর-হরু ঠাকুর ও রাম বসু প্রভৃতির পরবর্তী কবিওয়ালাদের মধ্যে অন্যতম |
ইনি প্রথমে হরু ঠাকুরের দলে ছিলেন, পরে নিজের নামে দল বাঁধেন |নিজের দল বাঁধার পরও হরু ঠাকুর তাঁকে গান রচনা করে দিতেন |
নিলু ঠাকুরের এক ভাই ছিলেন |তাঁর নাম রামপ্রসাদ |রামপ্রসাদও ভাইয়ের কবির দলে থাকতেন | সেই কারণে এই দল ‘নিলুরামপ্রসাদি দল’ নামে প্রসিদ্ধি লাভ করেছিল | নিলু ঠাকুরের নিজের রচিত গান বড়ো ছিল না | প্রসিদ্ধ কবিগানের বাঁধনদারকৃষ্ণমোহন ভট্টাচার্য তাঁর দলের গান রচনা করে দিতেন |
আমাদের কাছে কবি নীলু ঠাকুর-এর কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in