কবিদ্বয় রাসু ও নৃসিংহ-এর গান
রাসু ও নৃসিংহ
অষ্টাদশ শতক
কবি
দ্বয়
রাসু ও নৃসিংহ
-
ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে রাসু ও নৃসিংহ ফরাসডাঙার কাছে
গোঁদল পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন |
রাসু ও নৃসিংহ দুই ব্যক্তি উভয়ে সহোদর ছিলেন | তাঁরা কায়স্থকুলোদ্ভব ও সুকবি | কেউ কেউ
আবার বলেন---রাসুনৃসিংহ নামে একজন কবিওয়ালাই ছিলেন |
রাসু নৃসিংহের রচিত অনেক কবি গান এখন হারিয়ে গিয়েছে তবে দুই চারটি যা এখনো পাওয়া যায়
তাই কবিদেরকে অমর করেছে |
দুই সহোদরের মধ্যে কে যে সংগীতরচনায় পারদর্শী ছিলেন, এখন তাহা নির্ণয় করা কঠিন | তাঁদের
সখীসংবাদ গানই সর্বাপেক্ষা প্রসিদ্ধি লাভ করেছিল |
.
--- উত্স:
দুর্গাদাস লাহিড়ি
সম্পাদিত "বাঙালীর গান" ১৯০৫
আমাদের ঠিকানা :
srimilansengupta@yahoo.co.in
আমাদের কাছে
কবি
দ্বয়
রাসু ও নৃসিংহের
-
এ
র
কোনো ছবি
নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও
তথ্য আমাদের কাছে পাঠালে আমরা
কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম
এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ
করবো |
আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in