এই কিগো শেষ দান ? বিরহ দিয়ে গেলে, এই কিগো শেষ দান মোর আরও কথা ছিল বাকি---, আরও প্রেম আরও গান | এই কিগো শেষ দান ? ক্ষণিকের মালাখানি তবে কেন দিয়েছিলে আনি কেন হয়েছিল শুরু, হবে যদি অবসান | এই কিগো শেষ দান ? যে পথে গিয়াছ তুমি, আজ সেই পথে হায় আমার ভুবন হতে বসন্ত চলে যায় হারানো দিনের লাগি, প্রেম তবু রহে জাগি নয়নে দুলিয়া ওঠে , হৃদয়ের অভিমান | এই কিগো শেষ দান ?
তুমি কি এখন দেখিছ স্বপন, আমারে আধো রাতে সেথা উঠেছে কি চাঁদ আঁধারে | তুমি কি এখন--- তোমার ভুবন ঘিরিয়া, মিলন এলো কি ফিরিয়া মনে আজো বাঁধিলে কি সেতু, বিরহ নদীর দু’ধারে | তুমি কি এখন---- খোলা এলোচুল, মুখের দু’পাশে ছড়ায়ে, তুমি ঘুমায়ে আছো কি মোর দেওয়া সেই ঝরা মালা বুকে জড়ায়ে | স্বপনে দিলে কি ভুলিয়া, স্মৃতির দুয়ার খুলিয়া আবার কি তারে ফিরে চাও তুমি, ফিরায়ে দিয়াছ যাহারে | তুমি কি---
যবে এসেছিলে তুমি প্রিয় জীবনে মম, ছিল মধুর রাতে জীবনে মম ওগো সাথী তব আঁখিপাতে লেখা ছিল প্রেমের ভাষা, ছিল অধরেতে আধো ফোটা মধুর আশা তুমি দিলে মোরে ভালবাসা মালাতে গাঁথি, ছিল মধুর রাতে---- তব মুখখানি ছিল জাগি ধূপে মম গো, রাতের নীড়ে আঁধো জাগা পাখী সম গো--- নিশি জাগিয়া পোহাল ফুল শয়ন পাতি, ছিল মধুর রাতে---- সেই মধুরাতি এ জীবনে এলো না ফিরে | ঝরা ফুলেরই বাসরে আজি একা জাগি রে-হায় বিরহ আঁধারে জ্বলে স্মৃতির বাতি, ছিল মধুর রাতি---
আমি চঞ্চল ঝর্ণাধারা, পথ চলি গান গেয়ে, চঞ্চল ঝর্ণাধারা আমি যেথা প্রিয় মোর হে সেই পথ চলি দূরে , নুপূর বাজে পায়ে তাই ছন্দ ভরা সুরে মোর পাহাড়িয়া পথরেখা, ফুল সম যদি দেয় ছেয়ে | আমি চঞ্চল দোলে বুকে মম সারা নিশি জেগে যত তারা, আঁখি মেলে দেখে চেয়ে, আমি চঞ্চল--- যার অভিসারে চলি সে মোর নাহি হবে, তবু এতো ভালোবাসা ঢেউ তোলে আমার প্রাণে----- মোর তনুমনে লাগে দোলা, স্বপ্নে ছোঁয়া পেয়ে | আমি চঞ্চল ঝর্ণাধারা---
মোর জীবনের দু’টি রাতি, তারই স্মৃতি লয়ে মনের গহনে জ্বলে আজও দু’টি বাতি, জীবনের দু’টি রাতি | একটি নিশীথে শুধু কাছে পাওয়া, একটিতে হায় দূরে চলে যাওয়া মনে পড়ে আজ ও, কবে মালা দিলে গো, ঘুরে গেল কবে সাথী জীবনের দু’টি রাতি | একটি রজনী আনিল জীবনে , শত ফাল্গুনের দান জীবনের যত দান একটি রজনী আঁখি কোণে মোর, দিয়ে গেল হায় শুধু আঁখিজল মিলন বিরহ দোহাই দুটি ফুলে আজও স্মৃতির মালিকা গাঁথি, জীবনের দু’টি রাতি, মোর জীবনের দু’টি রাতি
যাই তবে চলে যাই, চোখে যদি আসে জল, তাই গোপনে বিদায় চাই, যাই তবে চলে যাই | আলেয়ার ইশারায় মিছে ডুবে ছিনু হায়, কি হবে হেথা খেলাঘর বেঁধে , ভালবাসা যেথা নাই | যাই তবে চলে যাই | বনের পাখিরে ধরিয়া রেখো না আর, যদি প্রাণের পরশ নাই দিতে পারো খুলে দিও তবে দ্বার | এর চেয়ে ভাল অসীম আকাশ, বিদায় নিলাম তাই | যাই তবে চলে যাই---
এক হাতে মোর পূজার থালা, আর এক হাতে মালা, মন যা চাহে নাও তোমার মন যা চাহে নাও বাইরে আমার চাঁদের আলো, ঘরে প্রদীপ জ্বালা, বল গো তুমি কি চাও | তোমার মন ----- নাও || তোমায় কি দিয়ে আজ করব বরণ, কোথায় তোমার পাতবো আসন কি নাম ধরে ডাকবো তোমায় তুমি বলে দাও | তোমার মন নাও || অধরে মোর হাসির মায়া, অশ্রু দু’নয়নে, অঞ্জলিতে প্রণাম আছে, প্রেম রয়েছে মনে | বল আমার মুখের সে কোন ভাষা, শুনে তোমার মিটবে আশা পূজার আছে প্রেমের বাণী তাই মোরে শেখাও, তোমার মন --------- নাও ||