কবি প্রতুল মুখোপাধ্যায়ের গান ও কবিতা
আমি বাংলায় গান গাই   

আমি বাংলায় গান গাই,
আমি আমার আমিকে চি
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি এই বাংলার মায়াভ
বাংলা আমার জীবনানন্দ
আমি একবার দেখি, বার

আমি বাংলায় কথা কই,
আমি বাংলায় ভাসি, বাং
আমি বাংলায় মাতি উল্লা
আমি সব দেখে শুনে ক্ষেপে
বাংলা আমার দৃপ্ত স্লোগা
আমি একবার দেখি, বার

আমি বাংলায় ভালবাসি,
আমি তারি হাত ধরে সা
আমি যা'কিছু মহান বরণ
মেশে তেরো নদী সাত সা
বাংলা আমার তৃষ্ণার জল
আমি একবার দেখি, বার


.                   *******************
.                                                                         
সূচিতে . . .     



মিলনসাগর      
ডিঙা ভাসাও    

ডিঙা ভাসাও সাগরে সাথী রে, ডিঙা ভাসাও
পূবের আকাশ রাঙা হ'ল সাথী, ঘুমায়ো না
ডাঙার টানে পরাণ ছিল বাঁধা কেন রে বন্ধু
গরজি গুমরি ডাকে শোনো ওই তরঙ্গ উথাল
পাল তুলে দাও, হাল ধর হাতে দুস্তর সাগর
জাগায়ে মাতন ঢেউয়ের নাচন, মরণ বাঁচন

.                       ********   

.                                                                         
সূচিতে . . .     



মিলনসাগর      
মন জুড়ে তার ছবি আজও অমলিন
ভালবাসা নাও, ভালবাসা নাও
আমি তোমায় ভালবাসি |

ইচ্ছে করে আজ ফেলে সব কাজ
তোমার পাশে পাশে ঘুরে বেড়াই
মুখে নিয়ে হাসি, প্রাণের স্রোতে ভাসি
এক সাথে এক সুরে প্রেমের গান গাই |

প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম
Love Love Love Love Love Love Love Love Love Love

দূর্বার স্বপ্ন দূর্মর আশা - প্রেম প্রেম প্রেম
রুদ্ধ কণ্ঠে ফুটে ওঠে ভাষা - প্রেম প্রেম প্রেম
শত্রুর মুখে ছোঁড়ে বেপরোয়া বিদ্রুপ - প্রেম প্রেম প্রেম
আবার, মোমের আলোর মত স্নিগ্ধ, অপরূপ
কী বলবো আর? এ রাজ্যতেই আছে এমন অসৎ লোক
চাইছে যারা এ সরকারের ভাবমূর্তি নষ্ট হোক
যতই চলুক ভুল প্রচার আর ওল্টাবে না জনমত
কৃষি মোদের ভিত্তি এবং শিল্প মোদের ভবিষ্যৎ!

খাদ্যটাদ্য ওসব নিয়ে রাজ্যে তো সমস্যা নেই,
দেশ গড়া চাই নতুন করে আসলে উদ্দেশ্য এই |
পুঁজিপতির মর্জিমাফিক নতুন করে শিল্পায়ন---
চাষের জমির জন্য এখন অশ্রুপাতের নেই কারণ!
যা চাইছে তা দিতে হবে, তোয়াজ একটু করতে হয়
********

এই কবিতাটি কানোরিয়া জুট এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংগ্রামী শ্রমিক ইউনিয়ন থেকে প্রকাশিত,
দোলা সেন সম্পাদিত, 'কানোরিয়ার পর সিঙ্গুর' পুস্তিকায় ১৭ নভেম্বর ২০০৬ এ প্রকাশিত |
********
এই কবিতাটি কানোরিয়া জুট এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংগ্রামী শ্রমিক ইউনিয়ন থেকে প্রকাশিত, দোলা
সেন সম্পাদিত, 'কানোরিয়ার পর সিঙ্গুর' পুস্তিকায় ১৭ নভেম্বর ২০০৬ এ প্রকাশিত |
স্বদেশ এখন    

স্বদেশ এখন ছাল ছোলা এক ছাগল
স্কন্ধকাটা উলটে আছে ঝুলে |
টেংড়ি সিনা রাং চাপ গর্দান---
কী চাই সেটা বলতে হবে খুলে |
মিলনসাগর.কম্ মিলনসাগর.কম্   
স্বদেশ বিক্রী হবে এমন ভাবে
বেশ খানিকটা "বিশেষ" হয়ে যাবে
বিশেষ নিয়ম বিশেষ অর্থনীতি
বিশেষ স্থান বিশেষ পরিচিতি |
মিলনসাগর.কম্ মিলনসাগর.কম্   
"বিশেষ" মানে বিদেশ বলা যায়
দেশের বিধান স্তব্ ধ  সে জায়গায় |
বিশ্বায়নের বাজনা উঠছে বেজে,
আসছে স্বদেশ
SEZ এর সাজে সেজে |
মিলনসাগর.কম্ মিলনসাগর.কম্   
এখন শুধুই উন্নয়নের আর
ভোগের মন্ত্র, আর সব জান ভুলে
গরীব গুর্বো শেষ যদি হয় হোক
নতুন যুগের দুয়ার যাচ্ছে খুলে |
মিলনসাগর.কম্ মিলনসাগর.কম্   
কী বলছেন ? স্বদেশ হল মা---
কোথায় আছেন ? হাঃ হাঃ হাঃ হাঃ !
মিথ্যে আবেগ পোষেন কিসের জন্য---
বুঝতে হবে স্বদেশ হলো পণ্য |
মিলনসাগর.কম্ মিলনসাগর.কম্       
স্বদেশ এখন ছাল ছোলা এক ছাগল,
"গেলো, গেলো" কে জুড়ে দেয় কান্না,
স্বদেশ যাচ্ছে ধনপতির ডিসে,
কেমন সুবাস, কত রকম রান্না |
মিলনসাগর থেকে কপি-পেস্ট করা

.           *****************

এই কবিতাটি 'পর্বান্তর' পত্রিকার মে-আগষ্ট ২০০৭ সংখ্যায় প্রকাশিত হয়েছিল |
- মানবপ্রেমিক? ও লোকটা তো ভিয়েতনামের মানুষ খুনী |
- রাখেন না তো কোনো খবর, উনি এখন পরম গুণী |
মিলনসাগর.কম্ মিলনসাগর.কম্   
উন্নয়নের ভাবনা নিয়ে তিনি থাকেন সদাই বিভোর |
ভুলতে হবে অতীত এখন, পুরোনো সব শেকড় বাকড়
উপড়ে তুলে ফেলতে হবে, এখন শুধুই এগিয়ে চলা |
পুঁজির সাথে সংস্কার চাই, শিখছি নতুন ছলাকলা |
মিলনসাগর.কম্ মিলনসাগর.কম্   
মার্ক্স এঙ্গেলস লেনিন স্তালিন মাও গ্রামশি সবাই বাসি |
বাজার-রাজার রাজ্য জুড়ে বিশ্বায়নের বাজছে বাঁশি |
গ্রন্থেই থাক সমাজতন্ত্র, পুঁজিবাদের গাড়ি চড়ে
হাওয়ার দিকে না এগুলে মুখ থুবড়ে থাকব পড়ে |
মিলনসাগর.কম্ মিলনসাগর.কম্   
দলের নামটা বদলাতে নেই, লাগবে কেমন ফাঁকা ফাঁকা,
রেখেই দিলাম লাল পতাকা, হাতুড়ি আর কাস্তে আঁকা |

.                       *****************                      
.                                                                             
.                                  
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সূচির পাতায়
.                                                  অন্যান্য কবিদের সূচির পাতায়

এই কবিতাটি 'আকিঞ্চন' পত্রিকার আশ্বিন ১৪১৪ সংখ্যায় প্রকাশিত হয়েছিল |

.                                                                         সূচিতে . . .     



মিলনসাগর      


.      *****************                      
.                                                                             
.                                  
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সূচির পাতায়
.                                                  অন্যান্য কবিদের সূচির পাতায়


পশ্চিম মেদিনীপুরের সরদিহা এবং খেমশুলির মাঝে ২৮.৫.২০১০ তারিখের জ্ঞানেশ্বরী
রেল দুর্ঘটনার পর লেখা | এই দুর্ঘটনায় শতাধিক মানুষ মারা যান |


.                                                                         সূচিতে . . .     



মিলনসাগর      
চ্যাপলিন    

সেই ছোট্ট ছোট্ট দুটি পা ঘুরছে দুনিয়া
শান্ত দুটি চোখে
পৃথিবীর বুকে উষর মরুতে ফুল ফোটাও |

.               ********
.                                                                         
সূচিতে . . .     



মিলনসাগর      
কৃষি মোদের ভিত্তি এবং শিল্প মোদের ভবিষ্যত্
(পশ্চিম মেদিনীপুরের বিনপুর-২ ব্ লকের অঞ্চলা প্রামাণিকের মৃত্যুর কথা মনে রেখে)

সাত দিন তার পেটে কিছুই পড়ে নি এক জল ছাড়া,
শিক্ষা পাবে কাজও পাবে কতদিন আর চলবে ঢপ!
খরচ আছে, হ্যাপা আছে, তবুও সব নিন্দেবাজ
বলবে, এ তো করার কথাই, এ কি বলার মত কাজ?
দেশি পুঁজি, ফরেন পুঁজি --- সবাই এসো রাজ্যে আজ
তোমাদেরই টাকার খেলায় রাজ্য পরুক নতুন সাজ
শিল্প গড়ো, ব্যবসা করো, হোটেল, হাব আর শপিং মল
বলবে সবাই রাজ্যখানা বদলে হোল কী উজ্জ্বল
ধনীর মুখে ধন্য ধন্য শুনতে কিন্তু লাগছে বেশ
লালঝাণ্ডার তলায় কেমন পুঁজিঘোড়ার চলছে রেস
পুরনো দিন গেছে ঝরে, ফিরে পাচ্ছি মান ইজ্জত
কৃষি মোদের ভিত্তি এবং শিল্প মোদের ভবিষ্যৎ!

*********************
.                                                                                                  
.                                                                    
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতায় ফেরত . . .   


এই কবিতাটি কানোরিয়া জুট এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংগ্রামী শ্রমিক ইউনিয়ন থেকে প্রকাশিত, দোলা
সেন সম্পাদিত, 'কানোরিয়ার পর সিঙ্গুর' পুস্তিকায় ১৭ নভেম্বর ২০০৬ এ প্রকাশিত |

.                                                                         সূচিতে . . .     



মিলনসাগর      
****************

এই কবিতাটি কানোরিয়া জুট এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংগ্রামী শ্রমিক ইউনিয়ন থেকে প্রকাশিত,
দোলা সেন সম্পাদিত, 'কানোরিয়ার পর সিঙ্গুর' এর সংকলন-২ পুস্তিকায় ২১ ফেব্রুয়ারী ২০০৭ এ
প্রকাশিত |
শুভকর্ম                  
.                                                                         সূচিতে . . .     



মিলনসাগর      
.                                                                         সূচিতে . . .     



মিলনসাগর      
.                                                                         সূচিতে . . .     



মিলনসাগর      
.                                                                         সূচিতে . . .     



মিলনসাগর