অন্যান্য কবিদের সিঙ্গুর-নন্দীগ্রামের কবিতা (সংগ্রহ) যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
আমরা যে সব কবিদের কবিতা, দীর্ঘ সময়ে ধরে একটি বা দুটি করে সংগ্রহ করতে পেরেছি, তাঁদের এই অন্যান্য কবিদের পাতায়, সসম্মানে আসন দিয়ে ধন্য হয়েছি | এই কবিদের অনেকেই খ্যাতনামা | আবার অনেকেই সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে, হয়তো প্রথম বার কবিতা লিখেছেন | যেমন যেমনভাবে কবিতা আমাদের হাতে এসেছে, আমরা সেই মত এই সূচিতে সংযোজন করে গেছি | এই বিষয় ছাড়া অন্য সব কবিতার জন্য আমাদের ||কবিদের সভা|| ঘুরে দেখুন | সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময়কালে রচিত, রাষ্ট্রীয় সন্ত্রাস বিরোধী, কোনো কবিতা যদি এই সূচিতেও না খুজে পান, তাহলে আমরা অনুরোধ করছি, যে আপনি স্বয়ং তা আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন | আমরা তা এখানে তুলে দেবো | কবির নাম, কবে এবং কোন পত্রিকায় প্রথম প্রকাশিত - এই তথ্য অবশ্যই সঙ্গে জানাবেন | আমরা প্রেরকের নাম উল্লেখ করবো | |