সরোজকুমারী দেবীর কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
শ্যাম শ্যাম! তুঁহু নিকরুণ অতি! একলি রজনী ঘোরা বালিকা যে দিশেহারা নাজানি একেলা যায় কথি! বাঁশরীকো রব শুনি যেন ধায় পাগলিনী আলু থালু কুন্তলক রাশ ; আঙিয়া খসিয়া যায় কণ্টক বিঁধিছে পায় ম্লান ভেল অধর সহাস | নিকরুণ তু যে কালা একা সে দুখিনী বালা এ আঁধারে বোলো গেল কথি? চঞ্চল যমুনা-বারি ডারল কি ক'রে তারি নিরাশয় জীবনক ভাতি | কে বলে করুণ তোয় জনম-দুখিনী হোয় তোহার পিরিতি যেবা করে | তবু ত এ বিষ-মধু ডবিয়ে রয়েছি বঁধু নিশিদিন আঁখিজল ঝরে | ******** |
![]() |
আজ আমি এসেছি আবার! কি দিব তোমায় ভাই, কিছুই ভেবে না পাই, লহ দুটি দীন উপহার | ও রাঙা অধর দুটি, লাজ-বাঁধ গেছে টুটি, কি মোহেতে মুগধ নয়ন ; আপনারে গেছি ভুলে, চাও গো মুখানি তুলে, ধর সখি দুইটি চুম্বন! ******** |
![]() |
তারপর জানাশোনা দুইটি পরাণে! আকুল ব্যাকুল হৃদি শূণ্যপানে চেয়ে বাঁধি, মাঝে বিরহের নদী মিলিব কেমনে, কাটিত দীরঘ দিন আবার স্বপনে! তখনো বিরহ শুধু, মিলন কোথায়! নন্দন-সৌরভ ভেসে পরাণে মিশিত এসে, প্রেমের বিকাশ সে জে জানাইত হায়! মুগ্ধ হিয়া শুধু তার আসার আশায় | তারপর দেখাশোনা তোমায় আমায় | পবিত্র প্রণয়কুলে তুমি চেয়ে দেখ ভুলে, আমি শুধু দেখিতেছি চাহিয়া তোমায়! মুহুর্তে সে সুখস্বপ্ন ফুরাইল হায়! আবার বাঁধিনু হৃদিস স্বরগের ফুল দেখাতে মাধুরী তার এসেছিল আর-বার ; পলকে চলিয়া গেছে ভাঙ্গাইয়া ভুল! আমরা দুজনে চেয়ে, পাথার অকূল | আজ কেহ নাহি আর আমরা দুজন! নাহিক আশার আলো, নাহি দুঃখ-ছায়া কালো, শুধু সাধ পাশে পাশে কাটাতে জীবন | হেন সপ্তবর্ষ শত হউক পূরণ | ******** |
![]() |
হাসিতে অশ্রুতে সারা দিনু ক'রে আত্মহারা কে জানিত প্রেম নিয়ে খেলা! সে কর পরশে তার পরাণের পারাবার, হরষেতে উঠিল উছসি! মুখে সরিল না কথা রয়ে গেল হৃদে ব্যথা, সে যে হায় চলে গেল হাসি | মালাগাছি হাতে নিয়ে, দিয়ে গেল ফিরাইয়ে, ফুলহার ধূলিতে লুটায়! প্রেম প্রাণ কেন আর! যার আছে থাক তার, আমার ত সকলি বৃথায়! ******** |