কবি তরুণ সান্যাল
জন্ম ২৯. ১০. ১৯৩২
কবি তরুণ সান্যাল  বর্তমান বাংলার এক বিশিষ্ট কবি |

মাটির বেহালা (১৯৫৬), অন্ধকার উদ্যানে যে নদী (১৯৬২), রণক্ষেত্রে দীর্ঘবেলা একা (১৯৬৮), তোমার জন্যাই
বাংলাদেশ (১৯৬৮) প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িতা। তাঁর ভাষা আবেগময় কিন্তু স্পষ্ট ও বলিষ্ঠ, ছন্দপ্রবাহ অনর্গল
ও মসৃণ, প্রতিমাগুলি লোকজীবনাশ্রিত, বক্তব্য সরল ও উচ্চকণ্ঠ। (
উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩)

তিনি কবিতা নিয়ে চিন্তাশীল প্রবন্ধও রচনা করেছেন। রমেশচন্দ্র দত্তের
The Economic History of India গ্রন্থটি
তিনি অনুবাদ করেছেন।

আমাদের কাছে যা সব চেয়ে উল্লেখযোগ্য  তা হলো কবির, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার
সাহস এবং অত্যাচারিতের পাশে দাঁড়ানো। সম্প্রতি (২০০৬ - ২০০৭) সিঙ্গুর এবং নন্দীগ্রামের জমি বাঁচাও
আন্দোলনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কবিতায় ধিক্কার জানিয়েছেন। সিঙ্গুর-
নন্দীগ্রামের আন্দোলনে মেধা পাটেকর, সুজাত ভদ্র, শাঁওলী মিত্রের মত বুদ্ধিজীবীদের পাশে আমরা তাঁকেও
দেখেছি। এই বয়সেও তিনি নন্দীগ্রামে ছুটে গিয়েছেন গণহত্যার পরে এবং তাঁদের সংঘটন থেকে প্রায় চার লক্ষ
টাকার রিলিফ নিয়ে সেখানে রাষ্টীয় রোষানলে পড়া মানুষদের মধ্যে বিতরণের ব্যাবস্থা করেছেন। বাঙালী, এই
মানুষদের ভুলে গেলে অন্যায় করবে।


কবির যোগ্য কন্যা
কবি শতরূপা সান্যাল নিজগুণে প্রতিষ্ঠিত সিনেমা-টেলিফিল্ম নির্মাতা, নারীবাদী সমাজকর্মী ও
কণ্ঠশিল্পী।  


আমরা
মিলনসাগরে  কবি তরুণ সান্যালের কবিতা তুলে আনন্দিত।
কবি তরুণ সান্যালের কবিতা  
HOME
HOME BANGLA