কবি মহুয়া ভট্টাচার্যর কবিতা |
|
মহুয়া ভট্টাচার্য জন্ম ২৫শে এপ্রিল ১৯৫০ |
কবি মহুয়া ভট্টাচার্যর দুটি মূল্যবান ছবি কবি ও তাঁর স্বামী শিশির ভট্টাচার্য, তাঁদের কর্মজীবনে আকাশবাণী কলকাতার বহু মানুষের সাথে কাজ করেছেন যাঁদের আপামর বাঙালী চোখে না দেখলেও নামে চিনতেন। তেমন মানুষদের মধ্যে প্রণবেশ সেন ও উপেন তরফদার সঙ্গে আকাশবাণীর কাজে বিষ্ণুপুরে গিয়ে এই দুটি ছবি তোলা হয়েছিল। ছবির উপরে ক্লিক করলেই ছবিটি বড় আকারে ফুটে উঠবে। |
আকাশবাণীর সংবাদ বিভাগ থেকে বিষ্ণুপুরে খাদি গ্রামোদ্যোগের উপর একটি অনুষ্ঠান তৈরীর ছবি। ডান দিক থেকে দ্বিতীয় জন প্রণবেশ সেন, তৃতীয় জন শিশির ভট্টাচার্য্য। বাঁদিকে প্রথমে মহুয়া ভট্টাচার্য, পঞ্চম ব্যাক্তি উপেন তরফদার। সময়কাল সত্তরের দশকের শেষার্ধ। |
আকাশবাণীর সংবাদ বিভাগ থেকে বিষ্ণুপুরে খাদি গ্রামোদ্যোগের উপর একটি অনুষ্ঠান তৈরীর ছবি। ডানদিকে দ্বিতীয় উপেন তরফদার, চতুর্থ মহুয়া ভট্টাচার্য, পঞ্চম শিশির ভট্টাচার্য্য। সময়কাল সত্তরের দশকের শেষার্ধ। |