কবি মহুয়া ভট্টাচার্যর কবিতা
HOME
HOME BANGLA
॥ মিলনসাগরে স্বাগত॥ মিলনসাগর শুধুমাত্র একটি ওয়েবসাইট নয়, একজন শিল্পীর সাজানো ক্যানভাস॥ বিগত ৪ঠা জুন ২০০৫ তারিখে জনাব শেখ মহম্মদ আলী মিলনসাগরের শুভ-উদ্বোধন করেন॥ আমরা কৃতজ্ঞতা জানাই দিল্লীর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর অধ্যাপক ডঃ দীপায়ন সরকারকে যিনি মিলনসাগরে বহুল ব্যবহৃত "লিখন" নামক বাংলা ফন্টের স্রষ্টা॥ আমরা কৃতজ্ঞতা জানাই বাংলা অভ্র কী-বোর্ডের স্রষ্টা ডঃ মেহেদী হাসান খানকে, যাঁর জন্য আপামর বাঙালী আজ ইনটারনেটে স্বচ্ছন্দে বাংলা ব্যবহার করতে পারছেন॥
মহুয়া ভট্টাচার্য
জন্ম ২৫শে এপ্রিল ১৯৫০
কবি একজন চিত্রশিল্পীও। মিলনসাগরে তাঁর আঁকা ছবির প্রদর্শনীতে যেতে
এখানে ক্লিক্ করুন . . .আমরা কবির কাছে কৃতজ্ঞ কারণ তিনি তাঁর কবিতা নিজে
বাংলায় টাইপ করে পাঠিয়েছেন।
 
 
কবি মহুয়া ভট্টাচার্যর দুটি মূল্যবান ছবি
কবি ও তাঁর স্বামী শিশির ভট্টাচার্য, তাঁদের কর্মজীবনে আকাশবাণী কলকাতার বহু মানুষের সাথে কাজ করেছেন যাঁদের আপামর বাঙালী চোখে না দেখলেও নামে চিনতেন। তেমন মানুষদের মধ্যে প্রণবেশ সেন
ও উপেন তরফদার সঙ্গে আকাশবাণীর কাজে বিষ্ণুপুরে গিয়ে এই দুটি ছবি তোলা হয়েছিল। ছবির উপরে ক্লিক করলেই ছবিটি বড় আকারে ফুটে উঠবে।
আকাশবাণীর সংবাদ বিভাগ থেকে বিষ্ণুপুরে খাদি গ্রামোদ্যোগের উপর একটি অনুষ্ঠান তৈরীর ছবি। ডান দিক থেকে দ্বিতীয়
জন প্রণবেশ সেন, তৃতীয় জন শিশির ভট্টাচার্য্য। বাঁদিকে প্রথমে মহুয়া ভট্টাচার্য, পঞ্চম ব্যাক্তি উপেন তরফদার।
সময়কাল সত্তরের দশকের শেষার্ধ।
আকাশবাণীর সংবাদ বিভাগ থেকে বিষ্ণুপুরে খাদি গ্রামোদ্যোগের উপর একটি
অনুষ্ঠান তৈরীর ছবি। ডানদিকে দ্বিতীয় উপেন তরফদার, চতুর্থ মহুয়া ভট্টাচার্য,
পঞ্চম শিশির ভট্টাচার্য্য। সময়কাল সত্তরের দশকের শেষার্ধ।