পথের পাশে সারি সারি দু'কাতারে বাড়ি দিন রাত্তির হুস্ হুস্ করে ছুটেছে রেল গাড়ি | আমি কি ভাই গেছি বুলে তোদের মলিন মুখ, মনে পড়লে এখনও যে কেঁপে ওঠে বুক |
সেই যে মায়ের জলে ভরা স্নেহের নয়ন দু'টি সেই যে আমার হাতটি ছেড়ে দিতে চায় নি পুঁটি--- ভূতি মনার আবদারে ভাব, দাদা, কোথায় যাবে? যদি তুমি যেতে চাও তো সঙ্গে মোদের নেবে |"
সেই যে বুলী ঠোঁট কাপায়ে চুলের গোছা ছেড়ে "যেতে নাহি দিব" ব'লে দাঁড়িয়েছিল দোরে--- সেই যে নলিন ষ্টেশন ঘরে চোখে কাপড় দিয়ে কাঁদছিলি তুই হাতখানি মোর তোর হাতেতে নিয়ে |
সে সব কথা মনে প'ড়ে চোখে আসছে জল দিনে দিনে কমে যাচ্ছে ভরা বুকের বল | এসব কথা মায়ের কাছে বলো নাক' ভাই, আজকে আমি এখান হ'তে বিদায় হ'তে চাই |
আর এক কথা, নিয়মমত লিখো আমায় চিঠি কেমন আছে ভূতি, মনা, বুলী, ছোট পুঁটি? মা বাবাকে প্রণাম দিয়ে বলবে আমার কথা, সিটি কলেজ খুললে আমি ভর্তি হব তথা | দু'চার দিন আর আছে বাকি, ভাল আছি আমি আমার হ'য়ে ভাইবোনদের চুমু দিও তুমি | বিদেশ এলে বুঝতে পারবে কেমন করে প্রাণ, বুঝেছি ভাই কাকে ব'লে এক রক্তের টান |
এখন আমার চোখের কাছে যেন জগত্খানা ভাসছে নিয়ে ভূতো, পুঁটি, বুলী, ননী, মনা |'
সাধন পথে কবি কুসুমকুমারী দাশ ব্রহ্মবাদী, ভাদ্র, ১৩৪৩
এক বিন্দু অমৃতের লাগি . কি আকুল পিপাসিত হিয়া, এক বিন্দু শান্তির লাগিয়া . কর্মক্লান্ত দুটি বাহু দিয়া--- কাজ শুধু করে যায় . অন্তরেতে দুরন্ত সাধনা, তুমি তার দীর্ঘ পথে . হবে সাথী একান্ত ভাবনা | সে জানে এ আরাধনা . কবে তার হইবে সফল ; তব বাণী যেই দিন তারি . ভাষা হয়ে ঘুচাবে সকল অন্তরের অহঙ্কার, . স্তুতি, নিন্দা, ভয় সেদিন লভিবে শান্তি, . সংগ্রামে বিজয় | তোমার স্বরূপে তার রূপ হবে লীন! সেই তার সাধনার পরম সুদিন |
আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ? মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন "মানুষ হইতে হবে" --- এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ ? হাত, পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় ? সে ছেলে কে চায় বল কথায়-কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায় | সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ --- "মানুষ হইতে হবে মানুষ যখন" | কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারি রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাট সবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ |
একদিন লিখেছিনু আদর্শ যে হবে "কথায় না বড় হয়ে কাজে বড় হবে" | আজ লিখিতেছি বড় দুঃখ লয়ে প্রাণে তোমরা মানুষ হবে কাহার কল্যাণে ? মানুষ গড়িয়া ওঠে কোন্ উপাদানে ; বাঙালি বোঝেনি তাহা এখনো জীবনে--- পুঁথি হাতে পাঠ শেখা---দু-চারটে পাশ আজিকার দিনে তাহে মিলে না আশ্বাস, চাই শৌর্য, চাই বীর্য, তেজে ভরা মন "মানুষ হইতে হবে" হবে এই পণ--- বিপদ আসিলে কাছে হবে আগুয়ান দুই খানি বাহু বিশ্বে সবারি সমান--- দাতার যে দান তাহা সকলেই পায় কেউ ছোট কেউ বড় কেন হয়ে যায়! কেন তবে পদতলে পড়ি বারবার ? "মনুষ্যত্ব" জাগাইলে পাইব উদ্ধার--- | যত অপমান, যত লাঞ্ছনা পীড়ন একতার বলে সব হইবে দমন! তেজীয়ান, বলীয়ান সেই ছেলে চাই সোনার বাংলা আজি হারায়েছে তাই | আবার গড়িতে হবে বীর শিশুদল, বাংলার রূপ যাহে হবে সমুজ্জ্বল---