ভবতোষ শতপথী জন্ম - ২৪শে বৈশাখ ১৩৪১ বঙ্গাব্দ, ৬/৭/৮ই মে ১৯৩৪ খৃষ্টাব্দ মৃত্যু - ১৫ই জানুয়ারী ২০১৭
আমরা কৃতজ্ঞ শ্রী মলয় প্রামাণিকের কাছে যিনি আমাদের কবির এই ছবিটি এবং সংক্ষিপ্ত কবি-জীবনী পাঠিয়েছেন। পাতার পরিবর্ধনের পরেও আমরা তাঁর পাঠানো জীবনীটি এখানে রেখেছি। তাঁর যোগাযোগের ইমেল -tarafeni2@gmail.com । আমরা কৃতজ্ঞ কবি রাজেশ দত্তর কাছে জিনি এই পাতাটি প্রকাশের উদ্যোগ নিজে গ্রহণ করেছিলেন।