গিরীন চক্রবর্তী ৫ই মে ১৯১৮ ~ ২২শে ডিসেম্বর ১৯৬৫। ২২শে বৈশাখ ১৩২৫ ~ পৌষ ১৩৭২
আমরা কৃতজ্ঞ গণসঙ্গীতকার ও কবি রাজেশ দত্তর কাছে যিনি তাঁর লেখা" চিরনূতনেরে দাও ডাক ‘বাইশে বৈশাখ’ : জন্মশতবর্ষের আলোকেশ্রদ্ধায়, স্মরণে বিশ শতকের বাংলা গানের গুরু গিরীন চক্রবর্তী"আলেখ্য এবং কবির এই ছবিটি এখানে তুলে দেবার অনুমতি দিয়েছেন। এই আলেখ্যটি ফেসবুকে ২০ এপ্রিল ২০১৯ প্রকাশিত হয়। ফেসবুকে যেতে . . .
== একটি বিনীত আবেদন == কবির ছাত্রছাত্রী, বন্ধু-স্বজন, তাঁদের উত্তরসূরী, গবেষক ও পুরোনো রেকর্ড সংগ্রাহকদের কাছে কবির রচিত আরো গান ছড়িয়ে থাকতে পারে। সকলকে একান্ত অনুরোধ একত্রে তা সংকলন করুন। আমাদেরঅনুমান কবির শতাধিক গান পাওয়া যাবে। আমাদেরও পাঠাতে পারেন।
কবিকন্যা চন্দাচট্টোপাধ্যায় ও শিল্পী সত্য চৌধুরীর ভ্রাতুষ্পুত্র পরমানন্দ চৌধুরী এবং অন্যান্যর সম্মিলিতউদ্যোগে প্রকাশিত হলো "সারেগামা ক্যারাভান ক্লাসিক রেডিও শো" তে গিরীন চক্রবর্তীর গানের সংকলন ও স্মৃতিচারণ। অনুষ্ঠানটির ইউটিউবের লিংক https://youtu.be/24nWA3Zhjh8