বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর "বুলবুল"
(১৩৩৫) থেকে কয়েকটি গান
*
বুলবুল , কাজী নজরুল ইসলাম

গান

    ( মিস্ ফজিলতুন্নেসা এম্ এ-র বিলাত গমন উপলক্ষ্যে )
.              ভীমপলশ্রী-----দাদ্ রা

                    
জাগিলে “পারুল” কিগো “সাত ভাই চম্পা” ডাকে |
উদিলে চন্দ্র-লেখা বাদলের মেঘের ফাঁকে ||
.             চলিলে সাগর ঘু’রে
.             অলকার মায়ার পুরে,
.             ফোটে ফুল নিত্য যেথায়
.                   জীবনের ফুল্ল-শাখে ||


আঁধারের বাতায়নে চাহে আজ লক্ষ তারা
জাগিছে বন্দিনীরা টুটে ঐ বন্ধ কারা ||
.                থেকোনা স্বর্গে ভু’লে
.             এ পারের মর্ত্য-কূলে,
.             ভিড়ায়ো সোনার তরী
.                   আবার এই-নদীর বাঁকে ||

.                   **************



.                                                                        
এ পাতার সূচিতে     
.                                                           
নজরুলের কবিতার মূল সূচির পাতায়...    

মিলনসাগর
*
বুলবুল , কাজী নজরুল ইসলাম

গান

.                ভৈরবী----- কাহার্ বা

বাগিচায়        বুলবুলি তুই ফুল্ শাখাতে দিস্ নে আজি দোল্ |
আজো তা’র         ফুল্ কলিদের ঘুম টুটেনি’ তন্দ্রাতে বিলোল্ ||
আজো হায়        রিক্ত শাখায় উত্তরী-বায় ঝুর্ ছে নিশিদিন,
আসেনি’        দখ্ নে হাওয়া গজল্-গাওয়া, মৌমাছি বিভোল্ ||
কবে সে        ফুলকুমারী ঘোম্ টা চিরি’ আস্ বে বাহিরে,
শিশিরের         স্পর্শসুখে ভাঙ্ বে রে ঘুম রাঙ্ বে রে কপোল্  ||
ফাগুনের         মুকুল-জাগা দু’কূল-ভাঙা আস্ বে ফুলেল্ বান,
কুঁড়িদের        ওষ্ঠপুটে লুট্ বে হাসি, ফুট্ বে গালে টোল  ||
কবি তুই        গন্ধে ভু’লে ডুবলি জলে কূল পেলিনে আর,
ফুলে তোর        বুক ভরেছিস্ আজকে জলে ভর্ বে আঁখির কোল  ||


.                   **************



.                                                                        
এ পাতার সূচিতে     
.                                                           
নজরুলের কবিতার মূল সূচির পাতায়...    

মিলনসাগর
*
বুলবুল , কাজী নজরুল ইসলাম

গান

.                জৌনপুরী----আশাবরী----কাহার্ বা

আমারে        চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদী,
খু’লে দাও        রং মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি ||
গোপনে                চৈতী হাওযায় গুল-বাগিচায় পাঠালে লিপি,
দেকে তাই        ডাক্ ছে ডালে কু-কু ব’লে কোয়েল--ননদী  ||
পাঠালে         ঘূর্ণী-দূতী ঝড়-কপোতী বৈশাখে সখি,
বরষায়                সেই ভরসায় মোর পানে চায় জল-ভরা নদী ||
তোমারি        অশ্রু-ঝলে শিউলি-তলে সিক্ত শরতে,
হিমানীর        পরশ বুলাও ঘুম ভেঙে দাও দ্বার যদি রোধি ||
পউষের         শূন্য মাঠে এক্ লা বাটে চাও বিরহিণী,
দুহুঁ হায়                চাই বিষাদে, মধ্যে কাঁদে তৃষ্ণা-জলধি ||
ভিড়ে যা        ভোর বাতাসে ফুল-সুবাসে রে ভোমর-কবি,
ঊষশীর                শিশ্-মহলে আস্ তে যদি চাস্ নিরবধি  ||


.                   **************



.                                                                        
এ পাতার সূচিতে     
.                                                           
নজরুলের কবিতার মূল সূচির পাতায়...    

মিলনসাগর
*
বুলবুল , কাজী নজরুল ইসলাম

গান

.          ইমন্-মিশ্র গজল----কাহার্ বা

বসিয়া বিজনে                 কেন একা মনে
পানিয়া ভরণে                চল লো গোরী !
চল্ জলে চল                কাঁদে বনতল,
                              ডাকে ছলছল              জল-লহরী ||

দিবা চ’লে যায়                বলাকা পাখায়,
বিহগের বুকে                বিহগী লুকায় !
কেঁদে চখা-চখী                মাগিছে বিদায়
বারোয়াঁর সুরে                ঝুরে বাঁশরী  ||

                                 সাঁঝ হেরে মুখ               চাঁদ-মুকুরে
ছায়াপথ-সিঁথি                রচি’ চিকুরে,
                                  নাচে ছায়া-নটী           কানন-পুরে,
দুলে লটপট                লতা-কবরী ||

‘বেলা গেল বধূ’                ডাকে ননদী
চল জল নিতে                যাবি লো যদি,   
                                 কালো হয়ে আসে       সুদূর নদী,
নাগরিকা-সাজে                সাজে-নগরী ||


মাঝি বাঁধে তরী                সিনান-ঘাটে,
ফিরিছে পথিক                বিজন মাঠে,
                                  কারে ভেবে বেলা       কাঁদিয়া কাটে
ভর আঁখি-জলে                ঘট-গাগরী ||


ওগো বে-দরদী,                ও রাঙা পায়ে
মালা হ’য়ে কে গো        গেল জড়ায়ে !
                                 তব সাথে কবি            পড়িল দায়ে
পায়ে রাখি তারে        না গেলে পরি ||


.                   **************



.                                                                        
এ পাতার সূচিতে     
.                                                           
নজরুলের কবিতার মূল সূচির পাতায়...    

মিলনসাগর
*
বুলবুল , কাজী নজরুল ইসলাম

গান

.               পিলু------কাহার্ বা--দাদ্ রা


ভুলি কেমনে আজো যে মনে বেদনা-সনে রহিল আঁকা !
আজো সজনী দিন রজনী সে বিনে গণি তেমনি ফাঁকা ||
আগে মন করলে চুরি, মর্মে শেষে হান্ লে ছুরি,
এত শঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা ||
চকোরী দেখ্ লে চাঁদে দূর হ’তে সই আজো কাঁদে,
আজো বাদলে ঝুলন ঝোলে, তেমনি জলে চলে বলাকা ||
বকুলের তলায় দোদুল্ কাজ্ লা মেয়ে কুড়োয় লো ফুল,
চলে নাগরী কাঁখে গাগরী চরণ ভারি কোমর বাঁকা ||
তরুরা রিক্ত-পাতা, আস্ লে লো তাই ফুল-বারতা,
ফুলেরা গ’লে ঝ’রেছে ব’লে ভরেছে ফলে বিটপী-শাখা ||
ডালে তোর হান্ লে আঘাত দিস্ রে কবি ফুল-সওগাত,
ব্যথা-মুকুলে অলি না ছুঁলে বনে কি দুলে ফুল-পতাকা ||

.                   **************



.                                                                        
এ পাতার সূচিতে     
.                                                           
নজরুলের কবিতার মূল সূচির পাতায়...    

মিলনসাগর
*
বুলবুল , কাজী নজরুল ইসলাম

গান

.      মিশ্র বেহাগ-খাম্বাজ--------দাদ্ রা

কেন         কাঁদে পরাণে কী বেদনায় কারে কহি !
সদা        কাঁপে ভীরু হিয়া রহি’ রহি’ |
সে থাকে নীল নভে, আমি নয়ন-জল-সায়রে,
সাতাশ তারার সতীন-সাথে সে যে ঘু’রে মরে,
কেমনে ধরি সে চাঁদে রাহু নহি ||
কাজল  করি’ যারে রাখি গো আঁখি-পাতে
স্বপনে যায় সে ধুয়ে গোপন অশ্রু-সাথে |
বকে তায় মালা করি’ রাখিলে যায় সে চুরি,
বাঁধিলে বলয়-সাথে মলয়ায় যায় সে উড়ি’,
কি দিয়ে সে উদাসীর মন মোহি’ ||


.                   **************



.                                                                        
এ পাতার সূচিতে     
.                                                           
নজরুলের কবিতার মূল সূচির পাতায়...    

মিলনসাগর
*
বুলবুল , কাজী নজরুল ইসলাম

গান

.        সিন্ধু-ভৈরবী-----কাহার্ বা
      
মৃদুল বায়ে                বকুল ছায়ে
গোপন পায়ে                কে ঐ আসে !
আকাশ-ছাওয়া                চোখের চাওয়া,
উতল্ হাওয়া                কেশের বাসে ||

ঊষার রাগে                সাঁঝের ফাগে
যুগল তাহার                কপোল রাঙে,
কমল দুলে                সূরয্ শশী
নিশীত-চুলে                আঁধার-রাশে ||

চরণ-ছোঁওয়ায়                পাতার ঠোঁটে
মুকুল কাঁপে                কুসুম ফোটে,
আঁখির পলক-                পতন- ছাঁদে
নিশীথ্ কাঁদে                দিবস হাসে ||


গ্রহের মালা                অলখ্-খোঁপায়,
কপোল শোভে                তারার টোপায়,
কুসুম-কাঁটায়                আঁচল-বাঁধে
রুমাল লুটায়                সবুজ ঘাসে  ||


সাঁঝের শাখায়                কানন মাঝে
বালার বিহগ-                কাঁকন বাজে,
জীবন তাহার                সোনার স্বপন
দোলায় ঘুমায়                শিশুর পাশে ||

তোমার লীলা                কমল ক’রে
নিখিল-রাণী !                দুলাও মোরে |
ঢুলাও আমার                সুবাস খানি
তোমার মুখের                 মদির শ্বাসে ||


.                   **************



.                                                                        
এ পাতার সূচিতে     
.                                                           
নজরুলের কবিতার মূল সূচির পাতায়...    

মিলনসাগর
*
বুলবুল , কাজী নজরুল ইসলাম

গান

.     ভৈরবী-আশাবরী--------কাহার্ বা

কে বিদেশী                বন-উদাসী
বাঁশের বাঁশী                বাজাও বনে
সুর্-সোহাগে                তন্দ্রা লাগে,
কুসুম-বাগের                 গুল্ব-বদনে ||

ঝিমিয়ে আসে                ভোমোরা-পাখা,
যুঁথির চোখে                আবেশ মাখা,
কাতর ঘুমে                চাঁদিমা রাকা
(  ভোর্ গগনের        দর্--দালানে )
দর্--দালানে                ভোর্ গগনে ||


লজ্জাবতীর                লুলিত লতায়
শিহর লাগে                পুলক-ব্যথায়,
মালিকা সম                বঁধুরে জড়ায়
বালিকা-বঁধূ                সুখ-স্বপনে ||

সহসা জাগি’                 আধেক রাতে
শুনি সে বাঁশী                বাজে হিয়াতে,
বাহু-সিথানে                কেন কে জানে
কাঁদে গো পিয়া                বাঁশীর সনে ||


বৃথাই গাঁথি’                কথার মালা
লুকাস্ কবি                বুকের জ্বালা,
কাঁদে নিরালা                বন্ শীওয়ালা
তোরি উতলা                বিরহী মনে |

.                   **************



.                                                                        
এ পাতার সূচিতে     
.                                                           
নজরুলের কবিতার মূল সূচির পাতায়...    

মিলনসাগর