আমার দেশের মাটী----- / ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাঁটি || এই দেশের মাটী-জলে / এই দেশেরই ফুলে ফলে তৃষ্ণা মিটাই, মিটাই ক্ষুধা / পিয়ে এরি দুধের বাটী || এই মায়েরই প্রসাদ পেতে, / মন্দিরে এর এঁটো খেতে তীর্থ করে ধন্য হতে / আসে কত জাতি || এই দেশেরই ধূলায় পড়ি’ / মাণিক যায় রে গড়াগড়ি, বিশ্বে সবার ঘুম ভাঙাল / এই দেশেরই জিয়ন-কাঠি || এই মাটী এই কাদা মেখে, / এই দেশেরই আচার দেখে, সভ্য হ’ল নিখিল ভুবন / দিব্য পরিপাটি || এই সন্ন্যাসিনী সকল দেশে, / জ্বাল্ ল আলো ভালোবেসে, মা আঁধার রাতে একলা জাগে / আগ্ লে রে ঐ শ্মশান-ঘাঁটি ||
. মোরা একই বৃন্তে দুটী কুসুম হিন্দু-মুসলমান | . মুস্ লিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ || . এক সে আকাশ মায়ের কোলে / যেন রবি-শশী দোলে, . এক রক্ত বুকের তলে, এক সে নাড়ীর টান || . মোরা এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল, . এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল | . এক সে দেশের মাটীতে পাই / কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই, . মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান || . চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি, . সকাল হলে হবে রে ভাই ভায়ে ভায়ে জানাজানি | . কাঁদব তখন গলা ধ’রে, / চাইব ক্ষমা পরস্পরে, . হাস্ বে সে দিন গরব ভরে এই হিন্দুস্থান ||
. মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই | . এক বৃন্তে দু’টী কুসুম এক ভারতে ঠাঁই || . মুসলিম যাঁর সৃষ্টি রে ভাই হিন্দু সৃষ্টি তাঁরি . মোরা বিবাদ করে করি খোদার উপর খোদকারি | . শাস্তি এত আজ আমাদের হীন-দশা এই তাই || . দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে . বন্যাতে দুই ভাইয়ের কুটীর সমানে যায় ভেসে | . বিধাতার সেই বিচারে ভাই বিভেদ নাহি পাই || . দুই জনারই মাঠেরে ভাই সমান বৃষ্টি ঝরে---- . সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান ক’রে, . চাঁদ সূরযের আলো কেহ কম বেশী কি পাই || . ত্রিভুবনের বনমালী নানা রঙের ফুলে, . সাজিয়েছে এ বাগানখানি দেখরে নয়ন খুলে | . বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই ||