বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর "দেশাত্মবোধক গান"
থেকে কয়েকটি
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
আজি রক্ত নিশি-ভোরে    
আমার দেশের মাটী   
আমার শ্যামলা বরণ বাঙলা মায়ের    
আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনি শক্তিমান     
এই দেশ কা’র ? তোর নহে আর    
এই শিকল-পরা ছল মোদের এ শিকল-পরা ছল --- শিকল-পরার গান    
কারার ঐ লৌহ-কপাট ---- ভাঙার গান  
গঙ্গা সিন্ধু নর্ম্মদা কাবেরী যমুনা ওই   
চাঁদের কন্যা চাঁদ সুলতানা    
জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা   
তোমারি জেলে পালিছ ঠেলে, তুমি ধন্য ধন্য হে   
দে দোল্ দে দোল্ | জাগিয়াছে ভারত-সিন্ধু-তরঙ্গে কল-কল্লোল   
“দেশপ্রিয় নাই” শুনি ক্রন্দন সহসা প্রভাতে জাগি   
নতুন পথের যাত্রা-পথিক  /  চালাও অভিযান    
নমঃ নমঃ নমো বাঙলা দেশ মম    
মোরা একই বৃন্তে দুটী কুসুম হিন্দু-মুসলমান   
লক্ষ্মী মা তুই আয় গো উঠে সাগর-জলে সিনান করি    
মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই    
হিন্দু-মুসলমান দুটী ভাই  /  ভারতের দুই আঁখি-তারা    
হে পার্থ-সারথি !  বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ    
 
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


আজি রক্ত নিশি-ভোরে  /  একি  এ শুনি  ওরে  /  মুক্তি-কোলাহল বন্দী-শৃঙ্খলে,
ঐ কাহারা কারাবাসে   /  মুক্তি-হাসি হাসে, /   টুটেছে ভয়-বাধা স্বাধীন হিয়া-তলে
ললাটে লাঞ্ছনা-রক্ত-চন্দন,  /  বক্ষে গুরু শিলা, হস্তে বন্ধন
নয়নে ভাস্বরসত্য-জ্যোতি-শিখা,  /  স্বাধীন দেশ-বাণী কন্ঠে ঘন বোলে,
সে ধ্বনি ওঠে রণি’ ত্রিংশ কোটি ঐ  /  মানব-কল্লোলে  ||
ওরা দু’পায়ে দ’লে গেল মরণ-শঙ্কারে,  /  সবারে ডেকে’ গেল শিকল ঝঙ্কারে,
বাজিল নভ-তলে স্বাধীন ডঙ্কা রে,  / বিজয়-সঙ্গীত বন্দী গেয়ে’ চলে’
বন্দীশালা মাঝে ঝঞ্ঝা প’শেছে রে   / উতল কলরোলে  ||
আজি কারার সারা দেহে মুক্তি-ক্রন্দন,  /  ধ্বনিছে হা হা-স্বরে ছিঁড়িতে বন্ধন,
নিখিল গেহ যথা বন্দী-কারা, সেথা  /  কেন রে কারা ত্রাসে মরিবে বীর-দলে  |
“জয় হে বন্ধন” গাহিল তাই তা’রা   /  মুক্ত নভ-তলে  ||
আজি ধ্বনিছে দিগ্বধূ-শঙ্খ দিকে দিকে, / গগনে কা’রা যেন চাহিয়া অনিমিখে,
ধূ ধূ ধূ  হোম-শিখা জ্বলিল ভারতে রে,
ললাটে জয়টীকা, প্রসূন-হার-গলে  /  চলে রে বীর চলে  ;
সে নহে নহে কারা, যেখানে ভৈরব /  রুদ্র-শিখা জ্বলে  ||

কোরাস :
জয় হে বন্ধন-মৃত্যু-ভয় হর  !  মুক্তি-কামী জয়  !
স্বাধীন-চিত জয়  !  জয় হে  !!  /  জয় হে !  জয় হে !


.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


আমার দেশের মাটী-----  / ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাঁটি ||
এই দেশের মাটী-জলে   /  এই দেশেরই ফুলে ফলে
তৃষ্ণা মিটাই, মিটাই ক্ষুধা  /  পিয়ে এরি দুধের বাটী  ||
এই মায়েরই প্রসাদ পেতে,  /  মন্দিরে এর এঁটো খেতে
তীর্থ করে ধন্য হতে  /  আসে কত জাতি ||
এই দেশেরই ধূলায় পড়ি’  /  মাণিক যায় রে গড়াগড়ি,
বিশ্বে সবার ঘুম ভাঙাল   /  এই দেশেরই জিয়ন-কাঠি ||
এই মাটী এই কাদা মেখে,  /   এই দেশেরই আচার দেখে,
সভ্য হ’ল নিখিল ভুবন  /   দিব্য পরিপাটি ||
এই সন্ন্যাসিনী সকল দেশে,  /  জ্বাল্ ল আলো ভালোবেসে,
মা আঁধার রাতে একলা জাগে  /  আগ্ লে রে ঐ শ্মশান-ঘাঁটি  ||

.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


আমার শ্যামলা বরণ বাঙলা মায়ের  /   রূপ দেখে যা, আয়রে আয়  |
গিরি-দরী-বনে-মাঠে-প্রান্তরে রূপ ছাপিয়ে যায়  ||
ধানের ক্ষেতে বনের ফাঁকে  /  দেখে যা মোর কালো মা’কে,
ধূলি-রাঙা পথের বাঁকে বৈরাগিনী বীণ্ বাজায়  ||
ভীরু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লী গ্রামে একলাটী,
বিজন মাঠে গ্রাম সে বসায় নিয়ে কাদা খড় মাটী,
কাজল মেঘের বারি নিয়ে করুণা বারি ছিটায় ||
কাজলা-দীঘির পদ্মফুলে যায় দেখা তার পদ্ম-মুখ,
খেলে বেড়ায় ডাকাত মেয়ে বনে লয়ে বাঘ ভালুক,
ঝড়ের সাথে নৃত্যে মাতে, বেদের সাথে সাপ নাচায় ||
নদীর স্রোতে পাথর নুড়ির কাঁকন চুড়ি বাজে তার,
দাঁড়ায় সাঁঝের অলিন্দে সে টীপ প’রে সন্ধ্যাতারার,
ঊষার গাঙে ঘট ভরিতে যান সে মেয়ে ভোর বেলায় ||
হরিৎ শস্যে লুটায় আঁচল ঝিল্লিতে নূপুর বাজে,
ভাটিয়ালী গায় ভাটির স্রোতে, গায় বাউল মাঠের মাঝে |
গঙ্গা-তীরে শ্মশান-ঘাটে কেঁদে কভু বুক ভাসায় ||

.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


.        আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনি শক্তিমান  !
.        মম চরণের তলে, মরণের মার খেয়ে মরে ভগবান  !
.        আদি ও অন্তহীন  /  আজিও মনে পড়ে সেই দিন----
.        প্রথম যে দিন আপনার মাঝে আপনি জাগিনু আমি,
.        আর চিৎকার করি’ কাঁদিয়া উঠিল তোদের জগৎ-স্বামী  !
.        ভয়ে কালো হয়ে গেল আলো-মুখ তার |
.        ফরিয়াদ করি’ গুমরি’ উঠিল মহা হাহাকার -----
.        ছিন্ন-কন্ঠে আর্ত্ত কন্ঠে তোমাদের ঐ ভীরু বিধাতার------
.                        আর্ত্তনাদের মহা-হাহাকার-----
.        যে, “বাঁচাও আমারে বাঁচাও, হে মোর মহান্ বিপুল আমি !
হো মোর সৃষ্টি ! অভিশাপ মোর ! আজি হ’তে প্রভু তুমি হও মম স্বামী  !”----
.        শুনি খল খল খল অট্ট হাসিনু, আজিও সে হাসি বাজে |
ঐ অগ্ন্যুদ্ গার-উল্লাসে আর নিদাঘ-দগ্ধ  /  বিনা-মেঘের ঐ শুষ্ক বজ্র-মাঝে  |
.        স্রষ্টার বুকে আমি সেই দিন প্রথম জাগানু ভীতি,-----
.        সেই দিন হ’তে বাজিছে নিখিলে ব্যথা-ক্রন্দন গীতি !
.        জাপটি ধরিয়া বিধাতারে আজো পিষে’ মারি পলে পলে,
.        এই কালসাপ আমি, লোকে ভুল ক’রে মোরে অভিশাপ বলে  !


.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


.        দেশকার ---- তেতালা

এই দেশ কা’র ? তোর নহে আর |   
রে মূঢ় সন্তান  !  ভারত-মাতার ||
দেবতার দেশে আজ   
দৈত্য ক’রে বিরাজ    
মন্দির আজি বন্দীর কারাগার ||
লাজ নাহি তার, যার জননী দাসী’
দাসের শিকল প’রে বেড়াস্ হাসি’     
কেমনে নিলাজ, বেড়াস্ হাসি’ ?
অসন্মানের প্রাণ    
ক’রে দে রে অবসান    
মানুষের মত ম’রে বাঁচরে আবার ||

.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম

                      শিকল-পরার গান

এই                শিকল-পরা ছল মোদের্ এ শিকল-পরা ছল  |
এই                শিকল প’রেই শিকল তোদের কর্ ব রে বিকল ||
তোদের           বন্ধ কারার আসা মোদের বন্দী হ’তে নয়,
ওরে               ক্ষয় ক’রতে আসা মোদের সবার বাঁধন-ভয় |
এই                বাঁধন প’ড়েই বাঁধন-ভয়কে ক’রবো মোরা জয়,
এই                শিকল-বাঁধা পা নয় এ শিকল-ভাঙা কল ||
তোমার           বন্ধ ঘরের বন্ধনীতে কর্ ছ বিশ্ব গ্রাস,
আর               ত্রাস দেখিয়েই কর্ বে ভাবছো বিধির শক্তি হ্রাস !
সেই                ভয় দেখানো ভূতের মোরা কর্ ব সর্ব্বনাশ,
এবার              আন্ বো মাভৈঃ-বিজয় -মন্ত্র বল-হীনের বল ||
তোমরা            ভয় দেখিয়ে কর্ ছ শাসন, জয় দেখিয়ে নয়  ;
সেই                ভয়ের টুটিই ধর্ ব টিপে,’  ক’রব তা’রে লয় |
মোরা              আপনি ম’রে মরার দেশে আন্ ব বরাভয় ;
মোরা              ফাঁসি প’রে আনব হাসি মৃত্যু-জয়ের ফল ||
ওরে                ক্রন্দন নয় বন্ধন এই শিকল-ঝঞ্ঝনা,
এ যে               মুক্তি পথের অগ্রদূতের চরণ-বন্দনা !
এই                  লাঞ্ছিতেরাই অত্যাচারকে হান্ ছে লাঞ্ছনা,
মোদের             অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল ||


.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম

                      ভাঙার গান

.        কারার ঐ লৌহ-কপাট,  /   ভেঙে ফেল্ , কর্ রে লোপাট
.        রক্ত-জমাট  /  শিকল-পূজার পাষাণ-বেদী  !
.        ওরে ও তরুণ ঈশান  !  /  বাজা তোর প্রলয়-বিষাণ !
.        ধ্বংস-নিশান  /  উড়ুক প্রাচী’র,   প্রাচীর ভেদি’ |
.        গাজনের বাজ্ না বাজা  !  /   কে মালিক ?  কে সে রাজা ?
.        কে দেয় সাজা,   /  মুক্ত-স্বাধীন সত্য কে রে  ?
.        হা হা হা পায় যে হাসি,  /  ভগবান পর্ বে ফাঁসি ?
.        সর্ব্বনাশী  /  শিখায় এ হীন্ তথ্য কে রে ?
.        ওরে ও পাগলা ভোলা  !  /  দে রে দে প্রলয়-দোলা
.        গারদগুলা  /  জোর্ সে ধ’রে হেঁচ্ কা টানে  !
.        মার হাঁক হৈদরী হাঁক,  /  কাঁধে নে দুন্দুভি ঢাক
.        ডাক ওরে ডাক্  /  মৃত্যুকে ডাক্ জীবন পানে !
.        নাচে ঐ কাল-বোশেখী,  /  কাটাবি কাল ব’সে কি ?
.        দেয় রে দেখি  /  ভীম-কারার ঐ ভিত্তি নাড়ি’ !
.        লাথি মার্ ভাঙ্ রে তালা !    /   যত সব বন্দী-শালায়
.        আগুন জ্বালা,   /  আগুন জ্বালা, ফেল্ উপাড়ি’ |

.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম

.                        খাম্বাজ --- দাদ্ রা

.        গঙ্গা সিন্ধু নর্ম্মদা কাবেরী যমুনা ওই,
.        বহিয়া চলেছে আগের মতন   /   কই রে আগের মানুষ কই ||
.        মৌনী স্তব্ধ সে-হিমালয়,   /  তেমনি অটল মহিমাময়,
.        নাহি তা’র সাথে সেই ধ্যানী ঋষি, /  আমরাও আর সে জাতি নই ||
.        আছে আকাশ আছে --- সে ইন্দ্র নাই, / কৈলাসে সে যোগীন্দ্র নাই,
.        অন্নদা-সূত ভিক্ষা চাই,  / কি কহিব এরে কপাল বই  ||
.        সেই আগ্রা, সে দিল্লী ভাই,  / আছে প’ড়ে সে বাদ্ শা নাই,
.        নাই কোহিনূর ময়ূর-তখ্ ত  / নাই সে-বাহিনী বিশ্বজয়ী ||
.        আমরা জানি না, জানে না কেউ,  / কূলে ব’সে কত গনিব ঢেউ,
.        দেখিয়াছি কত, দেখিব এ-ও,  /  নিঠুর বিধির লীলা কতই ||

.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম

.        চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি  |
.        তুমি দেখাইলে মহিমান্বিতা নারী কি শক্তিমতী  ||
.        শিখালে কাঁকন চুড়ি পরিয়াও নারী,  /   ধরিতে পারে যে উদ্ধত তরবারি,
.        না রহিত অবরোধের দুর্গ,  হতো না এ দুর্গতি ||
.        তুমি দেখালে নারীর শক্তি স্বরূপ ------ চিন্ময়ী কল্যাণী,
.        ভারত জয়ীর দর্প নাশিয়া মুছালে নারীর গ্লানি  |
.        তুমি গোলকুন্ডার কোহিনূর হীরা সম,
.        আজো ইতিহাসে জ্বলিতেছ নিরুপম ;
.        রণরঙ্গিণী ফিরে এস,
.        তুমি ফিরিয়া আসিলে ফিরিয়া আসিবে লক্ষ্ণী ও সরস্বতী ||

.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম

.                        মিশ্র সুর----- একতালা

.        জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা |
.        স্বর্গাদপি গরীয়সী স্বদেশ আমার ভারত-মাতা  ||
.        তোমার স্নেহ যায় বয়ে মা শত ধারায় নদীর স্রোতে,
.        ঘরে ঘরে সোনার ফসল ছড়িয়ে পড়ে আঁচল হ’তে,
.        স্নিগ্ধ-ছায়া মাটীর বুকে তোমার শীতল-পাটী পাতা  ||
.        স্বর্গের ঐশ্বর্য্য লুটায় তোমার ধূলি-মাখা পথে,
.        তোমার ঘরে নাই যাহা মা, নাইক তাহা ভূ-ভারতে |
.        ঊর্দ্ধ্বে আকাশ নিন্মে সাগর গাহে তোমার বিজয়-গাথা  ||
.        আদি জগদ্ধাত্রী তুমি জগতের প্রথম প্রাতে,
.        শিক্ষা দিলে দীক্ষা দিলে, করলে মানুষ আপন হাতে |
.        তোমার কোলের লোভে মা গো রূপ ধ’রে আসেন বিধাতা ||
.        ছেলের মুখে অন্ন কেড়ে খাওয়ালি মা যাদের ডেকে,
.        তারাই দিল তোর ললাটে চির-দাসীর তিলক এঁকে,
.        দেখে শুনে হয় মা মনে, নেইক বিচার, নেই বিধাতা ||


.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম

.                        সুপার  ( জেলের )   বন্দনা

.        তোমারি জেলে পালিছ ঠেলে, তুমি ধন্য  ধন্য হে  |
.        আমার এ গান তোমারই  ধ্যান, তুমি ধন্য ধন্য হে ||
.        রেখেছ সান্ত্রী পাহারা দোরে  /  আঁধার কক্ষে জামাই-আদরে,
.        বেঁধেছ শিকল-প্রণয়-ডোরে |  /    তুমি ধন্য ধন্য হে  ||
.        আ--কাঁড়া চালের অন্ন-লবণ,  / করেছ আমার রসনা-লোভন,
.        বুড়ো ডাঁটা-ঘাঁটা লাপ্ সী শোভন,  /  তুমি ধন্য ধন্য হে  ||
.        ধর ধর খুড়ো চপেটা মুষ্টি,  /  খেয়ে গয়া পাবে সোজা স--গুষ্টি,
.        ওল ছোলা দেহ ধবল-কুষ্টি   /  তুমি ধন্য ধন্য হে  ||

.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


.        দে দোল্ দে দোল্ | /  জাগিয়াছে ভারত-সিন্ধু-তরঙ্গে কল-কল্লোল  |
.        তুষার গলেছে রে, অটল টলেছে রে,
.        জেগেছে পাগল রে, ভেঙেছে আগল |  /   দে দোল্ দে দোল্   ||
.        বন্ধন ছিল যত হ’ল খান্ খান্ রে,  /  পাষাণ-পুরীতে ডাকে জীবনের বান রে,
.        মৃত্যু-ক্লান্ত আজি কুড়াইয়া প্রাণ রে, / দুর্ম্মদ যৌবন আজি উতরোল | / দে দোল্ দে দোল্ ||
.        অভিশাপ-রাত্রির আয়ু হ’ল ক্ষয় রে  / আর নহি অচেতন আর নাহি ভয় রে,
.        আজও যাহা আসেনি আসিবে সে জয় রে
.        আনন্দ ডাকে দ্বারে, খোল্ দ্বার খোল্ |  /    দে দোল্   দে দোল্   ||


.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


.        “দেশপ্রিয় নাই”  শুনি ক্রন্দন সহসা প্রভাতে জাগি’ |
.        আকাশে ললাট হানিয়া কাঁদিছে ভারত চির-অভাগী  ||
.        মায়ের লাগিয়া প্রাণ দিয়া রণে মা’র কোলে মাথা রাখি’
.        ঘুমাতে এসেছ শ্রান্ত সেনানী, জাগায়ো না তা’রে ডাকি’ !
.        দেশের লাগিয়া দিয়াছে সকলি, দেয়নি নিজেরে ফাঁকি,
.        তাহারি শুভ্র শান্ত হাসিটী অধরে রয়েছে লাগি  ||
.        স্বার্থ অর্থ বিলাস বিভব গৌরব সন্মান
.        মায়ের চরণে দিয়াছে সে ধীরে অকাতরে-বলিদান,
.        রাজ-ভিখারীর ছিল সম্বল শুধু দেহ আর প্রাণ
.        তাই দিয়ে দিল শেষ অঞ্জলি দানবীর বৈরাগী  ||
.        আপনার ঘরে পায়নি থাকিতে প্রিয় স্বজনের পাশে,
.        কাটালো জীবন রুদ্ধ ভবনে বদ্ধ প্রাচীর-গ্রাসে ;
.        আজ সে মুক্ত, বিধি-নিষেধের ঊর্দ্ধ্বে দাঁড়িয়ে হাসে
.        বন্ধন হ’ল নন্দন-ফুলহার তার ছোঁওয়া লাগি’ ||
.        দেশবন্ধুর পার্শ্বে জ্বলিছে দেশপ্রিয়ের চিতা,
.        এতদিন পরে বক্ষে এসেছে দুঃখের সাথী মিতা ;
.        ঐ সাথে জ্বলে ভারত-ভাগ্য, শোকের দীপান্বিতা,
.        নিভে যাবে চিতা রয়ে যাবে ধূম, চিরদিন বুকে জাগি’ ||
.        তুমি এসেছিলে হিন্দু-মুসলমানের মিলন-হেতু,
.        পদ্মা ও ভাগীরথীর মাঝারে তুমি বেঁধেছিলে সেতু,
.        দুর্দ্দিনের এ ভগ্ন দুর্গে তুমি ছিলে জয়কেতু,
.        ফিরিয়াছে দ্বারে দ্বারে সন্ন্যাসী ঘরে ঘরে ঘুম ভাঙি’ ||
.        এক যতীন্দ্র অযুত পরাণে ছড়ায়ে পড়েছে আজি,
.        জন-সমুদ্র-কল্লোলে তারি শঙ্খ উঠিবে বাজি’  |
.        হে বীর তোমার সাধ অপূর্ণ,  /  মোরা যেন পারি করিতে পূর্ণ  ;
.        মৃত্যুতীর্থ হতে এনো তুমি অমর জীবন মাগি’ ||

.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


.                                অভিযান

.        নতুন পথের যাত্রা-পথিক  /  চালাও অভিযান  !
.        উচ্চ কন্যে উচ্চার আজ ----  /  “মানুষ মহীয়ান” |
.        চারদিকে আজ ভীরুর মেলা,  /  খেল্ বি কে আয় নতুন খেলা  ?
.        জোয়ার জলে ভাসিয়ে ভেলা  /  বাইবি কে উজান ?
.        পাতাল ফেড়ে চল্ বি মাতাল  /  স্বর্গে দিবি টান  ?
.        সমর-সাজের নাই রে সময়   /  বেরিয়ে তোরা আয়,
.        আজ বিপদের পরশ নেব    /  নাঙ্গা আদুল গায়  |
.        আসবে রণ-সজ্জা ক’বে,   /  সেই আশায়-ই রইলি সবে !
.        রাত পোহাবে প্রভাত হবে  /  গাইবে পাখী গান  |
.        আয় বেরিয়ে, সেই প্রভাতে /  ধরবি যারা তান ||
.        আঁধার ঘোরে আত্মঘাতী  /   যাত্রা পথিক সব
.        এ উহারে হানছে আঘাত  /    করছে কলরব  |
.        অভিযানের বীর সেনাদল  !  /   জ্বালাও মশাল, চল্ আগে চল্  !
.        কুচকাওয়াজের বাজাও মাদল, /  গাও প্রভাতের গান !
.        ঊষার দ্বারে পৌঁছে গাবি   /  “জয় নব উথ্বান !”

.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


.        নমঃ নমঃ নমো বাঙলা দেশ মম  /  চির-মনোরম চির-মধুর  |
.        কোন নিরবধি বহে শত নদী  /  চরণে জলধির বাজে নূপুর ||
.        শিয়রে গিরি-রাজ হিমালয় প্রহরী,  / আশিস-মেঘবারি সদা তা’র পড়ে ঝরি’,
.        যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে, /  ওড়ে আকাশ ছেয়ে মেঘ-চিকুর  ||
.        গ্রীষ্মে নাচে বামা কাল-বোশেখী ঝড়ে, / সহসা বরষাতে কাঁদিয়া ভেঙে পড়ে,
.        শরতে হেসে চলে শেফালিকা-তলে  /  গাহিয়া আগমনী গীতি বিধুর  ||
.        হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে  /  ফেরে সে মাঠে মাঠে শিশির-ভেজা পায়ে,
.        শীতের অলস বেলা পাতা ঝরার খেলা  /  ফাগুনে পরে সাজ ফুল-বধূর  ||
.        এই দেশের মাটী জল ও ফুলে ফলে,   /  যে রস যে সুধা নাহি ভূমন্ডলে,
.        এই মায়ের বুক হেসে খেলে সুখে  /  ঘুমাব এই বুকে স্বপ্নাতুর  ||

.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


.                                ভৈরবী ---- একতালা

.        মোরা           একই বৃন্তে দুটী কুসুম হিন্দু-মুসলমান  |
.                     মুস্ লিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ ||
.                   এক সে আকাশ মায়ের কোলে  / যেন রবি-শশী দোলে,
.                   এক রক্ত বুকের তলে, এক সে নাড়ীর টান ||
.        মোরা           এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,
.                   এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল  |
.                   এক সে দেশের মাটীতে পাই  /  কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই,
.        মোরা      এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান ||
.                     চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি,
.                   সকাল হলে হবে  রে  ভাই ভায়ে ভায়ে জানাজানি |
.                    কাঁদব তখন গলা ধ’রে,  /  চাইব ক্ষমা পরস্পরে,
.                   হাস্ বে সে দিন গরব ভরে এই হিন্দুস্থান ||


.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


.                        মাঢ় ---- কার্ফা

.        লক্ষ্মী মা তুই আয় গো উঠে সাগর-জলে সিনান করি’ |
.        হাতে ল’য়ে সোনার ঝাঁপি,  সুধার পাত্রে সুধা ভরি’ ||
.        আন্ মা আবার আঁচলে তোর নবীন ধানের মঞ্জরী সে,
.        টুনটুনিতে ধান খেয়েছে, খাজনা মাগো দিব কিসে  |
.        ডুবে গেছে সপ্ত-ডিঙা, রত্ন-বোঝাই সোনার তরী  ||
.        ক্ষিরোদ-সাগর-কন্যা যে তুই, খেতে দে ক্ষীর সর মা আবার,
.        পান্তা লবণ পায় না ছেলে, রাজরাণী মা’র এ কোন্ বিচার ?
.        কার কাছে মা নালিশ করি, অনন্ত শয়নে হরি ||
.        তোরও কি মা ধর্ ল ঘুমে নারায়ণের ছোঁয়াচ লেগে,
.        বর্গী এল দেশে মা গো, খোকারা তোর কাঁদে জেগে |
.        তুই এসে তায় ঘুম পাড়া মা হাতে দিয়ে ঝিনুক কড়ি ||
.        কোন্ দুখে তুই রইলি ভুলে বাপের বাড়ী অতল-তলে,
.        ব্যথার সিন্ধু মন্থন শেষ, ভ’রল যে দেশ হলাহলে,
.        অমৃত এনে সন্তানে বাঁচা, মা তোর পায়ে ধরি ||

.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


.                        স্বদেশী

.        মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই |
.        এক বৃন্তে দু’টী কুসুম এক ভারতে ঠাঁই  ||
.        মুসলিম যাঁর সৃষ্টি রে ভাই হিন্দু সৃষ্টি তাঁরি
.        মোরা বিবাদ করে করি খোদার উপর খোদকারি |
.        শাস্তি এত আজ আমাদের হীন-দশা এই তাই ||
.        দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে
.        বন্যাতে দুই ভাইয়ের কুটীর সমানে যায় ভেসে |
.        বিধাতার সেই বিচারে ভাই বিভেদ নাহি পাই  ||
.        দুই জনারই মাঠেরে ভাই সমান বৃষ্টি ঝরে----
.        সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান ক’রে,
.        চাঁদ সূরযের আলো কেহ কম বেশী কি পাই  ||
.        ত্রিভুবনের বনমালী নানা রঙের ফুলে,
.        সাজিয়েছে এ বাগানখানি দেখরে নয়ন খুলে  |
.        বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই ||

.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


.                        ছায়ানট ------ দাদ্ রা

.        হিন্দু-মুসলমান দুটী ভাই  /  ভারতের দুই আঁখি-তারা  |
.        এক বাগানে দুটী তরু দেবদারু আর কদম-চারা  ||
.        যেন গঙ্গা সিন্ধু নদী  /  যায় গো ব’য়ে নিরবধি,
.        এক হিমালয় হ’তে আসে, এক সাগরে হয় গো হারা  ||
.        বুল্ বুল্ আর কোকিল পাখী  /  এক কাননে যায় গো ডাকি’,
.        ভাগীরথী যমুনা বয় মায়ের চোখের যুগল ধারা  ||
.        ঝগড়া করে ভায়ে ভায়ে /  এক জননীর কোল লয়ে
.        মধুর যে এ কলহ ভাই পিঠোপিঠি ভায়ের পারা ||
.        পেটে-ধরা ছেলের চেয়ে চোখে ধরার মায়া বেশী,
.        অতিথি ছিল অতীতে, আজ সে সখা প্রতিবেশী  |
.        ফুল পাতিয়ে গোলাপ বেলি  /  একই মায়ের বুকে খেলি,
.        পাগল তারা, আল্লা ভগবানে ভাবে ভিন্ন যারা  ||


.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলাম


.                ভজন  শিবরঞ্জনী --- ত্রিতাল
      
.        হে পার্থ-সারথি !  বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ |
.        চিত্তের অবসাদ দূর কর কর দূর  / ভয়-ভীত জনে কর হে নিশঙ্ক ||
.        জড়তা ও দৈন্য হানো হানো,  /  গীতার মন্ত্রে জীবন দানো
.                                ভোলাও ভোলাও মৃত্যু-আতঙ্ক  ||
.        মৃত্যু জীবনের শেষ নহে নহে , /  শোনাও শোনাও অনন্তকাল ধরি’
.                                               অনন্ত জীবন-প্রবাহ বহে  |
.        দুরন্ত দুর্ম্মদ যৌবন-চঞ্চল  /  ছাড়িয়া আসুক মা’র স্নেহ-অঞ্চল,
.                বীর সন্তানদল   /  করুক সুশোভিত মাতৃ-অঙ্ক  ||



.                             **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর