১। ২। ৩। ৪। ৫। ৬। ৭। ৮। ৯। ১০। ১১। ১২। ১৩। ১৪। ১৫। ১৬। ১৭। ১৮। ১৯। ২০। ২১। ২২। ২৩। ২৪। ২৫। ২৬। ২৭। ২৮। ২৯। ৩০। ৩১। ৩২। ৩৩।
  | 
আজি ঈদ্ ঈদ্ ঈদ্ খুশীর ঈদ্ এল ঈদ্     আমার যখন পথ ফুরাবে, আসবে গহীন রাতি     আমার হৃদয়-শামাদানে জ্বালি’ মোমের বাতি      আমি গরবিনী মুসলিম বালা     আল্লা নামের শিরণী তোরা কে নিবি কে আয়    আল্লাকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে     আল্লাজী গো আমি বুঝি না রে তোমার খেলা      আল্লার নাম জপিও ভাই দিবস ও রেতে     আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়   আসিছেন হবিবে খোদা, আর্ শ্ পাকে তাই উঠেছে শোর্        ইস্ লামের ঐ বাগিচাতে ফুটলো দুটী ফুল     ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ     ঈদ মোবারক্, ঈদ্ মোবারক্     উঠুক তুফান পাপ-দরিয়ায়     এ কোন মধুর শরাব দিলে আল্-আরাবী সাকী     এল আবার ঈদ     এল ঈদল-ফেতর এল ঈদ ঈদ ঈদ     ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ     ওগো মা - ফাতেমা - ছুটে আয়     ওরে ও চাঁদ! উদয় হ’লি কোন্ জোছনা দিতে     ওরে ও দরিয়ার মাঝি! মোরে নিয়ে যা রে মদিনা     খয়বর-জয়ী আলী হাইদার, জাগো জাগো আরবার     খোদা এই গরীবের শোনো শোনো মোনাজাত     খোদার প্রেমের শারাব পিয়ে বেঁহুশ হয়ে রই প’ড়ে     ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ আয় রে     জরীন হরফে লেখা     তুমি অনেক দিলে খোদা, দিলে নিয়ামত---     তোরা কে যাবি চল্ দূর আরবে কে যাবি রে চল্     তোরা দেখে যা আমিনা মায়ের কোলে      ত্রিভুবনের প্রিয় মোহম্মদ এল রে দুনিয়ায়      মদিনাতে এসেছে সই নবীন সওদাগর     মস্ জিদেরই পাশে আমার কবর দিও ভাই     সাহারাতে ফুট্ ল রে রঙিন গুলে-লালা         
  |