বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর "ইসলামী গান"
থেকে কয়েকটি
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১।
৩২।
৩৩।
আজি ঈদ্ ঈদ্ ঈদ্ খুশীর ঈদ্ এল ঈদ্    
আমার যখন পথ ফুরাবে, আসবে গহীন রাতি    
আমার হৃদয়-শামাদানে জ্বালি’ মোমের বাতি     
আমি গরবিনী মুসলিম বালা    
আল্লা নামের শিরণী তোরা কে নিবি কে আয়   
আল্লাকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে    
আল্লাজী গো আমি বুঝি না রে তোমার খেলা     
আল্লার নাম জপিও ভাই দিবস ও রেতে    
আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়  
আসিছেন হবিবে খোদা, আর্ শ্ পাকে তাই উঠেছে শোর্       
ইস্ লামের ঐ বাগিচাতে ফুটলো দুটী ফুল    
ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ    
ঈদ মোবারক্, ঈদ্ মোবারক্    
উঠুক তুফান পাপ-দরিয়ায়    
এ কোন মধুর শরাব দিলে আল্-আরাবী সাকী    
এল আবার ঈদ    
এল ঈদল-ফেতর এল ঈদ ঈদ ঈদ    
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ    
ওগো মা - ফাতেমা - ছুটে আয়    
ওরে ও চাঁদ! উদয় হ’লি কোন্ জোছনা দিতে    
ওরে ও দরিয়ার মাঝি! মোরে নিয়ে যা রে মদিনা    
খয়বর-জয়ী আলী হাইদার, জাগো জাগো আরবার    
খোদা এই গরীবের শোনো শোনো মোনাজাত    
খোদার প্রেমের শারাব পিয়ে বেঁহুশ হয়ে রই প’ড়ে    
ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ আয় রে    
জরীন হরফে লেখা    
তুমি অনেক দিলে খোদা, দিলে নিয়ামত---    
তোরা কে যাবি চল্ দূর আরবে কে যাবি রে চল্    
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে     
ত্রিভুবনের প্রিয় মোহম্মদ এল রে দুনিয়ায়     
মদিনাতে এসেছে সই নবীন সওদাগর    
মস্ জিদেরই পাশে আমার কবর দিও ভাই    
সাহারাতে ফুট্ ল রে রঙিন গুলে-লালা      
 
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.        আজি ঈদ্ ঈদ্ ঈদ্ খুশীর ঈদ্ এল ঈদ্
(যাঁর ) আসার আশায় চোখে মোদের ছিল না রে নিদ ||
.        শোন্ রে গাফিল, কি ব’লে তকবীর ঈদ্ গাহে,
(তোর) আমানতের হিস্ সা সাদকা দে খোদার রাহে ;
.        নে সাদকা দিয়ে বেহেশ্ তে যাবার রসীদ ||
.        ঈদের চাঁদের  তশ্ তরীতে জান্নাত হ’তে
.        আনন্দেরি শিরণী এল আসমানী পথে,
.        সেই শিরণী নিয়ে নূতন আশায় জাগবে না-উন্মিদ ||
(তোর) পিরাহানের আতর গোলাব লাগুক রে মনে,
(আজ) প্রেমের দাওৎ দে দুনিয়ার সকল জনে,
.        দিলেন ঈদের মারফতে হজরত এই তাগিদ ||

.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.        আমার যখন পথ ফুরাবে, আসবে গহীন রাতি
.        তখন তুমি হাত ধ’রো মোর হয়ো পথের সাথী
.        অনেক কথা হয়নি বলা, বলার সময় দিও ( খোদা ),
.        আমার তিমির-অন্ধ চোখে দৃষ্টি দিও প্রিয় ( খোদা ),
.        বিরাজ করো বুকে আমার আরশ খানি পাতি’ ||
সারা জীবন কাট্ লো আমার বিরহে,  বঁধু /   পিপাসিত কন্ঠে এসে দিও মিলন-মধু |
.        তুমি যেথায় থাকো প্রিয় সেথায় যেন যাই ( খোদা ),
.        সখা ব’লে ডেকো আমায়, দীদার যেন পাই (খোদা ) ;
.        সারা জীবন দুঃখ পেলাম, ( যেন ) এবার সুখে মাতি ||

.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.             গজল----- না’তিয়া

আমার হৃদয়-শামাদানে জ্বালি’ মোমের বাতি |
নবিজি গো !  জেগে’ আমি কাঁদি সারা রাতি ||
আস্ মানেরই চাঁদোয়া-তলে  / চাঁদ-সেতারার পিদিম জ্বলে
ওরাও যেন খোঁজে তোমায় আমার দুখের সাথী  ||
দিনের কাজে পাইনা সময় যাই নিরালা রাতে
তোমায় পাওয়ার পথ খুঁজি গো কোরানের আয়াতে |
তোমায় পেলে পাব খোদায়---- /   তাই শরণ যাচি তোমারি পায়,
পাওয়ার আশে জেগে থাকি প্রেমের শয্যা পাতি’ ||
ঝর্ লে পাতা, ডাক্ লে পাখী, / চম্ কে ভাবি : তুমি নাকি  ?
মস্ জিদে যাই গভীর রাতে খুঁজি আঁতিপাঁতি ||
রোজ-হাশরে দেখা পাব মোরে সবাই বলে ;
তোমার বিহনে আমার ঘুম নাই নয়নে,
মোর জীবনে রোজ-কিয়ামত আসে প্রতি পলে |
বিষের সমান লাগে আমার দুনিয়ার যশ-খ্যাতি ||

.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

আমি গরবিনী মুসলিম বালা  
সংসার সাহারাতে আমি গুলে লালা ||
জ্বালায়েছি বাতি আঁধার কাবায়,  
এনেছি খুশীর ঈদে শিরণীর থালা ||
আনিয়াছি ঈমান প্রথম আমি  
আমি দিয়াছি সবার আগে মোহম্মদে মালা ||
কতশত কারবালা বদরের রণে
বিলায়ে দিয়াছি স্বামী -পুত্র-স্বজনে,
জানে গ্রহ-তারা, জানে আল্লাহ্ তালা ||


.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

আল্লা নামের শিরণী তোরা কে নিবি কে আয় |
মোরা শিরণী নিয়ে পথে হাঁকি (নিতে) কেহ নাহি চায় ||
এই শিরণীর গুণে ওরে শোন্  
শিরিন্ হবে তোর তিক্ত মন
রাঙা হবে ভাঙা হৃদয় এই শিরণীর মহিমায় ||
ধররে প্রাণের তশ্ তরী তোর আরশ পানে মেলে
খোদার খিদে মিটবে রে ভাই এই শিরণী খেলে,
তোদের পেট পুরিলি ধূলামাটি খেয়ে
করলি হেলা আল্লার নাম পেয়ে
তোরা কাবা পারার দরজা পাবি আয় আল্লা নামের দরজায় ||


.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

আল্লাকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে’-----
আরশ কুর্শী লওহ্ কালাম না চাইতেই পেয়েছে সে |
রসুল নামের রশি ধ’রে  
যেতে হবে খোদার ঘরে,
নদী-তরঙ্গে যে পড়েছে ভাই
দরিয়াতে সে আপনি মেশে ||
তর্ক করে দুঃখ ছাড়াকি পেয়েছিস অবিশ্বাসী,
কী পাওয়া যায় দেখ্ না বারেক হজরতে মোর ভালোবাসি ;
এই দুনিয়া দিবা-রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী,
তুই যা চাস্ তাই পাবি হেথায়,
আহমদ চান যদি হেসে ||

.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.        আল্লাজী গো আমি বুঝি না রে তোমার খেলা |
.        তাই দুঃখ পেলে ভাবি বুঝি হানিলে হেলা ||
.        কুমার যখন হাঁড়ি গড়ে, কাঁদে মাটী
.        ভাবে, কেন পোড়ায় আমায় চড়িয়ে ভাটি |
.        ফুলদানি হয় পোড় খেয়ে সেই মাটীর ঢেলা ||
.        মা শিশুরে ধোয়ায় মোছায়, শিশু ভাবে, -----
.        ছাড়া পেলে মা ফেলে সে পালিয়ে যাবে |
.        মোরা দোষ করি তাই দুষি তোমায় সারা বেলা ||
.        আমরা তোমার বান্দা খোদা তুমি জানো,  
.        কেন হাসাও কেন কাঁদাও, আঘাত হানো |
.        যে গ’ড়তে জানে, তা’রি সাজে ভেঙে ফেলা ||


.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.                আল্লার নাম জপিও ভাই দিবস ও রেতে
.                সকল কাজের মাঝে রে ভাই তাঁহার রহম পেতে ||
.      কোরাস্ :  আল্লাহু  আল্লাহু  আল্লাহু   আল্লাহু ||
.                  হাত করবে কাজ রে ভাই মন জপ্ বে নাম
.               (ঐ ) নাম জপ্ তে লাগেনা ভাই টাকা কড়ি দাম,
.              নাম জ’পো ভাই মাঠে ঘাটে, হাটের পথে যেতে |
.      কোরাস্ :  আল্লাহু   আল্লাহু   আল্লাহু    আল্লাহু ||
.              ( ঐ ) আল্লার নাম যদিরে ভাই তুমি থাক ধ’রে
.              (ঐ ) নামও তোমার থাক্ বে ধ’রে দুঃখ-বিপদ-ঝড়ে,
.              ঐ নামের সঙ্গী ক’রো নাইতে শুতে খেতে |
.      কোরাস্  :   আল্লাহু    আল্লাহু   আল্লাহু  আল্লাহু ||
.               তোমার দেহ মন হবে রে ভাই নূরেতে রওশন
.               তখন আমীর ফকীর চাইবে সবাই তোমার দরশন
.               মাতোয়ারা হও, জিকির কর খোদার প্রেমে মেতে |
.     কোরাস্  :   আল্লাহু     আল্লাহু     আল্লাহু    আল্লাহু ||

.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয় |
আমার নবী মোহম্মদ, যাঁহার তারিফ জগৎময় ||
আমার কিসের শঙ্কা,
কোরআন আমার ডঙ্কা,
ইস্ লাম আমার ধর্ম্ম,  মুসলিম আমার পরিচয় ||
কলেমা আমার তাবিজ, তৌহীদ্ আমার মুর্শিদ্,
ইমান আমার বর্ম্ম হেলাল আমার খুর্শিদ্ |
‘আল্লাহ্ আকবর’ ধ্বনি  
আমার জেহাদ-বাণী,
আখের মোকাম ফেরদৌস্ খোদার আরশ যথায় রয় ||
আরব মেসের চীন হিন্দু মুসলিম-জাহান মোর ভাই,
কেহ নয় উচ্চ কেহ নয় নীচ এখানে সমান সবাই |
এক দেহ এক দিল্ এক প্রাণ,
আমীর ফকির এক সমান’
এক তক্ বীরে উঠি জেগে’, আমার হবেই হবে জয় ||


.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.                        দ্বৈত সংগীত

আসিছেন হবিবে খোদা, আর্ শ্ পাকে  তাই উঠেছে শোর্
চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর,
কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে’
তেমনি করে’ হরষিত ফেরেশ্ তা সব উঠ্ লো গেয়ে,
“হের আজ আর্ শে আসেন মোদের নবী কম্ লিওয়ালা
দেখ সেই খুশীতে চাঁদ সুরয আজ হ’ল দ্বিগুণ আলা ||
ফকির দরবেশ আউলিয়া যারে
ধ্যানে জ্ঞানে ধ’রতে নারে
যাঁর মহিমা বুঝতে পারে
এক সে আল্লাহ্ তালা  ||
বারেক মুখে নিলে যাঁর নাম
চিরতরে হয় দোজখ্ হারাম ||
পাপীর  তরে দস্তে যাঁহার কওসরের পিয়ালা ||
মিম্ হরফ না থাকলে যে আহদ্  
নামে মাখা যাঁর শিরণ্ শহদ্
নিখিল প্রেমাস্পদ আমার মোহম্মদ
ত্রিভুবন ঊজালা ||”


.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.                ইস্ লামের ঐ বাগিচাতে ফুটলো দুটী ফুল |    
.                শোভায় অতুল সে ফুল আমার আল্লা ও রসুল ||
.                যুগল কুসুম উজল রঙে  
.                হৃদয় আমার উঠলো রেঙে,
.                খোশবুতে তা’র মাতোয়ারা মনের বুল্ বুল্ ||
.                ফুট্ লো যদি সে ফুল আমার খোস-নসিবের  ফলে,
.                জিন্দেগী ভর তা’রি মালা পরবো আমার গলে  |
.                দুই বাজুতে তাবিজ ক’রে  
.                খাড়া হব রোজ হাসরে,
.                বরকতে তা’র হব রে পার পুলসেরাতের পুল


.                   **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.      ভৈরবী --- কার্ফা

ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ  
এল আবার দুস্ রা ঈদ |
কোর্ বানী দে কোর্ বানী দে
শোন্ খোদার ফর্ মান তাকীদ ||
এমনি দিনে কোর্ বানী দেন
পুত্রে হজরত ইব্ রাহীম,
তেম্ নি তোরা খোদার রাহে
আয় রে হবি কে শহীদ্  ||
মনের মাঝে পশু যে তোর  
আজকে তা’রে কর্ জবেহ,
পুল্ সেরাতের পুল হ’তে পার
নিয়ে রাখ্ আগাম রসিদ্ ||
গলায় গলায় মিল্ রে সবে  
ভুলে যা ঘরোয়া বিবাদ,
শির্ ণী দে তুই শিরীণ্ জবান
তশ্ তরীতে প্রেম মফিদ্ ||
মিলনের আর্ ফাত ময়দান  
হোক আজি গ্রামে গ্রামে,
হজের অধিক পাবি সওয়াব
এক হ’লে সব মুসলিমে |
বাজবে আবার নূতন ক’রে
দীনি ডঙ্কা, হয় উমীদ্ ||


.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

ঈদ মোবারক্,  ঈদ্ মোবারক্ |
দোস্ত দুষমন পর ও আপন   
সবার মহলে আজি হউক রওনক ||
যে আছ দুরে যে আছ কাছে
সবারে আজ মোর সালাম পৌঁছে,
সবারে আজ মোর পরাণ যাচে
সবারে জানাই এ দিল্ আশক ||
এ দিল্  যাহা কিছু সদাই চাহে  
দিলাম জাকাত্ খোদার রাহে,
মিলিয়া ফকির শাহনশাহে
এ ঈদগাহে গাহুক ইয়াহক্ ||
এনেছি শিরীণ্ প্রেম পিয়ালার,
এস হে মোমিন করহে এফ্তার
প্রেমের  বাঁধনে কর গেরেফ্ তার,
খোদার রহম নামিবে বেশক্  ||


.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

উঠুক তুফান পাপ-দরিয়ায়  
আমি কি তায় ভয় করি |
পাক্কা ইনাম-তক্তা দিয়ে গড়া যে আমার তরী ||
লা-ইলাহা ইল্লাল্লাহুর পাল তুলে  
ঘোর তুফানকে জয় করে ভাই যাবই কুলে,
আমার মোহাম্মদ মোস্তাফা নামের গুণের রশি ধরি ||
খোদার রাহে সঁপে দেওয়া ডুববে না মোর এ তরী,
সওদা করে ভিড়বে তীরে সওয়াব-মাণিক ভরি’ |
দাঁড় এ তরীর নামাজ রোজা হজ্ ও যাকাত,
উঠুক না মেঘ, আসুক বিপদ----যত বজ্রপাত,
আমি যাব বেহেশ্ ত্-বন্দরেতে  এই সে কিশ্ তীতে চড়ি’ ||


.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

এ কোন মধুর শরাব দিলে আল্-আরাবী সাকী |
নেশায় হ’লাম দীওয়ানা যে রঙীন হ’ল আঁখি  ||
তৌহীদের শিরাজী নিয়ে /  ডাক্ লে সবায়, “যারে পিয়ে !”
নিখিল জগৎ ছুটে এল,  /  রইল না কেউ বাকী  ||
বসল তোমার মহ্ ফিল দূর মক্কা মদিনাতে
আল্ -কোরআনের গাইলে গজল্ শবে-কদর রাতে |
নর নারী বাদ্শা ফকীর / তোমার রূপে হয়ে অধীর
যা ছিল নজ্ রানা দিল /   রাঙা পায়ে রাখি’ ||
তোমার কাসেদ খবর নিয়ে ছুটল দিকে দিকে
তোমার বিজয়-বার্ত্তা গেল দেশে দেশে লিখে |
লা-শরীকের জল্ সাতে তাই / শরীক হ’ল এসে সবাই,
তোমার আজান-গান শুনাল  /  হাজার বেলাল ডাকি  ||’


.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.                        
                      ইস্ লামী
              
.            এল আবার ঈদ / ফিরে এল আবার ঈদ, চল ঈদ্ গাহে  |
.            যাহার আশায় চোখে মোদের ছিল না’ রে নিদ ; /  চল ঈদ্ গাহে ||
শিয়া সুন্নী, লা-মজ্হাবী একই জামাতে  /  এই ঈদ্ মোবারকে মিলিবে একসাথে,
.        ভাই পাবে ভাইকে বুকে , হাত মিলাবে হাতে ;
.        ( আজ ) এক আকাশের নীচে মোদের একই সে মস্ জিদ----চল ঈদ্ গাহে ||
.   ঈদ এনেছে দুনিয়াতে শির্ ণী বেহেশ্ তী, / দুশমনে আজ গলায় ধ’রে পাতাব ভাই দোস্তী ;
.        জাকাত দেব ভোগ-বিলাস আজ গোস্ সা বদ্ মাস্তি,
.        প্রাণের তশ্ তরীতে ভ’রে বিলাব তৌহীদ------চল ঈদ্ গাহে ||
.        আজিকার এ ঈদের খুশী বিলাব সকলে, /  আজের মত সবার সাথে মিলব গলে গলে,
.        আজের মত জীবন-পথে চল্ ব দলে দলে
.        প্রীতি দিয়ে বিশ্ব-নিখিল ক’রব রে মুরীদ্  / চল ঈদগাহে ||


.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.                          “ঈদ” নাটিকায় বিদৌরর গান

এল ঈদল-ফেতর এল ঈদ ঈদ ঈদ |  সারা বছর যে ঈদের আশায় ছিল নাক’ নিদ ||
.            রোজা রাখার ফল ফ’লেছে দেখ রে ঈদের চাঁদ,
.            সেহরী খেয়ে কাটল রোজা, আজ সেহেরা বাঁধ, ওরে বাঁধ আমামা বাঁধ |
.            প্রেমাশ্রুতে ওজু ক’রে চল্ ঈদগাহ মসজিদ ||
.            (আজ ) ছিটায় মনের গোলাব-পাশে খুশীর গোলাব-পানি
.            (আজ ) খোদার ইস্কের খুশবু-ভরা প্রাণের আতর দানী  |
.            ভরল হৃদয়-তশ্ তরীতে শিরণী তৌহীদ ||
.            ( দেখ্ ) হজরতের হাসির ছটা ঈদের চাঁদে জাগে,
.            সেই চাঁদেরই রং যেন আজ সবার বুকে লাগে,
.            (এই ) দুনিয়াতেই মিটল্ ঈদে বেহেশ্ তী উমিদ ||


.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.                        পিলু-------কার্ফা

ও মন       রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ |
তুই          আপ্ নাকে আজ বিলিয়ে দে শোন্ আস্ মানী তাকিদ্ ||
তোর        সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ্
দে           জাকাত্ , মুর্দ্দা মুস্ লিমের আজ ভাঙাইতে নি’দ ||
তুই         পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ্ গাহে
যে           ময়দানে সব গাজী মুস্ লিম হয়েছে শহীদ ||
আজ        ভু’লে গিয়ে দোস্ত্-দুশ্ মন্ হাত মিলাও হাতে,
তোর        প্রেম দিয়ে কর্ বিশ্ব নিখিল ইস্ লামে মুরীদ ||
যারা        জীবন ভ’রে রাখছে রোজা নিত-উপবাসী
সেই         গরীব এতিম্ মিস্ কিনে দে যা কিছু মফিদ ||
ঢাল্          হৃদয়ের তোর তশ্ তরীতে শিরণী  তৌহীদের,
তোর        দাওত্ কবুল করবেন হজরত, হয় মনে উমীদ ||
তোরে       মার্ ল ছুঁড়ে জীবন জুড়ে ইঁট পাথর যারা
সেই         পাথর দিয়ে তোল্ রে গ’ড়ে প্রেমেরি মস্ জিদ ||


.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

ওগো মা ----ফাতেমা----ছুটে আয়,
তোর দুলালের বুকে হানে ছুরি |
দীনের শেষ বাতি নিভিয়া যায় মা গো   
( বুঝি )  আঁধার হ’ল মদিনা-পুরী  ||
কোথায় শেরে-খোদা, জুলফিকার কোথা
কবর ফেড়ে’ এস কারবালা যথা----
তোমার আওলাদ বিরাণ হ’ল আজি
নিখিল শোকে মরে ঝুরি’  ||
কোথা আখেরে নবী, চুমা খেতে তুমি  
যে গলে হোসেনের
সহিছ কেমনে ? সে গলে দুশ্ মন  
হানিছে শম্ সের ;
রোজ হাসরে নাকি কওসরের পানি  
পিয়াবে তোমরা গো গোনাহ্ গারে আনি’
দেখ না কি চেয়ে দুধের ছেলেমেয়ে  
পানি বিহনে মরে পুড়ি’  ||


.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

ওরে       ও চাঁদ ! উদয় হ’লি কোন্ জোছনা দিতে !
দেয়        অনেক বেশী আলো আমার নবীর পেশানীতে ||
ওরে        রবি !  আলোক দিস যত তুই দগ্ধ করিস্ তত,
.            আমার নবী স্নিগ্ধ শীতল কোটি চাঁদের মত ;
সে          নাশ করেছে মনের আঁধার ঈষৎ হাসিতে ||
ওরে        আসমান ! তুই সুনীল হলি জানি কেমন ক’রে-----
.            আমার নবীর কালো চোখের একটুকু নীল হ’রে  |
ওরে        তারা  ! তোরা জ্যোতি পেলি নবিজির চাউনিতে ||
ওরে        বসরা গোলাব ! অনেক বেশী খোশবু তোদের চেয়ে
.            সেই ধূলিতে মোর নবিজি যেতেন যে-পথ বেয়ে  |
.            সেই বারতা ফুলকে শোনায় বুল্ বুলি সঙ্গীতে ||

.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

ওরে ও দরিয়ার মাঝি! মোরে নিয়ে যা রে মদিনা |
তুমি মুর্শীদ হ’য়ে পথ দেখাও ভাই আমি যে পথ চিনি না ||
আমার প্রিয় হজরত্ সেথাই  /  আছেন নাকি ঘুমিয়ে ভাই
আমি প্রাণে যে আর বাঁচি না রে তাহারি পরশ বিনা |
.                আমার হজরতের পরশ বিনা ||
নদী নাকি নাই ও দেশে, নাও না চলে যদি,
আমি চোখের সাঁতার-পানি দিয়ে বইয়ে দেব নদী  |
ঐ মদিনার ধূলি মেখে  / কাঁদব “ইয়া মোহম্মদ” ডেকে ডেকে,
কেঁদেছিল কার্ বালাতে যেমন বিবি সকিনা ||


.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

খয়বর-জয়ী আলী হাইদার, জাগো জাগো আরবার |
দাও দুশমন দুর্গ-বিদায়ী দুধারী জুলফিকার ||
এস শেষে খোদা ফিরিয়া আরবে---- ডাকে মুসলিম ‘ইয়া আলী’ রবে----
হায়দারী হাঁকে তন্দ্রা-মগনে কর কর হুঁশিয়ার ||
আল-বোর্জের চূড়া গুঁড়া-করা গোর্জ আবার হানো,
বেহেশ্ তী সাকী, মৃত এ-জাতি রে আবে কওসর দানো |
আজি বিশ্ব-বিজয়ী জাতি যে বেহোঁশ্ , দাও তারে নব কূয়ত ও জোশ্ ;
এস নিরাশার মরু ধূলি উড়ায়ে দুল্ দুল্  আস্ ওয়ার ||

.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

খোদা এই গরীবের শোনো শোনো মোনাজাত |
দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ-ভাত ||
মাঠে সোনার ফসল দিও
গৃহ-ভরা বন্ধু প্রিয়,
আমার হৃদয়-ভরা শান্তি দিও
সেইত আমার আবহায়াত ||
আমায় দিয়ে কারও ক্ষতি হয় না যেন দুনিয়ায় |
আমি কারুর ভয় না করি; মোরেও কেহ ভয় না পায় |
( যবে ) মসজিদে যাই তোমার টানে
( যেন ) মন নাহি ধায় দুনিয়া-পানে,
( আমি ) ঈদের চাঁদ দেখি যেন
আস্ লে দুঃখের আঁধার রাত ||

.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.
          মাঢ় - মিশ্র - কার্ফা

খোদার প্রেমের শারাব পিয়ে বেঁহুশ হয়ে রই প’ড়ে !
ছেড়ে’ মস্ জিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধরে ||
দুনিয়াদারীর শেষে আমার নামাজ রোজার বদ্ লাতে
চাই না বেহেশ্ ত্ খোদার কাছে নিত্য মোনাজাত ক’রে ||
কয়েস যেমন লায়লী লাগি’ লভিল মজনু খেতাব,
যেমন ফর্ হাদ শিরীঁর প্রেমে হ’ল দীওয়ানা বেতাব,
বে-খুদীতে মশ্ গুল্ আমি তেমনি মোর খোদার তরে ||
পু’ড়ে মরার ভয় না রাখে, পতঙ্গ আগুনে ধায় ;
সিন্ধুতে মেটে না তৃষ্ণা, চাতক বারি-বিন্দু চায় |
চকোর চাহে চাঁদের সুধা, চাঁদ সে আস্ মানে কোথায় ;
সূরয্ থাকে কোন্ সুদূরে, সূর্য্যমুখী  তা’রেই চায় ;
তেম্ নি আমি চাহি খোদায়, চাহি না হিসাব ক’রে ||


.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ আয় রে !
জাফরাণী রঙের পরাব পিরাণ তোর গায় রে |
.                                        আয় রে ||
আস্ মানে যেতে চায় তারা হয়ে আমার নয়ন-তারা
তোর খেলার সাথী কাঁদে শাফলার ফুল, ফিরে আয় পথহারা |
দু’নয়ন ঘুমে ঢুলে, হৃদয় ঘুমায় না, কাছে পেতে চায় রে ||
চোখের কাজল তোর চাঁদ-মুখে লেগেছে,
.                ( আয় ) মুছাব আঁচলে,
মায়ের পরাণে তোর স্নেহের সাগর-তরঙ্গ উথলে |
( মোর ) মনের ময়না !  ঘরে মন রয় না,
.                পথ চেয়ে’ রয়, রাত কেটে যায় রে ||



.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.        জরীন হরফে লেখা, ( রূপালী হরফে লেখা )
.        আস্ মানের কোরআন্-----
নীল-আসমানের কোরআন্ |
সেথা তারায় তারায় খোদার কালাম
পড়রে মুসলমান ||
.        সেথা ঈদের চাঁদে লেখা
.        মোহাম্মদের ‘মীম’-এর / রেখা,
.     সুরুযেরই বাতি জ্বেলে পড়ে রেজোয়ান্ ||
.        খোদার আরশ লুকিয়ে আছে ঐ কোরানের মাঝে,
.     খোদার দীদার চাস্ রে যদি,  
.        পড় এ কোরান নিরবধি ;
.     খোদার নূরের রওশনীতে রাঙ্ রে দেহ-প্রাণ ||


.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.        তুমি অনেক দিলে খোদা, দিলে নিয়ামত---
.        আমি লোভী, তাইতে আমার মেটে না হসরত ||
.        কেবলই পাপ করি আমি---- / মাফ করিতে তাই, হে স্বামী,
.        দয়া করে শ্রেষ্ঠ নবীর করিলে উন্মত |
.        তুমি নানান ছলে করছ পূরণ ক্ষতির খেসারত ||
মায়ের বুকে স্তন্য দিলে, পিতার বুকে স্মেহ ;
মাঠে শস্য-ফসল দিলে ; আরাম লাগি’ গেহ ||
.        ঈদের চাঁদের রং মশালে  
.        ‘রঙীন বেহেশ্ ত’ পথ দেখালে
.        আখেরেরই সহায় দিলে আখেরী হজরত |
.        তুমি আজান দিলে না ভুলিতে মস্ জিদেরই পথ ||
.        কোরান দিলে পথ দেখাতে,
.        পাঁচ ওয়াক্ত নামাজ শেথাতে,
নামাজ দিয়ে দেখাইলে মসজিদেরই পথ |
তুমি কেয়ামতের শেষে দিবে বেহেশ্ তী দৌলত ||


.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

তোরা কে যাবি চল্ দূর আরবে কে যাবি রে চল্  |
যেথা নবী-নামে তপ্ত-মরুর বুক হ’ল শীতল ||
যেথা, খোদায় কাবায় বাজ্ লো প্রথম আজান মধুর,---
যেথা, প্রেম-দরিয়ায় এল নেমে তৌহীদেরি ঢল ||
যেথা, শেরে-খোদার জুলফিকারের উঠ্ লো ঝনত্কার,----
যেথা, পথের ধূলা মা ফাতেমার চুমলো চরণ-তল  ||
যেথা, পাপীর তরে হাসান হোসেন জান্ দিল কুরবান,----
যেথা, রহমতের আঝোর-ধারা ঝরে অবিরল ||


.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.        তোরা দেখে যা আমিনা মায়ের কোলে |
.        মধূ-পূর্ণিমারি সেথা চাঁদ দোলে |
.        যেন ঊষার কোলে রাঙারবি দোলে ||
.        কুল মখ্ লুকে আজি ধ্বনি ওঠে , “কে এল ঐ”
.        কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, “কে এল ঐ”,
.        খোদার জ্যোতিঃ পেশাণীতে ফোটে, “কে এল ঐ”,
.        আকাশ গ্রহ তারা প’ড়ে লুটে---- “কে এল ঐ”,
.        পড়ে দরুদ্ ফেরেশ্ তা, বেহেশ্ তে সব দুয়ার খোলে ||
মানুষে মানুষের অধিকার দিল যে-জন,  
“এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই”--- কহিল যে-জন,
.        মানুষের লাগি’ চির দীন-হীন বেশ ধরিল যে-জন,
.        বাদশাহ-ফকিরে এক শামিল করিল যে-জন----
.        এল ধরায় ধরাদিতে সেই সে নবী,  
.        ব্যথিত মানবের ধ্যানের ছবি,
.        ( আজি ) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি কলরোলে ||

.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.       ফাতেহা-ই-দোয়াজ-দহম্ ( আবির্ভাব )

ত্রিভুবনের প্রিয় মোহম্মদ এল রে দুনিয়ায় |
আয়রে সাগর আকাশ বাতাস, দেখ্ বি যদি আয় ||
ধূলির ধরা বেহেশ্ তে আজ  
জয় করিল, দিল রে লাজ
আজ্ কে খুশীর ঢল নেমেছে  
ধূসর শাহারায়  ||
দেখ্ আমিনা মায়ের কোলে  
দোলে শিশু ইস্ লাম দোলে
কচি মুখে শাহাদতের
বাণী সে শোনায় ||
আজকে যত পাপী ও তাপী  
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইন্ সাফী
জুলুম নিল বিদায় ||
নিখিল দরুদ পড়ে ল’য়ে ও-নাম
“সাল্লাল্লাহু আলায়হি অ-সাল্লাম”,
জিন্ পরী ফেরেশ্ তা সালাম
জানায় নবীর পায়  ||

.         **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

মদিনাতে এসেছে সই নবীন সওদাগর
সে হীরা জহরতের চেয়ে অধিক মনোহর ||
সই, দেখতে তারে লাখো হাজার লোক ছুটছে পথে
সে কোহিনূর মাণিক এনেছে কোহ-ই-তুর হ’তে
সে কোরান-জাহাজ-বোঝাই করে  
এনেছে সোনার মোহর ||
একবার যে কল্ মা প’ড়ে আল্লা বলে এসে
তারে বিনিমূল্যে সল্ মা চুনি বিলিয়ে দেয় সে হেসে,
দুলিয়ে সে দেয় নামাজ রোজার  
হীরের তাবিজ বুকের পর ||
সে বেহেশ্ তের কুঞ্জি ল’য়ে ডাকে অহরহ
বলে ইমান্ এনে বেহেশ্ ত্ যাবার সোনার চাবি লহ,
আমি প্রাণ দিয়েছি নজ্ রানা,
সই দেখে তারে এক নজর ||


.       **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

.        মস্ জিদেরই পাশে আমার কবর দিও ভাই |
.        যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্ তে পাই ||
.        আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,
.        পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে |
.        গোর-আজাব থেকে এ গুনাহ্ গার পাইবে রেহাই ||
.        কত পরহেজ্ গার খোদার ভক্ত নবিজির উন্মত,
.        ঐ মস্ জিদে করে রে ভাই কোরান তেলাওত্ |
.        সেই কোরান শুনে’ যেন আমি পরাণ জুড়াই ||
.        কত দরবেশ ফকির রে ভাই মস্ জিদের আঙিনাতে
.        আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে |
.        আমি তাদের সাথে কেঁদে’  কেঁদে’
.        আল্লার নাম জপিতে চাই  ||


.       **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর
*
ইসলামী গান, কাজী নজরুল ইসলাম

সাহারাতে ফুট্ ল রে রঙিন গুলে-লালা |
সেই ফুলেরই খোশ্ বুতে আজ দুনিয়া মাতোয়ালা ||
সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ-সূরয্   গ্রহ-তারায়,
ঝুঁকে প’[ড়ে চুমে সে ফুল নীল গগন নিরালা ||
সেই ফুলেরই রওশ্ নীতে আরশ কুর্শী রওশন,
সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন উজালা ||
সেই ফুলেরই গুলিস্তানে আসে লাখো পাখী,
সে ফুলেরে ধরতে বুকে দোলে রে ডাল-পালা ||
চাহে সে ফুল জিন ও ইন্ সান হুর-পরী ফেরেশ্ তায়,
ফকীর দর্ বেশ বাদশা চাহে করতে গলার মালা ||
চেনে রসিক ভোম্ রা বুল্ বুল সেই ফুলের ঠিকানা,
কেউ বলে হজরত মোহাম্মদ কেউ বা কম্ লীওয়ালা ||


.       **************

.                                                                                                 
পরে     




মিলনসাগর