নাম-সোনা দুই বন্ধু মোরা হয়নি পরিচয় ! আমার বুকে কাঁদছে আশা, তোমার বুকে ভয় ! . এই-পারী ঢেউ বাদল-বায়ে . আছ্ ড়ে পড়ে তোমার পায়ে, আমার ঢেউ-এর দোলায় তোমার ক’র্ ল না কূল ক্ষয়, কূল ভেঙেছে আমার ধারে তোমার ধারে নয় !
চেনার বন্ধু পেলাম্ নাক’ জানার অবসর | গানের পাখী ব’সেছিলাম দুদিন শাখার ‘পর ! . গান ফুরালে যাব যবে, . গানের কথাই মনে রবে, পাখী তখন থাক্ বেনাক’ ----থাকবে পাখীর স্বর ! উড়্ ব আমি, কাঁদ্ বে তুমি ব্যথার বালুচর !
তোমার পারে বাজ্ ল কখন্ আমার পারের ঢেউ, অজানিতা ! কেউ জানেনা, জান্ বেনাক’ কেউ ! . উড়্ তে গিয়ে পাখা হ’তে . একটি পালক প’ড়্ লে পথে ভু’লে প্রিয় তু’লে যেন খোঁপায় গুঁজে নেও ! ভয় কি সখি ? আপ্ নি তুমি ফেল্ বে খু’লে এ--ও !
বর্ষা-ঝরা এম্ নি প্রাতে আমার মত কি ঝুর্ বে তুমি এক্ লা মনে, বনের কেতকী ? . মনের মনে নিশীথ্-রাতে . চুম্ দেবে কি কল্পনাতে ? স্বপ্ন দেখে উঠ্ বে জেগে, ভাব্ বে কত কি ! মেঘের সাথে কাঁদ্ বে তুমি, আমার চাতকী !
চির-দূরে-থাকা ওগো চির-নাহি-আসা ! তোমার দেহের তীরে পাবার দুরাশা . গ্রহ হ’তে গ্রহান্তরে ল’য়ে যায় মোরে ! বাসনার বিপুল আগ্রহে----- . জন্ম লভি লোকে লোকান্তরে ! উদ্বেলিত বুকে মোর অতৃপ্ত যৌবন-ক্ষুধা উদগ্র কামনা, . জন্ম তাই লভি বারে বারে, . না-পাওয়ার করি আরাধনা |------ . যা-কিছু সুন্দর হেরি’ ক’রেছি চুম্বন, . যা-কিছু চুম্বন দিয়া ক’রেছি সুন্দর----- . সে-সবার মাঝে যেন তব হরষণ . অনুভব করিয়াছি------ছুঁয়েছি অধর . তিলোত্তমা, তিলে তিলে ! . তোমারে যে করেছি চুম্বন . প্রতি তরুণীর ঠোঁটে ! . প্রকাশ গোপন ! . যে কেহ প্রিয়ারে তার চুম্বিয়াছে ঘুম-ভাঙা রাতে, রাত্রি-জাগা তন্দ্রা-লাগা ঘুম-পাওয়া প্রাতে, . সকলের সাথে আমি চুমিয়াছি তোমা’ সকলের ঠোঁটে যেন , হে নিখিল-প্রিয়া প্রিয়তমা ! . তরু, লতা, পশু পাখী সকলের কামনার সাথে আমার কামনা জাগে, আমি রমি বিশ্ব-কামনাতে ! . বঞ্চিত যাহারা প্রেমে, ভুঞ্জে যারা রতি, সকলের মাঝে আমি---সকলের প্রেমে মোর গতি! যেদিন স্রষ্টার বুকে জেগেছিল আদি সৃষ্টি-কাম, সেই দিন স্রষ্টার সাথে তুমি এলে আমি আসিলাম ! . আমি কাম তুমি হ’লে রতি, তরুণ-তরুণী-বুকে নিত্য তাই আমাদের অপরূপ গতি !
কী যে তুমি, কী যে নহ, কত ভাবি-----কত দিকে চাই ! নামে নামে, অ-নামিকা, তোমারে কি খুঁজিনু বৃথাই ? বৃথাই বাসিনু ভালো ? বৃথা সবে ভালোবাসে মোরে ? তুমি ভেবে যারে বুকে চেপে ধরি সে-ই যায় স’রে . কেন হেন হায় হায়, কেন লয় মনে--- যারে ভালো বাসিলাম, তারো চেয়ে ভালো কেহ . বাসিছে গোপনে | সে বুঝি সুন্দরতর------আরো আরো মধু | আমারি বধূর বুকে হাস তুমি হ’য়ে নববধূ ! . বুকে যারে পাই, হায়, . তারি বুকে তাহারি শয্যায় নাহি-পাওয়া হ’য়ে তুমি কাঁদ একাকিনী, . ওগো মোর প্রিয়ার সতিনী------ বারেবারে পাইলাম---------বারেবারে মন যেন কহে----- . নহে, এ সে নহে ! কুহেলিকা ! কোথা তুমি ! দেখা পাব কবে ? জন্মেছিলে, জন্মিয়াছ, কিম্বা জন্ম লবে ? . কথা কথা, কও কথা প্রিয়া, হে আমার যুগে যুগে না-পাওয়ার তৃষ্ণা-জাগানিয়া !
কহিবেনা কথা তুমি ! আজ মনে হয়, প্রেম সত্য চিরন্তন, প্রেমের পাত্র সে বুঝি চিরন্তন নয় | . জন্ম যার কামনার বীজে কামনারই মাঝে সে যে বেড়ে যায় কল্পতরু নিজে | . দিকে দিকে পাখা তার করে অভিযান, ও যে শুষিয়া নেবে আকাশের যত বায়ু প্রাণ | . আকাশ ঢেকেছে তার পাখা . কামনার সবুজ বলাকা !