এই ভাস্কর একজন নাবিকও বটে ! দিনের পর দিন, মাসের মাস নাবিকের তার প্রিয়জনদের কথা মনে পড়ে | তার ভালবাসার জনদের কাছে পেতে ইচ্ছে করে | নির্বাসন চরমে উঠলে তার মনের অনেকটাই জুড়ে থাকে নারী | সে তখন প্রায় সব কিছুতেই নারীকে খুঁজে পাবার চেষ্টা করে ! এমন কি সমুদ্রের মাছও তার কাছে সুন্দর নারীর মতন লাগে ! এ অবস্থায় নারীর সব চেয়ে কাছাকাছি আসে কল্পনার অর্ধেক-মানবী-অর্ধেক- মত্স ! মত্সকন্যা বা জলপরী! আসলে সে কালে নাবিকরা "ডুগং" বলে এক রকমের সামুদ্রিক প্রাণীকেই দূর থেকে ভুল করে মত্স কন্যা বলে ভাবতো | |
চকে নাবিকের কল্পনা |
|
জলপরীর মুক্তা! |
চুম্বন |
একাকীনী জলপরী |
নোঙ্গর-শৃঙ্খলে মত্সকন্যা |
নোঙ্গর-শৃঙ্খলে মত্সকন্যা |
জলপরীর ঐশ্যর্য! |
নাবিক ও জলপরীর জলকেলি |
ডুবুরীকে চুম্বনরত মত্সকন্যা |
|