| কি আর হবে বদলেছে আইন , ব্যাঙ্কে গিয়ে দাওগে লাইন ; সব মিলিয়ে কটা নোট , তোমার কাছে আছে মোট ; পাঁচশোর নোট আমার কাছে , সব মিলিয়ে আটটা আছে ; বাড়ির বাইরে দিইনা পা , ব্যাঙ্ক তো আমি চিনিই না ; তুমিই বরং বদলে আনো, হাতে পায়ে ধরি একটু শোনো ; ওকে পাল্টে এনে দেবো , বদলে আমি চারটে নেবো ; |
| মুদ্রা পরিবর্তনের দেয়ালিকা |
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা | আমি যে বেকার, পেয়েছি লেখার স্বাধীনতা || |

| এই পাতাটি পাশাপাশি, ডাইনে-বামে স্ক্রল করে! This page scrolls sideways, Left-Right ! |
| যে কোনো কবিতায় ক্লিক্ করলেই সেই কবিতাটি আপনার ব্রাওজারের ডান দিক ঘেঁষে ফুটে উঠবে |
| ছড়া ৮ই নভেম্বর ২০১৬ তারিখের মধ্যরাত্রি থেকে ১০০০ ও ৫০০ টাকার নোট তুলে নিয়ে নতুন ২০০০ ও ৫০০ টাকার নোট চালু করার প্রক্রিয়া কে কেন্দ্র করে অজস্র ছড়া-কবিতা আমরা পাচ্ছি। এই দেয়ালিকায় শুধু এই বিষয়ে লেখা ছড়া- কবিতা আমাদের ওয়েবসাইটের সম্পাদক মণ্ডলীর অনুমোদন সাপেক্ষে আমরা তুলে দিচ্ছি। মুদ্রা-পরিবর্তনের পক্ষে-বিপক্ষে যা খুশী সব পাঠানো যাবে। বাংলা - हिन्दी - ENGLISH আমাদের ই-মেল: srimilansengupta@yahoo.co.in তাহলে আর দেরী কেন? ছড়ার ছররা ছড়িয়ে, দেয়াল তুলুন ভরিয়ে...! . রাজেশ দত্ত কবিদের পাতায় যেতে তাঁদের নামের উপর ক্লিক করুন |
| রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে... হকের টাকা আমি তারেই বলি কালো তারে বলে মোদীর লোক রেখেছিলেম লেপ তোষকের ফাঁকে খুঁজে পেল আই টি-র ঝানু চোখ বেশি টাকা ছিল না তো মোটে লাখ বিশেক, সব হাজারের নোটে কালো? তা সে কালো টাকা হোক ঘরের লক্ষ্মী, কালো টাকার থোক। আইটি এসে হানা দিল দেখে ডাকতেছিল দোসর ছোট ভাই, কাজের মাসি ব্যস্ত ব্যকুল পদে কিচেন থেকে ত্রস্ত এল তাই। আইটি এসে সার্চ করল শুরু, বলল, একি! জমিয়েছ কী গুরু! কালো? তা সে কালো টাকা হোক ঘরের লক্ষ্মী, কালো টাকার থোক। এক অফিসার এল হঠাৎ ধেয়ে আর একজনা বাঘের পিছে ফেউ, ঘরের মধ্যে আমিই ছিলেম একা, ভয়ের চোটে ঢোকেনি আর কেউ। আমার দিকে দেখলে কিনা চেয়ে, আমি ত প্রায় মরি ভিরমি খেয়ে। |
| অরুন্ধতী রায়চৌধুরী (সম্ভবত) অথবা ঐ নামের কারো টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে। ফেসবুক থেকে আমাদের পাঠিয়েছেন শেখর মজুমদার প্রাপ্তিকাল ১৬-১১-২০১৬ |
| |||||||
|
| কালো? তা সে কালো টাকা হোক ঘরের লক্ষ্মী, কালো টাকার থোক। এমনি করে কালো টাকার থলি আইটি খুঁজে দেখল ঘরের কোণে, আমার ধুতি, বৌ এর কালো সায়া সব দেখল, সন্দেহ যে মনে! বাদ দিল না কিছুই দেখে নিতে সেপ্টিপিন বা চুলের কালো ফিতে! কালো? তা সে কালো টাকা হোক ঘরের লক্ষ্মী, কালো টাকার থোক। হকের টাকা আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক। রেখেছিলেম ছেলেবেলার খাটে যত্ন করে কালো টাকার থোক। আইটি এসে দিল এমন বাঁশ লুকিয়ে ফেলার পাইনি অবকাশ! কালো? তা সে কালো টাকা হোক ঘরের লক্ষ্মী, কালো টাকার থোক। @অরুন্ধুতী রায়চৌধুরী |
| রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে . . . নোটগুলি মোর হাজার টাকার রইল না রইল না এই যে আমার পাঁচশ হাজার নোটগুলি উপরি আয়ের বাঁধন আর সইল না সইল না এই যে আমার পাঁচশ হাজার নোটগুলি আমার পকেট নোটে ঠাসা থাকবে সদা ছিল আশা উড়ে গেল ব্ল্যাকের টাকা সইল না সইল না এই যে আমার পাঁচশ হাজার নোটগুলি স্বপন দেখি যেন কারা বাঁশ দিতে ফেরে আমার কালো টাকার চারপাশে এই যে আমার পাঁচশ হাজার নোটগুলি এতো আইটি দিলাম ফাঁকি কিছুই কি তার রইল বাকি ? এখন থেকে কিছুই কি এর চলবে না চলবে না এই যে আমার পাঁচশ হাজার নোটগুলি ৯-১১-২০১৬ তারিখের মধ্যরাত্রিতে ৫০০ ও ১০০০টাকার নোট প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক বাতিল হবার পর। |
| সুদেষ্ণা ভট্টাচার্যর ফেসবুক দেয়াল থেকে নেওয়া প্রাপ্তি ১০.১১.২০১৬ |
| Ba ba black money, Have you any fool? Yes Sir, Yes Sir, Three bags cool! One for the dusbin, one for the drain, And one for the Chaiwala who Holds the Country’s rein. |
| From Dt received : 12.11.2016 |
| রাজা সুশাসকই বটে, রাজার বুদ্ধি আছে ঘটে । কর ছাড় পায় শিল্পপতি, নজর আমজনতা' র গ্যাঁটে ।। |
| কবি মনিরুল ফেসবুক দেয়াল থেকে নেওয়া প্রাপ্তি ১৬.১১.২০১৬ |
| টাকার পাঁচালী শ্রীশ্রী১০৮স্বামীশিবনাথানন্দ বন্ধু অদ্য আপনা দিগের জন্য পাঁচশো -হাজার ও পঞ্চাশ -একশোর এই নব্য পাঁচালী রচিত হইল। এমনটি অগ্রে কদাপি শুনেন নাই, ভবিষ্যতেও শুনিবেন কিনা সন্দেহ। সুতরাং পড়িবার পর প্রনাম পূর্বক অন্যান্য বন্ধু দিগকে শেয়ার করিবেন। আপনার অশেষ উপকার হইবেক নচেৎ আপনার ঘরে "কালো টাকা" ভরে যাবে ও আয়কর দপ্তর রেড করিবেক। |
| এক হাজার- পাঁচশ উবাচ : একশো রে ডেকে বলে হাজারের টংকা দেখি তোর কপালেতে শুধু লব ডঙ্কা।। আমি থাকি মহাসুখে গোপন সিন্দুকে তুই নাকি সস্তা খুব জানাল নিন্দুকে ।। আছে মোর ছোট ভাই গুন্ডা পাঁচশ একাই সে তোর মতো পাঁচটি একশো ।। তোর ছোট ভাই সেত দুবলা পঞ্চাশ ওকে দিয়ে কেনা যায় শুধু ছাই পাঁশ ।। আমরা দুভাই থাকি ধনী র পকেটে পোস্তার গদিতে বা লকারের পেটে ।। সারদা নারদা হোক হাওলা রেকেট আমরাই আলো করে রাখি সিন্ডিকেট ।। আমাদেরই জাল করে সন্ত্রাস বাদী সাধু থেকে জোচচর একসুরে বাঁধি ।। আমরাই ভোট করি নেতা বেচি কিনি গোপনে আদরে রাখে সমস্ত গৃহিনী ।। |
| শেখর মজুমদার-এর ফেসবুক দেয়াল থেকে প্রাপ্তিকাল ১৭-১১-২০১৬ |
গয়নার দোকানে বা আধুনিক মলে আমাদের জন্যই বিকি কিনি চলে ।। আমরাই জমি কিনি ম্যাগনাম ফ্ল্যাট নিত্য সেলাম ঠোকে লাট বড়লাট ।। তদীয় স্টেটাস আজ প্রলেতারিয়েত আমরাই বুর্জোয়া ফোলানো পকেট ।। পঞ্চাশ,একশো, পালা পথ ছেড়ে দাঁড়া মুদ্রা রাক্ষসের বংশে আমরাই সেরা ।। ****************** |
| একশত- পঞ্চাশ উবাচ : আমরা একশো টাকা আমরা পঞ্চাশ সুখে দুঃখে পাশে থাকি তাই বারোমাস।। জমিয়েছো থাক থাক পাঁচশ হাজার আমাদের দিয়ে শুধু সব্জী বাজার ? কৈ গেলি হাজার ? তু ঘরসে নিকাল তোর ভাই পাঁচশোর ও হবে বুড়া হাল ।। না পাবি চলতে পথে না পারবি চালাতে কালো টাকা হয়ে তুই আটকালি গলাতে।। বড়োই আদরে ছিলি তুই এতকাল আজ থেকে হলো তোর কুত্তার হাল ।। মূল্য তোর আজ থেকে নেই কানাকড়ি বুল ডগ থেকে হলি রাস্তার নেড়ি।। এক খানা পান বিড়ি পারবিনা কিনিতে এত ভুল হয়েছিল তোদেরকে চিনিতে ।। কত লোক রাতারাতি মরিল শঙ্কায় আপনি মজিলি তুই মজালি লঙ্কায় ।। |
| কুষ্ঠ রুগী বৎ তোকে ত্যজিল ভারতে দলেবলে জম গিয়ে ব্যাংকের আড়তে ।। জালি নোট কালি নোট শয়তানের বংশ কুচাইবে পোড়াইবে তোকে সমূলে ধ্বংস।। আমরা গরিব বটে সততার ধন আমাদের ধ্যানে মগ্ন মনুষ্য এখন ।। ধন্য ধন্য করে লোকে একশো পঞ্চাশ তোরাই এ দুঃসময়ে শীতল বাতাস ।। আয় বাপ তোরে ভুলে ছিনু এতকাল মানিব্যাগে ঠান্ডা হ মুছে নে কপাল ।। জয় জয় বলে লোকে জড়াইচে বুকে বারংবার চুমা খায় আমাদের মুখে ।। একশত হইল রাজা, মন্ত্রী পঞ্চাশ পাঁচশ হাজারের এবে হইল বনবাস।। পুন্য হবে তোমরা যারা পরিলে পাঁচালী। পাবে অফুরান একশ পঞ্চাশের ঝুলী।। পড়ুন ও শেয়ার করে অশেষ পুণ্যের ভাগী হোন |
কিন্তু আমরা মোদির ভক্ত, যতই কও না সত্য সত্য একুশ হাজার কোটির নির্বাচন কিন্তু আমরা দেশপ্রেমিক, গর্বে বলি হিঁদু দৈনিক, গরিব দেখেই করি উৎসাদন |
| ব্রর্তী মুখোপাধ্যায় ফেসবুক দেয়াল থেকে নেওয়া প্রাপ্তি ১৭.১১.২০১৬ |
उद्योग नहीं धन्धा है। वित्त मंत्री अन्धा है॥ मोदी हम शर्मिन्दा हैं। तुम मार रहे हम जिन्दा हैं॥ अगर न देते तुमको वोट। न होती रोजी रोटी पर चोट॥ |
| बड़ा ड्रामेबाज़ है रे कृष्ण कन्हैया का करे यशोदा मैय्या... |
| Sanjiv Bhatt ফেসবুক দেয়াল থেকে নেওয়া প্রাপ্তি ১৭.১১.২০১৬ |
| দু দিন নয় পঞ্চাশ ও নয়, সহ্য করব বছরভর । আমজনতা ছেড়ে দিয়ে, কালো কুটুম গুলো ধর॥ |
| কবি মনিরুল ফেসবুক দেয়াল থেকে নেওয়া প্রাপ্তি ১৭.১১.২০১৬ |
| দেশের টাকা লুট করে, বিদেশে পালায় মালিয়া । চা,ওয়ালার চাড্ডি চামচা, তাতেও মারে তালিয়া ।। |
| কবি মনিরুল ফেসবুক দেয়াল থেকে নেওয়া প্রাপ্তি ১৭.১১.২০১৬ |
| হাঁসজারুবাদ মারিকিরি পকাইমু হারিকিরি করিলে , জারিজুরি খাটিবে না—ভেকটেক ধরিলে । মারি অরি কৌশলে, মাতাহারি—জাপানী, শাকাহারী পিতামাতা—পোলা ? পাড়া কাঁপানী ! পোলারা গোলার মতো তোলা তোলে বাজারে ছোলা খায় দোলা খায়, গলাময় – হাজা রে ! গোটাদেশে জনগণ অবশ্য বশ্য, কার ঘাড়ে কটা মাথা ! না শুনিলে—ভষ্ম । চারদিক শুনশান, কেউ কথা বলে না, শিরদাঁড়া সোজা করে মোমবাতি জ্বলে না । কৃষিকাজ গোল্লাতে, চাষ গোলা-বারুদের শিল্পী কুলফি বেচে, গান – হাঁসজারুদের, রুপিয়া গো-হারুদের !!! ।। শুভ জোয়ারদার, ১৬ নভেম্বর ২০১৬ ।। |
| শুভ জোয়ারদার ফেসবুক দেয়াল থেকে নেওয়া প্রাপ্তি ১৭.১১.২০১৬ |
| ব্রর্তী মুখোপাধ্যায় ফেসবুক দেয়াল থেকে নেওয়া প্রাপ্তি ১৭.১১.২০১৬ |
| দেখো, দেখো, বিজেপিদাস বঙ্গবাসীজন শিক্ষামন্ত্রী বস্ত্রমন্ত্রী বড়ো আপনজন সোয়া কোটি টাকা ব্যয়ে স্মৃতির মেকাপ ইলেকশন এলে দিও পদ্মফুলে চাপ |
| কালাধন কালাধন সাদা হয়, বড় নোট ফেরতে । মোদীজীর মত নেতা, নেই ভূ - ভারতে ।। ****************** রাখো যদি কালাধন, সোনা দানা বানিয়ে । হবে নাকো হইচই, কোন কথা তা নিয়ে ।। ****************** থাকে যদি কালাধন, বিদেশের লকারে । সাদা দেশে কালাধন, বলি তারে কি করে ? . . . @ কবি মনিরুল |
| কবি মনিরুল ফেসবুক দেয়াল থেকে নেওয়া প্রাপ্তি ১৭.১১.২০১৬ |
| বিজেপির সহায়তায়, কংগ্রেসের পানু । রাষ্ট্রপতি এখন তিনি, বিজেপিরই কানু ।। |
| কবি মনিরুল ফেসবুক দেয়াল থেকে নেওয়া প্রাপ্তি ১৭.১১.২০১৬ |
| আর কতজন মরলে পরে মানবে তুমি শেষে বড্ড বেশি হঠকারী সিংহাসনে বসে |
| ঈপ্সিতা পাল ফেসবুক দেয়াল থেকে নেওয়া প্রাপ্তি ১৭.১১.২০১৬ |
| ব্ল্যাক মানি শুনেছো নাকি খবর খানি, ধরা পড়েছে ব্ল্যাক মানি ; দাদা অফিসের চাকরি করে , বৌ থাকে তার রান্না ঘরে ; বৌদি কালকে পড়েছে ধরা , স্বভাব ছিল পকেট ঝাড়া ; খবর শুনে পরশু রাতে , দিয়েছে ধরা হাতে নাতে ; দাদার মাইনে প্রচুর টাকা , এদিক ওদিক ছড়িয়ে রাখা ; বাতিল শুনে পাঁচশো হাজার , বৌদির মুখ হয়েছে ব্যাজার ; |
| ফেসবুক হোয়াটসঅ্যাপের ছড়া প্রাপ্তি ১৭.১১.২০১৬ |
| লুকিয়ে রাখা হাজার চার , দাদার টাকা আবার কার ; কি আর করে ভেবেই মরে , দাদার কাছে কান্না জোড়ে ; রেগে গিয়ে দাদা শুধায় , টাকা তুমি পেলে কোথায় ; কোথাও তুমি ঘুরতে গেলে , সরাতাম টাকা বৌদি বলে ; টাকা সরিয়ে সুযোগ বুঝে , লুকিয়ে রাখি শাড়ীর ভাঁজে ; বৌদিকে দাদা হালকা বকে, ফাঁসালো তাকে অন্য ছকে ; |
| তোমার টাকা তুমিই নিও , বাকিটা কিন্তু আমায় দিও ; দাদা দেখলো ভালোই হলো , ব্যাঙ্কে গিয়ে লাইন দিলো ; চার হাজার বদলে এনে , হাজার দুয়েক নিল গুণে ; বেজায় খুশি দাদার মন , টাকা পাল্টে কমিশন ; চোরের ওপর বাটপাড়ি, বৌদিমণির মুখ হাঁড়ি ; বৌদির পড়লো মাথায় হাত , দাদা করলো বাজিমাত। |
| পড়ুন আর উত্তর দিন, ভাই! দেখুন বারেক মোদি কী জিনিস, সাহারা কে, আর কার গোঁসাই, সোনা নয়, আসলে ফেক গিনি ফেক সবই, কালা ধন থেকে এনকাউন্টার ছত্তিসগড়ের, দিব্যি খুন ৫৫ মানুষ, ধনরত্ন আম্বানিদের ঘরে পড়ুন আর পড়ার পরও যদি সাধ হয় তো বলুন মোদি মোদি |
|
| সুকুমার রায়ের গল্প বেশ ভাল লাগে । তিনি বেঁচে থাকলে " শিব ঠাকুরের আপন দেশে" কবিতায় হয়ত ক'টা লাইন এভাবে লিখে যোগ ( জোক) করতেন - ব্যাংকে যদি টাকা থাকে তুলতে হোলে ঝক্কি লাগে রোদ বাদলে ধুলোর প'রে নাগরিকের সময় কাটে নিজের টাকা তুলতে গিয়ে একুশ ঘণ্টা দাঁড়িয়ে থাকে |
| মৃদুল শ্রীমানী ফেসবুক দেয়াল থেকে নেওয়া প্রাপ্তি ১৮.১১.২০১৬ |
| I am a patriot, I stand in line for my money. I feel more patriotic when I don't get any. The Leader has said he'll finish black money. And make this Bharat a land of milk and honey. The Leader knows what to do with my money, It'll be best used to subsidise Ambani and Adani. Now go queue outside banks and feel patriotic, And if you don't get any money, you're just idiotic. So shut up, go, stand in line as long as you can. Or else pack up, pick up and go to Pakistan. |
| Rajat Datta Face book প্রাপ্তি ১৮.১১.২০১৬ |
|
| হাট্টিমা টিম টিম, রক্ত ভয়ে হিম, কখন বেরোয় কোন ছানা ফাটবে যখন ডিম ! খোকা যাবে শ্বশুরবাড়ি সঙ্গে যাবে কে , সবার মুখে কুলুপ আটা কখন ফাঁসে কে ! তাই রে নাইরে নাই তাই রে নাইরে নাই, কেউ যেন না পায় রেহাই, সবার বিচার চাই ! ঘুম পাড়ানি মাসি পিসি, একটা কথা জানি, ভালো মানুষ থাকুক সুখে, মন্দ টানুক ঘানি !! |
| তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা, কিছু লোকের জমানো টাকা, এক পলকে ধা ! নোটন নোটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, অসৎভাবে ধনী হওয়ার ফন্দি ফেঁসেছে ! কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল, কার টাকা যে কে মেরেছে, বেজায় শোরগোল ! গড়গড়ের মা লো তোর গড়গড়াটা কই, হেপো যখন ডুকরে কাঁদে, নেপোয় মারে দই ! আতাগাছে তোতা পাখী, ডালিম গাছে কে? কে বসবে কোন ডালেতে লড়াই বেঁধেছে ! খোকা গেলো মাছ ধরতে ক্ষীর নদীর কুলে, খুকীর পেটে রয়না কথা, বললো মনের ভুলে ! |
| হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া প্রাপ্তি ১৮.১১.২০১৬ |
| প্রধানমন্ত্রীঃ- মেরে প্যারে দেশবাসিয়োঁ ৫০০/১০০০ টাকা বাতিল, কাল থেকে খুচরো রাখিও। পাব্লিকঃ- ১ সীমান্তে যে সেনারা থাকে,যে সেনারা বর্ডারে দাঁড়ায় তাদের কে আইডল ভেবে কার্ড হাতে লাইনে দাঁড়ায়। ২ তবে দাদা পাটা আছে বুকে, এই বার যত কালোটাকা জমা হবে রাজ-সিন্দুকে। ৩ ও দাদা কি হল,এই হ্যালো কোত্থেক্কে বেলাইনে উড়ে এসে সিধে ঢুকে গেল। ৪ কে ভাই লাস্টে আছো,আমি ভাই তোমার পেছনে একটু লাইন রেখো,ঘুরে আসি মুদীর দোকানে। ৫ দেখেছিস কি চাল দিয়েছে গুরু মোদী, সব ধরা পড়ে যাবে,তাই তো চেঁচাচ্ছিল দিদি। |
| অনিন্দ্য মুখোপাধ্যায় ফেসবুক প্রাপ্তি ১৯.১১.২০১৬ |
৬ বলে কিনা সরকার উন্মাদ,ফ্যাসিস্টো আর বুর্জোয়া আরে বাবা উনি মোদী, কাউকেই করেনা পরোয়া। ৭ যাই বলো দুহাজারি নোট খানা বেশ, মাটির ১০০ হাত দূর থেকে পুঁতে রাখো করা যাবে ট্রেস। ৮ সবাই কে এক সাথে দিয়েছেন জবর টাইট, সরকারী কর্মীরা এই চালে পুরাই কাইত। ৯ এটিএম ভীড় কত দাদা, এর কোনো মানে হয়! মানুষ কি গরু নাকি গাধা!! ১০ দু দিনের ভীড় ভাই,শুনেছি সবুরে ফলে মেওয়া আরে দাদা বাদ দিন,সরকার মানেই চুতিয়া। |
| ছড়ানো খবর বা খবরের ছড়া আমজনতার পিগমিহাইট আড়াইলাখের ভিতর, পার্টির নেতা, খনিরমালিক এবং যারা ইতর তাদের মেয়ের বিয়ের খরচ পাঁচশোকোটির মতো কালোবাজার আলো করা দগদগে পূঁজক্ষত । দিনদুপুরেই রাষ্ট্রপুঁজির হাজার হাজার কোটি মারলো যারা, আমজনতার প্রাপ্য ভাত আর রোটি, কালোটাকা চষলো যারা তাদের ক’ল্যে ক্ষমা ? সাদার মুখে চূণ-কালিতে, নোট করেছো জমা ? চারশো একর বনভূমির সরকারী সম্পত্তি আদানীদের বেচলে কেন ? মানছি না এই সত্যি ! আসল কথাঃ তুমিই কালো, মা বেচে দাও রোজ মুখে সাদার মুখোস এঁটে রোজ টিভিতে পোজ ? সবাই জানে উলঙ্গ তুই, সামনেটাতেই আড়াল লাম্পট্যের সাধক এবং সুপটু এক চাঁড়াল । ‘আচ্ছে দিনে’র খুলছে কাপড়, দুলছে ঘর আর বাড়ি ভুলছি পিতার নামঠিকানা, বন্ধ উনুন-হাঁড়ি, বাঁচার কাড়াকড়ি !!! |
| শুভ জোয়ারদার প্রাপ্তি ১৯ নভেম্বর ২০১৬ |
| রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে... *কৃষ্ণথলি* কৃষ্ণথলি আমি তারেই বলি কালো তারে বলে মোদীর লোক রেখেছিলেম লেপ তোষকের ফাঁকে খুঁজে পেল আই টি-র ঝানু চোখ বেশি টাকা ছিল না তো মোটে লাখ বিশেক, সব হাজারের নোটে - কালো? তা সে যতই কালো হোক ঘরের লক্ষ্মী, কালো টাকার থোক। আই টি এসে হানা দিল দেখে ডাকতেছিল দোসর ছোট ভাই, কাজের মাসি ব্যস্ত ব্যকুল পদে কিচেন থেকে ত্রস্ত এল তাই। আই টি এসে সার্চ করল শুরু, বলল হেসে, 'করেছো কী গুরু' !! কালো? তা সে যতই কালো হোক ঘরের লক্ষ্মী, কালো টাকার থোক। এক অফিসার এল হঠাৎ ধেয়ে আর একজনা বাঘের পিছে ফেউ, ঘরের মধ্যে আমিই ছিলেম একা, ভয়ের চোটে ঢোকেনি আর কেউ। আমার দিকে দেখলে কিনা চেয়ে, আমি তো প্রায় মরি ভিরমি খেয়ে। |
| অজ্ঞাত কবি এর আগের গানেরই আরেকটি সংস্করণ! হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে প্রাপ্তিকাল ১৬-১১-২০১৬ |
| কালো? তা সে যতই কালো হোক ঘরের লক্ষ্মী, কালো টাকার থোক। এমনি করে কালো টাকার থলি আই টি খুঁজে দেখল ঘরের কোণে, আমার ধুতি, বৌ এর কালো সায়া সব দেখল, সন্দেহ যে মনে! বাদ দিল না কিছুই দেখে নিতে সেপ্টিপিন বা চুলের কালো ফিতে! কালো? তা সে যতই কালো হোক ঘরের লক্ষ্মী, কালো টাকার থোক। কৃষ্ণথলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক। রেখেছিলেম চিলেকোঠার খাটে যত্ন করে কালো টাকার থোক। আই টি এসে দিল এমন বাঁশ লুকিয়ে ফেলার পাইনি অবকাশ ! কালো? তা সে যতই কালো হোক ঘরের লক্ষ্মী, কালো টাকার থোক। |
| ভেঙে মোর ১০০০ টাকা দিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার! না পেয়ে ১০০ টাকা, পকেট ফাঁকা , দিন যে আমার কাটে না রে ॥ ভেঙে মোর ১০০০ টাকা দিয়ে যাবি কে আমারে,... . বুঝি গো নোট ভাঙ্গালো বুঝি ওই কালো কালো নোটেরা দেখা দিল রাস্তার ধারে সমুখে ৫০০ টাকা , ২০০০ টাকা , যেতে হবে ব্যাংক -দুয়ারে । ভেঙে মোর ১০০০ টাকা দিয়ে যাবি কে আমারে। . নেতাদের কালো টাকা , ফিউচার সবার ফাঁকা । এগরোল মোড়ার চাকরি পাবে পাড়ার মোড়ে । নতুনের দেখা পেতে , হবে যেতে , ব্যাংক , P.O.র দ্বারে দ্বারে । ভেঙে মোর ১০০০ টাকা দিয়ে যাবি কে আমারে। . দেশবাসী জনে জনে রেডি উইথ ক্যামেরা ফোনে নিউ নোটের সেলফি নেবে এক নাগাড়ে। বুঝিবা ফুটেছে পদ্ম , সদ্য সদ্য , আ"মোদি"ত ব্রেনের তারে । ভেঙে মোর ১০০০ টাকা দিয়ে যাবি কে আমারে । |
| হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া প্রাপ্তি ১৮.১১.২০১৬ |
| তাজা খবর কত ছিলো মোট? ৫০০, ১০০০ নোট? একশো কোটি হবে, গুনতে বসেছি সবে, গিন্নী মুর্ছা যায়, কি হবে উপায়? হারিয়ে মনোবল, মন্ত্রীরও চোখে জল। চারিদিক নিঃস্তব্ধ, হঠাত হাসির শব্দ, ফুটপাথে আজ বসে, ভিক্ষুক দল হাসে, খুচরা ভরা বাটি, পয়সা হলেও খাঁটি; সরকার আছে পাশে, কি যায় আর আসে। মোটা চাল, শাক ভাজা, তবুও,.... তারাই নাকি আজ রাজা। |
| হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া প্রাপ্তি ১৮.১১.২০১৬ |
| বকুল বৈরাগী ফেসবুক প্রাপ্তি ২০.১১.২০১৬ |
| শোনো হে বকুল কেন মন আকুল নাহি বেশী দিন যবে আর দিন কয়েক অপেক্ষা করো রাজা ঠিক লাথ খাবে |
| এর উত্তরে কমেন্ট করেছেন প্রদীপ কুমার ব্যানার্জী |
| ছিঃ নোট বাতিলের বাতুলতা গরিব মানুষের আকুলতা মানসিক বিষাদগ্রস্ত মানবিক প্রাণ। নবান্ন? আসার আগেই অগ্রহায়ণের বিসর্জন। জানি না কেন এ হঠাৎ আকাল কোন বাধ্যতার? সকালেই বিকাল? উদাস চোখে উষ্ণ তীক্ষ্ণতা অপেক্ষা জানে না, প্রতীক্ষার একাগ্রতা। তুমি মহারাজ, ভুগছে জনতা জ্ঞানের দর্শনে ফুলঝুরি! দাম্ভিকতা কেউ দেখেনি এ আগ্রাসী উগ্রতা! ছিঃ ধিক্ সরকার, সর্বনাশের বারতা। |
| মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক প্রাপ্তি ২১.১১.২০১৬ |
| শাজাহান ডুবেছিল মমতাজমহলে রাধা ডুব দিয়েছিল যমুনাকি বগলে। প্রেমে পড়ে ডুবেছিল রানী ক্লিওপেট্রা বৃষ্টিতে কলকাতা হেদো এটসেটরা। পানিপথে ডুবেছিল সুলতান লোদি হায় মানিপথে ডুবে গেল নরেন্দ্র মোদি প্রায়। |
| সৈকত বন্দ্যোপাধ্যায় ফেসবুক প্রাপ্তি ২১.১১.২০১৬ |
| এটিএমে লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। নোট ভাবে আমি দেব, এটিএম আমি হাসিমুখে চোখ মারে জনতা হারামি। "আমি দেব রামদেব, আমি দেব মোদী" পাবলিক ল্যাজ ধরে ওল্টাবে গদী। |
| সৈকত বন্দ্যোপাধ্যায় ফেসবুক প্রাপ্তি ২১.১১.২০১৬ |
| কে যে কিসে ডুবে যায় হিসাব কে রাখে হায়। ভেসে থাকা বড় দায় স্থলচরও হাতড়ায়। জলচর, খেচরও যে কখনো তো ডুব দেয়। ডুব দে রে মন কালী বলে প্রসাদও যে ডুবে যায়। |
| তাপস কুমার চক্রবর্তী ফেসবুক প্রাপ্তি ২০.১১.২০১৬ |
| পাঁচশ হাজার বাতিল হয়েছে হারিয়েছে সুখ- স্বপ্ন বিছানা চাদরে আদর বিছিয়ে বাতিল নোটের যত্ন। নেতারা শুধুই টাকার কাঙাল এটা কি কেবল মিথ ঘরে বাইরে দেশে কি গ্লোবে মানিই তাড়ায় শীত। |
| তাপস কুমার চক্রবর্তী ফেসবুক প্রাপ্তি ২১.১১.২০১৬ |
| শুকায় হাজার নোটের তাড়া ডিক্লাসড হবার স্বপ্ন আমার নতুন করে হচ্ছে খাড়া ফিলিং আজিকে সর্বহারা। স্ট্রাগল ছিল টু-লাইনের সোভিয়েত নাকি লাল চীন ফ্র্যাকশন ভুলে ভারত আজিকে এ টি এম দোরে হল লীন। লাইন বাছিতে আর দ্বিধা নাই পকেট গড়ের মাঠ ফিলিং আজিকে প্রলেতারিয়েত শুরু করি লুটপাট। |
| অভিজ্ঞান সরকার ফেসবুক প্রাপ্তি ২১.১১.২০১৬ |
| লিমেরিক- ৫২ হাজার পাঁচশো দেহ রাখে রাত বারোটায় ঠিক বিপুল টাকার ব্যাঙ্ক যাত্রায় সঙ্গী অনেক লোক কালো টাকা খুলছে মোড়ক পঞ্চাশ দিন লম্বা সড়ক "অচ্ছে দিন"এর পেণ্ডুলাম দুলবে কি ঠিকঠাক? |
| তাপস কুমার চক্রবর্তী ফেসবুক প্রাপ্তি ২১.১১.২০১৬ |
| লিমেরিক- ৫১ লম্বা সারি এঁকে বেঁকে ছাড়িয়ে যায় মোড়ের মাথা অর্থ চিন্তা মনের মধ্যে জীবনভর তো টাকাই সখা সাদা অর্থ ব্যাঙ্কে ঘোরে কালো টাকা ডুকরে কাঁদে নেতারা ভাবে বিপ্রতীপে কাকতাড়ুয়া সৎ-এর কথা! |
| তাপস কুমার চক্রবর্তী ফেসবুক প্রাপ্তি ২১.১১.২০১৬ |
| ব্যা ব্যা ব্ল্যাক শীপ হ্যাভ ইউ এনি উল? ভাবনা জুড়ে গরীব মানুষ নয়নে অশ্রু জল! মাদক রসে জারিত হয়ে শার্ট প্যান্ট কোট বুট ঘুষের উল বসের উল কোথায় রাখব ঘট? |
| তাপস কুমার চক্রবর্তী ফেসবুক প্রাপ্তি ২১.১১.২০১৬ |
| পাঁচশো - হাজার কাগজ যখন একশো শোনায় রাজার ভাষণ! |
| তাপস কুমার চক্রবর্তী ফেসবুক প্রাপ্তি ২১.১১.২০১৬ |
| এই দেখো নোটবই, নোট নেই এ হাতে এই দেখো ভরা সব ব্যাঙ্কের খাতাতে নেই কোন জালি নোট, কালো ধন নেই তো দেশ তাই ছোটে ভাই সাঁ ই সাঁই এই তো পকেটেতে টাকা নাই নাই পেলে হে রেশন লাইনে দাঁড়িয়ে মরে ডিমনিটাইজেশন বাজারে সবজি নেই তাতে কী বা আসে যায় সব আছে প্লাস্টিকে গরীবেরা কার দায়? কালো টাকা এই করে ওয়াপস এলো কি? সন্ত্রাসবাদীদের কিছু ছেঁড়া গেলো কি? প্রশ্নটা এই বেলা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব জেটলিকে খুঁচিয়ে। অর্থনীতির ঢাক মেরেকেটে তাক তাক ভিখিরীর কালো ধন মারা যদি যায় যাক। কৃতজ্ঞতা: সুকুমার রায় |
| রৌহিন ব্যানার্জী ফেসবুক প্রাপ্তি ২১.১১.২০১৬ |
| পাগল না ছাগল পাগলে কি না বলে, কি না খায় ছাগলে গোদী বাবু হেঁকে বলে দেশমাতা বগলে আজ রাতে নিয়ে আয় যত টাকা পাওয়া যায় গরীবের ঘরে এতো টাকা ঘরে কেন আজ থেকে রাখে যেন ট্যাঁকশালা ভরে টাকা শুঁকে দেখ দেখি আসল না শুধু মেকি হাতে নিয়ে দেখ যদি কালো কালো গন্ধ কাল থেকে ঘরে তার ডাল চাল বন্ধ আমার মিত্র যারা ছাড়া যেন পায় তারা তদের যত্ন করে বলে দিও রাত্তিরে কালো ধন লুকাতে আম জনতা যেন টেরটি না পায় বড় বেশী বেড়ে গেছে তারা সংখ্যয় কিছু যদি মরে যায় অনাহারে শঙ্কায় দেরী যেন কোরোনাকো হিম ঘরে ঢুকাতে |
| সান্ত্বনা চ্যাটার্জী ফেসবুক প্রাপ্তি ২১.১১.২০১৬ |
| গরিবের পারটি ট্যাকশালে টাকা ছাপে, আমি ছাপি নাই, কৌটা হাতে রাস্তায় যা কিছু কামাই। রোজ কত আমদানি, বচ্ছরে কত তা জেনে তোমার ভায়া কি হবে বলো তো ? কি ভাবে খরচ করি, কি পরি, কি খাই, কোন এক্কায় চড়ে হাওয়া খেতে যাই, কত বার ট্রেনে উঠি, কত বার প্লেনে, দেশে ও বিদেশে যাই লিখে কি রাখি নে ? টাকা দিয়ে পোসটার, মিছিল, মিটিং --- কালো টাকা শাদা করি, রাত করি দিন। কোটি কোটি টাকা আসে, টাকা দেয় কে কে --- ট্রেড সিক্রেট বলো কবে বলেছে কে ? গরিবের পারটি, তা গরিব আমিও কোন রামছাগলে কবে বলেছিল ? এই রে, ছুরির মতো আর টি আই --- কি চাইছ, তুলে দেবো পারটিটাই ? |
| ব্রর্তী মুখোপাধ্যায় ফেসবুক দেয়াল থেকে নেওয়া প্রাপ্তি ২১.১১.২০১৬ |
|
| लूटेरों को करके फरार, आम जनता पर अत्याचार ये तेरा कैसा व्यवहार, शर्म करो मोदी सरकार |
| जनसत्ता फेसबुक से প্রাপ্তি ২২.১১.২০১৬ |
| বাহাত্তর ঘন্টা শেষ তবু অটুট কুঞ্চিত কেশ হুঙ্কারের রেশ হজম করেছে দেশ!! মমতা বন্দ্যোপাধ্যায়ের, মোদীকে দেওয়া ৭২ ঘন্টা সময়ের শেষে |
| জীতেশ ভট্টাচার্য্য প্রাপ্তি ২২.১১.২০১৬ |
| তুমি এসেছিলে ব্যাঙ্কে, এ টি এমে আসো নি তোমার ট্যাঁকেতে কালোধন কেন ঝেড়ে কাশো নি। পকেটে ছিলনা মোটে ক্যাশ, গতর বাল্কি সুইশ ব্যাঙ্কে জমা সব, ছিঁড়বে বাল কি? তুমি এসেছিলে ব্যাঙ্কে, এ টি এমে আসো নি তুমি কি মহান দেশকে আজ ভালবাসোনি ! মোদী যদি হয় গো ভরাট গাভীর ছানায় চটে গেলে পাবলিক হঠাৎ তাকে কি মানায়? তুমি এসেছিলে ব্যাঙ্কে, এ টি এমে আসো নি, বত্রিশ পাটি কেলিয়ে কেন তুমি হাসো নি ! |
| দেবরাজ গোস্বামী ফেসবুক প্রাপ্তি ২২.১১.২০১৬ |
| বিপিনের প্রতিশোধ বিপিনের কাছে ছিল পাঁচ ছ'টা চারানা টিফিনে জমিয়ে রাখা, কারও থেকে ঝাড়া না হেডস্যার কেড়ে নিয়ে হেসে বলে ব্যাটা শোন কাল তোর কী হবে তা আজ খুব আননোন এইটুকু কষ্ট তো করিতেই হইবেক কাল থেকে টিফিনেতে লাড্ডু ও বাপু কেক সক্কলে খেতে পাবি, আহা তার স্বাদ কী শুনে তো বিপিন ভাবে মিছিমিছি কাঁদছি তারপর দিন যায় হেডস্যার রিটায়ার্ড সিলেবাসে লেখা থাকে তুমি কার, কে তোমার সেসব পড়িয়ে যান বাকি সব স্যারেরা কৃষ্ণের দাস আর আল্লার প্যারেরা অনেক বছর বাদে একদিন দেখা যায় ব্ল্যাকবোর্ডে লেখা আছে গোটা গোটা বাংলায় 'আমার জমানো ছিল, কারও থেকে ঝাড়া না নরেন ঝেড়েছে শালা সবকটা চারানা' |
| অনীক চক্রবর্তী ফেসবুক প্রাপ্তি ২২.১১.২০১৬ |
| তুঘলকি চালে তিনি বাঘ-মামা হুঙ্কারে কম্পিত সব খানসামা শতকোটি ভুল অবস্থানে অনর দেশ-প্রান যদিও বিদেশেই ঘর! ভাইও অউর বেহনোকে দিলেন বাঁশ গরীবের ঘরে ঘরে খুচরো ত্রাশ! আনা পাইয়ে সংসার চলে যার, বড়নোট কটাইবা ছিল তার? কালো বা সাদা ভাতটাই মুখ্য , স্বাস্থ্য ও শিক্ষা ? সে তো সূক্ষ্ম! ব্যাঙ্কের লাইনে ভোগে মধ্যবিত্ত পাঁচশ ভাঙতি কে দেবে নিত্য? ব্যবসা চুলোয় , খুচরো বিক্রি স্তব্ধ! তাই সর্ব-ভোগান্তি দরিদ্রেরই বরাদ্দ! তুঘলকি চালে হাঁকে বাঘমামা রোজই ভাষনে নতুন স্বপ্ন-নামা! জোর গলায় বলেন , " অচ্ছে দিন " নীতির চাপ এবার আপনি নিন! |
| সোমা সাঁতরা ফেসবুক প্রাপ্তি ২২.১১.২০১৬ |
| গুজবে গুজবে কান পাতা হয় দায় গুজবে যে খুশি হয় সে গুজব চায়। গুজবের সত্যিটা সোনার পাথরবাটি ফেসবুক মিডিয়াতে ভেসে আসে খুঁটিনাটি। ডাক্তার মৃত হয় হাতকড়া পড়ে হাতে আইটির তাড়া খেয়ে দোকানীও ফুটপাথে। পুলিশের কর্তা কিংবা উকিল হোক বুকে ব্যাথা, হতাশা, কালো টাকা থোক থোক। কেউ হাসপাতালে যায়, পাগলা গারদেও পালাবার ছল খোঁজে আসরের বোতলেও। হাহুতাসে জনগণ কষে দেয় খিস্তি ভাবে তারা দুষ্টুরা পাক কড়া শাস্তি। কড়া আইন দেশে আছে আদালতে উঠলেই সুবিচার পেতে গেলে নাওয়া খাওয়া ভুলবেই। জনগণ সব বুঝে ব্যাঙ্কেই ছুটে যায় ধনী কি নিঃস্ব হোক গুজবেই খুশি হয়। |
| তাপস কুমার চক্রবর্ত্তী ফেসবুক প্রাপ্তি ২২.১১.২০১৬ |
| প্রয়োজন নেই খবরের সত্যতা, মিডিয়া তোমায় আজকে দিলাম ছুটি ... মোদীর রাজ্যে মাল খাওয়া বড়ো দায় ... চলো খেয়ে আসি তড়কা-পেঁচিয়ে-রুটি |
| জ্যোতিষ্ক দত্ত ফেসবুক প্রাপ্তি ২২.১১.২০১৬ |
| রাজা = অর্থমন্ত্রী, রাজ কর, . কি খবর? অর্থমন্ত্রী = আজ্ঞে ঠিকমতো হচ্ছে না আদায়! রাজা = এতো মহা দায়! অর্থমন্ত্রী = মহারাজ, কর তো সবাই দিতে চায়, . কিন্তু খুচরো না পেলে কি উপায়! রাজা = কেন! নতুন নোট তো পাঠিয়েছি প্রজাদের জন্য। অর্থমন্ত্রী = আজ্ঞে চাহিদার তুলনায় উহা যৎসামান্য। রাজা = কালো টাকা জমাবে আর রাজকরে বাকি! বিদুষক = মহারাজ, ফাঁকি! ফাঁকি! অর্থমন্ত্রী = মহারাজ, সে তো জানি! . কিন্তু সাধারণ প্রজাদের সংসারে যে টানাটানি। রাজা = কেন! ওরা কি জানতো না বাজারে আসছে নতুন 'মানি'! বিদুষক = ওটা জানতো কেবল আম্বানি আর আদানী। রাজা = শুধু একটাই আফশোস! . রানীর মনেও অসন্তোষ! |
| এবিপি আনন্দের হীরক রাজার দরবারে অনুষ্ঠানের অংশ ফেসবুক-হোয়াটসঅ্যাপ থেকে প্রাপ্তি ২২.১১.২০১৬ |
| বিদুষক = সারদা ও নারদার পুরোটাই বুঝি গেল বাঁশ! রাজা = সব নোটই তো পাল্টে দেবার দিয়েছি আশ্বাস! . তবুও এতো চেঁচামেচি করছে কেন! বিদুষক = আজ্ঞে, ওটাতো পুরোটাই নাটক, একেবারে সাজানো। রাজা = তা গবেষক, ২০০০ এর নোটও কি করা যাবে জাল! গবেষক = মোটেই না মহারাজ, এটা পুরোটাই তো ডিজিটাল। রাজা = ও তাই বটে, এতো বুদ্ধি তোমার ঘটে! গবেষক = মাইক্রো চিপ লাগানো আছে নোটে। রাজা = কিন্তু ৫০০-এর নোটের সমস্যা বড়ই আজ! গবেষক = চিন্তা করবেন না মহারাজ, . ২০০০কে করে চার ভাঁজ, . নিশ্চিন্তে কিনতে পারবেন সব্জি আর মাছ। রাজা = গবেষক তুমি ধন্য, . উপহারে ১০টি নতুন বান্ডিল রইল তোমার জন্য। গবেষক = আজ্ঞে আমি নগন্য, . এসবই আপনার জন্য। |
| রাজা = ওহে রাজজ্যোতিষী, তোমার পঞ্জিকা কি বলে? . কালোধন উদ্ধার হবে কি নোট বদলের ফলে? জ্যোতিষী = রাঘব বোয়ালদের ধরা পড়ার সম্ভাবনা ক্ষীণ, . সাধারণ প্রজাদেরই দুর্দিন। রাজা = আর কি বলে গ্রহ নক্ষত্র? জ্যোতিষী = ব্যাঙ্ক আর ATM-এর সামনে লাইন পড়বে সর্বত্র। রাজা = আরে প্রজাদের অসুবিধা হবে মাত্র দুদিন, . তারপর তো শুধুই সুদিন! জ্যোতিষী = মহারাজ, সে সম্ভাবনা বড়ই ক্ষীণ। রাজা = আবার সংশয় কি নিয়ে! . ২.৫লাখ তো পাচ্ছে যদি করে বিয়ে! জ্যোতিষী = না মানে ইয়ে... শনি শুক্র বুধ এই তিন গ্রহ.. রাজা = কি বিদ্রোহ!! |
| জ্যোতিষী = না ঠিক তা নয়! . তবে টাকার জন্য প্রজাদের মধ্যে . দাঙ্গা লাগার রয়েছে ভয়! রাজা = দাঙ্গা তো আমার কাছে নতুন নয়! . ভুলে যেও না ছাতি আমার পঞ্চাশ প্লাস ছয়! . কি ঠিক কিনা? পারিষদ = ঠিক ঠিক ঠিক। রাজা = সভাকবি, হয়েছে রচনা? সভাকবি = আজ্ঞে, জাঁহাপনা। রাজা = তাহলে শোনাও রাজ বচন, . পারিসদ সবে শোনো দিয়া মন। সভাকবি = অনাহারে নাহি ক্ষেদ, . ব্যাঙ্কের লাইনে দাঁড়লে কমে মেদ। . খুচরো যদি নাও পাই, . রাজকর দেওয়া চাই। . ধন্য ডিমনিটাইজেশান, . হীরকের রাজা ভগবান। |
| এবিপি আনন্দের হীরক রাজার দরবারে অনুষ্ঠানের অংশ |
| বাবু রাম সাপুরে কোথাযাস বাপুরে আয় বাবা শুনে যা কালো টাকা রেখে যা যেই টাকার নাম নেই কাম নেই দাম নাই সেই টাকা আন তো মোদিজির দান তো বাজারে তা কাটে না খুচড়োও জোটে না করবে না ফোঁস ফাঁস লাইনে তে ঢুঁসঢাস কোরো নাকো উৎপাৎ দাঁড়াও এসে চুপচাপ জমা দাও এসে আজ এই মোদিজীর রাজ কথা না শুনলেই লাভক্ষতি গুনলেই তেড়ে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। |
| মহম্মদ আলী জিন্না ফেসবুক প্রাপ্তি ২২.১১.২০১৬ |
| হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে নিজ নিজ কন্ঠে গাইতে থাকুন . . . ও মোদিরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোনটি তোমার দেশ তোমার নেই কি ঘোরার শেষ ও মোদিরে... তোমার বৌ ছেলে তো নাই তুমি ঘর থাকোনা তাই দিল্লিতে আজ সকাল বেলায় টোকিও যাও বিকালে ও মোদিরে.. বলো কোনটি তোমার দেশ তোমার নেই ঘোরার শেষ ও মোদিরে... তুমি নোট ভেঙে নোট তৈরি করো সাদা টাকায় দেশ যে ভরো গরীব মানুষ করছে কি তা ভাবো তুমি একবারও ও মোদিরে... তুমি ভাবছ আমায় পর তোমার নেই কি অবসর দুঃখের কথা শুনলে না হয় আমারও। ও মোদিরে.. বলো কোনটা তোমার দেশ তোমার নেই কি ঘোরার শেষ। ও মোদিরে... |
| মহম্মদ আলী জিন্না ফেসবুক প্রাপ্তি ২২.১১.২০১৬ |
| অজ্ঞাত কবি ফেসবুক থেকে প্রাপ্তি ২২.১১.২০১৬ |
| ঘরে ঘরে তীব্র খরা... ব্যাংকে এল টাকার বান আদানির পুকুর ভরাও... হীরক-রাজা ভগবান! |
| প্রসূন ভৌমিক ফেসবুক থেকে প্রাপ্তি ২২.১১.২০১৬ |
| অজ্ঞাত কবি হোয়াটসঅ্যাপ থেকে প্রাপ্তি ২২.১১.২০১৬ |
|
| নোটচুরি হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন টাকার ব্যামো কেউ কখনো জানত? দিব্যি ছিলেন ফরেন ট্যুরে এয়ারপ্লেনে চেপে, একলা বসে ঝিম্ঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে! আঁৎকে উঠে দিল্লি ছুটে পাকিয়ে হট্টগোল, হটাৎ বলেন, “কালো টাকা, বস্তা ভরে তোল!” তাই শুনে সব ব্যাঙ্কে ছোটে, উকিল-হাকিম-পুলিশ, মিডিয়া বলে, “জাল আছে নোট সাবধানেতে তুলিস।” ব্যস্ত সবাই এটিএম-এ করছে ঘোরাঘুরি— নোট গুনছে আম আদমি, চ্যাঁচায় ইয়েচুরি! নতুন টাকা! আজব কথা! তাও কি হয় সত্যি? পাঁচশো হাজার ব্যান হয়ে দেশ দু’হাজারে ভর্তি! সবাই তাঁকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না, বিদেশ থেকে ফিরে আসুন, চুলোয় যাক চায়না। রেগে আগুন তেলে বেগুন, কেঁদে বলেন তিনি, লাইনে থাকুন পঞ্চাশ দিন করব না বেইমানি “নোংরা ছাঁটা কেজরি ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, স্বচ্ছ ভারত করব শুরু জানুয়ারির পয়লা।” “এ নোট যদি আমার বলিস করব তোদের জবাই”— গান্ধির মুখ উলটে গেছে রাখুন জেনে সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়— ব্ল্যাক মানি সব ফর্সা হবে নয় এগারো পাতায় “আফিসের এই বাঁদরগুলো, মাথায় খালি গোবর, “একগাদা নোট ভুল ছেপেছি, তাও করেছে খবর। “ইচ্ছে করে এই ব্যাটাদের ভোট নিয়ে খুব নাচি, আচ্ছে দিনের হুজুগ তুলে খুচরো নিয়ে বাঁচি “নোটকে বলে তোমার আমার—নোট কি কারো কেনা? “ভোটের আমি জোটের তুমি, নোট দিয়ে যায় চেনা।” |
| চন্দন ভট্টাচার্য ফেসবুক প্রাপ্তি ২৩.১১.২০১৬ |
| খাল কাইট্যা আনলি কুমির। কুমিররে বানাইলি আমির। খাইতে দিলি, পরতে দিলি এখন মরিস ডরে। (হায়) রঙ্গিলা তোর রঙ্গ কত। জোটাইলি সঙ্গী যত, জাতীয়তার কাঁদুনী গায় দিল্লীর দরবারে। কেউ বা কয় স্বদেশী বুলি। কেউ পরে লাল নামাবলি। বুশ ব্লেয়ারে দিয়া গালি আড়ালে হাত জোড়ে। দেনায় দেশ বিকায় শেষে জনগণের রক্ত চোষে। হত্যা দিয়া পউড়্যা থাকে আই এম এফের দোরে। |
| রাজেশ দত্ত ০৫.১১.২০০৩ |
| নিঃসন্দেহে কবি গীতিকার সুরকার রাজেশ দত্তর, ২০০৩ সালের অটলবিহারী বাজপেয়ীর সময়ে লেখা, এই গানটি মোদীজীর নোটবন্দীর পরে উদ্ভূত পরিস্থিতির আশ্চর্য্য রকম সুন্দর বর্ণনা করে। শিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অনবদ্য এই গানটি শুনতে এখানে ক্লিক করুন . . . |
প্রজা কান্দে পেটের লাইগ্যা। রাজা কান্দে ভোটের লাইগ্যা। করের টাকা ফাঁকি দিতে কান্দে বানিয়া। পুঁজির মালিক নাফা করে। গরীব মানুষ ভুখায় মরে। সরকারী দেনার জোয়াল ঘাড়ে টানিয়া। কিষাণ মজুর বলির পাঠা, লাভের ক্ষীর খায় বিড়লা-টাটা। গোদের উপর বিষফোঁড়া মার্কিন সওদাগর। লুইট্যা নিল স্বদেশ ভূমি, জল-জঙ্গল-খেতের জমি। নিজঘরে পরবাসী হইলাম রে বেঘর। |
উন্নয়নের ঢাকে কাঠি। গরিব হারায় ভিটা মাটি। কারখানায় ঝুললো তালা চাষির গলায় দড়ি। চলবে না আর মিছিল সভা। আমজনতা থাকবে বোবা। চলবে ছাঁটাই, জ্বলবে আগুন। ভাঙবে রে ঘরবাড়ি। চলবে কি তা বলবে ওরাই। চলবে না আর হকের লড়াই। সন্ত্রাসবাদী বইল্যা পরায় হাতে হাতকড়া। রাজা এখন অস্তর শানায়। আই এস আই-এর গপ্পো শোনায়। চলছে ভারত মার্কিন সেনায় যৌথ মহড়া। |
| খাল কাইট্যা আনলি কুমির |
| रहना होशियार कोई शातिर ताक़ में है ख़ून पसीने की कमाई आज ख़ाक में है काले धन पर सौ दिनो में फाँसी खा ली थी अब 50 दिन का नया जुमला बाज़ार में है । |
| शहीद सैफी ফেসবুক প্রাপ্তি ২৩.১১.২০১৬ |
| बागों में बाहार है ? भक्त मुद्दे से फरार हैं १५ लाख का अब इंतज़ार है ५६ इंच भी अब बेकार है अडानी अम्बानी इनका यार है टाटा बोले तो यह अत्याचार है माल्या अबतक फरार है केजरीवाल के नाम से ही बुखार है भक्तों में नहीं कोई ईमानदार है बहस करना इनसे बेकार है किसान , जवान मरे तो मरें ! भक्तों का ज़मीर मुर्दार है फ़र्ज़ी इनका देश से प्यार है ग़रीबों पर नेता इनके करते अत्याचार हैं फिर भी भक्त जुमले वाली गधे गाड़ी पर सवार हैं रविश को सुन कर भक्त शर्मसार हैं सुधीर तिहारी ही भक्तों का यार है सवाल गर कोई जो पूछ दे लगाते गाली की भरमार हैं यह तो मानसिक बीमार हैं दोहरा इनका व्यवहार है !! लाखों इनमे बेरोज़गार हैं फिर भी इनपर अंधभक्ति सवार है बागों में बाहार है ?? |
| आशुतोष पाण्डे ফেসবুক প্রাপ্তি ২৩.১১.২০১৬ |
| कौन कहता है दिल मैं वतन नहीं रखते तुम्हारी तरह नफरत भरा मन नहीं रखते नोटबंदी से डराओ ना हमें हम वो है जो जकात देते है काला धन नहीं रखते |
| मोहसिन शेख ফেসবুক প্রাপ্তি ২৩.১১.২০১৬ |
|
| पैसा नहीं है राशन खतम है बचे हैं भूखे घर में मातम है चुप ही रहना कुछ न कहना जाओगे वरना जान से . . . मोदी आया जापान से . . . भक्तों ने सोचा था अच्छे दिन आएंगे मोदी विदेशों से काला धन लाएंगे हुआ कुछ ऐसा बंद है पैसा भक्त गए अरमान से . . . मोदी आया जापान से . . . सैनिक की याद में आँसु बहाता है बिना बताए पाक वह जाता है हात मिलाता है बिरियानी खाता है यारी करे है पाकिस्तान से . . . मोदी आया जापान से . . . |
| Fekunama ফেসবুক প্রাপ্তি ২৩.১১.২০১৬ |

| চপ্পল পিসি চলল দিল্লি, হেসো না কেউ, কোরো না খিল্লি। সারদার টাকা হয়েছে অচল, পিসির তাই শোকও প্রবল। শোকের থেকেই মনের বিকার দিবারাত্র চিল-চিৎকার। দিচ্ছে গালি, ছিড়ছে চুল, 'চা-ওলার বেটা ই যত নষ্টের মূল !! |
| অজ্ঞাত কবি ফেসবুক প্রাপ্তি ২৩.১১.২০১৬ |
| কেন নোট বাতিল কারা কালো টাকা রাখে কাদের হাঁড়ি পাতিল ভুষো কালি মাখে কারা টাকা ট্যাঁকে বিদেশেতে ভাগে কারা ভাগ পায় সকলের আগে |
| মৃদুল শ্রীমানী ফেসবুক প্রাপ্তি ২৩.১১.২০১৬ |
| অনেক খেটে কল করেছে আমাদের জ্যাঠা শিখিয়েই ছাড়বে মোদের মোবাইল এ্যাপটা । টাকা থাক বা না থাক খেতে যখন হবেই খুব সোজা, বোতাম টিপলে খাবার বেরবেই । তাও যদি গর্দভ বোকারা না পার শিখতে তোমাদের বাঁচিয়ে কি হবে, পারনা মরতে । তোমাদের মরণে দেশের কত লাভ, জানো ! লোকসংখ্যা কমে আর বাড়ে কর্ম্মসংস্থানও । ভরতুকি কমে যায় রাজকোষে বাড়ে টাকা মিলেমিশে যায় সাদাকালো আসলজাল টাকা । গড় ক্রয়ক্ষমতা বাড়ে, বাড়ে বিদেশী বেওসা জ্যাঠার উন্নতি ঠেকায় কে দিলে এমন সালসা । দেশের ৭০ % না-মানুষ |
| প্রণব রায়চৌধুরী ফেসবুক প্রাপ্তি ২৭.১১.২০১৬ |
| জ্যাঠার কথা শুনলে ল্যাঠা থাকবে না আর বিলকুল পিসির কথা শুনলে চোখে দেখবে চোখে হলুদ ফুল। জ্যাঠা ও ভাল, পিসি ও ভাল, যত বোকাই আমরা মানুষ দেখে ভোট না দিয়ে দেশকে করি নোংরা। |
| সমর কুমার সরকার ফেসবুক প্রাপ্তি ২৭.১১.২০১৬ |
| দেশের মোদের লোকসংখ্যা বোধহয় ১২৫ কোটি পার কে আর জানে ৭০ % ক-অক্ষ্রর গোমাংস তার । পায়না তারা ভরপেট খেতে নিজের পায়ে দাঁড়াতে তাদের নাকি হবে এখন মোবাইল এ্যাপ চালাতে । দিদি এত শেখানর পরও বোকার হদ্দ রয়েগেল তারা দাদা যতই চাক টাকা লেনদেন পারে না এ্যাপ দ্বারা । তাই তো ঠিক হয়েছে তাদের মরে যাওয়াই ভাল দেশ হবে শস্য-শ্যামলা জ্বলবে আন্তর্জালিক আলো । |
| দাদা বলো, দিদি বলো, দুর্দিনে কেউ নয়... বাঁচতে হলে সৎ পথেতে করো হে সঞ্চয় ।। |
| সমর কুমার সরকার ফেসবুক প্রাপ্তি ২৮.১১.২০১৬ |
| সাদা কালো মিলিয়ে দেওয়াই দাদা দিদির ইচ্ছা সৎ পথে সঞ্চয় করা মানে তাদের কাছে কেচ্ছা । জানেন, না বলিয়া পরদ্রব্য লইলেই তাহা চুরি হয় সথ পথে কিনা তাহা দাদা-দিদির মর্জীতে ঠিক হয় । |
| সঞ্চয় ব্যাংকে নয়, সন্তানেতে করো তব সৎগুন যাহা আছে, তাহাতেই ভরো সুশিক্ষা, আচরণে ভব্যতা শিখাও শেষতক্ মহাসুখে সংসার কাটাও।। |
| সমীরণ রায় ফেসবুক প্রাপ্তি ২৮.১১.২০১৬ |
| যদি আধার আসিয়া তোমারে লয় ভাসিয়া তুমি থাকিও উচ্চ শীরে। যাহা করিবে সঞ্চয় তাহার হইবে না ক্ষয় সত্যে গড়া অসৎ নীরে |
| শশাঙ্ক হালদার ফেসবুক প্রাপ্তি ২৮.১১.২০১৬ |
| লিমেরিক লিমেরিক দারুণ এক লিমেরিক ঐতিহাসিক সময়ের ঘড়ি চলে টিকটিক। আজ সে মহারাজ বড়ই যে ধড়িবাজ কাল রথের চাকার তলে করবে লিকলিক। |
| সঞ্চয় !! কালো মুর জীবনপথ , পামু কোঁহানে সাদা .....: যে'হানে বাড়াইতাষীঁ পা'ও ,হক্কল স্থানেই বাঁধা হেই দুলু রামা-শ্যামা আছস কৌহানে , ভাই !! হক্কল সফেদকরন অহনই মোর চাই কক ....... |
| স্বরূপ সেনগুপ্ত ফেসবুক প্রাপ্তি ২৮.১১.২০১৬ |
| সমর কুমার সরকার ফেসবুক প্রাপ্তি ২৮.১১.২০১৬ |
| অজ্ঞাত কবি ফেসবুক প্রাপ্তি ৩০.১১.২০১৬ |
| সীমান্তে আর টাকার লাইনে সংখ্যায় বাড়ে লাশ স্বচ্ছ ভারত এগিয়ে চলেছে, উল্লাস... উল্লাস! রাষ্ট্রনেতার কালো-টাকা হাসে ভিনদেশে... নিশ্চুপে দেশভক্তির পরীক্ষা হয় মৃত-জনতার স্তুপে! |
| রেহান কৌশিক ফেসবুক প্রাপ্তি ৩০.১১.২০১৬ |
| দিন যায় হেসে খেলে - দশ টাকার দেশে। ভালো আছি ভালো থেকো দেখে যাও এসে। Not much money needed to remain happy. Jai Belpahari. |
| ডঃ শান্তনু ভট্টাচার্য ফেসবুক প্রাপ্তি ০১.১২.২০১৬ |
| दुष्टकवि ০১.১২.২০১৬ |
| আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, বেগমপিসির ভাষণ শুনতে যেও না খবরদার। মঞ্চে তিনি নাচেন কোঁদেন ছোটেন আড়া-আড়ি, রকম দেখে হাসির চোটে ছিড়বে পেটের নাড়ি। দাঁত খিচিয়ে, মুখ বাঁকিয়ে বক্তিমে দেন তোড়ে, হুঙ্কারে আর টিটকারিতে মড়াও ওঠে নড়ে। বিদ্ঘুটে তার মুখের বচন বলব কি আর বেশি, বাংলা ভাষায় হিন্দি বলেন ইংলিশে ভুল রাশি। বলার জোশে প্রলাপ বকেন নাই কোনো তার মানে, তবুও তালি দিতেই হবে তাকিয়ে পিসির পানে। কেবল যদি ভাষণই দেন তাও থাকা যায় সয়ে, প্রাণঘাতী সব কাব্যি ঝাড়েন প্রাণ উড়ে যায় ভয়ে। |
| অজ্ঞাত কবি ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রাপ্তি ০১.১২.২০১৬ |
কেবল বলেন,"আরে ছো: ছো: থামাও পি.এন.পি.সি., উন্নয়নের বান এনেছি ভাসছে দশদিশ-ই। উন্নয়নের হড়পা বানে বিরোধীরা ফাঁকা, নিন্দুকেরাই বলছে কেবল খেলছে কালো টাকা। যেসব মেনি চাইছে ডি. এ. আওয়াজ করে মিহি, উন্নয়নটা চায় না তারা চাইব জবাবদিহি।" হঠাৎ চেচান -- "সেল সেল সেল ছবি কিনুন ছাড়ে", নিজের আঁকা কাগা বগা গছাতে চান ঘাড়ে। "সেন মহাশয় আছেন জেলে নাইকো বিক্রি-বাটি, একটি ছবি কিনুন পিলিজ দাম দিয়ে দেড় কোটি"। ( সুকুমার রায় মহাশয়ের নিকট সশ্রদ্ধ ক্ষমা প্রার্থী ) |
| মহাভারতের কথা অমৃত সমান শুনুন পূণ্যের বাণী, খরচা কমান খাবার কমালে, জানি, খরচাও কম সীমান্তে ভীষণ যুদ্ধ --- যুদ্ধ-ডট-কম এটিএম-এ পেটিএম-এ সাচ্চা থাকুন ও সব জানাই নেই ? রামকে ডাকুন আপনি গরীব বুঝি ! তার মানে বাম এ বার বাঁচুন মরে, আ রে রাম রাম বলেন কী, বাম নন ? সাধারণ বুঝি ! তা হ'লে মদত দিন, কালাধন খুঁজি কালাধন চাই-ই-চাই, কৃষ্ণ সমান বহুজাতিকের কথা শোনে ধনবান --- বিপুল চক্রবর্তী, মুসৌরি, ১ ডিসেম্বর ২০১৬ |
| বিপুল চক্রবর্তী ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রাপ্তি ০১.১২.২০১৬ |
| মনে করো যেন শহর ঘুরে এটিএম খুঁজছি কাছে দূরে। কেউ চলেছে প্যান কার্ডটি ধরে কেউ পকেটে ভোটার কার্ড ভরে, আমরা যাচ্ছি ফুটপাথটি ধরে হতাশ মনে সবার পাশে পাশে। রাস্তা থেকে এর ওর মুখে ঘুরে হাজার গুজব মেঘ উড়িয়ে আসে। সন্ধে হল, সূর্য নামে পাটে, এলেম যেন গোলদিঘির মাঠে। হু হু করে যে দিক - পানে চাই, শূন্য হাত, কানাকড়ি নাই, তুমি যেন আপন - মনে তাই ভয় পেয়েছ—ভাবছ, ‘এ কি কথা!’ আমি বলছি, ‘ভয় কোরো না সোনা, অচ্ছে দিনের ভিত হচ্ছে পোঁতা।’ চোরডাকাতে দেশ রয়েছে ঢেকে, শিরদাঁড়াটা পুরোই গেছে বেঁকে। দশের চিন্তা নেইকো কোনোখানে, সবাই ছোটে নিজের আখের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, ‘জিপিও র পাশে ওই যে কিসের আলো!’ |
| অজ্ঞাত কবি ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রাপ্তি ০৩.১২.২০১৬ |
‘জিপিও র পাশে ওই যে কিসের আলো!’ এমন সময় ‘গেল গেল ওরে,’ ওই যে কারা কাঁদতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে লাইনের এক কোণে ঠাকুর - দেবতা স্মরণ করছ মনে, মানুষ গুলো লাইন না মেনে ভীষণ রাগে কাঁপছে থরোথরো। আমি যেন তোমায় বলছি ডেকে, ‘আমি আছি, ভয় কেন গো কর।’ মুখে ফেনা, উস্কোখুস্কো চুল, হাতে আইকার্ড, নেইকো তাতে ভুল। আমি বলি, ‘দাঁড়া, খবর্দার! লাইনটাকে ভাঙিস যদি আর— ঘাড়টি ধরে করেই দেব বার, ঢুকতে মোটেই দেব না আর ওরে।’ শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, ‘গেল গেল ওরে।’ তুমি বললে, ‘এ কি হল ওরে,’ আমি বলি, ‘দেখো না চুপ করে।’ ছুটে গেলেম এটিএমের মাঝে, খিস্তিখেউড় কানের পাশে বাজে, |
কী ভয়ানক কান্ড হল এ যে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে কেঁদেই দিল ভয়ে, কত লোকের ঠকঠকালো পা টা। কত লোকের ঠকঠকালো পা টা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ আমি গেলাম বুঝি মরে। আমি তখন টোটালি গেছি ঘেঁটে বলছি এসে, ‘লিংক গিয়েছে কেটে’ তুমি শুনে লাইন ছেড়ে এসে কপাল চাপড়ে পথেই পড়লে বসে বলছ, ‘ভাগ্যে ধোঁকা সঙ্গে ছিল! কী আর করা নতুন নোট না পেলে।’ রোজ কত কী স্বপ্ন দেখি - তাহা— এমন কেন স্বপ্ন হয় না, আহা। সত্যি কেন এত কঠোর হবে, নিজের টাকা পরের কাছে রবে! দাদাগিরি থামবে বল কবে? ভুখার গায়ে এত কি জোর আছে।’ নোটবিহনে যুঝবে কেমন করে ‘জবাব বল মিলবে কাহার কাছে।’ ( রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থী ) |
|

| दुष्टकवि ০২.১২.২০১৬ |
| दुष्टकवि ০২.১২.২০১৬ |















| दुष्टकवि ০২.১২.২০১৬ |
| আশিস খাস্তগীর ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রাপ্তি ০৩.১২.২০১৬ |


| दुष्टकवि ০৫.১২.২০১৬ |
| इस गीत के गीतकार तथा कलाकार अज्ञात है। मुकेश का गाया हुआ “किसी की मुस्कुराहटों पे हो निसार” (जीना इसी का नाम है) गीत के सुर पर आधारित। उस गीत के गीतकार शैलेन्द्र, संगीतकार शंकर जयकिशन, फिल्म अनाड़ी। |
| नोटबंदी सिर्फ इक बहाना है मोदीजी को मित्रों को बचाना है यह आठ लाख कड़ोर का घोटाला है देश का निकल गया दिवाला है लिए जो खुद सहारा पिड़ लते करो (ठिक से पता नहीं चला) कमाई थी जो उम्रभर बली निचोर (ठिक से पता नहीं चला) अब पचास दिन क्या खाए क्या पीएं देशप्रेम के नाम पर ये लाईन में खड़ा है तू जो आज कल क्या सोचता है देश जाएगा बदल ? किसी नें दिन दहाड़े लूटा है संभल देशप्रेम के नाम पर ये लाईन में खड़ा है तू जो आज कल क्या सोचता है देश जाएगा बदल ? किसी नें दिन दहाड़े लूटा है संभल देशप्रेम के नाम पर |
| Indian Youth Congress VDO ফেসবুক প্রাপ্তি ০৭.১২.২০১৬ |
| ये लाईन में खड़ा है तू जो आज कल क्या सोचता है देश जाएगा बदल ? किसी नें दिन दहाड़े लूटा है संभल देशप्रेम के नाम पर माफ वह हुए जो साफ कर गए आम लोग लाईन में ही मर गए छिन गया गरीब का निवाला है मोदी मित्र का ही बोलबाला है कड़ोर लाख मोदी मित्र ले डकार भले ही मचे देश भर में हाहाकार मोदीजी के बागों में रहे बहार देशप्रेम के नाम पर इनको पाँच सौ कड़ोर का जुगाड़ है हम को ढाई लाख भी पहाड़ है मर रहे मा बाप और बेटियाँ रुक गई गरीब की क्यों शादियाँ ये आम आदमी है क्यों क़तार में और मोदीजीके दोस्त फाईभ स्टार में हैं क्यों मरीज़ अस्पतालों में लाचार देशप्रेम के नाम पर |
| ঐষিক ফেসবুক প্রাপ্তি ০৮.১২.২০১৬ |
| শুধু গুটি-দুই বড় নোটে তুই টাকা জমাতিস তেড়ে- মোদী কহিলেন " হে countrymen, এ নোট লইব কেড়ে! " লোকে কহে," Shame! তুমি না PM? কত কাজ তব হাতে- মোর যাহা পুঁজি, কেন খুঁজি-খুঁজি নজর দিচ্ছ তাতে?" মোদী শুনে বলে, "জমায় সকলে কালো ধন ফাঁকতালে- ভরেছে বাজার পাঁচশো-হাজার এ দুই নোটের জালে। |
| ভোলো এই দোঁহে!" লোকে তবু মোহে আঁকড়ে ধরিয়া থাকে- যা রেখেছে ঘরে তোষক-ভিতরে, শাড়ির স্তূপের ফাঁকে। দেখে হালচাল মোদী চটে লাল, কহে গম্ভীর ভাবে, "ওরে ব্যাটা বদ, কি করে নগদ চালাস্- তা দেখা যাবে! " পরে মাস-দেড়ে ঘর-বাড়ি ছেড়ে পথে এলো সবে নেমে- জমালো ভিড় তো নতুন তীর্থ ব্যাঙ্ক আর ATM-এ। |
| Cash হতে শেষ একটি নিমেষ- লাইন দেওয়াই সার। মেলে যদি হায়, পাঁচশো কোথায়? শুধু pink দু'হাজার! বাজারে-দোকানে আর কোনোখানে চালানো তাহাকে দায়। ব্যাঙ্কে বেতন জমছে। সে ধন ছোঁয়া কভু নাহি যায়! রাহুল-কেজরী, দিদি-ইয়েচুরি, মুলায়ম আর লালু- হয়ে একজোট, বলে, "বড় নোট ফের করে দাও চালু। |
| কোমল হৃদয় আর নাহি সয় গরীবের হয়রানি- (তাছাড়া-ও ভাই সময় তো চাই চালাতে এ black money!)" মোদী অবশেষে কহিলেন হেসে, "e-money চালাও সবে। চাও wallet? খোলো তবে net- Transaction-ও হবে।" |
| অবাক ব্যাপার। সায় জনতার! Queue দেন একদলে- বাকিরা করেন Net-এ লেন-দেন। বিরোধীরা রেগে বলে- "বোকার মরণ! ওরে জনগণ, বুদ্ধি কি নেই ঘটে? মোদী-মহারাজ Hero হল আজ, আমরা villain বটে!" |
| আঁধার ভরিয়ে রাখে কালো রঙ, চোখের কাজল মোদির মদির চোখে হেসে ওঠে তীব্র হলাহল টাকার লাইনে ক্ষোভ, ফোঁসে ক্ষুব্ধ ক্রুদ্ধ অজগর দ্রোহের প্রলয় নাচে জেগে ওঠে গঞ্জ নগর |
| অশোক চট্টোপাধ্যায় ফেসবুক প্রাপ্তি ০৮.১২.২০১৬ |
| লাইনেই সংজ্ঞাহীন বৃদ্ধ সুধীর এটিএম গান গায় নরেন মুদির |
| অশোক চট্টোপাধ্যায় ফেসবুক প্রাপ্তি ০৮.১২.২০১৬ |
| দিল্লি থেকে ম্যাও করেছে হোঁৎকা ভুতুম থু মো এ টি এম - এ নেই কো টাকা, খোকা রে তুই ঘুমো ঘরেতে নেই চাল ডাল তেল, মাথায় আমার হাত কালকে যদি পাই রে টাকা, রাঁধবো তখন ভাত |
| মৃদুল শ্রীমানী ফেসবুক প্রাপ্তি ১০.১২.২০১৬ |
| এস বিশ্বাস ফেসবুক প্রাপ্তি ১১.১২.২০১৬ |

| मोदी बाबु ने, मोदी बाबु ने मोदी बाबु ने, मोदी बाबु ने मोदी बाबु ने लूट लिया है काला धन मेरा . . . मोदी बाबु ने लूट लिया है काला धन मेरा . . . हमरी न मानो - केजरुया से पूछो हमरी न मानो सईया . . . हमरी न मानो - केजरुया से पूछो जिसका . . . जिसका चंदा का पैसा आज डुबा है पूरा का पूरा जिसका चंदा का पैसा आज डुबा है पूरा का पूरा हाँ जी पूरा का पूरा . . . हाँ पूरा का पूका . . . मोदी बाबु ने, मोदी बाबु ने, मोदी बाबु ने . . . |
| पी एस झां ফেসবুক প্রাপ্তি ১১.১২.২০১৬ |
| विक्रमा शर्मा ফেসবুক প্রাপ্তি ১৭.১২.২০১৬ |
| कटाक्ष जब से नोटबंदी हो गई है सियासत और भी गंदी हो गई है। सुना है कशमीर भी सांसे ले रहा है पत्थरों की आवाजें मंदी हो गई है। जो चिल्लाके हिसाब मांगते थे सरकार से वही लोग रो रहें हैं जब पाबंदी हो गई है। आपस में झगड़ते थे दुशमनों की तरह उन नेताओं में आजकल रजामंदी हो गई है। वतन के बदलने का एहसास है मुझको पर एक शख्स को हराने के लिए सियासत अंधी हो गई है। |
हमरी न मानो - लालुआ से पूछो हमरी न मानो सईया . . . हमरी न मानो - लालुआ से पूछो जिसने . . . . जिसने गाय का चारा हाय खाया सारा का सारा जिसने गाय का चारा हाय खाया सारा का सारा हाँ जी सारा का सारा . . . हाँ सारा का सारा . . . मोदी बाबु ने, मोदी बाबु ने मोदी बाबु ने, मोदी बाबु ने मोदी बाबु ने लूट लिया है काला धन मेरा . . . मोदी बाबु ने लूट लिया है काला धन मेरा . . . काला धन मेरा . . . काला धन मेरा . . . |

| लता मंगेशकर का गाया हुआ गीत “इन्हीं लोगों ने ले ली ना दुपट्टा मेरा” गीत के सुर मे इस गीत के गीतकार हैं पि एस झा। उस गीत के गीतकार - मजरूह सुलतान पुरी, संगीतकार - ग़ुलाम महम्मद, और फिल्म - पाकीज़ा। |
| বকুল বৈরাগী ফেসবুক প্রাপ্তি ১৭.১২.২০১৬ |


| कलियुग में आनेवाले थे कल्कि अवतार विष्णु भगवान हो ही रहे थे इसके लिए तैयार शैतान बोले - अब मेरी बारी भेजूंगा इक बम्बू-धारी इसलिए आए मोदी अपने भक्तों पे सवार दुष्टकवि 20.12.2016 |

| मोदी मोदी रट रहे सारे भक्त समाज सुबह लाईन में जा लगो बचा यही अब काज कवि कृत्यानन्द दास का दनादन दोहा ले लिए यहां क्लिक करें . . . मिलनसागर में कर्नल कृत्यानन्द दास के कार्टून का पन्ना के लिए यहां क्लिक् करें . . . |
| कृत्यानन्द दास ফেসবুক প্রাপ্তি ২০.১২.২০১৬ |
| দু-কানকাটা কে রে ? বিদেশ ঘোরে যে রে , মিথ্যা বলে যখন তখন পোষাক পরে নিত্য নতুন । বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় লোক মরছে তার ঈশারায় । মুখোশ টা তার ঝুলছে দেখ সেই জীবটা মানুষ খেকো । চোরের মা এর বড় গলা মিথ্যা বলে রোজ দু বেলায় । ঘৃণায় তার যায় আসে না গরীব যারা সব ফ্যালনা । দাঁড়িয়ে দাঁড়িয়ে মরছে রোজ ই তবুও ভুলছে না রে ভবি । মরছে যারা মরুক না কো সেই জীবটা মানুষ খেকো । |
| সান্ত্বনা চট্টোপাধ্যায় ফেসবুক প্রাপ্তি ২১.১২.২০১৬ |
|


| देशभक्त मित्रों का धन वह पहले भेजा पनामा ड्रेस बदल बदल कर किया नोटबंदी का ड्रामा सारा इन्डिया चोर बन गया लाईन में खड़े सैकड़ों मर गया मिला न काला धन तो गाया कैश-लेस सा रे गा मा दुष्टकवि 24.12.2016 |
| নতুন বছর এল ২০১৭ 'মিত্রোঁ' হয় যেন মত্ রো মত্ রো। সবাইকে জানালাম নতুন শুভেচ্ছা- হয় যেন পূর্ণ সবাকার ইচ্ছা! |
| সাগরিকা সেনগুপ্ত ফেসবুক প্রাপ্তি ১.১.২০১৭ |

| শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, রাখলে মাংস রেফ্রিজারে সঙ্ঘী এসে গাঁট্টা মারে ফরেনসিকে হয় বিচার- মাংসখন্ড কোন প্রকার॥ রাজার বায়ু চাগাড় দিলে পাঁচশো হাজার যায় বাতিলে কাজকারবার উঠিয়ে লাটে এটিএমেই সময় কাটে করলে প্রশ্ন এক-দুখান বিনা ভিসায় পাকিস্তান। সেথায় খেতে বসার আগে মিড-ডে মিলে আধার লাগে; দেয় না রেশন বিন-আধারে কিন্তু মরলে অনাহারে- শবযাত্রায় বাজায় গান মেরা ভারত কি মহান॥ |
| অভিজিৎ মজুমদার ফেসবুক প্রাপ্তি ১১.৪.২০১৮ |