১লা বৈশাখ ১৪১৩, শুভ নববর্ষের দিন থেকে আমরা এই সাইটটি কে একটি পত্রিকার মত প্রকাশিত করছি | সাম্প্রতিক বা অন্যান্য যে কোনো বিষয়ে, আপনার মতামত, কবিতা ইত্যাদি লিখে পাঠাতে আবেদন করছি |
সাধারণ পত্র, লেখা ইত্যাদি এই বিভাগে এবং কবিতা আমাদের কবিদের সভা-র পাতায় প্রকাশিত করা হচ্ছে।
লিখবেন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, ধর্মীয় ইত্যাদি যে কোনো বিষয়ে, যা আপনাকে ভাবিয়ে তুলছে | লেখা যেন কারও প্রতি বিদ্বেষমূলক না হয় | আমাদের দেশের বহুভাষার সহাবস্থানের যে পরম্পরা চলে আসছে, তারই প্রতিফলন হিসেবে আমরা বাংলা, হিন্দী ও ইংরেজী এই তিনটি ভাষায় লেখা একই জায়গায় প্রকাশিত করছি |
আপনার লেখা বাংলায় পাঠাতে হলে প্রথমে আমাদের সাইট থেকে বিনামূল্যে বাংলা কী-বোর্ড সফটওয়ার এবং বাংলা ফন্ট ডাউনলোড করে, তা দিয়ে আপনার লেখাটি একটি Word File এ লিখে ই-মেলের সাথে attachment করে আমাদের ই-মেল করুন অথবা চিরাচরিতভাবে কাগজে লিখে আমাদের ঠিকানায় ডাকযোগে পাঠান |
অন্য কোনো ফন্ট এ লেখা পাঠালে আমাদের পক্ষে তা প্রকাশিত করা সম্ভব হবে না | আপনার লেখার সাথে আপনার নিজের একটি ছবি এবং আমাদের পাঠকদের জন্য, নিজের সম্বন্ধে একটি সংক্ষিপ্ত পরিচিতি ও আপনার সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বা ই-মেল বা ফোন নম্বর ইত্যাদি পাঠাবেন |
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in আমাদের ঠিকানা : মিলন সেনগুপ্ত, ২০ লেক ইস্ট সেকেন্ড রোড, সন্তোষপুর, কলকাতা ৭০০০৭৫
বাংলা ভাষায় কমপিউটর এবং ইনটারনেটে কাজ করা সম্বন্ধে জানতে এখানে ক্লিক করুন