কবি রঘুনাথ দাস - সে-ই সর্বপ্রধান কবি-গীতি রচয়িতা হরু ঠাকুরের ওস্তাদ বা গুরু |
রঘুনাথ দাসের পরিচয় অতি অল্পই জানতে পারা গিয়েছে | ইনি জাতিতে কর্মকার ছিলেন | সম্ভবত কলকাতা বা কলকাতার কাছে কোনো উপনগরে তাঁরবাড়ি ছিল |
রঘুনাথ,হরু ঠাকুরেরপ্রথম প্রথম রচিত গানগুলি সংশোধন করে দিতেন এবং কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ হরু ঠাকুর সেই সব গানের ভণিতায় ওস্তাদ রঘুনাথের নামইপ্রচার করে গিয়েছেন | অনেকের মতে ইনিই দাঁড়া-কবির সৃষ্টিকর্তা |
আমাদের কাছে কবি রঘুনাথ দাস-এর কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in