রজনীকান্ত সেনের গান ও কবিতা
*
তব করুণা-অমিয় করি’ পান
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের [ আলাপে ] -এর অন্তর্ভুক্ত গান।

পরিবেদনা

॥ নিপচ কপট তুহুঁ শ্যাম - সুর॥

তব   করুণা-অমিয় করি’ পান---
যত,  পাপ, তাপ, দুঃখ, মোহ, বিষণ্ণতা,
.       নিরাশ, নিরুদ্যম, পায় অবসান।
এই,   পাপ-চিত্ত, সদা তাপ-লিপ্ত রহি,
.       এনেছে দুরপনেয় মৃত্যুবিকার বহি,’
.       দিতেছে দারুণ দাহ হৃদয়-দেহ দহি,
.       দেবতা গো, দয়া করি’ কর পরিত্রাণ।
তব,   অমৃতপানে এই বিকৃত প্রাণে মম
.        স্থানভেদে হয় কালকূট-সম,
.         হৃদয়ে বহ্নিজ্বালা, নয়নে অন্ধ-তমঃ
.         কোথা শান্তিনিদান, কর শান্তিবিধান।

.                      *************************          

রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর   
*
মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের [ বিলাপে ] -এর অন্তর্ভুক্ত গান।
"মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়", --- একটি প্রসিদ্ধ সঙ্গীত ; এই গানটি পাদপূরণ মাত্র।

সেই মুখখানি

॥ মিশ্র বেহাগ, ঝাঁপতাল॥

মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়!
জমায়ে চাঁদের সুধা, বিধি গড়েছিল তায়।
মৃদু-সরলতা মাখা, তুলিতে নয়ন আঁকা,
চাহিলে করুণে, ধরা চরণে বিকোতে চায়।
অধরে সারাটি বেলা, হাসি করে ছেলে-খেলা
নীরবে নিশীথে ধীরে, অধরে পড়ি’ ঘুমায় ;
যদি দুটি কথা কহে, প্রাণে সুধা নদী বহে,
নিমেষে নিখিল ধরা, মোহন-সঙ্গীত-ময়।

.                   *************************          

রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর   
*
জয় নিখিল-সৃজনলয়কারী, নিরাময়
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের [ আলাপে ] -এর অন্তর্ভুক্ত গান

জয় দেব

॥ নট বেহাগ, ঝাঁপতাল॥

জয় নিখিল-সৃজনলয়কারী, নিরাময়।
জয় এক, জয় অনেক, অসীম-মহিমাময়
জয় সূক্ষ্ম, স্থুল, জয় অন্ত মূল,
জয় ন্যায়নিয়মি, কৃত-কলুষ-কৃপাময়!
জয় হে ভয়ঙ্কর! জয় পরম সুন্দর!
জয় ভক্ত-হৃদয়-পরিপ্লাবি-সুষমাময়!
জয় হৃদয়রঞ্জন! জয় বিপদভঞ্জন!
জয় পাপহরণ! চিরশরণ! করুণাময়

.                 *************************          

রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর   
*
আমি অকৃতি অধম ব’লেও তো কিছু
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের [ আলাপে ] -এর অন্তর্গত

করুণাময়

॥ বেহাগ, একতালা॥

(আমি) অকৃতী অধম ব’লেও তো, কিছু
.                     কম ক’রে মোরে দাও নি!
যা’ দিয়েছ, তারি অযোগ্য ভাবিয়া,
.                     কেড়েও তো কিছু নাওনি।
(তব) আশীষ-কুসুম ধরি নাই শিরে,
পায়ে দ’লে গেছি, চাহি নাই ফিরে ;
তবু দয়া ক’রে কেবলি দিয়েছ,
.                       প্রতিদান কিছু চাওনি।
(আমি) ছুটিয়া বেড়াই জানিনা কি আশে,
সুধা-পান ক’রে, মরি গো পিয়াসে,
তবু, যাহা চাই সকলি পেয়েছি ;
.                        তুমি তো কিছুই পাওনি।
(আমায়) রাখিতে চাও গো, বাঁধনে আঁটিয়া,
শতবার যাই বাঁধন কাটিয়া,
ভাবি, ছেড়ে গেছ, --- ফিরে চেয়ে দেখি,
.              এক পা-ও ছেড়ে যাওনি।

.                      *************************          

রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর   
*
স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের [ বিলাপে ] -এর অন্তর্ভুক্ত গান

স্বপ্ন-পুলক

॥ মিশ্র কানেড়া, একতালা॥

স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
.           রেখেছি স্বপনে ঢাকিয়া ;
স্বপনে তাহারি মু’খানি নিরখি’,
.           স্বপন-কুহেলি মাখিয়া ;
( কারে ) বর-মালা দিনু স্বপনে,
( হ’ল ) হৃদি-বিনিময় গোপনে,
স্বপনে দু’জনে প্রেম-আলাপনে
.           যাপি সারা-নিশি জাগিয়া।
( করি ) স্বপ্নে মিলন-সুখ-গান
( করি ) স্বপ্নে প্রণয়-অভিমান,
( হয় ) স্বপ্নে প্রেম-কলহ, যায় গো,
.            স্বপনেরি সনে ভাঙিয়া ;
যা কিছু আমার দিতে পারি সবি
.            সুখ-স্বপনেরি লাগিয়া।

.                      *************************          

রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর   
*
ওরা, চাহিতে জানে না, দয়াময়
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের [ আলাপে ] –এর অন্তভুক্ত গান

প্রার্থনা

॥ বারোয়াঁ, ঠুংরি॥

(ওরা)---চাহিতে জানে না, দয়াময়
চাহে ধন, জন, আয়ুঃ, আরোগ্য বিজয়।
করুণার সিন্ধু-কুলে, বসিয়া, মনের ভুলে
এক বিন্দু বারি তুলে, মুখে নাহি লয় ;
তীরে করি’ ছুটাছুটি, ধুলি বাঁধে মুঠি মুঠি,
পিয়াসে আকুল হিয়া, আরো ক্লিষ্ট হয়।
কি ছাই মাগিয়ে নিয়ে, কি ছাই করে তা’ দিয়ে,
দু’দিনের মোহ, ভেঙ্গে চূরমার হয় ;
তথাপি নিলাজ হিয়া, মহাব্যস্ত তাই নিয়া,
ভাঙ্গিতে গড়িতে, হ’য়ে পড়ে অসময়।
আহা! ওরা জানে না ত, করুণানির্ঝর নাথ,
না চাহিতে নিরন্তর, ঝর ঝর বয় ;
চির-তৃপ্তি আছে যাহে, তা’ যদি গো নাহি চাহে,
তাই দিও দীনে, যা’তে পিয়াসা না রয়।

.                      *************************          

রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর   
*
ভারতকাব্যনিকুঞ্জে
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের উদ্বোধনী গীত

উদ্বোধন

॥ ভৈরবী, কাওয়ালী॥

ভারতকাব্যনিকুঞ্জে,---
.        জাগ সুমঙ্গলময়ী মা!
মুঞ্জরি তরু, পিক গাহি',
.        করুক প্রচারিত মহিমা!
তুলে লহ নীরব বীণা, গীত-হীনা,
.        অতি দীনা ;---
হের ভারত, চির-দুখ-শয়ন-বিললীনা
নীতি-ধর্ম্ম-ময় দীপক মন্দ্রে,
জীবিত কর সঞ্জীবনমন্ত্রে,
জাগিবে রাতুল-চরণ-তলে,---
.        যত, লুপ্ত পুরাতন গরিমা।

.                *************************          

রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর