মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায় কবি রজনীকান্ত সেন বাণী কাব্যগ্রন্থের [ বিলাপে ] -এর অন্তর্ভুক্ত গান। "মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়", --- একটি প্রসিদ্ধ সঙ্গীত ; এই গানটি পাদপূরণ মাত্র।
সেই মুখখানি
॥ মিশ্র বেহাগ, ঝাঁপতাল॥
মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়! জমায়ে চাঁদের সুধা, বিধি গড়েছিল তায়। মৃদু-সরলতা মাখা, তুলিতে নয়ন আঁকা, চাহিলে করুণে, ধরা চরণে বিকোতে চায়। অধরে সারাটি বেলা, হাসি করে ছেলে-খেলা নীরবে নিশীথে ধীরে, অধরে পড়ি’ ঘুমায় ; যদি দুটি কথা কহে, প্রাণে সুধা নদী বহে, নিমেষে নিখিল ধরা, মোহন-সঙ্গীত-ময়।