কবি কৃষ্ণদাস কবিরাজের বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
কৃষ্ণদাস কবিরাজের॥ কৃষ্ণদাস॥ ভণিতার পদ    
অদ্বৈত আচার্য্য ভার্য্যা জগতবন্দিতা আর্য্যা    
আপনি নাচিতে যবে প্রভুর মন হৈল   
ঐছে শচী জগন্নাথ পুত্র পাঞা লক্ষ্মীনাথ    
কস্তুরিকা নীলোত্পল তার সেই পরিমল    
কিবা সাক্ষাৎ কাম দ্যুতিবিম্ব মূর্ত্তিমান    
নদীয়া উদয় গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি    
পট্টবস্ত্র অলঙ্কারে সমর্পিয়া সখী করে    
শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রীঅদ্বৈত ভক্তবৃন্দ    
সনাতন! কৃষ্ণমাধুর্য্য অমৃতের সিন্ধু    

কৃষ্ণদাস কবিরাজের॥ দীন কৃষ্ণদাস॥ ভণিতার পদ     
কৃষ্ণ-লীলামৃত সার তার শত শত ধার    
গৌরাঙ্গ অনুক্ষণ সাধু মহান্ত মেঘগণ    
সোঙর নব, গৌউর সুন্দর, নাগর বনয়ারি    

কৃষ্ণদাস কবিরাজের॥ দীন হীন কৃষ্ণদাস॥ ভণিতার পদ    
অহো! ব্রজেন্দ্র নন্দন ব্রজের কোন কন্যাগণ    

কৃষ্ণদাস কবিরাজের ভণিতা হীন পদ    
অকৈতব কৃষ্ণপ্রেম যেন জাম্বুনদ হেম        
অন্যের হৃদয় মন আমার মন বৃন্দাবন    
আমি কৃষ্ণপদ দাসী তিঁহো রস সুখ রাশি    
উন্মাদের লক্ষ্মণ করায় কৃষ্ণ স্ফুরণ    
উপজিল প্রমাঙ্কুর ভাঙ্গিল যে দুঃখ পূর    
এই কৃষ্ণের বিরহে উদ্বেগ মন সিথির নহে    
কণ্ঠের গম্ভীর ধ্বনি নবঘন ধ্বনি জিনি    
কামগায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণের স্বরূপ    
কৃষ্ণ জিতি পদ্মচান্দ পাতিয়াছে মুখফান্দ    
কৃষ্ণরূপ শব্দ স্পর্শ সৌরভ অধররস    
কৃষ্ণের যতেক খেলা সর্ব্বোত্তম নরলীলা     
তনু মন করায় ক্ষোভ বাড়ায় সুরত লোভ    
তোমার মাধুরী বল তাহাতে মোর চাপল    
দূরে শুদ্ধ প্রেমবন্ধ কপট প্রেমের গন্ধ    
না জানিস্ প্রেম-মর্ম্ম ব্যর্থ করিস্ পরিশ্রম    
প্রাপ্ত রত্ন হারাইয়া তার গুণ সঙরিয়া    
বংশীগানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান    
ব্রজেন্দ্র-কুল দুগ্ধ-সিন্ধু কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু    
যে কালে বা স্বপনে দেখিলুঁ বংশীবদনে    
শুনিয়া রাধিকা বাণী ব্রজপ্রেম মনে আনি    
হৈল গোপী ভাবাবেশ কৈল রাসে পরবেশ    


মিলনসাগর
.
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।


১০।
১১।
১২।


১৩।


১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১।
৩২।
৩৩।

৩৪।