কবি রজনীকান্ত সেন-এর "শেষ দান" কাব্যগ্রন্থের গান ও কবিতা
|
আজকে তোদের আশার গাছে
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
সফলতা
॥ ভৈরবী, কাশমীরী খেমটা॥
আজকে তোদের আসার গাছে
. ফল ধ’রেছে, ভাই!
মোহ-রজনী ভোর হইল, জাগ নগরবাসী
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
গানটির স্বরলিপি আমরা পাই কল্যাণী কাজী কৃত "১০১টি সুনির্বাচিত রজনীকান্তের গানের
স্বরলিপি" গ্রন্থ থেকে। সেখানে রাগ ও তালের উল্লেখ না থাকায়, সেই স্বরলিপি থেকেই তা
আমাদের জানিয়েছেন সঙ্গীতজ্ঞ দেবাশিস রায়।
জাগ জাগ
॥ মিশ্র ভৈরব, দাদরা॥
মোহ-রজনী ভোর হইল, জাগ নগরবাসী,
জেগে ওঠ দেখি মা সকল!
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
উদ্দীপনা
. জেগে ওঠ দেখি মা সকল!
. হের নব প্রভাতের নব তপন উজল,
নিরানন্দ-ভরা ভারতে আজি কেন এ হরষ-চিহ্ন
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
কিসের সাড়া?
. নিরানন্দ-ভরা ভারতে আজি কেন এ হরষ-চিহ্ন?
. এলো কি রে, সে দিন ফিরে, যে দিন ধর্মকথা ভিন্ন
কবে অবশ এ হৃদয় জাগিবে---
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
গানটির স্বরলিপি আমরা পাই কল্যাণী কাজী কৃত "১০১টি সুনির্বাচিত রজনীকান্তের গানের
স্বরলিপি" গ্রন্থ থেকে। সেখানে রাগ ও তালের উল্লেখ না থাকায়, সেই স্বরলিপি থেকেই তা
আমাদের জানিয়েছেন সঙ্গীতজ্ঞ দেবাশিস রায়।
আশা
॥ মিশ্র শ্রীরাগ ও পুরিয়া ধানেশ্রী, কাহারবা॥
. কবে অবশ এ হৃদয় জাগিবে---
. প্রাণে সুমতি-সমীরণ বহিবে?
অনন্ত কল্লোলকুল কাল-সিন্ধু-কূলে
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
শুভ যাত্রা
অনন্ত কল্লোলকুল কাল-সিন্ধু-কূলে
উত্তরিল স্বর্ণতরী, অব্যাহত গতি,---
অভ্রান্ত অচল লক্ষ্য। হের ফুল্ল ফুলে
তরুণ প্রভাত করে মঙ্গল-আরতি—
মধুপ-গুঞ্জনে, বন-বিহঙ্গের গানে,
অন্তহীন জ্ঞান-গগনে নবীন তপন-ভাতি রে
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
নবীন উদ্যম
অন্তহীন জ্ঞান-গগনে নবীন তপন-ভাতি রে।
এস এস সব বন্ধু মিলিয়া নবীন পুলকে মাতি রে॥
. কর্ম অসীম, বিপুল বিশ্ব,
আজি এ শারদ সাঁঝে
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
শারদ সন্ধ্যা
॥ ইমন কল্যাণ, একতাল॥
. আজি এ শারদ সাঁঝে
ঐ শোন দূরে পল্লীমুখর কাঁসরঘন্টা বাজে!
. দিনমণি যায়---“বিদায় বিদায়”
. বিহগ-কণ্ঠে দিশি দিশি ধায়,
. উদ্দাম বেগে মরম আবেগে
. মত্ত তটিনী চলিছে ;
ধীরে ধীরে তীরে তীরে, শ্লথ মন্থর বীচিমালা ফিরে
. গাহিয়া সবারি কাছে।
. পবনে গগনে জনে জনে বনে
. ঐ কল্লোলময়ী গীতি---
. নিখিল বিশ্বে একই রাগিণী
. ধ্বনিতেছে নিতি নিতি ;
. একই মন্ত্রে একই সাধনা একই আরতি রাজে,
. মনোমন্দির মাঝে!
সন্ধ্যা-সমীরে, ধীরে ধীরে
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
গানটির স্বরলিপি আমরা পাই কল্যাণী কাজী কৃত "১০১টি সুনির্বাচিত রজনীকান্তের গানের
স্বরলিপি" গ্রন্থ থেকে। সেখানে রাগ ও তালের উল্লেখ না থাকায়, সেই স্বরলিপি থেকেই তা
আমাদের জানিয়েছেন সঙ্গীতজ্ঞ দেবাশিস রায়।
মিলনোত্সব
॥ মিশ্র কামোদ, দাদরা॥
সন্ধ্যা-সমীরে ধীরে ধীরে
. একটি দিবস পলায় রে।
অতীত তিমিরে সিন্ধু-গভীরে
. একটি জীবন মিশায় রে।
নব নব আশা, নূতন ভরসা
. জাগিছে হৃদয়ে রে।
নব শকতি-বলে, সঁপিব সকলে
. (জীবন) স্বদেশ-সেবায় রে।
আজি শুভ দিনে শুভ সম্মিলনে
. কত সুখ কত প্রীতি রে।
ভাই ভাই মিলি, (দেহ) প্রীতি-কোলাকুলি,
. ভুলি’ সব অন্তর রে।
সঁপি সব আশা, দুঃখ-পিপাসা,
. দেব পরম-চরণে রে।
আজি যেই ভাবে, মিলেছিনু সবে,
. বিধি যেন এমনি মিলায় রে।
. ***********************
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের গানের সূচিতে . . .
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .
মিলনসাগর