কবি দ্বিজ মাধবের বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
অন্যান্য কবিদের দ্বিজ মাধব ভণিতাযুক্ত পদ     
এই সব রূপে রাস বেহার করিয়া    
ওহে কানাই ভালাই লইয়া যাও গোঠে হে    
যমুনার মাঝে আসি কাঁপাইল নায়   
কহিছে কাণ্ডারী শুন হে গোরি    
কানু বোলয়ে রাধে মোর ছোট না    
বিপিনে গমন দেখি হয়্যা সকরুণ আখি    
বোলে বনমালী শুন গোয়ালিনি    
মধুপূর্ণমাসি নিশি পূর্ণমি সুন্দর শশী    
যমুনার মাঝে আসি কাঁপাইল নায়    
শঙ্খ দুন্দুভি বাজে নাচে দেবগণ    
সখী সাথে চলে পথে রাই বিনোদিনী    
স্থান অতি উজ্জ্বল পরম      

মাধব আচার্য্যের দ্বিজ মাধব ভণিতাযুক্ত পদ            
আমার সুন্দর নায়, যে বা আসি দেয় পায়    
উজ্জ্বল কবরী কুসুম ঝুরি শোভা    
এই সব রূপে সারিসারি গোপনারী    
কুঞ্জর সুন্দর মুখ এ তিন লোচন    
নহে তীর্থ জলময় দরশনে পাপক্ষয়    
শিব শুক সনক সনাতন সুখে    
শুন প্রভু জগদীশ তুআ পদে অহর্ন্নিশ    
শ্যামধাম রসধাম গহিরা    
সকল গোআলা কান্দে হইয়া আকুল    
সবে ধন রাম কানাই    
সর্ব্ব শুভোদয় হইল পরম শোভন    
হাটে বাটে সব শুনি একরব    
হেনমনে মায়া পাতিয়া গোবিন্দাই    


মিলনসাগর
.
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।


১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।