কবি বুদ্ধদেব বসু - একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, গল্পকার, নাট্যকার, শিশু সাহিত্যিক, প্রাবন্ধিক ও সমালোচক ছিলেন |
১৯৩০ এর আগেই তিনি কবি অজিত দত্তের সঙ্গে একত্রে ঢাকা থেকে 'প্রগতি' পত্রিকা সম্পাদনা করতেন | তাঁর প্রথম কাব্যগ্রন্থ মর্মবাণী(১৯২৫)| কিন্তু বন্দির বন্দনা (১৯৩০) গ্রন্থেই তাঁর স্বকীয়তা ফুটে ওঠে | যৌবনের উল্লাস ও নারীর প্রতি তীব্র আকর্ষণ, তাঁর এই কাব্যে প্রচণ্ড শক্তি রূপে কাজ করেছে | আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্র কাব্যের ছায়া তাঁর কবিতায় সব চেযে বেশী | কঙ্কাবতী(১৯৩৪), দ্রৌপদীর শাড়ী(১৯৪৮), শীতের প্রার্থনা, বসন্তের উত্তর(১৯৫৫), যে আঁধার আলোর অধিক(১৯৫৮), মরচে পড়া পেরেকের গান(১৯৬৬) প্রভৃতি কাব্যগ্রন্থ তাঁর প্রতিভার অসামান্য প্রকাশ | এ ছাড়া তিনি অনেক অনুবাদ কবিতাও লিখেছেন |
উত্স: সুদক্ষিণা বসুর "বুদ্ধদেব বসু", পশ্চিম বঙ্গ বাংলা আকাদেমী ১৯৯৭
আমরা কৃতজ্ঞ কবি হেমচন্দ্র বাগচীর পৌত্র শ্রী পার্থ বাগচীর কাছে, যিনি হেমচন্দ্রের সঙ্গে কবি বুদ্ধদেব বসুর- পত্রালাপের প্রতিছবি আমাদের পাঠিয়েছেন। পার্থ বাবুর সঙ্গে যোগাযোগ - ইমেল - bagchipartha@gmail.com , চলভাষ - +৯০৪৬৭৭৯০৯৬ , +৯৪৩৩২০০৯৬৩
কবি হেমচন্দ্র বাগচীর পৌত্র পার্থ বাগচীর সৌজন্যে পাওয়া কবি হেমচন্দ্র বাগচীর সঙ্গে অন্যান্য কবি ও গুণীজনদের পত্রালাপ পড়তে নিচের লিঙ্কগুলিতে ক্লিক করুন . . .