কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় - এর জন্ম নদীয়া জেলার শান্তিপুরে |

তিনি বৃত্তিতে শিক্ষক ছিলেন | তাঁরই প্রেরণায় উত্সাহিত হয়ে তাঁর স্কুলের (হাওড়া জেলা স্কুল) এক  ছাত্র
বৈদ্যনাথ ভট্টাচার্য, স্কুল থেকেই কাব্যচর্চায় মনোনিবেশ করেন এবং পরবর্তী জীবনে "বাণীকুমার" ছদ্মনামে রচনা
করেন বাঙালীর অতীব প্রিয় এবং অপরিহার্য গীতিআলেখ্য  "মহিষাসুরমর্দিনী" যা আজো প্রতি বছর মহালয়ার
প্রভাতে আকাশবাণী কলকাতা থেকে সম্প্রচারিত করে দেবীপক্ষের সূচনা করা হয়।

কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ "রঙ্গমহল" (১৯০১) | তাঁর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে
"প্রসাদী" (১৯০৪), "ঝরা ফুল" (১৯১১), "শান্তিজল" (১৯১৩), "ধানদূর্বা" (১৯২১), "শতনরী" (১৯৩০) প্রভৃতি |

"রঙ্গমহল"-এ তাঁর স্বদেশ প্রেম ও নিসর্গ ভাবুকতার পরিচয় স্পষ্ট | তাঁর অন্যান্য কাব্যেও পল্লীবাংলার প্রতি
আন্তরিক প্রীতি ও রূপমুগ্ধতার পরিচয় আছে | তাঁর ভাষা বর্ণাঢ্য ও ধ্বনিগাম্ভীর্যপূর্ণ |

প্রখ্যাত কবি ও সমালোচক
মেহিতলাল মজুমদার এই কবি সম্বন্ধে লিখেছিলেন - "ভাষা ও ছন্দের অমোঘ সৌষ্ঠব
সর্বাগ্রে পাঠকদের হৃদয়গোচর হয় |"

উত্স:  

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১৪.১০.২০১২।
পাতার পরিবর্ধিত সংস্করণ - ১০.৫.২০২১।
কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের কবিতা   
করুণানিধান বন্দ্যোপাধ্যায়
১৯. ১০. ১৮৭৭ ~ ০৫. ০২. ১৯৫৫
HOME
HOME BANGLA
আমরা কৃতজ্ঞ কবি হেমচন্দ্র বাগচীর পৌত্র শ্রী পার্থ বাগচীর কাছে, যিনি হেমচন্দ্রের সঙ্গে
কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়-এর পত্রালাপের প্রতিছবি আমাদের পাঠিয়েছেন। পার্থ বাবুর
সঙ্গে যোগাযোগ - ইমেল -
bagchipartha@gmail.com ,
চলভাষ -
+৯১৯০৪৬৭৭৯০৯৬ , +৯১৯৪৩৩২০০৯৬৩    
কবি হেমচন্দ্র বাগচীর পৌত্র পার্থ বাগচীর সৌজন্যে পাওয়া
কবি হেমচন্দ্র বাগচীর সঙ্গে অন্যান্য কবি ও গুণীজনদের
পত্রালাপ পড়তে নিচের লিঙ্কগুলিতে ক্লিক করুন . . .

হেমচন্দ্র বাগচী - করুণানিধান বন্দ্যোপাধ্যায়

হেমচন্দ্র বাগচী - মোহিতলাল মজুমদার

হেমচন্দ্র বাগচী - বুদ্ধদেব বসু

হেমচন্দ্র বাগচী - সুশীল জানা   

স্নিগ্ধবনগন্ধ আকুল মোহনার নাম হেমচন্দ্র বাগচী   
সুধীর চক্রবর্তী, কবিতাসম্মেলন, মার্চ ২০০৯ সংখ্যা
(কবি হেমচন্দ্র বাগচীর জীবনী)