*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১১৭

.           যাত্রী আমি ওরে |
পারবে না কেউ রাখতে আমায় ঘরে |
.     দুঃখ সুখের বাঁধন সবই মিছে,
.     ভাঁধা এ ঘর রইবে কোথায় পিছে---
.     বিষয় বোঝা টানে আমায় নীচে,
.               ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে |

.         
   যাত্রী আমি ওরে |
চলতে পথে গান গাহি প্রাণ ভরে |
.      দেহদুর্গে খুলবে সকল দ্বার,
.      ছিন্ন হবে সকল বাসনার,
.      ভালোমন্দ কাটিয়ে হব পার---
.                চলতে রব লোকে লোকান্তরে |

.        
     যাত্রী আমি ওরে |
যা কিছু ভার যাবে সকল সরে |
.        আকাশ আমায় ডাকে দূরের পানে
.        ভাষাবিহীন অজানিতের গানে,
.        সকাল সাঁঝে পরাণ মম টানে
.                 কাহার বাঁশি এমন গভীর স্বরে |

.             যাত্রী আমি ওরে |
বাহির হলেম না জানি কোন্ ভোরে |
.         তখন কোথাও গায় নি কোনো পাখি,
.         কী জানি রাত কতই ছিল বাকি,
.          নিমেষহারা শুধু একটু আঁখি
.                  জেগে ছিল অন্ধকারের 'পরে |

.              যাত্রী আমি ওরে |
কোন্ দিনান্তে পৌঁছব কোন্ ঘরে |
.          কোন্ তারকা দীপ জ্বালে সেইখানে,
.          বাতাস কাঁদে কোন্ কুসুমের ঘ্রাণে,
.          কে গো সেথায় স্নিগ্ধ দু'নয়ানে
.                   অনাদিকাল চাহে আমার তরে |

.                                **************


গোরাই নদী
২৬ আষাঢ় ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি
Gitanjali by Rabindra Nath Tagore
The Nobel Prize for literature in 1913 was awarded to Tagore for his book of poems Gitanjali (Song Offerings)
...
বাংলায় গীতাঞ্জলি প্রকাশিত হয় শান্তিনিকেতন থেকে ১৩১৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে ১৫৭টি গান নিয়ে | পরে ১লা নভেম্বর ১৯১৩ সালে
লণ্ডনের ইণ্ডিয়া সোসাইটি থেকে একই নামে কবি উইলিয়াম বাটলার ইয়েটস এর লেখা ভূমিকা নিয়ে রবীন্দ্রনাথের নিজের
ইংরেজীতে অনুবাদ করা বইটি প্রকাশিত হয় ১০৩টি গান নিয়ে, যার মধ্যে ৫৩টি গান বাংলা গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছিল |  এই
ইংরেজী বইটির জন্যই তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন |

Tagore's Gitanjali(Song Offerings) was first published from Shantiniketan in West Bengal, India in 1912 in
Bengali. It contained 157 songs. Later on the English translation, by Tagore himself, of the Bengali book with
the same name, with an introduction by poet William Butler Yeats, was published from India Society, London
on 1st Nov 1912. The book contained 103 songs out of which 53 were taken from the Bengali
version. Gitanjali in English earned Tagore The Nobel Prize in 1913.
....
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৪২

যাবার দিনে এই কথাটি
.          বলে যেন যাই---
যা দেখেছি যা পেয়েছি
.          তুলনা তার নাই |
.                       এই জ্যোতিঃসমুদ্রমাঝে
.                       যে শতদল পদ্ম রাজে
.                       তারই মধু পান করেছি,
.                                     ধন্য আমি তাই---
.                       যাবার দিনে এই কথাটি
.                                     জানিয়ে যেন যাই |

বিশ্বরূপের খেলাঘরে
.           কতই গেলেম খেলে,
অপরূপকে দেখে গেলেম
.           দুটি নয়ন মেলে |
.                       পরশ যাঁরে যায় না করা
.                       সকল দেহে দিলেন ধরা,
.                       এইখানে শেষ করেন যদি
.                                      শেষ করে দেন তাই---
.                       যাবার দিনে এই কথাটি
.                                     জানিয়ে যেন যাই |


.                                **************


২০ শ্রাবণ ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৯৫

যেথায় তোমার লুট হতেছে ভুবনে
সেই খানে মোর চিত্ত যাবে কেমনে |
.       সোনার ঘটে সূর্য তারা
.       নিচ্ছে তুলে আলোর ধারা,
অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে |
সেইখানে মোর চিত্ত যাবে কেমনে |

যেথায় তুমি বস' দানের আসনে
চিত্ত আমার সেথায় যাবে কেমনে |
.       নিত্য নূতন রসে ঢেলে
.       আপনাকে দিচ্ছ মেলে,
সেথা কি ডাক পড়বে না গো জীবনে |
সেইখানে মোর চিত্ত যাবে কেমনে |

.           **************

৮ আষাঢ় ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১০৭

যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
সেইখানে যে চরণ তোমার রাজে
সবার পিছে, সবার নীচে,
সব-হারাদের মাঝে |
যখন তোমায় প্রণাম করি আমি
প্রণাম আমার কোন্ খানে যায় থামি---
তোমার চরণ যেথায় নামে অপমানের তলে
সেথায় আমার প্রণাম নামে না যে
সবার পিছে, সবার নীচে,
সব-হারাদের মাঝে |

অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফের'
রিক্তভূষণ দীনদরিদ্র সাজে
সবার পিছে, সবার নীচে,
সব-হারাদের মাঝে |
ধনে মানে যেথায় আছে ভরি
সেথায় তোমার সঙ্গ আশা করি---
সঙ্গী হয়ে আছ যেথায় সঙ্গীহীনের ঘরে
সেথায় আমার হৃদয় নামে না যে
সবার পিছে, সবার নীচে,
সব-হারাদের মাঝে |

.       **************

১৯ আষাঢ় ১৩১৭       
.                             
Tagore's translation of the song for English Gitanjali
.                                                  গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page     

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৩৪

যেন       শেষ গানে মোর সব রাগিণী পূরে,
আমার    সব আনন্দ মেলে তাহার সুরে |
.                যে আনন্দে মাটির ধরা হাসে
.                অধীর হয়ে করুলতায় ঘাসে,
.                যে আনন্দে দুই পাগলের মতো
.                        জীবন মরণ বেড়ায় ভুবন ঘুরে---
.                        সেই আনন্দ মেলে তাহার সুরে |

.           যে আনন্দ আসে ঝড়ের বেশে,
.           ঘুমন্ত প্রাণ জাগায় অট্ট হেসে |
.                 যে আনন্দ দাঁড়ায় আঁখিজলে
.                 দুঃখব্যথার রক্তশতদলের,
.                 যা আছে সব ধুলায় ফেলে দিয়ে
.                         যে আনন্দে বচন নাহি ফুরে---
.                         সেই আনন্দ মেলে তাহার সুরে |

.                                      **************

১১ শ্রাবণ ১৩১৭                  
.                                                         
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                 
Tagore's translation of this song for Gitanjali (English)
.                                                Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১২৬

রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে,
পরাও যারে মণিরতন-হার---
খেলাধুলা আনন্দ তার সকলই যায় ঘুরে,
বসন-ভূষণ হয় যে বিষম ভার |
ছেঁড়ে পাছে আঘাত লাগি,
পাছে ধুলায় হয় সে দাগি,
আপনাকে তাই সরিয়ে রাখে সবার হতে দূরে,
চলতে গেলে ভাব্ না ধরে তার---
রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে,
পরাও যারে মণিরতন-হার |

কী হবে, মা অমন-তরো রাজার মতো সাজে,
কী হবে ওই মণিরতন-হারে---
দুয়ার খুলে দাও যদি তো ছুটি পথের মাঝে
রৌদ্রবায়ু-ধুলাকাদার পাড়ে |
যেথায় বিশ্বজনের মেলা,
সমস্ত দিন নানান খেলা,
চারি দিকে বিরাট গাথা বাজে হাজার সুরে,
সেথায় সে যে পায় না অধিকার---
রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে,
পরাও যারে মণিরতন-হার |

**************

২ শ্রাবণ ১৩১৭                                                             
                                                   
.                               
Tagore's translation of the song for English Gitanjali
.                   গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                
Gitanjali (English) index page      

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৪৭

রূপ-সাগরে ডুব দিয়েছি
.       অরূপ-রতন আশা করি ;
ঘাটে ঘাটে ঘুরব না আর
.        ভাসিয়ে আমার জীর্ণ তরী |
.                  সময় যেন হয় রে এবার
.                  ঢেউ-খাওয়া সব চুকিয়ে দেবার,
.                  সুধায় এবার তলিয়ে গিয়ে
.                           অমর হয়ে রব মরি |

যে গান কানে যায় না শোনা
.         সে গান যেথায় নিত্য বাজে,
প্রাণের বীণা নিয়ে যাব
.         সেই অতলের সভা-মাঝে |
.                  চিরদিনের সুরটি বেঁধে
.                  শেষ গানে তার কান্না কেঁদে
.                  নীরব যিনি তাহার পায়ে
.                           নীরব বীণা দিব ধরি |

.                                 **************

১২ পৌষ ১৩১৬                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১২

লেগেছে অমল ধবল পালে
.       মন্দ মধুর হাওয়া |
দেখি নাই কভু দেখি নাই
.       এমন তরণী বাওয়া |
.               কোন্ সাগরের পার হতে আনে
.                      কোন্ সুদূরের ধন |
.                      ভেসে যেতে চায় মন,
.               ফেলে যেতে চায় এই কিনারায়
.                      সব চাওয়া সব পাওয়া |

পিছনে ঝরিছে ঝরঝর জল,
.       গুরুগুরু দেয়া ডাকে |
মুখে এসে পড়ে অরুণকিরণ
.        ছিন্ন মেঘের ফাঁকে |
.               ওগো কাণ্ডারী, কে গো তুমি, কার
.                       হাসিকান্নার ধন |
.                       ভেবে মরে মোর মন,
.                কোন্ সুরে আজ বাঁধিবে যন্ত্র
.                        কী মন্ত্র হবে গাওয়া |

.                                 **************

শান্তিনিকেতন
৩ ভাদ্র ১৩১৫                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৩৮

শরতে আজ কোন্ অতিথি
.       এল প্রাণের দ্বারে---
আনন্দগান গা রে হৃদয়,
.       আনন্দগান গা রে |
নীল আকাশের নীরব কথা
শিশির-ভেজা ব্যাকুলতা
বেজে উঠুক আজি তোমার
.       বীণার তারে তারে |

শস্যখেতের সোনার গানে
যোগ দে রে আজ সমান তানে,
ভাসিয়ে দে সুর ভরা নদীর
.        অমল জলধারে |

যে এসেছে তাহার মুখে
দেখ্ রে চেয়ে গভীর সুখে,
দুয়ার খুলে তাহার সাথে
.         বাহির হয়ে যারে |

.            **************

শান্তিনিকেতন
১৮ ভাদ্র ১৩১৬                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৫৬

শেষের মধ্যে অশেষ আছে
.        এই কথাটি মনে
আজকে আমার গানের শেষে
.        জাগছে ক্ষণে ক্ষণে |
.                    সুর গিয়েছে থেমে, তবু
.                    থামতে যেন চায় না কভু---
.                    নীরবতায় বাজছে বীণা
.                           বিনা প্রয়োজনে |

তারে যখন আঘাত লাগে,
.         বাজে যখন সুরে,
সবার চেয়ে বড়ো যে গান
.          সে রয় বহু দূরে---
.                     সকল আলাপ গেলে থেমে
.                     শান্ত বীণায় আসে নেমে,
.                     সন্ধ্যা যেমন দিনের শেষে
.                           বাজে গভীর স্বনে |

.                              **************

কলিকাতা
২৬ শ্রাবণ ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৫২

সংসারেতে আর যাহারা
.        আমায় ভালোবাসে
তারা আমায় ধরে রাখে
.        বেঁধে কঠিন পাশে |
.                     তোমার প্রেম যে সবার বাড়া
.                     তাই তোমারই নূতন ধারা---
.                     বাঁধ' নাকো, লুকিয়ে থাক',
.                             ছেড়েই রাখ' দাসে |

আর-সকলে, ভুলি পাছে,
.         তাই রাখে না একা |
দিনের পরে কাটে যে দিন,
.         তোমারই নেই দেখা |
.                      তোমায় ডাকি নাই-বা ডাকি,
.                      যা খুশি তাই নিয়ে থাকি,
.                      তোমার খুশি চেয়ে আছে
.                              আমার খুশির আশে |

.                              **************

ই.আই.আর. রেলপথে
২৫ শ্রাবণ ১৩১৭                             

.                                                          
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                 
Tagore's translation of this song for Gitanjali (English)
.                                                 Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৭৩

সবা হতে রাখব তোমায়
.        আড়াল ক'রে
হেন পূজার ঘর কোথা পাই
.        আমার ঘরে |
.                 যদি আমার দিনে রাতে
.                 যদি আমার সবার সাথে
.                 দয়া ক'রে দাও ধরা তো
.                           রাখব ধরে |

মান দিব যে তেমন মানী
.        নই তো আমি,
পূজা করি সে আয়োজন
.        নাই তো স্বামী |
.                  যদি তোমায় ভালোবাসী
.                  আপনি বেজে উঠবে বাঁশী,
.                  আপনি ফুটে উঠবে কুসুম
.                           কানন ভ'রে |

.                              **************

১১ জ্যৈষ্ঠ ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৭৬

সভা যখন ভাঙবে তখন
.      শেষের গান কি যাব গেয়ে |
হয়তো তখন কণ্ঠহারা
.      মুখের পানে রব চেয়ে |
এখনো যে সুর লাগে নি,
বাজবে কি আর সেই রাগিণী---
প্রেমের ব্যথা সোনার তানে
.      সন্ধ্যাগগন ফেলবে ছেয়ে ?

এতদিন যে সেধেছি সুর
.      দিনে রাতে আপন-মনে,
ভাগ্যে যদি সেই সাধনা
.      সমাপ্ত হয় এই জীবনে---
এ জনমের পূর্ণ বাণী
মানসবনের পদ্মখানি
ভাসাব শেষ সাগর-পানে
.       বিশ্বগানের ধারা বেয়ে |

.                              **************

কলিকাতা
২৪ জ্যৈষ্ঠ ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১২০

সীমার মাঝে, অসীম, তুমি
.       বাদাও আপন সুর |
আমার মধ্যে তোমার প্রকাশ
.       তাই এত মধুর |
কত বর্ণে কত গন্ধে
কত গানে কত ছন্দে,
অরূপ, তোমার রূপের লীলায়
.        জাগে হৃদয়পুর |
আমার মধ্যে তোমার শোভা
.        এমন সুমধুর |

তোমায় আমায় মিলন হলে
.        সকলই যায় খুলে---
বিশ্বসাগর ঢেউ খেলায়ে
.        উঠে তখন দুলে |
তোমার আলোয় নাই তো ছায়া,
আমার মাঝে পায় সে কায়া---
হয় সে আমার অশ্রুজলে
.         সুন্দর বিধুর |
আমার মধ্যে তোমার শোভা
.         এমন সুমধুর |

.           **************

গোরাই, জানিপুর
২৭ আষাঢ় ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১২০

সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণবরণ পারিজাত লয়ে হাতে |
.            নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে,
.            একা চলি গেলে তোমার সোনার রথে---
.            বারেক থামিয়া মোর বাতায়ন-পানে
.                    চেয়েছিলে তব করুণ নয়নপাতে |

স্বপন আমার ভরেছিল কোন্ গন্ধে,
ঘরের আঁধার কেঁপেছিল কী আনন্দে,
ধুলায়-লুটানো নীরব আমার বীণা
.            বেজে উঠেছিল অনাহত কী আঘাতে |

.            কতবার আমি ভেবেছিনু উঠি-উঠি,
.            আলস ত্যজিয়া পথে বাহিরাই ছুটি,
.            উঠিনু যখন তখন গিয়েছ চলে---
.                     দেখা বুঝি আর হল না তোমার সাথে |
.                           সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে |

.           **************

তিনধরিয়া  
১৭ জ্যৈষ্ঠ ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৬১

সে যে পাশে এসে বসেছিল,
.        তবু জাজি নি |
কী ঘুম তোরে পেয়েছিল,
.        হতভাগিনী |
এসেছিল নীরব রাতে,
বীণাখানি ছিল হাতে,
স্বপন-মাঝে বাজিয়ে গেল
.        গভীর রাগিণী |

জেগে দেখি দখিন হাওয়া
.        পাগল করিয়া
গন্ধ তাহার ভেসে বেড়ায়
.        আঁধার ভরিয়া |
কেন আমার রজনী যায়,
কাছে পেয়ে কাছে না পায়,
কেন গো তার মালার পরশ
.         বুকে লাগে নি |

.           **************

বোলপুর  
১২ বৈশাখ ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১০৬

হে মোর চিত্ত, পূণ্য তীর্থে
.       জাগো রে ধীরে---
এই ভারতের মহামানবের
.       সাগরতীরে |
.                   হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে
.                           নমি নরদেবতারে,
.                   উদার ছন্দে পরমানন্দে
.                           বন্দন করি তাঁরে |
.                   ধ্যানগম্ভীর এই-যে ভূধর,
.                    নদীজপমালাধৃত প্রান্তর,
.                    হেথায় নিত্য হেরো পবিত্র
.                           ধরিত্রীরে
.                   এই ভারতের মহামানবের
.                           সাগরতীরে |

কেহ নাহি জানে কার আহ্বানে
.         কত মানুষের ধারা
দুর্বার স্রোতে এলো কোথা হতে
.         সমুদ্রে হল হারা |
.                   হেথায় আর্য হেথা অনার্য,
.                            হেথায় দ্রাবিড় চিন---
.                   শকহুনদল পাঠান মোগল
.                            এক দেহে হল লীন |
.                   পশ্চিম আজি খুলিয়াছে দ্বার,
.                   সেথা হতে সবে আনে উপহার,
.                   দিবে আর নিবে, মিলাবে মিলিবে,
.                            যাবে না ফিরে---
.                   এই ভারতের মহামানবের
.                           সাগরতীরে |

রণধারা বাহি জয়গান গাহি
.         উন্মাদ কলরবে
ভেদি মরুপথ গিরিপর্বত
.         যারা এসেছিল সবে,
.                   তারা মোর মাঝে সবাই বিরাজে
.                           কেহ নহে নহে দূর,
.                    আমার শোণিতে রয়েছে ধ্বনিতে
.                           তারি বিচিত্র সুর |
.                    হে রুদ্রবীণা, বাজো বাজো বাজো,
.                    ঘৃণা করি দূরে আছে যারা আজও
.                    বন্ধ নাশিবে, তারাও আসিবে,
.                            দাঁড়াবে ঘিরে
.                     এই ভারতের মহামানবের
.                            সাগরতীরে |

হেথা একদিন বিরামবিহীন
.          মহা ওঙ্কারধ্বনি
হৃদয়তন্ত্রে একের মন্ত্রে
.          উঠেছিল রনরনি |
.                     তপ্স্যাবলে একের অনলে
.                            বহুরে আহুতি দিয়া
.                     বিভেদ ভুলিল, জাগায়ে তুলিল
.                            একটি বিরাট হিয়া |
.                     সেই সাধনার সে আরাধনার
.                     যজ্ঞশালায় খোলা আজি দ্বার,
.                     হেথায় সবারে হবে মিলিবারে
.                             আনতশিরে |
.                     এই ভারতের মহামানবের
.                              সাগরতীরে |

সেই হোমানলে হেরো আজি জ্বলে
.          দুখের রক্তশিখা |
হবে তা সহিতে, মর্মে দহিতে---
.          আছে সে ভাগ্যে লিখা |
.                     এ দুখবহন করো মোর মন,
.                             শোনো রে একের ডাক |
.                     যত লাজ ভয় করো কোরো জয়,
.                             অপমান দূরে যাক |
.                      দুঃসহ ব্যথা হয়ে অবসান
.                      জন্ম লভিবে কী বিশাল প্রাণ |
.                      পোহায় রজনী, জাগিছে জননী
.                              বিপুল নীড়ে
.                      এই ভারতের মহামানবের
.                              সাগরতীরে |

এসো হে আর্য, এসো অনার্য,
.           হিন্দু মুসলমান |
এসো এসো আজ তুমি ইংরাজ,
.           এসো এসো খৃস্টান |
.                        এসো ব্রাহ্মণ, শুচি করি মন
.                                ধরো হাত সবাকার |
.                        এসো হে পতিত, করো অপনীত
.                                 সব অপমান ভার |
.                        মার অভিষেকে এসো এসো ত্বরা
.                        মঙ্গলঘট হয়নি যে ভরা
.                        সবার-পরশে-পবিত্র-করা
.                                  তীর্থনীরে
.                        এই ভারতের মহামানবের
.                                  সাগরতীরে |

.                                   **************

১৮ আষাঢ় ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

রচনা সংখ্যা ১০৮

হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান
অপমানে হতে হবে তাহাদের সবার সমান |
মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান |

মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে
ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে |
বিধাতার রুদ্ররোষে
দুর্ভিক্ষের দ্বারে ব'সে
ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান |
অপমানে হতে হবে তাহাদের সবার সমান |

তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে
সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে |
চরণে দলিত হয়ে
ধুলায় সে যায় বয়ে---
সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহিরে পরিত্রাণ |
অপমানে হতে হবে আজি তোরে সবার সমান |

যারে তুমি নিচে ফেল' সে তোমারে বাঁধিবে যে নীচে,
পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে |
অজ্ঞানের অন্ধকারে
আড়ালে ঢাকিছ যারে
তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান |
অপমানে হতে হবে তাহাদের সবার সমান |

শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মানভার,
মানুষের নারায়ণে তবুও কর না নমস্কার |
তবু নত করি আঁখি
দেখিবারে পাও না কি
নেমেছে ধুলার তলে হীন-পতিতের ভগবান |
অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান |

দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে,
অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে |
সবারে না যদি ডাক'
এখনো সরিয়া থাক'
আপনারে বেঁধে রাখ' চৌদিকে জড়ায়ে অভিমান---
মৃত্যুমাঝে হবে তবে চিতাভস্মে সবার সমান |

**************

২০ আষাঢ় ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১০১

হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ
কী অমৃত তুমি চাহ করিবারে পান |
.             আমার নয়নে তোমার বিশ্বছবি
.             দেখিয়া লইতে সাধ যায় তব কবি---
.             আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি
.                    শুনিয়া লইতে চাহ আপনার গান |
.             হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ
.             কী অমৃত তুমি চাহ করিবারে পান |

আমার চিত্তে তোমার সৃষ্টিখানি
রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী |
.              তারি সাথে প্রভু, মিলিয়া তোমার প্রীতি
.              জাগায়ে তুলিছে আমার সকল গীতি,
.              আপনারে তুমি দেখিছ মধুর রসে
.                      আমার মাঝারে নিজেরে করিয়া দান |
.              হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ
.              কী অমৃত তুমি চাহ করিবারে পান |

.                                   **************

আষাঢ় ১৩১৭        
.                                                         
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                
Tagore's translation of this song for Gitanjali (English)
.                                               Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৩৯

হেথা          যে গান গাইতে আসা আমার
.                       হয় নি সে গান গাওয়া---
আজও        কেবলই সুর সাধা, আমার
.                       কেবল গাইতে চাওয়া |

আমার        লাগে নাই সে সুর, আমার
.                       বাঁধে নাই সে কথা---
শুধু            প্রাণেরই মাঝখানে আছে
.                       গানের ব্যাকুলতা |
আজও        ফোটে নাই সে ফুল, শুধু
.                       বহেছে এক হাওয়া |

আমি          দেখি নাই তার মুখ, আমি
.                        শুনি নাই তার বাণী---
কেবল         শুনি ক্ষণে ক্ষণে তাহার
.                         পায়ের ধ্বনিখানি |
আমার        দ্বারের সমুখ দিয়ে সে জন
.                         করে আসা-যাওয়া |

শুধু            আসন পাতা হল আমার
.                         সারাটি দিন ধরে---
ঘরে           হয় নি প্রদীপ জ্বালা, তারে
.                          ডাকব কেমন করে |
আছি          পাবার আশা নিয়ে, তারে
.               হয়নি আমার পাওয়া |

.                                   **************

কলিকাতা
২৭ ভাদ্র ১৩১৬                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৪৯

হেথায় তিনি কোল পেতেছেন
.           আমাদের এই ঘরে |
আসনটি তাঁর সাজিয়ে দে, ভাই,
.            মনের মতো করে |
গান গেয়ে আনন্দমনে
.            ঝাঁটিয়ে দে সব ধুলা |
যত্ন করে দূর করে দে
.             আবর্জনাগুলা |
জল ছিটিয়ে ফুলগুলি রাখ্
.             সাজিখানি ভরে---
আসনটি তাঁর সাজিয়ে দে, ভাই,
.            মনের মতো করে |

দিন-রজনী আছেন তিনি
.            আমাদের এই ঘরে |
সকালবেলায় তাঁরি হাসি
.            আলোক ঢেলে পড়ে |
যেমনি ভোরে জেগে উঠে
.             নয়ন মেলে চাই,
খুশি হয়ে আছেন চেয়ে
.             দেখতে মোরা পাই |
তাঁরি মুখের প্রসন্নতায়
.             সমস্ত ঘর ভরে |
সকালবেলায় তাঁরি হাসি
.            আলোক ঢেলে পড়ে |

একলা তিনি বসে থাকেন
.            আমাদের এই ঘরে
আমরা যখন অন্য কোথাও
.             চলি কাজের তরে |
দ্বারের কাছে তিনি মোদের
.             এগিয়ে দিয়ে যান---
মনের সুখে ধাই রে পথে,
.             আনন্দে গাই গান |
দিনের শেষে ফিরি যখন
.              নানা কাজের পরে,
দেখি তিনি একলা বসে
.              আমাদের এই ঘরে |

তিনি জেগে বসে থাকেন
.              আমাদের এই ঘরে
আমরা যখন অচেতনে
.              ঘুমাই শয্যা-'পরে |
জগতে কেউ দেখতে না পায়
.              লুকানো তাঁর বাতি,
আঁচল দিয়ে আড়াল করে
.              জ্বালান সারা রাতি |
ঘুমের মধ্যে স্বপন কতই
.               আনাগোনা করে,
অন্ধকারে হাসেন তিনি
.               আমাদের এই ঘরে |

.                                   **************

পৌষ ১৩১৬                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ২৫

হেরি অহরহ তোমারি বিরহ
.               ভুবনে ভবনে রাজে হে |
কত রূপ ধ'রে কাননে ভূধরে
.               আকাশে সাগরে সাজে হে |
.                          সারা নিশি ধরি তারায় তারায়
.                          অনিমেষ চোখে নীরবে দাঁড়ায়,
.                                 পদপল্লবে শ্রাবণধারায়
.                                         তোমারি বিরহ বাজে হে |


ঘরে ঘরে আজি কত বেদনায়
তোমারি গভীর বিরহ ঘনায়,
কত প্রেমে হায় কত বাসনায়
.       কত সুখে দুখে কাজে হে |


.                        সকল জীবন উদাস করিয়া
.                        কত গানে সুরে গলিয়া ঝরিয়া
.                        তোমারি বিরহ উঠিছে ভরিয়া
.                                 আমার হিয়ার মাঝে হে |

.                                   **************



১২ ভাদ্র ১৩১৬, রাত্রি        

.                                                     
গীতাঞ্জলির সূচির পাতায়  
.             
Tagore's translation of this song for Gitanjali (English)
.                                            Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

এই গানটি গীতাঞ্জলির প্রথম সংস্করণে ছাপা হলেও পরবর্তি সংস্করণে বাদ দেওয়া হয়



বাঁচান বাঁচি, মারেন মরি---
.       বলো ভাই ধন্য হরি ||
ধন্য হরি ভবের নাটে, ধন্য হরি রাজ্যপাটে,
ধন্য হরি শ্মশানঘাটে, ধন্য হরি, ধন্য হরি |
সুধা দিয়ে মাতান যখন ধন্য হরি, ধন্য হরি |
ব্যথা দিয়ে কাঁদান যখন ধন্য হরি, ধন্য হরি |
আত্মজনের কোলে বুকে ধন্য হরি, ধন্য হরি |
ছাই দিয়ে সব ঘরের সুখে ধন্য হরি, ধন্য হরি |
আপনি কাছে আসেন হেসে ধন্য হরি, ধন্য হরি |
ফিরিয়ে বেড়ান দেশে দেশে ধন্য হরি, ধন্য হরি |
ধন্য হরি স্থলে জলে, ধন্য হরি ফুলে ফলে,
ধন্য হৃদয়পদ্মদলে চরণ-আলোয় ধন্য করি ||

.                  **************


                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                  
Gitanjali (English) index page      


মিলনসাগর