কবি কৃষ্ণদাসের বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
কৃষ্ণদাস কবিরাজের॥ কৃষ্ণদাস॥ ভণিতার পদ    
অদ্বৈত আচার্য্য ভার্য্যা জগতবন্দিতা আর্য্যা    
আপনি নাচিতে যবে প্রভুর মন হৈল   
ঐছে শচী জগন্নাথ পুত্র পাঞা লক্ষ্মীনাথ    
কস্তুরিকা নীলোত্পল তার সেই পরিমল    
কিবা সাক্ষাৎ কাম দ্যুতিবিম্ব মূর্ত্তিমান    
নদীয়া উদয় গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি    
পট্টবস্ত্র অলঙ্কারে সমর্পিয়া সখী করে    
শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রীঅদ্বৈত ভক্তবৃন্দ    
সনাতন! কৃষ্ণমাধুর্য্য অমৃতের সিন্ধু    

অন্যান্য কবিদের॥ কৃষ্ণদাস॥ ভণিতার পদ                 
অদোষ-দরশী মোর প্রভু নিত্যানন্দ    
আজি কালি করি কত কাল বহি গেল    
আনন্দে ভকতগণ দেই জয়-রব    
কি আনন্দ আজু বৃন্দাবনে    
গাও রে গাও রে সুখে কৃষ্ণের চরিত    
গৌর প্রেয়সী একটা নারী    
জত সহচরী লয়া পিচকারি বটুরে মঙ্গলে বেঢ়ি    
জয় জয় নিত্যানন্দ রায়    
জয় জয় মহাপ্রভু জয় গৌরচন্দ্র    
জয় রাধে শ্রীরাধে কৃষ্ণ    
জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল     
ঝুলত নাগর নাগরী সঙ্গে    
ঝুলে ঝুলে ঝুলে শ্যাম    
দেখ দুই ভাই গৌর নিতাই    
নদীয়ার ঘাটে ভাই কি অদ্ভুত তরী    
নবদ্বীপে শুনি সিংহনাদ    
নাচে গোরা প্রেমে ভোরা    
নিতাই চৈতন্য দোহেঁ বড় অবতার    
প্রাণ নাথ দূরে গয়ো বেশ ভূষণে    
প্রেম-সিন্ধু গোরা রায় নিতাই তরঙ্গ তায়    
ফাগু খেলত গোরা দ্বিজরাজ    
বাজত মৃদঙ্গ করতাল এক মেলি    
বাজে ঝির্ন্নারে ঝির্ন্নারে ধির্ন্না মৃদঙ্গ সুন্দর    
বুকে বুকে মুখে লাগিয়া থাকয়ে    
বেগে ঝুলা আনি রতন হিন্দোলা    
বেশ বনাই নাগরী নাগর সহগণ কুঞ্জেহি জাই    
মধুর মৃদঙ্গ বাজে অমিয়া রসাল    
মোহন ললিতা করত আরতি    
যারে না দেখিলে রহিতে নারি    
লাল হিন্দোলমে সখী ঝুলত গোকুল চন্দ    
শরত-চান্দ জিনি গোরা-মুখ চান্দ    
শান্তিপুরের বুড়া মালী বৈকুণ্ঠ বাগান খালি    
শ্রমজলে বিথারল দোহ বয়ান    
সভে মেলি চললহি কালিন্দী তীর    
সুন্দরী তোহে লাগি আকুল কানাই    
সুরধুনীতীরে মন্দ সমীরণ কত ফুল তাহে বিকাশ    
হিমঋতু হিমাচলে হিম বহে বাত    
হোরিক রঙ্গে ছরমে ঘুমাওল রসময় রসময়ী গোরি    


মিলনসাগর
.
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।


১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১।
৩২।
৩৩।
৩৪।
৩৫।
৩৬।
৩৭।
৩৮।
৩৯।
৪০।
৪১।
৪২।
৪৩।
৪৪।
৪৫।
৪৬।
৪৭।