কবি দিলীপ কুমার বসু-র কাব্যোপন্যাস কঙ্কনমালা
|
মলিনা-ইলা-বেলা অপ্রতিভ ঘোরে, শহরে খুঁজে ফিরে যাহা চায় |
ছুটির খুশি মুখে শিস্ টি দিয়ে সুখে অন্যদিকে জেট ছুটে যায় |
বোমায় ব্যবসায় খুবই লাভ দেয় মনটা ফূর্তিতে ভরপুর |
মলিনা-ইলা-বেলা ঘুরছে এইমত, ট্রামে ও বাসে লোকে হাত দেয়
ধরতে জানালার একটি কিনারাকে --অথবা ‘রড’ খানি--স্থির হতে,
এই কবিতাটি মিলনসাগর ডট কম থেকে নেওয়া হয়েছে
---দাঁড়াতে যাতে পারে--পৌঁছে যেতে পারে; ভিড়ের বাসগুলি গুমটের
লেপ্ টে তাকে পিঠে সুখের প্রতিযোগী মানুষ, জীবনের স্বাদ চায় |
তিনটি মেয়ে তারা | কিছুটা পথে-ঘাটে ঘোরাও আছে, জানি তাহাদের |
ভদ্র মেয়েদের রক্ষা করতেও মানুষ নেই, এটা মিথ্যাই |
এ-ওর বোনেদের, এ-ওর বউ-মেয়ে যদি না দ্যাখে তবে সভ্যতা
থাকাই মুশকিল ; কাজেই পথে-ঘাটে ট্রেনে ও বাসে মেয়ে নিরাপদ |
কাজেই মোটামুটি ভদ্র পৃথিবীতে মলিনা ওরা নামে রাস্তায় ;
বাসের গ্লানিটুকু সহজে ঝেড়ে ফেলে আবার হেসে ওঠে তিনজন |
এখানে -- মলিনার কোমল চোখ জানে, --- দেখতে পাবে সেই যুবকের
ব্যগ্র চলাফেরা, যাকে সে আশ্রয় দিয়েছে বহুদিন প্রাণে তার |
. কঙ্কনমালার সূচিতে . . .
. কবির মূল সূচিতে . . .
বড় সে স্মার্ট ছেলে এমন অবহেলে সহজে করে দেবে কেনাকাটা,
চিন্তা কোনো নেই ! এবার প্রিয় সেই --গর্ব যাকে নিয়ে -- এল প্রায় |
শরীরে নেমে আসে কি এক রূপকথা, বিমান দেহে যেন উড়ে যায় |
সে যবে হাত রাখে হৃদয়ে মলিনার ; প্রণাম করে যেন তার প্রাণ |
কোমল দ্বীপ গাল সেখানে রক্তের আভা ও আলোড়ন চুম্বনে |
যখন সম্রাট নরম নাগরাতে দেহেতে করে তার পদক্ষেপ |
এই কবিতাটি মিলনসাগর ডট কম থেকে নেওয়া হয়েছে
প্রাণের কথা শুধু প্রাণই জানে হায়--- সে যে কী নয়, বল ! দ্বীপময় !
বাইরে সে তো খালি একটি যুবনেতা, যখন নির্বাচন কথা বলে |
পুরুষ-সঙ্গীটি আসবে বলে মেয়ে দু’পাশে সখী নিয়ে থরথর
শরমে গৌরবে রাজার পুত্রীর মতন প্রায় যেন হয়ে যায় |
তখন কংকণার নিন্দে করে উঠে ইলা কি বলে যেন | মলিনার
কানেও যায় না তা ; মোড়ের ভিখারীটা খঞ্জ পায়ে আসে এগিয়ে |
‘ন্যাকার রাজনীতি!’ ইলার ঝাঁঝ ওঠে | ক্রুদ্ধ গলা ফোটে বিদ্রূপে
‘ক্রান্তি আনবেন! কড়ায় ক্রান্তিতে সুখটি তুলে নিয়ে, তারপর !
পার্টি
. তাদের সম্মুখে লোকের ভিড় খুব বাজারের
চিন্তামণি নামে একটি মেয়ে হেঁটে অনেক দূরে যায় | লরী যায় |
. ***********************
. কঙ্কনমালার সূচিতে . . .
. কবির মূল সূচিতে . . .
মিলনসাগর
পঞ্চম পরিচ্ছেদ
ট্রামের তারে তারে শহরে এইবারে মলিনা ইত্যাদি মেয়েদের
লট্ কে থাকা ঘুড়ি সহজ জীবনের দেখতে পাব ছবি একবার |
লক্ষ্য একমুখী, ছুটছে সকলেই কিনতে উপহার বিবাহের |
ঘষছে ভিখিরীরা পায়ের গোড়ালীর চামড়া ফুটপাথে চুলকাতে |
ব্যস্ত মায়েদের মুখের পানে চেয়ে ভিক্ষা খুঁজে খুঁজে নাকী কাঁদে |