মুখবন্ধ
মেঘৈর্ম্মেদুরম্বরং বনভুঃ শ্যামাস্তমালদ্রুমৈনক্তং
ভীরুরয়ং ত্বমেব তদিমং রাধে গৃহং প্রাপয় |
ইত্থং নন্দ-নিদেশতশ্চলিতয়োঃ প্রত্যধ্বকুঞ্জদ্রুমং
রাধামাধবয়োজয়স্তি যমুনাকুলে রহঃ কেলয়ঃ ||১||
বাগ্ দেবতাচরিতচিত্রিতচিত্তসদ্মা
পদ্মাবতীচরণচারণচক্রবর্ত্তী |
শ্রীবাসুদেবরতিকেলিকথাসমেত-
মেতং করোতি জয়দেব কবিঃ প্রবন্ধম্ ||২||
যদি হরিস্মরণে সরসং মনো
যদি বিলাসকলাসু কুতুহলম্ |
মধুরকোমলকান্তপদাবলীং
শণু তদা জয়দেবসরস্বতীম্ ||৩||
বাচঃ পল্লবয়ত্যুমাপতিধরঃ সন্দর্ভশুদ্ধিং গিরাং
জানীতে জয়দেব এব শরণং শ্লাঘ্যো দুরূহদ্রুতে |
শৃঙ্গারোত্তর-সত্প্রম্য়েরচনৈরাচার্য্য গোবর্ধন-
স্পর্দ্ধী কোহপি ন বিশ্রুতঃ শ্রুতিধরো ধোয়ী কবিষ্মাপতিঃ ||৪||
গীতম্ ১
মালবগৌড়রাগেণ রূপকতালেন চ গীয়তে।
প্রলয়-পয়োধিজলে ধৃতবানসি বেদম্ |
বিহিত-বহিত্র-চরিত্রমখেদম্ ||
কেশবধৃত-মীনশরীর জয় জগদীশ হরে ||১||
ক্ষিতিরতিবিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে |
ধরণি-ধারণ-কিণচক্র-গরিষ্ঠে ||
কেশব ধৃত-কূর্ম্মশরীর জয় জগদীশ হরে ||২||
বসতি দশনশিখরে ধরণী তব লগ্না |
শশিনি কলঙ্ককলেব নিমগ্না ||
কেশব ধৃত-শূকররূপ জয় জগদীশ হরে ||৩||
তব কর-কমলবরে নখমদ্ভুত-শৃঙ্গম্ |
দলিত-হিরণ্যকশিপু-তনুভৃঙ্গম্ ||
কেশব ধৃত-নরহরিরূপ জয় জগদীশ হরে ||৪||
ছলয়সি বিক্রমণে বলিমদ্ভুতবামন |
পদনখ-নীর-জনিত-জন-পাবন ||
কেশব ধৃত-বামনরূপ জয় জগদীশ হরে ||৫||
ক্ষত্রিয়-রুধিরময়ে জগদপগতপাপম্ |
স্নপয়সি পয়সি শমিত-ভবতাপম্ ||
কেশব ধৃত-ভৃগুপতিরূপ জয় জগদীশ হরে ||৬||
বিতরসি দিক্ষু রণে দিক্পতি কমনিয়ম্ |
দশমুখ-মৌলিবলিং রমণীয়ম্ ||
কেশব ধৃত-রামশরীর জয় জগদীশ হরে ||৭||
বহসি বপুষি বিশদে বসনং জলদাভম্ |
হলহতি-ভীতি-মিলিত-যমুনাভম্ ||
কেশব ধৃত-হলধররূপ জয় জগদীশ হরে ||৮||
নিন্দসি যজ্ঞবিধেরহহ শ্রুতিজাতম |
সদয়হৃদয়-দর্শিত-পশুঘাতম্ ||
কেশব ধৃত-বুদ্ধশরীর জয় জগদীশ হরে ||৯||
ম্লেচ্ছ-নিবহ-নিধনে কলয়সি করবালম্ |
ধূমকেতুমিব কিমপি করালম্ ||
কেশব ধৃত-কল্কিশরীর জয় জগদীশ হরে ||১০||
শ্রীজয়দেবকবেরিদমুদিতমুদারম্ |
শৃণু সুখদং শুভদং ভবসারম্ ||
কেশব ধৃত-দশবিধরূপ জয় জগদীশ হরে ||১১||
বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিভ্রতে |
দৈত্যং দারয়তে হলং কলয়তে কারুণ্যমাতন্বতে ||
ম্লেচ্ছান্ মূর্চ্ছয়তে দশাকৃতিকৃতে কৃষ্ণায় তুভ্যং নমঃ ||১২||
গীতম্ ২
গুর্জ্জরীরাগেণ নিঃসারতালেন চ গীয়তে
শ্রিতকমলাকুচমণ্ডল ধৃত কুণ্ডল কলিতললিতবনমাল |
. জয় জয় দেব হরে ||১||
দিনমণিমণ্ডল মণ্ডন ভবখণ্ডন মুনিজনমানসহংস |
. জয় জয় দেব হরে ||২||
কালিয়বিষধরগঞ্জন জনরঞ্জন যদুকুলনলিনদিনেশ |
. জয় জয় দেব হরে ||৩||
মধুমুরনরকবিনাশন গরুড়াসন সুরকুলকেলিনিদান |
. জয় জয় দেব হরে ||৪||
অমলকমলদললোচন ভবমোচন ত্রিভূবনভবননিদান |
. জয় জয় দেব হরে ||৫||
জনকসুতাকৃতভূষণ জিতদূষণ সমরশমিতদশকণ্ঠ |
. জয় জয় দেব হরে ||৬||
অভিনবজলধরসুন্দর ধৃতমন্দর শ্রীমুখচন্দ্রচকোর |
. জয় জয় দেব হরে ||৭||
তব চরণে প্রণতা বয়-মিতিভাবয় কুরু কুশলং প্রণতেষু |
. জয় জয় দেব হরে ||৮||
শ্রীজয়দেবকবেরিদং কুরুতে মুদং মঙ্গলম্ উজ্জ্বলগীতিঃ |
. জয় জয় দেব হরে ||৯||
পদ্মাপয়োধরতটিপরিরম্ভলগ্নকাশ্মিরমুদ্রিতমুরো মধুসূদনস্য |
ব্যক্তানুরাগমিব খেলদনঙ্গখেদস্বেদাম্বুপূরমনুপূরয়তু প্রিয়ং বঃ ||১০||
প্রথমঃ সর্গঃ
সামোদ দামোদর
বসন্তে বাসন্তীকুসুমসুকুমারৈরবয়বৈ-
র্ভ্রমন্তীং কান্তারে বহুবিহিতকৃষ্ণানুসরণাম্ |
অমন্দং কন্দর্প-জ্বরজনিতচিন্তাকুলতয়া
বলদ্বাধাং রাধাং সরসমিদমুচে সহচরী ||১||
গীতম্ ৩
বসন্তরাগযতিতালাভ্যাং গীয়তে
ললিতলবঙ্গলতাপরিশীলনকোমলমলয়সমীরে |
মধুকরনিকরকরম্বিতকোকিলকূজিতকুঞ্জকুটিরে ||
বিহরতি হরিরিহ সরসবসন্তে |
নৃত্যতি যুবজনেন সমং সখি বিরহিজনস্য দুরন্তে ||ধ্রুবম্||
উন্মদমদনমনোরথপথিকবধুজনজনিতবিলাপে |
অলিকুলসঙ্কুলকুসুমসমুহনিরাকুলবকুলকলাপে ||২||
মৃগমদসৌরভরভসবশংবদনবদলমালতমালে |
যুবজনহৃদয়বিদারণমনসিজনখরুচিকিংশুকজালে ||৩||
মদনমহীপতিকনকদণ্ডরুচিকেশরকুসুমবিকাশে |
মিলিতশিলীমুখপাটলিপটলকৃতস্মরতূণবিলাসে ||৪||
বিগলিতলজ্জিতজগদবলোকনতরুণকরুণকৃতহাসে |
বিরহিনিকৃন্তনকুন্তমুখাকৃতিকেতকিদন্তুরিতাশে ||৫||
মাধবিকাপরিমলললিতে নবমালিকয়াতিসুগন্ধো |
মুনিমনসামপি মোহনকারিণি তরুণাকারণবন্ধৌ ||৬||
স্ফুরদতিমুক্তলতাপরিরম্ভণপলকিতমুকুলিতচূতে |
বৃন্দাবনবিপিনে পরিসরপরিগতযমুনাজলপূতে ||৭||
শ্রীজয়দেবভণিতমিমুদয়তি হরিচরণস্মৃতিসারম্ |
সরসবসন্তসময়বনবর্ণনমনুগতমদনবিকারম্ ||৮||
দরবিদলিতমল্লীবল্লিচঞ্চত্পরাগ-
প্রকটিতপটবাসৈর্বাসয়ন্ কাননানি |
ইহ হি দহতি চেতঃ কেতকীগন্ধবন্ধুঃ
প্রসরদসমবাণপ্রাণবদ্ গন্ধবাহঃ ||১||
অদ্যোত্সঙ্গবসদ্ভুজঙ্গকবলক্লেশাদিবেশাচলং
প্রালেয়প্লবনেচ্ছয়ানুসরতি শ্রীখণ্ডশৈলানিলঃ |
কিঞ্চ স্নিগ্ধরসালমৌলিমুকুলান্যালোক্য হর্ষোদয়া-
দুন্মীলন্তি কুহুঃ কুহুরিতি কলোত্তালাঃ পিকানাংগিরঃ ||২||
উন্মীলন্মধুগন্ধলুব্ধমধুপব্যাধূতচূতাঙ্কুর-
ক্রীড়ৎকোকিলকাকলীকলকলৈরুদ্গীর্ণকর্ণজ্বরাঃ |
নীয়ন্তে পথিকৈঃ কথং কথমপি ধ্যানাবধানক্ষণ-
প্রাপ্তপ্রাণসমাসমাগমরসোল্লাসৈরমী বাসরাঃ ||৩||
অনেকনারীপরিরম্ভসংভ্রমস্ফুরন্মনোহারিবিলাসলালসম্ |
মুরারিমারাদুপদর্শয়ন্ত্যসৌ সখীসমক্ষং পুনরাহ রাধিকাম্ ||১||
গীতম্ ৪
রামকিরীরাগযতিতালাভ্যাং গীয়তে
চন্দনচর্চ্চিতনীলকলেবরপীতবসনবনমালী |
কেলিচলন্মণিকুণ্ডলমণ্ডিতগণ্ডযুগস্মিতশালী ||১||
হরিরিহ মুগ্ধবধূনিকরে বিলাসিনি বিলসতি কেলিপরে ||ধ্রুবম্||
পীনপয়োধরভারভারেণ হরিং পরিরভ্য সরাগম্ |
গোপবধুরনুগায়তি কাচিদুদঞ্চিতপঞ্চমরাগম্ ||২||
কাপি বিলাসবিলোলবিলোচনখেলনজনিতমনোজম্ |
ধ্যায়তি মুগ্ধবধুরধিকং মধুসূদনবদনসরোজম্ ||৩||
কাপি কপোলতলে মিলিতা লপিতুংকিমপি শ্রুতিমুলে |
চারু চুচুম্ব নিতম্ববতী দয়িতং পুলকৈরনুকূলে ||৪||
কেলিকলাকুতুকেন চ কাচিদমুং যমুনাজলকূলে |
মঞ্জুলবঞ্জুলকুঞ্জগতং বিচকর্ষ করেণ দুকুলে ||৫||
করতলতালতরলবলয়াবলিতকলিতকলস্বনবংশে |
রাসরসে সহনৃত্যপরা হরিণা যুবতিঃ প্রশশংসে ||৬||
শ্লিষ্যতি কামতি চুম্বতি কামপি কামপি রময়তি রামাম্ |
পশ্যতি সস্মিতচারু পরামপরামনুগচ্ছতি বামাম্ ||৭||
শ্রীজয়দেবভণিতমিদমদ্ভুতকেশবকেলিরহস্যম্ |
বৃন্দাবনবিপিনে ললিতং বিতনোতু শুভানি যশস্যম্ ||৮||
বিশ্বেষামনুরঞ্জনেন জনয়ন্নানন্দমিন্দীবর-
শ্রেণীশ্যামলকোমলৈরুপনয়ন্নঙ্গৈরনঙ্গোত্সবম্ |
স্বচ্ছন্দং ব্রজসুন্দরীভিরভিতঃ প্রত্যঙ্গমালিঙ্গতঃ
শৃঙ্গারঃ সখি মূর্ত্তিমানিব মধৌ মুগ্ধহরিঃ ক্রীড়তি ||৯||
রাসোল্লাসভরেণ বিভ্রমভৃতামাভীরবামভ্রুবাম্
অভ্যর্ণে পরিরভ্য নির্ভরমুরঃ প্রেমান্ধয়া রাধয়া |
সাধু তদ্বদনং সুধাময়মিতি ব্যাহৃত্য গীতস্তুতি-
র্ব্যাজাদুদ্ভটচুম্বিতঃ স্মিতমনোহারী হরিঃ পাতু বঃ ||১০||
ইতি শ্রীগীতগোবিন্দমহাকাব্যে সামোদদামোদর নাম প্রথম সর্গঃ
মুখবন্ধ
“মেঘে আকাশ আচ্ছন্ন হইয়াছে, ও বন-ভূমি তমালে শ্যামল
হইয়াছে ( অর্থাৎ তমালের কাল পাতায় অন্ধকার হইয়াছে ) ; রাত্রি
হইল,---কৃষ্ণ ভীরু ; তাই হে রাধিকা, তুমি ইহাকে ঘরে রাখিয়া এস।”
নন্দের এই নির্দেশে যাইবার সময়, পথের নিকটে যমুনা-কূলের কুঞ্জে,
রাধা ও মাধব বিজনে যে কেলি করিয়াছিলেন, তাহার জয় হউক। ১
বাণীর লীলায় বিভূষিত চিত্ত যার,
চক্রবর্ত্তী, পদ্মাবতী-চরণ সেবার,
সেই জয়দেব নামে কবি বিরচিত
বাসুদেব-রতি কেলি-কথাযুত গীত।২
হরির স্মরণে যদি উলসিত মতি গো,
শিখিতে ‘বিলাস-কলা’ কুতুহল যদি গো,---
শুন তবে সবে, কবি জয়দেব রচিত
মনোহর পদাবলী,---সুমধুর, ললিত।৩
সাজাতে কবিতা-পদ, পল্লবি’ বচনে,
. ধরে উমাপতিধর ক্ষমতা ;
মানি বটে, দ্রুত আর সুদুরূহরচনে
. নাহি কার-ও শরণের সমতা ;
আদিরসে গোবর্দ্ধন আচার্য্য সম কে ?
. রাজকবি ধোয়া---শ্রুতিধর সে।
জানে একা জয়দেব, নানা পদ-চমকে
. বিরচিতে--- মধু যাহে বরষে।৪
মঙ্গলাচরণ
প্রথম গীতি
( মালব গৌড় রাগ, রূপক তাল )
প্রলয়ে নিমজ্জিত বেদ তুমি তুলিলে
. অবতরি সিন্ধুর সলিলে,---
. মানরূপে তরী করি শরীরে।১
. জয় জয় জগদীশ হরি হে।
ক্ষিতি সুবিপুল অতি, বহিয়া বলিষ্ঠ
. কিণ জালে অঙ্কিলে পৃষ্ঠ ;
. কূর্ম্ম-শরীর যবে ধরিলে।২
. জয় জয় জগদীশ হরি হে।
দশন-শিখরে তব ধরণীটি লগ্ন,---
. কলঙ্ক চাঁদে যেন মগ্ন ;
. শূকরের রূপ প্রভূ ধরিলে।৩
. জয় জয় জগদীশ হরি হে।
শ্রীকর-কমলে নখ সমুদিল তীক্ষ্ণ ;
. দলিলে হিরণ্যকশিপু-তনু-ভৃঙ্গ,
. নরহরি-রূপ প্রভূ ধরিলে।৪
. জয় জয় জগদীশ হরি হে।
ছলিলে বলিকে, পদ প্রসারি’বিচিত্র ;
. পদ-নখ-নীরে হ’ল জগত পবিত্র।
. ধরিলে বামনরূপ মরি রে।৫
. জয় জয় জগদীশ হরি হে।
ক্ষত্রিয়-রুধিরেতে স্নাত করি অবনী,
. প্রশমিলে পাপ-তাপ অমনি ;
. ভৃগুপতি-রূপ যবে ধরিলে।৬
. জয় জয় জগদীশ হরি হে।
দশদিকপালগণে দিলে উপহরিয়া,
. দশানন-শিব বলি করিয়া,---
. শ্রীরাম-রূপেতে অবতরিয়ে।৭
. জয় জয় জগদীশ হরি হে।
জলদাভ বাস তব সুবিশদ অঙ্গে,---
. মিলিত যমুনা যেন হলের আতঙ্কে!
. হলধর-রূপ প্রভূ ধরিলে।৮
. জয় জয় জগদীশ হরি হে।
নিন্দিলে যজ্ঞের বিধি বেদ-কথিত,
. সদয় হৃদয় যবে পশু-ঘাতে ব্যথিত।
. বুদ্ধ-শরীর হরি ধরিলে।৯
. জয় জয় জগদীশ হরি হে।
ম্লেচ্ছ-নরহ নাশে অসি হাতে যুঝিলে,
. ভীম ধূমকেতু সম উদিলে,
. কল্কি-শরীর যবে ধরিলে।১০
. জয় জয় জগদীশ হরি হে।
শুন, ভবে কবি কথা জয়দেব-রচিত---
. সুখদ শুভদ দেব-চরিত।
. হে কেশব দশরূপ ধরিলে।১১
. জয় জয় জগদীশ হরি হে।
বেদ-উদ্ধারকারী তুমি ত্রিভূবনধারী
. বিপুল ভূগোল তুমি তুলিলে।
’চরি দৈত্যে বিনাশিলে বলিকে ছলিয়াছিলে ;
. ক্ষত্রিয় কুল-ক্ষয় করিলে।
দশানন জয়কারী ; তুমি দেব হলধারী ;
. করুণা বিতরি’ দিলে সুগতি।
করিয়াছ ম্লেচ্ছ-অরি সমরে সংহার, হরি’
. লহ দশরূপধারী, প্রণতি।১২
দ্বিতীয় গীতি
( গুর্জ্জরী রাগ, নিঃসার তাল )
স্থিত কমলার কুচে, নর্মে ;
. কুণ্ডল কর্ণে ;
. গলে দোলে বনমালা নবীনা।১
ধুয়া - জয় দেব হরি তব গরিমা।
ওগো তুমি দিনমণি-মণ্ডন,
. ভব-বাধা-খণ্ডন,
. মুনির মানস-সরে হংস!২
হে কালিয়-বিষধর-গঞ্জন,
. ওগো জন-রঞ্জন,
. করিলে উজল যদুবংশ!৩
মধু, মুর, নরকাদি-জেতা হে,
. খগপতি-নেতা হে,
. সুরকুলে কেলি তব প্রসাদে।৪
কমল-তুলনা তব চক্ষে ;
. গতি তুমি মোক্ষে;
. ত্রিভূবনজাত তব শ্রীপাদে।৫
শ্যামতনু, জানকী-ভূষণ গো ;
. নাশিলে দূষণ গো!
. সমরে বধিলে দশকণ্ঠে।৬
নবজলধরসম সুন্দর,
. ধর গিরি মন্দর।
. হে চকোর, শ্রীবদন-চন্দ্রে।৭
ধুয়া - জয় দেব হরি তব গরিমা।
প্রণতি করি গো তব চরণে,
. লহ লহ শরণে,
. প্রণতে কুশল কর, চাহিয়া।৮
হবে সবে ভবে অতি সুখিত,
. জয়দেব-রচিত
. মঙ্গলময় গীতি গাহিয়া।৯
পদ্মার পয়োধর বক্ষেতে চাপিয়া---
কুচ-কুম্কুম-দাগ বুকে গেছে লাগিয়া।
অনঙ্গ-খেদে শ্বেদ-বারি তাহে ঝরিল ;
চিত্ত-অনুরাগ তার যেন ফুটে পড়িল।
শ্রীহরির সেই বুক, বিতরিয়ে করুণা,
ভক্তের বাসনা যত পূরাইবে অধুনা।
. ইতি বন্দনা পূর্বক মঙ্গলাচরণ সমাপ্ত।১০
প্রথম সর্গ
বা সামোদ দামোদর
বাসন্ত কুসুম সম সুকুমারী রাধিকা,
বসন্তে কাননে কৃষ্ণে অনুসারি, অধিকা
হইল কাতরা ; প্রেম-জ্বরে তনু দহিল।
সরস বচনে তারে সহচরী কহিল।১
তৃতীয় গীতি
( বসন্তরাগ, যতি তাল )
লবঙ্গলতার অতি সুললিত দোলনে,
. মৃদুল সমীর পড়ে লুটিরে ;
যথা অলি গুঞ্জন কোকিলের কাকলি,
. মুখরিত কুঞ্জের কুটিরে ;
ধুয়া --- নাচিছেন হরি তথা সরস বসন্তে
. লইয়া যুবতীগণে অতি পুলকিত মনে।
. অধীর বিরহী জন সে ঋতু দুরন্তে।
মদনেতে উন্মাদ। পথিক-বধুরা সদা।
. কাঁদে গো।
অলিকুল সঙ্কুল হইল বকুল-ফুল,
. রাধে গো।২
মৃগমদ সৌরভে নবদল-মালা শোভে
. তমালে।
কিংশুক বিকশিত, আজি যুব জন-চিত
. মজালে।৩
স্মর রাজা, বরুল যে তাঁর হেমডণ্ড ;
অলিযূত পাটলীট, তৃণীর প্রচণ্ড।
দেখি সবাকার আজি লাজ গেছে টুটিয়া,
তরুণ পাদপ হাসে, নব ফুলে ফুটিয়া।৪
কুন্তের মত ওই, দুস্ত্তর কেতকী,
বিরহিণী-চিত---ভেদ করে, সখী! এত কি!৫
মাধবিকা পরিমলে, নব মালিকার দলে
. সুরভি ;
বসন্ত (যুবার ধন), মোহিছে মুনির মন
. প্রলোভি’।৬
লতা-আলিঙ্গনে প্রীত চূত হয়ে মুকূলিত
. শিহরে।
হেন বৃন্দাবনে হরি, যমুনায় অবতরি
. বিহরে।৭
স্মরি হরি-পদ মনে, কবি জয়দেব ভণে
. এ গাথা।
সুরম্য কানন ভায় ; ব্যথিতা অধিকা তায়
. শ্রীরাধা।৮
আধ মুকুলিত নব মল্লিকা-পরাগে
কানন-বসনখানি সুবাসিয়া, সরাগে---
কেতকী-সুবাস বহি সমীরণ আজিকে
(মদন প্রাণ সম) দহিছে রাধিকে।১
শ্রীখণ্ড শৈলের বাসে, ভুজগের নিঃশ্বাসে,
. অনিল হইয়া বিষ-দিগ্ধ।
হিমালয় পানে ওই দেখগো চলেছে সই,
. তুষারে করিতে দেহ স্নিগ্ধ।
রসালে শিরে যে রে মুকুল মুকুট হেরে,
. মোহে পিক, কলরুতে চিত্ত।২
চঞ্চল অলি বিলাসে কেবলি রসাল মুকুল পরে,
কলকল তাণে কোকিল কূজনে কর্ণের অলস হরে।
এ হেন দিনে পথিকের প্রাণে না সহে বিরহভার
দয়িতারে লয়ে স্বপনের মোহে রচে সে বাসর তার॥ ৩
করিবারে কেলি হরি বনমালী যতেক যুবতি সঙ্গে-
মাতিল মদনে, দেখি সখি ভনে শ্রীরাধিকা প্রসঙ্গে॥ ১।
চতুর্থ গীতি
( রামকিরীরাগ, যতি তাল )
মাখি হরি-চন্দন পীতবাস শ্যামধন
. নীলকলেবর মাতে রঙ্গে,
মণিময় কুণ্ডল অতিশয় চঞ্চল
. দোলে স্মিত বদন সঙ্গে॥ ১।
বিলসয়ে সে হরি মুগ্ধা যুবতীপরি বধূরে ধরয়ে অতি রঙ্গে। ( ধ্রুব )
পীন পয়োধরভারে, হরি-দেহ মথিয়া,
. অলিঙ্গি’ প্রেম অনুরাগে গো ;
গোপবধূ গাহে গান, তুলি সুললিত তান,
. আনন্দে পঞ্চম রাগে গো |২
বিলাসে বিলোল তাঁর, লোচন-খেলন হেরি
. কারো চিত মনসিজে ভরিছে |
প্রীতি-রসে হয়ে মুক মধুসূদনের মুখ
. বিমুগ্ধা বধূ কেহ হেরিছে |৩
ছলভরে, কাণে কাণে, কথা যেন কহিতে
. কেবা বা কপোল রাখি কপোলে,
নিতম্ববতী নারী, চুম্বিছে মুখ তারি ;
. পুলকিত তনু তাঁর, অবলে !৪
কেলি কলা কুতুকিনী কামিনী, যমুনা কূলে
. হরির বসন ঘন টানিছে ;
মঞ্জুল বঞ্জুল কুঞ্জে যুবতীকুল
. এমনি সরস রসে মাতিছে |৫
করতলে দিতে তালি, রিণিঝিণি বলয়ের
. তালে বাজে বাঁশী-রবে মিশিয়া,
রাস-রসে ভরি প্রাণ, নাচে নারী গায় গান ;
. প্রশংসেন হরি সবে হাসিয়া |৬
কোন কামিনীর সাথে সাথে চলি শ্রীহরি---
. কারো মুখপানে চেয়ে হাসিয়া,
কারো বা আলিঙ্গনে, কারো মুখ চুম্বনে,
. কারে বা বমণে দেন ডুবিয়া |৭
বৃন্দাবনে অভিনীত কেশবের কেলি লীলা,
. ভণে কবি ; ‘জয় হরি’ বলগো |
হরির মঙ্গল গীতি, বিতরিবে ভরি ক্ষিতি
. কবি যশ সহ শুভ সম গো |৮
ইন্দীবরের মতন শ্যামল
. হরির অঙ্গ-পরশে,
প্রীতি উত্সবে গোপ অঙ্গনা
. ভরিল চিত্ত হরষে |
প্রতি শ্রী অঙ্গে যুবতী অঙ্গ,
. সঙ্গতি লভি শ্রী হরি ,
যেন বিমূর্ত্ত শৃঙ্গার সম
. শোভে বসন্তে বিহরি |৯
রাস উল্লাস ভবেতে ভ্রান্ত
. রাধিকা, গোপী মাঝারে---
( প্রেমেতে অন্ধ ) লভিয়া কান্ত,
. বাঁধিল বক্ষে তাঁহারে |
স্তুতি করি তাঁর গানের, মুখের,---
. ছল ভরে মুখ বরিষে
চুম্বিলা বালা | বরুণ মোদের
. মঙ্গল সেই হরি হে |১০
ইতি সামোদদামোদর নামক প্রথম সর্গ
<< মূলের সঙ্গে মিলাইয়া কোন কোন পদে মাত্রা অল্প দৃষ্ট হইবে ; কিন্তু ছন্দ ও সুর মিলাইলে দেখিতে পাইবেন যে, অনুবাদে মূল সুর রক্ষিত হইয়াছে। মূলের ছন্দ এইরূপ---
|
<< এই স্লোকটি (স্তুতির উপসংহার) অক্ষরছন্দে বলিয়া বাঙ্গালা কবিতার সাধারণ ধরণে অনুবাদ করিলাম . ----বিজয়চন্দ্র মজুমদার
|
প্রলয় পর্য়োধি-জর্লে ধৃতর্বামসি বেদং . বিহিত-বহিত্র-চরিত্রমখেদং। কেশব-বৃত-মীন-শরীর। . ধুয়া---- জয় জগদীশ হরে। . ----বিজয়চন্দ্র মজুমদার
|
<< এই অধ্যায়ের আরম্ভের সূচনা-শ্লোক, ভূমিকার আরম্ভের সূচনার বিরোধী। এই স্থান হইতে গীতগোবিন্দের আরম্ভ। . ----বিজয়চন্দ্র মজুমদার
|
<< শেষ ছত্রে "শ্রীমুখচন্দ্র-চকোর" পাঠ অধিক প্রচলিত। কিন্তু উহাতে অন্যান্য ছত্রের মত শেষে "মিল" থাকে না। আমি এখানে মূলে "সারদীপিকা"-ধৃত পাঠই অবলম্বন করিয়াছি। "শ্রীপরিবৃতমুখচন্দ্র" এইরূপ অন্য পাঠও পাওয়া যায় ; কিন্তু ৮ম এবং ৯ম এর শেষ কথারও মিল নাই বলিয়া [ এবং উহার পাঠান্তর দৃষ্ট হইল না বলিয়া ] কোন পরিবর্তন করিলাম না . ----বিজয়চন্দ্র মজুমদার
|
জয়দেবের গীতগোবিন্দ (দ্বাদশ শতক) প্রথম সর্গ সামোদ দামোদর
|
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
|
কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ (আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫) সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
|
^^^ উপরের লাল কালিতে দেওয়া অংশটি আমাদের সংগ্রহের গ্রন্থে অপাঠ্য ছিল বলে প্রথমে আমরা তুলতে পারি নি। আমরা কৃতজ্ঞ শ্রী সুব্রত মজুমদার-এর কাছে যিনি আমাদের এই অংশটি পাঠিয়েছেন। তাঁর ইমেল - subrata.mjder@gmail.com
|
^^^ উপরের লাল কালিতে দেওয়া অংশটি আমাদের সংগ্রহের গ্রন্থে অপাঠ্য ছিল বলে প্রথমে আমরা তুলতে পারি নি। আমরা কৃতজ্ঞ শ্রী সুব্রত মজুমদার-এর কাছে যিনি আমাদের এই অংশটি পাঠিয়েছেন। তাঁর ইমেল - subrata.mjder@gmail.com
|