সপ্তম সর্গঃ
নাগর নারায়ণ
অত্রান্তরে চ কুলটাকুলবর্ত্মাপাতসঞ্জাতপাতক ইব স্ফুটলাঞ্ছনশ্রীঃ |
বৃন্দাবনান্তরমদীপয়দংশুজালৈর্দিকৃসুন্দরীবদনচন্দনবিন্দুরিন্দুঃ ||১||
প্রসরতি শশধরবিম্বে বিহিতবিলম্বে চ মাধবে বিধুরা |
বিরচিতবিবিধবিলাপং সা পরিতাপং চকারোচ্চৈঃ ||২||
গীতম্ ১৩
মালবরাগযতিতালাভ্যাং গীয়তে
কথিতসময়েহপি হরিহরহুহু ন যযৌ বনম্ |
মম বিফলমিদমমলমপি রূপযৌবনম্ ||১||
যামি হে কমিহ শরণং সখীজনবচনবঞ্চিতা || ধ্রুবম্ ||
যদনুগমনায় নিশি গহনমপি শীলিতম্ |
তেম মম হৃদয়মিদমসমশরকীলিতম্ ||২||
মম মরণমেব বরমতিবিতথকেতনা
কিমিহ বিষহামি বিরহানলমচেতনা ||৩||
মামহহ বিধুরয়তি মধুরযামিনী
কাপি হরিমনুভবতি কৃতসুকৃতকামিনী |৪||
অহহ কলয়ামি বলয়াদিমণিভূষণম্ |
হরিবিরহদহনবহনেন বহুদূষণম্ ||৫||
কুসুমসুকুমারতনুমতনুশরলীলয়া
স্রগপি হৃদি হস্তি মামতিবিষমশীলয়া ||৬||
অহমিহ নিবসামি ন গণিতবনবেতসা |
স্মরতি মধুসূদনো মামপি ন চেতসা ||৭||
হরিচরণশরণ-জয়দেবকবিভারতী |
বসতু হৃদি যুবতিরিব কোমলকলাবতী ||৮||
তৎ কিং কামপি কামিনীমভিসৃতঃ কিম্বা কলাকেলিভি-
র্বদ্ধো বন্ধুভিরন্ধকারিণি বনাভ্যর্ণে কিমুদ্ভ্রাম্যতি |
কান্তঃ ক্লান্তমনা মনাগপি পথি প্রস্থাতুমেবাক্ষমঃ
সঙ্কেতিকৃত-মঞ্জুবঞ্জুলতা-কুঞ্জেহপি যন্নাগতঃ ||১||
অথাগতাং মাধবমন্তরেণ সখীমিয়ং বাক্ষ্য বিষাদমুকাম্ |
বিশঙ্কমানা রমিতং কয়াপি জনার্দ্দনং দৃষ্টবদেতদাহ ||২||
গীতম্ ১৪
বসন্তরাগযতিতালাভ্যাং গীয়তে
স্মরসমরোচিতবিরচিতবেশা
গলিতকুসুমদরবিলুলিতকেশা ||১||
কাপি মধুরিপূণা বিলসতি যুবতিরধিকগুণা || ধ্রুবম্ ||
হরিপরিরম্ভণবলিতবিকারা
কুচকলসোপরি তরলিতহারা ||২||
বিচলদলকললিতাননচন্দ্রা
তদধরপানরভসকৃততন্দ্রা ||৩||
চঞ্চলকুণ্ডলললিতকপোলা
মুখরিতরসনজঘনগতিলোলা ||৪||
দয়িতবিলোকিতলজ্জিতহসিতা
বহুবিধকূজিত-রতিরসরসিতা ||৫||
বিপূলপূলকপৃথুবেপথুভঙ্গা
শ্বসিতনিমিলিতবিকসদনঙ্গা ||৬||
শ্রমজলকণভরসুভগশরীরা
পরিপতিতোরসি রতিরণধীরা ||৭||
শ্রীজয়দেবভণিতহরিরমিতম্-
কলিকলুষং জনয়তু পরিশমিতম্ ||৮||
বিরহপাণ্ডুমুরারিমুখাম্বুজদ্যুতিরিয়ং তিরয়ন্নপি বেদনাম্ |
বিধুরতীব তনোতি মনোভুবঃ সুহৃদয়ে হৃদয়ে মদনব্যথাম্ ||১||
গীতম্ ১৫
গুর্জ্জরীরাগৈকতালীতালাভ্যাং গীয়তে
সমুদিতমদনে রমণিবদনে চুম্বনবলিতাধরে |
মৃগমদতিলকং লিখতি সপুলকং মৃগমিব রজনীকরে || ধ্রুবম্ ||
রমতে যমুনাপুলিনবনে বিজয়ী মুরারিরধুনা ||১||
ঘনচয়রুচিরে রচয়তি চিকুরে তরলিততরুণাননে |
কুরুবককুসুমং চপলাসুষমং রতিপতিমৃগকাননে ||২||
ঘটতি সুঘনে কুচযুগগগনে মৃদমদরুচিরূষিতে |
মণিসরমমলং তারকপটলং নখপদদশশিভূষিতে ||৩||
জিতবিসশকলে মৃদুভুজযুগলে করতলনলিনীদলে |
মরকতবলয়ং মধুকরনিচয়ং বিতরতি হিমশীতলে ||৪||
রতিগৃহজঘনে বিপুলাপঘনে মনসিজকনকাসনে
মণিময়রসনং তোরণহসনং বিকিরতি কৃতবাসনে ||৫||
চরণকিশলয়ে কমলানিলয়ে নখমণিগণপূজিতে |
বহিরপবরণং যাবকভণং জনয়তি হৃদি যোজিতে ||৬||
রময়তি সুভৃশং কামপি সুদৃশং খলহলধরসোদরে |
কিমফলমবসনং চিরমিহ বিরসং বদ সখি বিটপোদরে ||৭||
ইহ রসভণনে কৃতহরিগুণনে মধুরিপুপদসেবকে |
কলিযুগচরিতং ন বসতু দুরিতং কবিনৃপজয়দেবকে ||৮||
নায়াতঃ সখি নির্দ্দয়ো যদি শঠস্ত্বং দূতি কিং দূয়সে
স্বচ্ছন্দং বহুবল্লভঃ স রমতে কিং তত্র তে দূষণম্ |
পশ্যাদ্য প্রিয়সঙ্গমায় দয়িতস্যাকৃষ্যমাণং গুণৈ-
রুত্কণ্ঠার্ত্তিভরাদিব স্ফুটদিদং চেতঃ স্বয়ং যাস্যতি ||১||
গীতম্ ১৬
দেশবরাড়ীরাগরূপকতালাভ্যং গীয়তে
অনিলতরলকুবলয়নয়নেন
তপতি ন সা কিশলয়শয়নেন ||১||
সখি যা রমিতা বনমালিনা || ধ্রুবম্ ||
বিকসিতসরসিজলললিতমুখেন
স্ফুটতি ন সা মনসিজবিশিখেন ||২||
অমৃতমধুরমৃদুতরবচনেন
জ্বলতি ন সা মলয়জপবনেন ||৩||
স্থলজলরুহরুচিকরচরণেন
লুঠতি ন সা হিমকরকিরণেন ||৪||
সজলজলদসমুদয়রুচিরেণ
দলতি ন সা হৃদি বিরহভরেণ ||৫||
কনকনিকষরুচিশুচিবসনেন
শ্বসিতি ন সা পরিজনহসনেন ||৬||
সকলভুবনজনবরতরুণেন
বহতি ন সা রুজমতিকরুণেন ||৭||
শ্রীজয়দেবভণিতবচনেন
প্রবিশতু হরিরপি হৃদয়মনেন ||৮||
মনোভবানন্দনচন্দানানিল প্রসীদ রে দক্ষিণ মুঞ্চ বামতাম্ |
ক্ষণং জগত্প্রাণ বিধায় মাধবং পুরো মম প্রাণহরো ভবিষ্যসি ||১||
রিপুরিব সখীসম্বাসোহয়ং শিখীব হিমানিলো
বিষমিব সুধারশ্মির্যস্মিন দুনোতি মনোগতে |
হৃদয়মদয়ে তস্মিন্নেবং পুনর্বলতে বলাৎ
কুবলয়সদৃশাং বামঃ কামো নিকামনিরঙ্কুশঃ ||২||
বাধাং বিধেহি মলায়ানিল পঞ্চবাণ
প্রাণান্ গৃহাণ ন গৃহং পুনরাশ্রয়িষ্যে |
কিন্তে কৃতান্তভগিনি ক্ষময়া তরঙ্গৈ-
রঙ্গানি সিঞ্চ মম শাম্যতু দেহদাহঃ ||৩||
প্রাতর্নীলনিচোলমচ্যুতমুরঃ সংবীতপীতাংশুকুং
রাধায়াশ্চকিতং বিলোক্য হসতি স্বৈরং সখীমণ্ডলে |
ব্রীড়াচঞ্চলমঞ্চলং নয়নয়োরাধায় রাধাননে
স্মেরস্মেরমুখোহয়মস্তু জগদানন্দায় নন্দাত্মজঃ ||৪||
ইতি শ্রীগীতগোবিন্দে মহাকাব্যে বিপ্রলব্ধাবর্ণনে নাগরনারায়ণো নাম সপ্তমঃ সর্গঃ।
জয়দেবের গীতগোবিন্দ (দ্বাদশ শতক) সপ্তম সর্গ নাগর নারায়ণ
|
সপ্তম সর্গ
বা নাগর নারায়ণ
ভূমিকা - সমুদিল বৃন্দাবন উজলিয়া ইন্দু,---
. দিক্-সুন্দরীর ভালে চন্দন-বিন্দু |
. নারীজনে কলঙ্কিনী করিবার পাপে কি,
. চাঁদে প্রকাশিত তার কলঙ্ক দাগটি ? ১
. শশধর বিম্বিত, বন ভাতে হাসিতে ;
. বিলম্ব কেন তবু মাধবের আসিতে ?
. বিধুরা হইল রাধা মাধবে না লখিয়ে ;
. ফুকারি কাঁদিয়া তাই কহিছে সে সখীরে | ২
ত্রয়োদশ গীতি
( মালব রাগ, যতি তাল )
কথিত কাল (ও) অতীত, হা লো !
. কাননে হরি আসিল কৈ?
বিফল হ’ল মন অমল
. এ রূপ বয়ঃ আজি লো সই! ১
যাহার লাগি এ নিশি জাগি
. রহিনু বনে বিভলা,
সে কেন করে মদন-শরে
. আমারে এত বিকলা ? ৩
দহে কেবল বিরহানল ;
. মিলায়ে এল চেতনা !
বরং হোক্ মরণ-ভোগ ;
. কেমনে সহি বেদনা ? ৩
মোরে বিধুর করে মধুর
. মধু-ঋতুর যামিনী!
হরির সেবা না জানি কেবা
. করে সুভগা কামিনী! ৪
এ কি অসহ ! হরি-বিরহ-
. তাপে যে দেহ জরিছে !
মণি-খচিত বলয়াদি ত
. অধিকতর দহিছে | ৫
হইল খর কুসুম-শর
. সম এ মম ফুলের হার ;
দহে অতনু সতত ,তনু
. ---- কুসুম সব সুকুমার | ৬
না গণি মনে বেতসগণে,
. এ ঘন বনে বিচরি !
আমাকে তবে ভুলিয়া রবে
. কেন এ ভবে শ্রীহরি ? ৭
হরি-চরণ করি শরণ
. ভণিল কবি কবিতা ;
লভ কোমলা কাব্য-কলা,
. যেন যুবতী বনিতা | ৮
অভিসার-সঙ্কেতে বঞ্জুল কুঞ্জে
. অনাগত রবে হরি, ---জানি নি |
বুঝিবা কোথাও তবে কেলি-কলা ভুঞ্জে,
. পেয়ে অভিসারে নব কামিনী |
বন্ধুজনের ক্রীড়া-উপরোধে কান্ত
. আসিতে কি হল সখী, ক্ষান্ত ?
কিংবা আঁধারে নাথ, আজি পথ ভ্রান্ত ?
. কিবা মম ভাবনায় ক্লান্ত ? ১
মাধবে না এনে দূতী যবে ফিরে আসিল,
কহে রাধা--- “আছে হরি কারে ভালবাসি লো ?”
যেন নিজ চোখে দেখা,---হরি যেন রমিছে ;
দূতী-পানে চাহি তাই বিষাদিনী কহিছে | ২
চতুর্দ্দশ গীতি
( বসন্ত রাগ, যতি তাল )
(ধুয়া - বিহরিছে মধুরিপু-সহ, আজি সজনী,
. আমা হতে সমধিকা গুণবতী রমণী | )
. স্মর-সমরের তরে ভূষে তনু বেশে সে |
. দলিত কুসুম, তার শিথিলিত কেশে রে | ১
হরি-পরিরম্ভণে উথলিয়া হরষে ;
তরলিত হার তার উঁচু কুচ-কলসে | ২
বিচলিত অলকে সে মুখশশী শোভিত ;
অধর-পানের রসে আঁখি আধ মুদিত | ৩
ললিত কপোল তার কুন্তল-হেলনে ;
মুখরিত রসনাটি জঘনের দোলনে | ৪
দেখে নাথ মুখ কভু লাজে, কভু হাসিয়া ;
করিছে কূজন ঘন প্রেম-রসে ভাসিয়া | ৫
বিপুল পুলক রঙ্গ কাঁপিয়ে ওঠে অঙ্গ
শ্বসে ঘন, মুদে আঁখি, বিকশে অনঙ্গ। ৬
শ্রম-জলকণা রাজে সুভগার শরীরে ;
প্রীতি-রস করি হরি-বুকে আছে পড়ি রে | ৭
শ্রীহরি-বিহার কথা জয়দেব ভণিল ;
কলির কলুষ যত বিদূরিত হইল | ৮
বিধু মদনের সখা ; তাই তার করে গো
তাপ যায় ; মোরে হায় আরো দাহে ভরে গো !
বিরহেতে পাণ্ডুর হরি-মুখ স্মরিয়া,
পাণ্ডুর চাঁদ হেরি আমি যাই মরিয়া |
পঞ্চদশ গীতি
( গুর্জ্জরী রাগ, একতালী তাল )
উদিত মদন, হেরি রমণী-বদন ঘেরি’
. চুম্বন-পিপাসিত অধরে,
পুলকে তিলক লেখে মৃগমদ-রস মেখে ;
. চাঁদে যেন মৃগ আঁকে কত রে | ১
ধুয়া--- যমুনা পুলিনে অই বিজয়ী মুরারি, সই,
. গোপবধূ সহ বিহরে |
জলদ-রুচির কেশে কুরুবক গোঁজে হেসে ;
. মেঘেতে চপলা যেন শোভিল |
“কেশ-বনে রতি-পতি মৃগ সম করে গতি ;”
. তরুণ আননে হরি কহিল | ২
কুচ-পরিসর বেপি’ মৃগমদ-রস লেপি
. দিল হরি ; মেঘ যেন আকাশে |
তারা সম মণি-হার শোভিল উপরে তার ;
. নখ-রেখা শশীসম বিকাশে | ৩
জিনিয়া মৃণাল, তার ভুজ-যুগ সুকুমার ;
. করতল ---সরোজিনী ফুল্ল |
মরকত-বালা তায় পরাইল হরি হায়,
. কমলে সে যেন অলি-তুল্য | ৪
মদনের তরে যেন কনক-আসন, হেন
. জঘনে সাজিল মণি-রসনা !
যেন তোরণের কোলে সুন্দর মালা দোলে !
. হেরি হরি-চিতে জাগে বাসনা | ৫
কমলা-নিলয় জানি কামিনীর পা দুখানি,
. ( নখ তাহে যেন মণি মূরতি )
বক্ষে সে পদ ধরি আলতা মাখান হরি |
. তিরপিতা যত গোপ যুবতী | ৬
না জানি সে শঠবর হলধর-সহোদর,
. তুষিছে এমনি কত কামিনী |
আমি কেন স্মরি হরি বিফলে বিরসে মরি ?
. কেন যাপি বনমাঝে যামিনী ? ৭
মধু-রিপু-পদ-দাস কবিকৃত রসাভাস,
. ধ্বনিত এ হরি-লীলা-গীতিতে |
কলির কলূষ তায় অতি দূরে চলে যায় ;
. রবে কবি মঙ্গলে প্রীতিতে | ৮
না এল নিদয় শঠ, তাহে সখী ব্যথা কি ?
রমে আন-প্রিয়া সহ, তাহে আর কথা কি ?
এই দেখ, চিত মম তাঁরি গুণে মজিয়া
তাঁরি দেহে মিলিবারে যায় তনু তেজিয়া | ১
ষোড়শ গীতি
( দেশবরাড়ী রাগ, রূপক তাল )
ধুয়া--- রমে যারে বনমালী, সখী! অতি যতনে,
অনিল বিকম্পিত উত্পল-নয়নে
কিশলয়-শেষে ; তাপ কোথা তার শয়নে ? ১
বিকশিত সরসিজ সম মুখ ললিত ;
তাঁরে পেলে মনসিজ-শরে কেবা দলিত ? ২
অমৃত তাঁহার অতি মৃদু মধু বচনে ;
দাহ কি আনিতে পারে মলয়জ পবনে ? ৩
স্থল-জলরুহ রুচি তাঁর কর-চরণে
রহিলে দহিতে নারে হিমকর-কিরণে | ৪
সজল জলদ-রুচি হরিকে যে লভিবে ;
বিরহ কি কভু তার চিত আর দহিবে ? ৫
কনক –নিকষ-রুচি শুচি বাস পরণে,
হেরি পরিজন-হাসি কেবা আনে গগনে ? ৬
যে তরুণতম জনে পায় যদি কামিনী,
বিরহের জ্বর তার রহে বলি জানিনি | ৭
কবির এ বাণী শুনি এস তুমি হরি হে |
হও গো উদিত মম প্রাণ-মন ভরিয়ে | ৮
চন্দন-সুরভিত, মনোভবানন্দ
দক্ষিণ বায়ু ! কেন রাধা সহ দ্বন্দ্ব ?
ওগো জগতের প্রাণ, অনুনয়ে কহি গো,
মাধবে দেখাও আগে, পরে মোরে বধিও | ১
যাঁহাকে করিলে মনে সহবাস সখীসনে
. হয় রিপু-সহবাস প্রায় রে ;
অনিল অনল হয়, সুধাকর বিষময়,
. সে নিদয় পানে চিত ধায় রে |
স্ববশে কামিনীগণ রাখিতে না পারে মন ;
. প্রতিকূল নিজ প্রাণ হায় রে | ২
করগো পীড়ন ওগো সমীরণ,
. পড় ফুল-শর বুকে গো |
যাহা হয় হবে, রাধা হেথা রবে
. গৃহে না ফিরিবে দুখে গো |
ওগো তাপহরা যম-সহোদরা
. যমুনে ! জুড়াও জ্বালা এ |
তব শীতধারে ডুবি একেবারে
. বাঁচিবে পোপের বালা রে |৩
একদা প্রভাত বেলা দোঁহে ভুল করি গো,
রাধা পরে পীত বাস, নীলাম্বরী হরি গো।
হেরি সখীগণ উঠো কল-কলে হাসিয়া,
হাসিলেন হরি তাহে সবে ভালবাসিয়া।
শ্রীহরির সেই স্মিত মুখখানি ভূতলে
রাখুক ভকত জনে আনন্দে ও কুশলে। ৪
ইতি বিপ্রলব্ধা-বর্ণনে নাগরনারায়ণ নামে সপ্তম সর্গ সমাপ্ত।
<< শ্রীরাধার এই বিলাপগীতিটি অনেকের বিচারে গীতগোবিন্দের শ্রেষ্ঠ গীতি। ভক্ত বৈষ্ণবের মুখে উহার সুমধুর আবৃত্তি শুনিয়া অনেকবার মোহিত হইয়াছি। এই গীতটির মহারাষ্ট্র প্রদেশের সুর, অতি চমত্কার। সুর ও তালের সহিত মিলাইয়া প্রথেমে ধূয়াটির মাত্রা দেখিয়া লইতে হইবে, --- যামি হে ( যাইব গো ) কমিহ শরণং ? (কাঙার শরণে ?) সখীজন-বচন-বঞ্চিতা (আমি-সখী-বচন-বঞ্চিতা) . ---বিজয়চন্দ্র মজুমদার
|
^^^ আমাদের সংগ্রহের গ্রন্থের, উপরের লাল কালিতে দেওয়া অংশটির কয়েকটি অক্ষর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি বলে অপাঠ্য অক্ষরগুলির জায়গায় @ চিহ্ন দেওয়া হয়েছিল। আমরা কৃতজ্ঞ শ্রী সুব্রত মজুমদার-এর কাছে যিনি আমাদের এই অংশটি সংশোধন করে পাঠিয়েছেন। তাঁর ইমেল - subrata.mjder@gmail.com
|
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
|
কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ (আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫) সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
|