সপ্তম সর্গঃ   
নাগর নারায়ণ
     


অত্রান্তরে চ কুলটাকুলবর্ত্মাপাতসঞ্জাতপাতক ইব স্ফুটলাঞ্ছনশ্রীঃ |
বৃন্দাবনান্তরমদীপয়দংশুজালৈর্দিকৃসুন্দরীবদনচন্দনবিন্দুরিন্দুঃ ||১||



প্রসরতি শশধরবিম্বে বিহিতবিলম্বে চ মাধবে বিধুরা |
বিরচিতবিবিধবিলাপং সা পরিতাপং চকারোচ্চৈঃ ||২||




গীতম্ ১৩
মালবরাগযতিতালাভ্যাং গীয়তে   


কথিতসময়েহপি হরিহরহুহু ন যযৌ বনম্ |
মম বিফলমিদমমলমপি রূপযৌবনম্ ||১||
যামি হে কমিহ শরণং সখীজনবচনবঞ্চিতা || ধ্রুবম্ ||



যদনুগমনায় নিশি গহনমপি  শীলিতম্ |
তেম মম হৃদয়মিদমসমশরকীলিতম্ ||২||




মম মরণমেব বরমতিবিতথকেতনা
কিমিহ বিষহামি বিরহানলমচেতনা ||৩||




মামহহ বিধুরয়তি মধুরযামিনী
কাপি হরিমনুভবতি কৃতসুকৃতকামিনী |৪||




অহহ কলয়ামি বলয়াদিমণিভূষণম্ |
হরিবিরহদহনবহনেন বহুদূষণম্ ||৫||




কুসুমসুকুমারতনুমতনুশরলীলয়া
স্রগপি হৃদি হস্তি মামতিবিষমশীলয়া ||৬||




অহমিহ নিবসামি ন গণিতবনবেতসা |
স্মরতি মধুসূদনো মামপি ন চেতসা ||৭||




হরিচরণশরণ-জয়দেবকবিভারতী |
বসতু হৃদি যুবতিরিব কোমলকলাবতী ||৮||




তৎ কিং কামপি কামিনীমভিসৃতঃ কিম্বা কলাকেলিভি-
র্বদ্ধো বন্ধুভিরন্ধকারিণি বনাভ্যর্ণে কিমুদ্ভ্রাম্যতি |
কান্তঃ ক্লান্তমনা মনাগপি পথি প্রস্থাতুমেবাক্ষমঃ
সঙ্কেতিকৃত-মঞ্জুবঞ্জুলতা-কুঞ্জেহপি যন্নাগতঃ ||১||






অথাগতাং মাধবমন্তরেণ সখীমিয়ং বাক্ষ্য বিষাদমুকাম্ |
বিশঙ্কমানা রমিতং কয়াপি জনার্দ্দনং দৃষ্টবদেতদাহ ||২||





গীতম্ ১৪
বসন্তরাগযতিতালাভ্যাং গীয়তে   


স্মরসমরোচিতবিরচিতবেশা
গলিতকুসুমদরবিলুলিতকেশা ||১||
কাপি মধুরিপূণা বিলসতি যুবতিরধিকগুণা || ধ্রুবম্ ||



হরিপরিরম্ভণবলিতবিকারা
কুচকলসোপরি তরলিতহারা ||২||


বিচলদলকললিতাননচন্দ্রা
তদধরপানরভসকৃততন্দ্রা ||৩||


চঞ্চলকুণ্ডলললিতকপোলা
মুখরিতরসনজঘনগতিলোলা ||৪||


দয়িতবিলোকিতলজ্জিতহসিতা
বহুবিধকূজিত-রতিরসরসিতা ||৫||


বিপূলপূলকপৃথুবেপথুভঙ্গা
শ্বসিতনিমিলিতবিকসদনঙ্গা ||৬||





শ্রমজলকণভরসুভগশরীরা
পরিপতিতোরসি রতিরণধীরা ||৭||


শ্রীজয়দেবভণিতহরিরমিতম্-
কলিকলুষং জনয়তু পরিশমিতম্ ||৮||


বিরহপাণ্ডুমুরারিমুখাম্বুজদ্যুতিরিয়ং তিরয়ন্নপি বেদনাম্ |
বিধুরতীব তনোতি মনোভুবঃ সুহৃদয়ে হৃদয়ে মদনব্যথাম্ ||১||




গীতম্ ১৫
গুর্জ্জরীরাগৈকতালীতালাভ্যাং গীয়তে   


সমুদিতমদনে রমণিবদনে চুম্বনবলিতাধরে |
মৃগমদতিলকং লিখতি সপুলকং মৃগমিব রজনীকরে || ধ্রুবম্ ||
রমতে যমুনাপুলিনবনে বিজয়ী মুরারিরধুনা ||১||



ঘনচয়রুচিরে রচয়তি চিকুরে তরলিততরুণাননে |
কুরুবককুসুমং চপলাসুষমং রতিপতিমৃগকাননে ||২||






ঘটতি সুঘনে কুচযুগগগনে মৃদমদরুচিরূষিতে |
মণিসরমমলং তারকপটলং নখপদদশশিভূষিতে ||৩||




জিতবিসশকলে মৃদুভুজযুগলে করতলনলিনীদলে |
মরকতবলয়ং মধুকরনিচয়ং বিতরতি হিমশীতলে ||৪||




রতিগৃহজঘনে বিপুলাপঘনে মনসিজকনকাসনে
মণিময়রসনং তোরণহসনং বিকিরতি কৃতবাসনে ||৫||




চরণকিশলয়ে কমলানিলয়ে নখমণিগণপূজিতে |
বহিরপবরণং যাবকভণং জনয়তি হৃদি যোজিতে ||৬||




রময়তি সুভৃশং কামপি সুদৃশং খলহলধরসোদরে |
কিমফলমবসনং চিরমিহ বিরসং বদ সখি বিটপোদরে ||৭||




ইহ রসভণনে কৃতহরিগুণনে মধুরিপুপদসেবকে |
কলিযুগচরিতং ন বসতু দুরিতং কবিনৃপজয়দেবকে ||৮||




নায়াতঃ সখি নির্দ্দয়ো যদি শঠস্ত্বং দূতি কিং দূয়সে
স্বচ্ছন্দং বহুবল্লভঃ স রমতে কিং তত্র তে দূষণম্ |
পশ্যাদ্য প্রিয়সঙ্গমায় দয়িতস্যাকৃষ্যমাণং গুণৈ-
রুত্কণ্ঠার্ত্তিভরাদিব স্ফুটদিদং চেতঃ স্বয়ং যাস্যতি ||১||



গীতম্ ১৬
দেশবরাড়ীরাগরূপকতালাভ্যং গীয়তে   


অনিলতরলকুবলয়নয়নেন
তপতি ন সা কিশলয়শয়নেন ||১||
সখি যা রমিতা বনমালিনা || ধ্রুবম্ ||


বিকসিতসরসিজলললিতমুখেন
স্ফুটতি ন সা মনসিজবিশিখেন ||২||


অমৃতমধুরমৃদুতরবচনেন
জ্বলতি ন সা মলয়জপবনেন ||৩||


স্থলজলরুহরুচিকরচরণেন
লুঠতি ন সা হিমকরকিরণেন ||৪||


সজলজলদসমুদয়রুচিরেণ
দলতি ন সা হৃদি বিরহভরেণ ||৫||


কনকনিকষরুচিশুচিবসনেন
শ্বসিতি ন সা পরিজনহসনেন ||৬||


সকলভুবনজনবরতরুণেন
বহতি ন সা রুজমতিকরুণেন ||৭||


শ্রীজয়দেবভণিতবচনেন
প্রবিশতু হরিরপি হৃদয়মনেন ||৮||


মনোভবানন্দনচন্দানানিল প্রসীদ রে দক্ষিণ মুঞ্চ বামতাম্ |
ক্ষণং জগত্প্রাণ বিধায় মাধবং পুরো মম প্রাণহরো ভবিষ্যসি ||১||




রিপুরিব সখীসম্বাসোহয়ং শিখীব হিমানিলো
বিষমিব সুধারশ্মির্যস্মিন দুনোতি মনোগতে |
হৃদয়মদয়ে তস্মিন্নেবং পুনর্বলতে বলাৎ
কুবলয়সদৃশাং বামঃ কামো নিকামনিরঙ্কুশঃ ||২||




বাধাং বিধেহি মলায়ানিল পঞ্চবাণ
প্রাণান্ গৃহাণ ন গৃহং পুনরাশ্রয়িষ্যে |
কিন্তে কৃতান্তভগিনি ক্ষময়া তরঙ্গৈ-
রঙ্গানি সিঞ্চ মম শাম্যতু দেহদাহঃ ||৩||






প্রাতর্নীলনিচোলমচ্যুতমুরঃ সংবীতপীতাংশুকুং
রাধায়াশ্চকিতং বিলোক্য হসতি স্বৈরং সখীমণ্ডলে |
ব্রীড়াচঞ্চলমঞ্চলং নয়নয়োরাধায় রাধাননে
স্মেরস্মেরমুখোহয়মস্তু জগদানন্দায় নন্দাত্মজঃ ||৪||





ইতি শ্রীগীতগোবিন্দে মহাকাব্যে বিপ্রলব্ধাবর্ণনে নাগরনারায়ণো নাম সপ্তমঃ সর্গঃ।
জয়দেবের গীতগোবিন্দ
(দ্বাদশ শতক)
সপ্তম সর্গ
নাগর নারায়ণ
সপ্তম সর্গ   
বা নাগর নারায়ণ      


ভূমিকা - সমুদিল বৃন্দাবন উজলিয়া ইন্দু,---
.          দিক্-সুন্দরীর ভালে চন্দন-বিন্দু |
.          নারীজনে কলঙ্কিনী করিবার পাপে কি,
.          চাঁদে প্রকাশিত তার কলঙ্ক দাগটি ? ১

.          শশধর বিম্বিত, বন ভাতে হাসিতে ;
.          বিলম্ব কেন তবু মাধবের আসিতে ?
.          বিধুরা হইল রাধা মাধবে না লখিয়ে ;
.          ফুকারি কাঁদিয়া তাই কহিছে সে সখীরে | ২


ত্রয়োদশ গীতি     
( মালব রাগ, যতি তাল )          


কথিত কাল (ও)  অতীত, হা  লো !
.                        কাননে হরি আসিল কৈ?
বিফল হ’ল      মন অমল
.                    এ রূপ বয়ঃ আজি লো সই! ১


যাহার লাগি       এ নিশি জাগি
.                         রহিনু বনে বিভলা,
সে কেন করে      মদন-শরে
.                     আমারে এত বিকলা ? ৩


দহে কেবল            বিরহানল ;
.                      মিলায়ে এল চেতনা !
বরং হোক্            মরণ-ভোগ ;
.                      কেমনে সহি বেদনা ? ৩


মোরে বিধুর        করে মধুর
.                      মধু-ঋতুর যামিনী!
হরির সেবা        না জানি কেবা
.                      করে সুভগা কামিনী! ৪


এ কি অসহ !      হরি-বিরহ-
.                     তাপে যে দেহ জরিছে !
মণি-খচিত         বলয়াদি  ত
.                    অধিকতর দহিছে | ৫


হইল খর         কুসুম-শর
.                   সম এ মম ফুলের হার ;
দহে অতনু       সতত ,তনু
.                ---- কুসুম সব সুকুমার | ৬


না গণি মনে         বেতসগণে,
.                      এ ঘন বনে বিচরি !
আমাকে তবে        ভুলিয়া রবে
.                     কেন এ ভবে শ্রীহরি ? ৭


হরি-চরণ          করি শরণ
.                    ভণিল কবি কবিতা ;
লভ কোমলা       কাব্য-কলা,
.                    যেন যুবতী বনিতা | ৮


অভিসার-সঙ্কেতে বঞ্জুল কুঞ্জে
.                   অনাগত রবে হরি, ---জানি নি |
বুঝিবা কোথাও তবে কেলি-কলা ভুঞ্জে,
.                    পেয়ে অভিসারে নব কামিনী |
বন্ধুজনের ক্রীড়া-উপরোধে কান্ত
.                    আসিতে কি হল সখী, ক্ষান্ত ?
কিংবা আঁধারে নাথ, আজি পথ ভ্রান্ত ?
.                    কিবা মম ভাবনায় ক্লান্ত ? ১


মাধবে না এনে দূতী যবে ফিরে আসিল,
কহে রাধা--- “আছে হরি কারে ভালবাসি লো ?”
যেন নিজ চোখে দেখা,---হরি যেন রমিছে ;
দূতী-পানে চাহি তাই বিষাদিনী কহিছে | ২



চতুর্দ্দশ গীতি     
( বসন্ত রাগ, যতি তাল )    


(ধুয়া - বিহরিছে মধুরিপু-সহ, আজি সজনী,
.       আমা হতে সমধিকা গুণবতী রমণী | )
.       স্মর-সমরের তরে ভূষে তনু বেশে সে |
.       দলিত কুসুম, তার শিথিলিত কেশে রে | ১


হরি-পরিরম্ভণে উথলিয়া হরষে ;
তরলিত হার তার উঁচু কুচ-কলসে | ২


বিচলিত অলকে সে মুখশশী শোভিত ;
অধর-পানের রসে আঁখি আধ মুদিত | ৩


ললিত কপোল তার কুন্তল-হেলনে ;
মুখরিত রসনাটি জঘনের দোলনে | ৪


দেখে নাথ মুখ কভু লাজে, কভু হাসিয়া ;
করিছে কূজন ঘন প্রেম-রসে ভাসিয়া | ৫


বিপুল পুলক রঙ্গ কাঁপিয়ে ওঠে অঙ্গ
শ্বসে ঘন, মুদে আঁখি, বিকশে অনঙ্গ






শ্রম-জলকণা রাজে সুভগার শরীরে ;
প্রীতি-রস করি হরি-বুকে আছে পড়ি রে | ৭


শ্রীহরি-বিহার কথা জয়দেব ভণিল ;
কলির কলুষ যত বিদূরিত হইল | ৮


বিধু মদনের সখা ; তাই তার করে গো
তাপ যায় ; মোরে হায় আরো দাহে ভরে গো !
বিরহেতে পাণ্ডুর হরি-মুখ স্মরিয়া,
পাণ্ডুর চাঁদ হেরি আমি যাই মরিয়া |


পঞ্চদশ গীতি     
( গুর্জ্জরী রাগ, একতালী তাল  )    


উদিত মদন, হেরি         রমণী-বদন ঘেরি’
.                            চুম্বন-পিপাসিত অধরে,
পুলকে তিলক লেখে       মৃগমদ-রস মেখে ;
.                            চাঁদে যেন মৃগ আঁকে কত রে | ১


ধুয়া--- যমুনা পুলিনে অই    বিজয়ী মুরারি, সই,
.                               গোপবধূ সহ বিহরে |
জলদ-রুচির কেশে           কুরুবক গোঁজে হেসে ;
.                               মেঘেতে চপলা যেন শোভিল |
“কেশ-বনে রতি-পতি        মৃগ সম করে গতি ;”
.                               তরুণ আননে হরি কহিল | ২


কুচ-পরিসর বেপি’          মৃগমদ-রস লেপি
.                             দিল হরি ; মেঘ যেন আকাশে |
তারা সম মণি-হার         শোভিল উপরে তার ;
.                             নখ-রেখা শশীসম বিকাশে | ৩


জিনিয়া মৃণাল, তার            ভুজ-যুগ সুকুমার ;
.                                করতল ---সরোজিনী ফুল্ল |
মরকত-বালা তায়             পরাইল হরি হায়,
.                                কমলে সে যেন অলি-তুল্য | ৪


মদনের তরে যেন            কনক-আসন, হেন
.                                জঘনে সাজিল মণি-রসনা !
যেন তোরণের কোলে        সুন্দর মালা দোলে !
.                                হেরি হরি-চিতে জাগে বাসনা | ৫


কমলা-নিলয় জানি        কামিনীর পা দুখানি,
.                           ( নখ তাহে যেন মণি মূরতি )
বক্ষে সে পদ ধরি         আলতা মাখান হরি |
.                           তিরপিতা যত গোপ যুবতী | ৬


না জানি সে শঠবর       হলধর-সহোদর,
.                         তুষিছে এমনি কত কামিনী |
আমি কেন স্মরি হরি    বিফলে বিরসে মরি ?
.                        কেন যাপি বনমাঝে যামিনী ? ৭


মধু-রিপু-পদ-দাস          কবিকৃত রসাভাস,
.                            ধ্বনিত এ হরি-লীলা-গীতিতে |
কলির কলূষ তায়         অতি দূরে চলে যায় ;
.                            রবে কবি মঙ্গলে প্রীতিতে | ৮


না এল নিদয় শঠ, তাহে সখী ব্যথা কি ?
রমে আন-প্রিয়া সহ, তাহে আর কথা কি ?
এই দেখ, চিত মম তাঁরি গুণে মজিয়া
তাঁরি দেহে মিলিবারে যায় তনু তেজিয়া | ১



ষোড়শ গীতি     
( দেশবরাড়ী রাগ, রূপক তাল )    


ধুয়া--- রমে যারে বনমালী, সখী! অতি যতনে,
অনিল বিকম্পিত উত্পল-নয়নে
কিশলয়-শেষে ; তাপ কোথা তার শয়নে ? ১


বিকশিত সরসিজ সম মুখ ললিত ;
তাঁরে পেলে মনসিজ-শরে কেবা দলিত ? ২


অমৃত তাঁহার অতি মৃদু মধু বচনে ;
দাহ কি আনিতে পারে মলয়জ পবনে ? ৩


স্থল-জলরুহ রুচি তাঁর কর-চরণে
রহিলে দহিতে নারে হিমকর-কিরণে | ৪


সজল জলদ-রুচি হরিকে যে লভিবে ;
বিরহ কি কভু তার চিত আর দহিবে ? ৫


কনক –নিকষ-রুচি শুচি বাস পরণে,
হেরি পরিজন-হাসি কেবা আনে গগনে ? ৬


যে তরুণতম জনে পায় যদি কামিনী,
বিরহের জ্বর তার রহে বলি জানিনি | ৭


কবির এ বাণী শুনি এস তুমি হরি হে |
হও গো উদিত মম প্রাণ-মন ভরিয়ে | ৮


চন্দন-সুরভিত, মনোভবানন্দ
দক্ষিণ বায়ু !  কেন রাধা সহ দ্বন্দ্ব ?
ওগো জগতের প্রাণ, অনুনয়ে কহি গো,
মাধবে দেখাও আগে, পরে মোরে বধিও | ১


যাঁহাকে করিলে মনে        সহবাস সখীসনে
.                              হয় রিপু-সহবাস প্রায় রে ;
অনিল অনল হয়,            সুধাকর বিষময়,
.                              সে নিদয় পানে চিত ধায় রে |
স্ববশে কামিনীগণ           রাখিতে না পারে মন ;
.                              প্রতিকূল নিজ প্রাণ হায় রে | ২


করগো পীড়ন         ওগো সমীরণ,
.                       পড় ফুল-শর বুকে গো |
যাহা হয় হবে,        রাধা হেথা রবে
.                       গৃহে না ফিরিবে দুখে গো |
ওগো তাপহরা        যম-সহোদরা
.                       যমুনে ! জুড়াও জ্বালা এ |
তব শীতধারে         ডুবি একেবারে
.                        বাঁচিবে পোপের বালা রে |৩


একদা প্রভাত বেলা দোঁহে ভুল করি গো,
রাধা পরে পীত বাস, নীলাম্বরী হরি গো।
হেরি সখীগণ উঠো কল-কলে হাসিয়া,
হাসিলেন হরি তাহে সবে ভালবাসিয়া।
শ্রীহরির সেই স্মিত মুখখানি ভূতলে
রাখুক ভকত জনে আনন্দে ও কুশলে। ৪







ইতি বিপ্রলব্ধা-বর্ণনে নাগরনারায়ণ নামে সপ্তম সর্গ সমাপ্ত।
<< শ্রীরাধার এই বিলাপগীতিটি অনেকের
বিচারে গীতগোবিন্দের শ্রেষ্ঠ গীতি। ভক্ত
বৈষ্ণবের মুখে উহার সুমধুর আবৃত্তি শুনিয়া
অনেকবার মোহিত হইয়াছি। এই গীতটির
মহারাষ্ট্র প্রদেশের সুর, অতি চমত্কার। সুর
ও তালের সহিত মিলাইয়া প্রথেমে ধূয়াটির
মাত্রা দেখিয়া লইতে হইবে, ---
যামি হে ( যাইব গো )
কমিহ শরণং ? (কাঙার শরণে ?)
সখীজন-বচন-বঞ্চিতা (আমি-সখী-বচন-বঞ্চিতা)
.                          ---বিজয়চন্দ্র মজুমদার
^^^ আমাদের সংগ্রহের গ্রন্থের, উপরের লাল কালিতে দেওয়া অংশটি কয়েকটি অক্ষর
পাঠোদ্ধার করা সম্ভব হয়নি বলে
অপাঠ্য অক্ষরগুলির জায়গায় @ চিহ্ন দেওয়া হয়েছিল।
আমরা কৃতজ্ঞ
শ্রী সুব্রত মজুমদার-এর কাছে যিনি আমাদের এই অংশটি সংশোধন করে
পাঠিয়েছেন। তাঁর ইমেল -
subrata.mjder@gmail.com     
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
কবি বিজয়চন্দ্র মজুমদারের
বঙ্গানুবাদ
(আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫)
সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
গীতগোবিন্দের সূচী
প্রথম সর্গ
দ্বিতীয় সর্গ
তৃতীয় সর্গ
চতুর্থ সর্গ
পঞ্চম সর্গ
ষষ্ঠ সর্গ
সপ্তম সর্গ
অষ্টম সর্গ
নবম সর্গ
দশম সর্গ
একাদশ সর্গ
দ্বাদশ সর্গ
সামোদ দামোদর
অক্লেশ কেশব
মুগ্ধ মধুসূদন
স্নিগ্ধ মধুসূদন
সাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ
ধৃষ্ট বৈকুণ্ঠ
নাগর নারায়ণ
বিলক্ষ লক্ষ্মীপতি
মুগ্ধ মুকুন্দ
মুগ্ধ মাধব
সানন্দ গোবিন্দ
সুপ্রীত পীতাম্বর