অষ্টম সর্গঃ
বিলক্ষ লক্ষ্মীপতি
অথ কথমপি যামিনীং বিনীয়
স্মরশরজর্জ্জরিতাপি সা প্রভাতে |
অনুনয়বচনং বদস্তমগ্রে
প্রণতমপি প্রিয়মাহ সাভ্যসূষম্ ||১||
গীতম্ ১৭
ভৈরবীরাগযতিতালাভ্যং গীয়তে
রজনিজনিতগুরুজাগররাগকষায়িতমলসনিমেষম্
বহতি নয়নমনুরাগমিব স্ফুটমুদিতরসাভিনিবেশম্ |
হরি হরি যাহি মাধব যাহি কেশব মা বদ কৈতববাদম্ || ধ্রুবম্ ||
তামনুসর সরসীরুহলোচন যা তব হরতি বিষাদম্ ||১||
কজ্জলমলিনবিলোচনচুম্বনবিরচিতনী লিমরূপম্ |
দশনবসনমরুণং তব কৃষ্ণ তনোতি তনোরনুরূপম্ ||২||
বপুরনুহরতি তব স্মরসঙ্গরখরনখরক্ষতরেখম্ |
মরকতশকলকলিতকলধৌতরিপেরিব রতিজয়লেখম্ ||৩||
চরণকমলগলদলক্তকসিক্তমিদং তব হৃদয়মুদারম্
দর্শয়তীব বহির্মদনদ্রুমনবকিশলয়পরিবারম্ ||৪||
দশনপদং ভবদধরগতং মম জনয়তি চেতসি খেদম্ |
কথয়তি কথমধুনাপি ময়া সহ তব বপুরেতদভেদম্ ||৫||
বহিরিব মলিনতরং তব কৃষ্ণ মনোহপি ভভিষ্যতি নূনম্ |
কথমথ বঞ্চয়সে জনমনুগতমসমশরজ্বরদূনম্ ||৬||
ভ্রমতি ভবানবলাকবলায় বনেষু কিমত্র বিচিত্রম্ |
প্রথয়তি পূতনিকৈব বধুবধনির্দ্দয়বালচরিত্রম্ ||৭||
শ্রীজয়দেবভণিতরতিবঞ্চিতখণ্ডিতযুবতিবিলাপম্ |
শৃণুত সুধামধুরং বিবুধা বিবুধালয়তোহপি দুরাপম্ ||৮||
তবেদং পশ্যংত্যাঃ প্রসরদনুরাগং বহিরিব
প্রিয়াপাদালক্তচ্ছুরিতমরুণচ্ছায়হৃদয়ম্ |
মমাদ্য প্রখ্যাতপ্রণয়ভরভঙ্গেন কিতব
ত্বদালোকঃ শোকাদপি কিমপি লজ্জাং জনয়তি ||১||
অন্তর্মোহনমৌলিঘুণনচলন্মন্দারবিস্রংসন-
স্তব্ধাকর্ষণদৃষ্টিহর্ষণমহামন্ত্রঃ কুরঙ্গীদৃশাম্ |
দৃপ্যদ্দানবদূয়মানদিবিষদ্দুর্ব্বরদুঃখাপদাং
ভ্রংশঃ কংসরিপোর্ব্যপোহয়তু বঃ শ্রেয়াংসি বংশীরবঃ ||২||
ইতি শ্রীগীতগোবিন্দে মহাকাব্যে খণ্ডিতাবর্ণনে বিলক্ষলিক্ষ্মীপতিনামাষ্টমঃ সর্গঃ।
জয়দেবের গীতগোবিন্দ (দ্বাদশ শতক) অষ্টম সর্গ বিলক্ষ লক্ষ্মীপতি
|
অষ্টম সর্গ
বিলক্ষ লক্ষ্মীপতি
. কোন মতে যাপিয়া সে যামিনী
. স্মর-জ্বর-পরাভূতা কামিনী
হেরিল প্রভাতে তথা, বঁধূ কহে চাটু কথা ;
. উপেখিয়া সে মিনতি-প্রণতি,
. অসুয়ায় কহে বাণী শ্রীমতী | ১
সপ্তদশ গীতি
( ভৈরবী রাগ, যতি তাল )
রজনী-জনিত গুরু জাগরণে কষায়িত
. অলস নয়ন তব হেরি হে |
প্রিয়া-প্রেম –রসাবেশে আঁখি তব প্রসারিত ;
. কেন এলে এ ভবনে হরি হে ? ১
ধুয়া – ফিরে যাও হে মাধব ! কিবা ফল কৈতব বচনে ?
যারে পেয়ে প্রীত অতি, যাও তুমি সে যুবতী সদনে |
. চুমিয়া কাজল, রাঙ্গা অধরেতে নীলিমা ;
. কৃষ্ণ-তনুর এই অনুরূপ কালিমা | ২
দেহে তব স্মর-রণ জাত নখ রেখা হে !
সোণা দিয়ে মরকতে “রতিজয়-লেখা” এ | ৩
পায়ের আলতা-দাগ, বুকে তব বল্লভ !
মদন-তরুতে যেন শোভে নব পল্লব | ৪
অধরে দশন-দাগ হেরি করি খেদ গো !
মিছা ভাবি, ---“আমা দোঁহে নাহি কোন ভেদ গো” | ৫
দেহের বরণ তব, ম্লান প্রাণে তুলনা |
অনুগতা স্মর-জিতা জনে কেন ছলনা ? ৬
ভ্রমিতেছে বনে বনে অবলায় বধিতে ;
প্রথিত রমণী-বধ পূতনার চরিতে | ৭
খণ্ডিতায় এ বিলাপ জয়দেব ভণিল ;
মধুগীতি, দেবদুর্লভ সুধা ক্ষরিল | ৮
প্রিয়া-পদ-আলতায় বুকখানি রঞ্জিত ;
হৃদয়ের প্রীতি তব যেন প্রতিবিম্বিত |
জানি, ভালবাস নাক ; দুখ নাহি তায় গো |
তুমি যে নিলজ শঠ, তাই লাজ পায় গো | ১
বাঁশরীর রবে সবে প্রীতি-সুখ-মগনা,
মন্ত্র-মোহিতা হয় কুরঙ্গ-নয়না ;
ঘুরে যায় মাথা ; চাহে পুলকের ভরে গো ;
কবরী খুলিয়া পড়ে, ফুলদাম ঝরে গো ;
দানব-দলন দেবগণ তাহে সুখিত |
কংসারির বংশীরবে হোক সুখ অমিত | ২
ইতি খণ্ডিতাবর্ণনে বিলক্ষ লক্ষ্মীপতি নামক অষ্টম সর্গ সমাপ্ত।
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
|
কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ (আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫) সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
|