অষ্টম সর্গঃ
বিলক্ষ লক্ষ্মীপতি
     


অথ কথমপি যামিনীং বিনীয়
স্মরশরজর্জ্জরিতাপি সা প্রভাতে |
অনুনয়বচনং বদস্তমগ্রে
প্রণতমপি প্রিয়মাহ সাভ্যসূষম্ ||১||




গীতম্ ১৭    
ভৈরবীরাগযতিতালাভ্যং গীয়তে
  


রজনিজনিতগুরুজাগররাগকষায়িতমলসনিমেষম্
বহতি নয়নমনুরাগমিব স্ফুটমুদিতরসাভিনিবেশম্ |
হরি হরি যাহি মাধব যাহি কেশব মা বদ কৈতববাদম্ || ধ্রুবম্ ||
তামনুসর সরসীরুহলোচন যা তব হরতি বিষাদম্ ||১||


কজ্জলমলিনবিলোচনচুম্বনবিরচিতনী লিমরূপম্ |
দশনবসনমরুণং তব কৃষ্ণ তনোতি তনোরনুরূপম্ ||২||




বপুরনুহরতি তব স্মরসঙ্গরখরনখরক্ষতরেখম্ |
মরকতশকলকলিতকলধৌতরিপেরিব রতিজয়লেখম্ ||৩||


চরণকমলগলদলক্তকসিক্তমিদং তব হৃদয়মুদারম্
দর্শয়তীব বহির্মদনদ্রুমনবকিশলয়পরিবারম্ ||৪||


দশনপদং ভবদধরগতং মম জনয়তি চেতসি খেদম্ |
কথয়তি কথমধুনাপি ময়া সহ তব বপুরেতদভেদম্ ||৫||


বহিরিব মলিনতরং তব কৃষ্ণ মনোহপি ভভিষ্যতি নূনম্ |
কথমথ বঞ্চয়সে জনমনুগতমসমশরজ্বরদূনম্ ||৬||


ভ্রমতি ভবানবলাকবলায় বনেষু কিমত্র বিচিত্রম্ |
প্রথয়তি পূতনিকৈব বধুবধনির্দ্দয়বালচরিত্রম্ ||৭||


শ্রীজয়দেবভণিতরতিবঞ্চিতখণ্ডিতযুবতিবিলাপম্ |
শৃণুত সুধামধুরং বিবুধা বিবুধালয়তোহপি দুরাপম্ ||৮||


তবেদং পশ্যংত্যাঃ প্রসরদনুরাগং বহিরিব
প্রিয়াপাদালক্তচ্ছুরিতমরুণচ্ছায়হৃদয়ম্ |
মমাদ্য প্রখ্যাতপ্রণয়ভরভঙ্গেন কিতব
ত্বদালোকঃ শোকাদপি কিমপি লজ্জাং জনয়তি ||১||


অন্তর্মোহনমৌলিঘুণনচলন্মন্দারবিস্রংসন-
স্তব্ধাকর্ষণদৃষ্টিহর্ষণমহামন্ত্রঃ কুরঙ্গীদৃশাম্ |
দৃপ্যদ্দানবদূয়মানদিবিষদ্দুর্ব্বরদুঃখাপদাং
ভ্রংশঃ কংসরিপোর্ব্যপোহয়তু বঃ শ্রেয়াংসি বংশীরবঃ ||২||






ইতি শ্রীগীতগোবিন্দে মহাকাব্যে খণ্ডিতাবর্ণনে বিলক্ষলিক্ষ্মীপতিনামাষ্টমঃ সর্গঃ।
জয়দেবের গীতগোবিন্দ
(দ্বাদশ শতক)
অষ্টম সর্গ
বিলক্ষ লক্ষ্মীপতি
অষ্টম সর্গ
বিলক্ষ লক্ষ্মীপতি
     


.       কোন মতে যাপিয়া সে যামিনী
.         স্মর-জ্বর-পরাভূতা কামিনী
হেরিল প্রভাতে তথা,        বঁধূ কহে চাটু কথা ;
.        উপেখিয়া সে মিনতি-প্রণতি,
.        অসুয়ায় কহে বাণী শ্রীমতী | ১



সপ্তদশ গীতি   
( ভৈরবী রাগ, যতি তাল )


রজনী-জনিত গুরু          জাগরণে কষায়িত
.                             অলস নয়ন তব হেরি হে |
প্রিয়া-প্রেম –রসাবেশে      আঁখি তব প্রসারিত ;
.                             কেন এলে এ ভবনে হরি হে ? ১


ধুয়া – ফিরে যাও হে মাধব !         কিবা ফল কৈতব বচনে ?
   যারে পেয়ে প্রীত অতি,        যাও তুমি সে যুবতী সদনে |
.                চুমিয়া কাজল, রাঙ্গা অধরেতে নীলিমা ;
.                কৃষ্ণ-তনুর এই অনুরূপ কালিমা | ২


দেহে তব স্মর-রণ জাত নখ রেখা হে !
সোণা দিয়ে মরকতে “রতিজয়-লেখা” এ | ৩


পায়ের আলতা-দাগ, বুকে তব বল্লভ !
মদন-তরুতে যেন শোভে নব পল্লব | ৪


অধরে দশন-দাগ হেরি করি খেদ গো !
মিছা ভাবি, ---“আমা দোঁহে নাহি কোন ভেদ গো” | ৫


দেহের বরণ তব, ম্লান প্রাণে তুলনা |
অনুগতা স্মর-জিতা জনে কেন ছলনা ? ৬


ভ্রমিতেছে বনে বনে অবলায় বধিতে ;
প্রথিত রমণী-বধ পূতনার চরিতে | ৭


খণ্ডিতায় এ বিলাপ জয়দেব ভণিল ;
মধুগীতি, দেবদুর্লভ সুধা ক্ষরিল | ৮


প্রিয়া-পদ-আলতায় বুকখানি রঞ্জিত ;
হৃদয়ের প্রীতি তব যেন প্রতিবিম্বিত |
জানি, ভালবাস নাক ; দুখ নাহি তায় গো |
তুমি যে নিলজ শঠ, তাই লাজ পায় গো | ১


বাঁশরীর রবে সবে প্রীতি-সুখ-মগনা,
মন্ত্র-মোহিতা হয় কুরঙ্গ-নয়না ;
ঘুরে যায় মাথা ; চাহে পুলকের ভরে গো ;
কবরী খুলিয়া পড়ে, ফুলদাম ঝরে গো ;
দানব-দলন দেবগণ তাহে সুখিত |
কংসারির বংশীরবে হোক সুখ অমিত | ২








ইতি খণ্ডিতাবর্ণনে বিলক্ষ লক্ষ্মীপতি নামক অষ্টম সর্গ সমাপ্ত।
কবি জয়দেবের গীতগোবিন্দ ও কবি বিজয়চন্দ্র মজুমদারের বঙ্গানুবাদ
কবি বিজয়চন্দ্র মজুমদারের
বঙ্গানুবাদ
(আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ, অক্টোবর ১৯২৫)
সাদা পটে, ছোট হরফে, অনুবাদের সঙ্গে কবির দেওয়া বিভিন্ন টীকা-টিপ্পনী . . .
গীতগোবিন্দের সূচী
প্রথম সর্গ
দ্বিতীয় সর্গ
তৃতীয় সর্গ
চতুর্থ সর্গ
পঞ্চম সর্গ
ষষ্ঠ সর্গ
সপ্তম সর্গ
অষ্টম সর্গ
নবম সর্গ
দশম সর্গ
একাদশ সর্গ
দ্বাদশ সর্গ
সামোদ দামোদর
অক্লেশ কেশব
মুগ্ধ মধুসূদন
স্নিগ্ধ মধুসূদন
সাকাঙ্ক্ষ পুণ্ডরীকাক্ষ
ধৃষ্ট বৈকুণ্ঠ
নাগর নারায়ণ
বিলক্ষ লক্ষ্মীপতি
মুগ্ধ মুকুন্দ
মুগ্ধ মাধব
সানন্দ গোবিন্দ
সুপ্রীত পীতাম্বর